ফার্মা এইডসের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.০৫ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৯১.২৮ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

মীর আকতার হোসেনের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি মীর আকতার হোসেন লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১২ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা ৬টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বীকন ফার্মার বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত কোম্পানিটির প্রধান অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আলুর দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট দমনে ব্যর্থ স্থানীয় প্রশাসন : কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আলুর দাম বৃদ্ধির কারণ হলো সিন্ডিকেট পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারা। সিন্ডিকেট নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন কাজ করলেও সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আলুর দাম এত বাড়ার কোনো কারণ ছিল না। সরকার দাম নির্ধারণ করে দিয়ে জেলা পর্যায়ে তদারকি করলেও পুরোপুরি সিন্ডিকেটমুক্ত করা যায়নি।

মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের নতুন প্রেস ভবন ও ঢাকা আঞ্চলিক অফিসের উদ্বোধনী এবং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, এ বছর আলুর উৎপাদন কম হয়েছে। কেননা গতবছর আলু চাষিরা ন্যায্যমূল্য পায়নি।

যার কারণে তারা সরিষা চাষ বেশি করেছে। আর সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করেছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিন্তু সেখানে পুরোপুরি সফল হতে পারিনি। সিন্ডিকেট চক্র দাম বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, বর্তমানে আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এসব আলু দেশে আসা শুরু হয়েছে। আশাকরি ১৫ দিনের মধ্যে দাম কমে আসবে। তা ছাড়া মাসখানেকের মধ্যে নতুন আলু বাজারে আসবে। মানুষের কষ্ট কমে যাবে। এর আগে দাম বাড়ার কারণে মানুষের কষ্ট হয়েছে এজন্য আমরা দুঃখিত।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায় ও স্বাগত বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা বিএম রাশেদুল আলম।

স্টকমার্কেটবিডি.কম///

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের তৈরি পোশাকশ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে শ্রম মন্ত্রণালয়। মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মজুরি ঘোষণা করেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা এটা ঘোষণা করছি।

ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে। আট হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা হবে। সঙ্গে বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।
এর আগে, বেলা সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এ সংক্রান্ত আলোচনা শুরু হয়।

এতে শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন সিরাজুল ইসলাম রনি। অন্যদিকে, মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন সিদ্দিকুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ, নিরপেক্ষ সদস্য অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য ও জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ।

স্টকমার্কেটবিডি.কম////

  1. ফু-ওয়াং ফুডস
  2. ইস্টার্ন ইন্স্যুরেন্স
  3. এমারেল্ড অয়েল
  4. বাংলাদেশ মনোস্ফুল পেপার
  5. ইউনিয়ন ইন্স্যুরেন্স
  6. ইনট্রাকো রি ফুয়েলিং
  7. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  8. সমরিতা হসপিটাল
  9. সেন্ট্রাল ফার্মা
  10. আরডি ফুডস।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৭৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৩০;পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৭টির আর দর অপরিবর্তিত আছে ১৬৭ টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ মনোস্ফুল পেপার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইনট্রাকো রি ফুয়েলিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সমরিতা হসপিটাল, সেন্ট্রাল ফার্মা ও আরডি ফুডস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৮০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে উত্তরা ব্যাংক ও সেন্ট্রাল ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আদানি উইলমারের সব শেয়ার ছেড়ে দিচ্ছে আদানি গোষ্ঠী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আদানি উইলমার লিমিটেডে আদানি গোষ্ঠীর যত শেয়ার আছে, তার সবই বিক্রি করে দেবে গোষ্ঠীটি। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, এই কোম্পানিতে আদানি গোষ্ঠীর শেয়ারের পরিমাণ ৪৩ দশমিক ৯ শতাংশ। সেই শেয়ার বিক্রির জন্য একাধিক বহুজাতিক ভোগ্যপণ্য কোম্পানির সঙ্গে আলোচনা করছে আদানি গোষ্ঠী।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র ইকোনমিক টাইমসকে জানিয়েছে, চলতি মাসেই এই বেচাকেনার চুক্তি হয়ে যেতে পারে। আদানি উইলমার ফরচুন ভোজ্যতেল উৎপাদন করে।

এই কোম্পানিতে আদানি গোষ্ঠীর সঙ্গে আছে সিঙ্গাপুরভিত্তিক উইলমার ইন্টারন্যাশনাল। তাদের শেয়ারও সমপরিমাণ-৪৩ দশমিক ৯৭ শতাংশ। আদানি গোষ্ঠী ২৫০ থেকে ৩০০ কোটি ডলারে নিজেদের শেয়ার বিক্রি করে দেওয়ার আশা করছে।
এ বিষয়ে আদানি গোষ্ঠী ও আদানি উইলমারকে ই-মেইল পাঠিয়েও জবাব পায়নি ইকোনমিক টাইমস।

গত মে মাস থেকে আদানি উইলমার কোম্পানির শেয়ারের দাম কমছে। মে মাসে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৪৮৮ রুপি; গত শুক্রবার তা ৩১৭ রুপিতে নেমে এসেছে। ফলে কোম্পানিটির বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৪৯৬ কোটি ডলারে।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত আদানি গোষ্ঠীর এক নির্বাহী ইকোনমিক টাইমসকে বলেছেন, আদানি গোষ্ঠী এখন আরও বেশি মূল ব্যবসায় (অবকাঠামো) মনোযোগ দিতে চায়; সে কারণে অন্যান্য কিছু ব্যবসা থেকে বেরিয়ে আসতে চায় তারা। তার অংশ হিসেবে আদানি উইলমারের শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত। এই শেয়ার বিক্রির অর্থ ঋণ পরিশোধে নয়, বরং গোষ্ঠীর অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হবে বলেও জানিয়েছেন সেই নির্বাহী।

ভারতের ভোগ্যপণ্যের বাজারে অন্যতম বৃহৎ অংশীদার হচ্ছে আদানি উইলমার। গত অর্থবছরে এই কোম্পানি ৫৫ হাজার ২৬২ কোটি রুপি রাজস্ব আয় করে মুনাফা করে ৬০৭ কোটি রুপি।

স্টকমার্কেটবিডি.কম////