দ্যা পেনিনসুলা হোটেলের ঋণমান সন্তোষজনক

peninsulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের সন্তোষজনক ঋণমান প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির ‘এএ-৩’ মানের এই ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড(ক্রাব)।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ফুয়াং ফুডের বোর্ড সভার দিন পরিবর্তন

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফুয়াং ফুড লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর আহবান করা হলেও তা পরে ২৬ অক্টোবর পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ফার কেমিক্যালসের বোর্ড সভা ২৬ অক্টোবর

far camস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ফার কেমিক্যালস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ইফাদ অটোস
  2. উত্তরা ব্যাংক লিমিটেড
  3. ট্রাষ্ট ব্যাংক লিমিটেড
  4. ব্র্যাক ব্যাংক
  5. শাহজালাল ইসলামী ব্যাংক
  6. স্কয়ার ফার্মা
  7. লংকাবাংলা ফাইন্যান্স
  8. আমরা নেটওয়ার্কস
  9. ন্যাশনাল ব্যাংক
  10. এসিআই লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচকের বড় পতন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করে ২১৯৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৬২০ কোটি ১৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৭৪৩ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫২টির। দর অপরিবর্তিত আছে ১৮টির।

এদিন লেনদেনের এগিয়ে থাকা ১০ টি কোম্পানি হলো – ইফাদ অটোস, উত্তরা ব্যাংক লিমিটেড, ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, আমরা নেটওয়ার্কস, ন্যাশনাল ব্যাংক ও এসিআই লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৫৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির কমেছে ১৭৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৩৭ কোটি ২৮ লাখ টাকা। যা গত বৃহস্পতিবার ছিল ৩৫ কোটি ২১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউসিবিএল ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

চট্টগ্রাম বন্দরের জন্য কেনা হবে ছয়টি ক্রেন, চুক্তি সই

saport-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরের জন্য ছয়টি গ্যানট্রি ক্রেন কিনতে চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তিপত্র সই করা হয়েছে। রবিবার সচিবালয়ের নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল ও চীনের সাংহাই জেনহুয়া এবি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিডেটের চেয়ারম্যান ঝু লিয়া ন ইউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান ও সচিব মো. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, চুক্তি সইয়ের পরবর্তী ১৮ মাসের মধ্যে এ ক্রেনগুলো পাওয়া যাবে। প্রতিটি ক্রেনের ধারণ ক্ষমতা ৪০ টন। একটি ক্রেনের ঘণ্টায় ২৫ থেকে ৩২ টোয়েন্টি ইক্যুইভ্যালেন্ট ইউনিট কন্টেইনার হ্যান্ডেলিং করার ক্ষমতা আছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীদের কর দেওয়ার নির্দেশ

NBRবিশেষ প্রতিবেদক :

বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীদের ওপর নজরদারি বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সব বিদেশি কর্মীর আয়ের ওপর কর দেওয়ার নির্দেশ দিয়েছে এনবিআর। আজ রোববারের মধ্যে কর পরিশোধসহ অন্যান্য শর্ত পরিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এনবিআর এ-সংক্রান্ত বিজ্ঞাপন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেছে।

যথাসময়ে যথাযথভাবে কর না দিলে চাকরিদাতা প্রতিষ্ঠান বা ওই বিদেশি নাগরিককে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে। আয়কর আইনে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫ লাখ বা প্রদেয় করের ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান আছে। এ ছাড়া তিন বছরের জেল দেওয়ার সুযোগ আছে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, বিদেশি নাগরিকদের আয়ের ওপর কর হার ৩০ শতাংশ। কোনো বিদেশি ১০০ টাকা আয় করলে ৩০ টাকা কর দিতে হবে। এই কর যে প্রতিষ্ঠানে ওই বিদেশি চাকরি করেন, প্রতি মাসে বেতন-ভাতা দেওয়ার সময় কেটে রাখবে চাকরিদাতা প্রতিষ্ঠান। বিদেশিদের ওপর কর পুরোটাই উৎসে কেটে রাখতে হবে।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, যেসব কোম্পানি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, এনজিও, হোটেল, রেস্তোরাঁয় বিদেশি নাগরিক কাজ করেন কিংবা অদূর ভবিষ্যতে কাজ করার সম্ভাবনা আছে, সেসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিদেশি নাগরিক নিয়োগের ক্ষেত্রে আয়কর বিধিমালা অনুসরণ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রহিম টেক্সটাইল ও মালেক স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রহিম টেক্সটাইল ও মালেক স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২২ অক্টোবর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টা ও ৪টায় গুলশান নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া এই বোর্ড সভায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে রহিম টেক্সটাইল ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর মালেক স্পিনিং মিলস লিমিটেড ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শেয়ারবাজারের বিশেষ ট্রাইব্যুনালে মামলা সংকট

tribunal-picবিশেষ প্রতিবেদক :

মামলা সংকটে শেয়ারবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল। ১৯টি মামলার মধ্যে বর্তমানে ১৬টির ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। মাত্র তিনটির বিচার কাজ চলছে। ফলে ট্রাইব্যুনাল অনেকটাই নিষ্ক্রিয়।

সম্প্রতি ট্রাইব্যুনালের বিচারক মো. আকবর আলী শেখ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য উল্লেখ করেন।

তবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বলছে, তারা মামলা নিয়ে আসার চেষ্টা করছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, যেসব মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে, সেসব মামলা ট্রাইব্যুনালে নিয়ে আসার চেষ্টা করছে বিএসইসি। এ ক্ষেত্রে আন্তরিকতার অভাব নেই।

জানা গেছে, ২০১০ সালে বাজারে ধসের পর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিটির তদন্ত কমিটির সুপারিশে ২০১৫ সালে ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর এ পর্যন্ত ২৪টি মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এসব মামলায় আসামি ব্যাংক ও আর্থিক খাতে অত্যন্ত প্রভাবশালী। এর মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান এ রউফ চৌধুরী, এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান, ডিএসইর মেম্বার শাহদুল হক বুলবুল প্রমুখ। এর মধ্যে ৫টি মামলার রায় হয়েছে। এতে উল্লেখযোগ্য কোনো আসামি নেই।

এ ছাড়া একটি মামলার রায়ের দিন ঘোষণা করা সত্ত্বেও উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ট্রাইব্যুনাল সে রায় ঘোষণা করতে পারেননি। বিচারিক ক্ষমতা না থাকায় ২টি মামলা মহানগর দায়রা জজ আদালতে ফেরত দেয়া হয়েছে। ১৬টি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

হামিদ ফেব্রিকসের বার্ষিক বোর্ড সভা ২১ অক্টোবর

hamid-fabrics-ltdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২১ অক্টোবর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ