বুধবার শুরু হচ্ছে ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

tradস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুধবার (৯ জানুয়ারি) ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা- ২০১৯ শুরু হবে।

মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করছে। এবারও রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে এই মেলা অনুষ্ঠিত হবে।

অবশ্য এবছর থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে আয়োজন করার কথা ছিল।

আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রউফ জানান, ইতোমধ্যে মেলার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। মেলায় কোনও সাপ্তাহিক ছুটি থাকবে না। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে

স্টকমার্কেটবিডি.কম/বি

২০১৮ সালে লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্যসমাপ্ত ২০১৮ সালের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ক্ষেত্রে শীর্ষ ডিলার ছিল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় অবস্থানে আছে ইউনিরয়েল সিকিউরিটিজ। পরের অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ।

এদিকে গত বছর ডিএসইতে লেনদেনের ক্ষেত্রে শীর্ষ ব্রোকারেজ হয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ। তালিকায় পরের অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড আর তৃতীয় হয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। ডিএসই’র এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, যেসব ব্রোকারেজ হাউজ নিজস্ব পোর্টফলিও ম্যনেজমেন্ট করে না, অর্থাৎ নিজেদের ডিলার অ্যাকাউন্ট নেই, তারা শুধু ক্লায়েন্টদের (গ্রাহক) শেয়ার লেনদেন করে তারা ব্রোকারেজ হিসেবে পরিচিত। পক্ষান্তরে যেসব হাউজ গ্রাহকদের শেয়ার লেনদেন করার পাশাপাশি নিজেদের ডিলার অ্যাকাউন্ট পরিচালনা করে, তারা ডিলার হিসেবে পরিচিত।

প্রাপ্ত তথ্যমতে, সদ্যবিদায়ী বছরে ডিএসইর ডিলারদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ। শীর্ষ পাঁচের মধ্যে পঞ্চম স্থানে আছে এপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড।

পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে সিটি সিকিউরিটিজ, সার সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, সালতা ব্রোকারেজ লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ, হযরত আমানত শাহ সিকিউরিটিজ, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

স্মার্টফোন ও ট্যাব এক্সপো শুরু ১০ জানুয়ারি

(JPEG Image, 299 × 168 pixels)স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) থেকে। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই মেলা চলবে শনিবার (১২ জানুয়ারি) পর্যন্ত।

সোমবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় মেলার আয়োজক এক্সপো মেকার। স্মার্টফোন ও ট্যাব নিয়ে ‘টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো’ শিরোনামে একাদশ তম আয়োজন হবে এবারের মেলা।

মেলার প্রথমদিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তবে সকাল ১০টা থেকেই মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান বলেন, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। এছাড়া থাকবে নানা আয়োজন।

আগের যেকোন আয়োজনের থেকে এবারের এক্সপো আরও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুহাম্মদ খান।

বরাবরের মতো এবারের মেলায়ও বিভিন্ন ফিচার ও আকর্ষণীয় প্রযুক্তি সম্বলিত স্মার্টফোন ডিভাইস ও ট্যাবের পসরা নিয়ে বসবে নামিদামি প্রতিষ্ঠানগুলো। সর্বশেষ প্রযুক্তির সঙ্গে ক্রেতাদের পরিচয় করিয়ে দিতে এবং অভিজ্ঞতা দিতে নানা আয়োজন থাকছে মেলায় অংশ নেওয়া ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে। এছাড়াও বিভিন্ন অফার ও মূল্য ছাড়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করবে প্রতিষ্ঠানগুলো।

স্মার্টফোন, ট্যাব ও অন্য প্রযুক্তিপণ্য প্রদর্শনের পাশাপাশি তথ্য-প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনারের আয়োজনও থাকছে এবারের মেলায়। এবারের মেলায় অংশ নিচ্ছে প্রায় ১৭টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রবেশ মূল্য নির্ধারিত হয়েছে ২০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

বিডিকম অনলাইনের শেয়ার দর বৃদ্ধির তথ্য নেই

bdcomস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর শেয়ার দর ছিল ২৭.৮০ টাকা। আর ৭ জানুয়ারি সর্বশেষ তা ৩৩ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় বিডিকম অনলাইন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

২০১৯ সাল বাংলাদেশের জন্য অন্যতম সুখের বছর : জিইএফ

d69c74d9d32153518797619088b2ef35-5c33007b29949স্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থনৈতিক স্বাধীনতার দিক থেকে ২০১৯ সাল হবে বাংলাদেশের জন্য অন্যতম সুখের বছর। এ বছর তার প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ৫ শতাংশ। দ্য গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম (জিইএফ) সম্প্রতি এ তথ্য দিয়েছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসোক) সংস্থা জিইএফ সম্প্রতি ২০১৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস দিয়েছে। এতে তারা বাংলাদেশ সম্পর্কেও পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের কারণে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে। এতে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়তে পারে। দেশে যেসব অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে, সেখানে এই বিনিয়োগ আসতে পারে বলে তারা মনে করছে।

তবে তারা বলেছে, দেশে ব্যবসা-বাণিজ্যের উৎপাদন খুব বেশি হবে না, তাই এ থেকে রাজস্ব আয়ও বেশি হবে না। বেসরকারি খাতের বিকাশও খুব বেশি হবে না। কিন্তু সরকারি খাত, বিশেষ করে বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে। তাদের ভবিষ্যদ্বাণী, বিদ্যুৎ খাতে ২০১৯ সালে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ আসতে পারে। আর জিডিপির সাপেক্ষে সরকারের ঋণের অনুপাত ৩০ শতাংশে উঠতে পারে।

জিইএফের প্রেসিডেন্ট এনায়েত করিম বলেন, এ বছর দেশে রপ্তানির বিপরীতে বিপুল পরিমাণ আমদানি হবে। তাই ব্যালান্স অব পেমেন্টের ঘাটতি থাকবে ১৭ হাজার ৫০০ কোটি টাকা।

জিইএফের বাংলাদেশ-বিষয়ক প্রেসিডেন্ট মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এ বছর দারিদ্র্য হ্রাসে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করবে। সম্পদের সুষম বণ্টনের কারণে দারিদ্র্যের পরিমাণ দাঁড়াবে ২১ দশমিক ৮ শতাংশ।

জিইএফের বাংলাদেশ-বিষয়ক সেক্রেটারি জেনারেল মামুন-উর রশিদ বলেন, সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের চাকরি যাওয়ার কারণে প্রবাসী আয় হয়তো বাড়বে না। তবে নতুন শ্রমবাজার পাওয়া যাবে এবং মজুরিও বাড়বে।

এদিকে কিছুদিন আগে ব্রিটিশ ম্যাগাজিন দ্য গার্ডিয়ান-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সমীক্ষায় দেখা গেছে, এ বছর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে যেসব দেশের, সেই তালিকায় বাংলাদেশ থাকবে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে থাকবে সিরিয়া, যার প্রবৃদ্ধির সম্ভাব্য হার ৯ দশমিক ৯। আর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৯ শতাংশ। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

নতুন মন্ত্রিসভায় ব্যবসায়ীদেরকে প্রাধান্য

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবারের নতুন মন্ত্রিসভায় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত মন্ত্রণালয়গুলোতে ব্যবসায়ীদের প্রাধান্য দেখা গেছে। অর্থ, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা।

আজ সোমবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। অবশ্য মন্ত্রী হিসেবে শপথ নিলে যেকোনো প্রতিষ্ঠানের লাভজনক পদ ছেড়ে দিতে হয়।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন কুমিল্লা থেকে নির্বাচিত সাংসদ ও বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি দেশের একজন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। বাণিজ্যমন্ত্রী হচ্ছেন রংপুর জেলার সাংসদ টিপু মুনশি। তিনি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ছিলেন। টিপু মুনশি এবারই প্রথমবারের মতো মন্ত্রী হচ্ছেন।

বস্ত্র ও পাটমন্ত্রী হচ্ছেন নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ গোলাম দস্তগীর গাজী। তিনি একজন বড় ব্যবসায়ী, গাজী গ্রুপের চেয়াম্যান। এই গ্রুপটি উৎপাদন, আবাসন, ব্যাংক ও আর্থিক খাত, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। গোলাম দস্তগীর গাজীও প্রথমবারের মতো মন্ত্রী হচ্ছেন।

এ ছাড়া শিল্পমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরসিংদী জেলার সাংসদ নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন আইন পেশা। তাঁর আয়ের বড় উৎস চিংড়ি চাষ। শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ঢাকা-১৫ থেকে নির্বাচিত সাংসদ কামাল আহমেদ মজুমদার। তিনি হলফনামায় নিজের পেশা হিসেবে ব্যবসা, কৃষি ও মৎস্য খামারকে উল্লেখ করেছেন। তিনিও প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হচ্ছেন।

এদিকে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ওতপ্রোতভাবে জড়িত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হচ্ছেন নসরুল হামিদ। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহাব) সাবেক সভাপতি তিনি। তিনি গত পাঁচ বছর একই মন্ত্রণালয়ে ছিলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

আমি নিজে থেকেই বিদায় নিয়েছি: অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমি নিজে থেকেই বিদায় নিয়েছি বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে অর্থমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বিদায়ী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুহিত আরও বলেন, এখন তো আমার অবসর নেয়ার দরকারই। অবসর না নিয়ে ঝেঁটিয়ে বিদায় হয়ে যাওয়ার থেকে অবসর নেওয়া অনেক ভালো। এদিক থেকে আমি খুব সৌভাগ্য যে আমাকে কেউ বিদায় করেনি আমি নিজে থেকেই বিদায় নিয়েছি। তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি আমার বয়স ৮৫ বছর পূর্ণ হবে। এ বয়সে আল্লাহ আমাকে এমন রেখেছেন যে আমি একটি জটিল দেশে অর্থ মন্ত্রণালয়ের মতো জটিল দায়িত্ব পালন করেছি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

সেন্ট্রাল ফার্মার এমডিসহ ৫ পরিচালককে আর্থিক জরিমানা

Central-Pharma-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইন না মানার দায়ে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচ পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক হিসাবে বাংলাদেশ হিসাব মান (বিএএস) ও সিকিউরিটিজ আইন-কানুন ভঙ্গ করায় সেন্ট্রাল ফার্মার এমডি মনসুর আহমেদ, পরিচালক মোর্শেদা আহমেদ, রুকুনুজ্জামান, পারভেজ আহমেদ ভূঁইয়া ও নাসিমা আক্তারকে চার লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীতে বিধিবদ্ধ নিরীক্ষক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যোহা জামান কবীর রশীদ অ্যান্ড কোম্পানি কোয়ালিফাইড ওপিনিয়ন দেয়।

কিন্তু কোম্পানি তাদের বার্ষিক প্রতিবেদনে আনকোয়ালিফাইড অডিট ওপিনিয়ন সংযুক্ত করে বার্ষিক প্রতিবেদন কমিশন। যা স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের দেওয়া হয়।

নিরীক্ষকের কোয়ালিফাইড ওপিনিয়নে ছিল স্বল্প মেয়াদী ঋণের সুদ ও কুঋণের জন্য সিঞ্চিতির (প্রভিশন) ব্যবস্থা না করা, দীর্ঘ মেয়াদী ঋণের চলতি অংশ ও দীর্ঘ মেয়াদী অংশ আলাদা না করা, অগ্রিম কর ও কর দায় সমন্বয় না করা এবং কোম্পানির খরচগুলো ব্যাংক হিসাবের মাধ্যমে নির্বাহ না করে নগদে নির্বাহ করা।

ডিএসই ওই হিসাব বিবরণী পরীক্ষা করে কোম্পানির বর্ণিত কার্যাবলীর জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর সেকশন ১২ (২), বিএএস-১ এর অনুচ্ছেদ ৪০এ, ৪০বি, ৬০ ও ৬৪, বিএএস২১ এর অনুচ্ছেদ ২৮ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৮ আইনগুলো ভঙ্গ হয়েছে মর্মে উল্লেখ করে।

এছাড়াও আইন লঙ্ঘনগুলো সংশোধন না করা পর্যন্ত কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালকরা কোম্পানি থেকে কোনো প্রকার লভ্যাংশ, পারিতোষিক এবং অন্যান্য সুবিধাদি গ্রহণ করতে পারবেন না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ব্র্যাক ব্যাংক
  2. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  3. বিবিএস ক্যাবলস
  4. সিঙ্গার বিডি
  5. বেক্সিমকো লিমিটেড
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. ড্রাগন সোয়েটার
  8. গ্রামীনফোন লিমিটেড
  9. বিডি থাই
  10. প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

ডিএসইতে ৯৬৫ ও সিএসইতে ৪১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৯৬৫ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬৫ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ১০২৬ কোটি ৭৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৯টির। আর দর অপরিবর্তিত আছে ৩০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিবিএস ক্যাবলস, সিঙ্গার বিডি, বেক্সিমকো লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সোয়েটার, গ্রামীনফোন লিমিটেড, বিডি থাই ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩০৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ৫৩ কোটি ১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও শাশা ডেনিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড