মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন পিছালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল উদ্বোধনের তারিখ ফের পিছিয়েছে। আগামী ৪ নভেম্বর উদ্বোধন করা হবে এ অংশের।

আজ শুক্রবার সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এ তথ্য জানান।

মেট্রোরেল আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ দ্বিতীয় দফায় পেছনোর কারণ জানতে চাইলে সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এ ছাড়া কোনো কারণ নেই।’

উল্লেখ্য, এর আগে আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল উদ্বোধনের তারিখ ছিল ২০ অক্টোবর। পরবর্তীতে তা ২৯ অক্টোবর নির্ধারিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/

৯ মাসে পোশাক রপ্তানিতে আয় বেড়েছে প্রায় ৮%

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের প্রথম ৯ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে আয় হয়েছে ৩৫.৬১ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছর ঠিক একই সময়ে পোশাক রপ্তানিতে আয় হয়েছিল ৩২.৯৯ বিলিয়ন ডলার। অর্থাৎ আগের বছরের চেয়ে এবার ৯ মাসে পোশাকে রপ্তানি আয় বেড়েছে ৭.৯৬ শতাংশ।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সবচেয়ে বড় তৈরি পোশাক রপ্তানি গন্তব্য হওয়ায় এই সামগ্রিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) গত ৯ মাসের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরের মধ্যে ইউরোপে বাংলাদেশের রপ্তানি ৬.৪০ শতাংশ বেড়ে ১৭.৫২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬.৪৭ বিলিয়ন মার্কিন ডলার।

তথ্য বলছে, ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাজার জার্মানিতে কয়েক মাস ধরে ক্রমাগত কমেছে। ২০২৩ সালের প্রথম ৯ মাসে জার্মানিতে রপ্তানি ২০২২ সালের একই সময়ের তুলনায় ১২.৫৮ শতাংশ কমেছে।

অর্থাৎ ৫.৩৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৪.৬৮ বিলিয়ন মার্কিন ডলারে নেমেছে। বাংলাদেশের প্রধান বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৭.১৮ শতাংশ এবং ২০২২ সালের জানুয়ারি-সেপ্টেম্বরে ৬.৭৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২৩ সালের একই সময়ে ৬.৩০ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে।

৯ মাসে যুক্তরাজ্যে ১৪.৯২ শতাংশ ও কানাডায় ৬.২৭ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে যুক্তরাজ্য ও কানাডায় পোশাক রপ্তানি যথাক্রমে ৪.০৭ ও ১.১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গতানুগতিক বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে ৫.১১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২৮.৬৩ শতাংশ বেড়ে ৬.৫৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপানে তৈরি পোশাক রপ্তানি ১.২৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা বছরে ৪৫.২৩ শতাংশ বেড়েছে। অস্ট্রেলিয়ায় ৫৪.৬৯ শতাংশ, ভারতে ১৩.৮৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ২০.৯৩ শতাংশ, চীন ও তুরস্কের বাজারে রপ্তানি যথাক্রমে ৪৬.৩২ শতাংশ, ৩৫.১১ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্যবসায় টিকে থাকতে বড় আকারে খরচ কমানোর কৌশল নিয়েছে টেলিকম প্রতিষ্ঠান নোকিয়া। প্রতিষ্ঠানটির ১৪ হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৮৬ হাজার কর্মী রয়েছেন। একটি বিস্তৃত পুনর্গঠনের অংশ হিসেবে নতুন এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে কম্পানিটি।

এই পদক্ষেপটি কম্পানিকে ১০ থেকে ১৫ শতাংশ স্টাফিং খরচ কমাতে সাহায্য করবে এবং ২০২৪ সালে কমপক্ষে ৪২১.৪ মিলিয়ন ডলার সাশ্রয় করবে বলে অনুমান করছে নোকিয়া। সামগ্রিকভাবে এই পদক্ষেপ ২০২৬ সালের মধ্যে নোকিয়ার খরচ প্রায় ১.৩ বিলিয়ন ডলার পর্যন্ত কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

কম্পানির সিইও পেক্কা লুন্ডমার্ক এক বিবৃতিতে বলেছেন, ‘এই পরিবর্তন দ্রুত কাজ করবে। সবচেয়ে কঠিন ব্যাবসায়িক সিদ্ধান্তগুলো আমাদের জনগণকে প্রভাবিত করে। আমাদের নোকিয়াতে অত্যন্ত মেধাবী কর্মী রয়েছেন এবং আমরা এই প্রক্রিয়ার দ্বারা প্রভাবিত প্রত্যেককে সমর্থন করব।’

ঘোষণাটি একই দিনে এসেছিল যেদিন নোকিয়া প্রত্যাশার চেয়ে খারাপ ফলাফলের কথা জানিয়েছে। তারা বলেছে, তৃতীয় ত্রৈমাসিকে বিক্রয় এক বছর আগের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কমেছে, কারণ অর্থনৈতিক অনিশ্চয়তা এবং উচ্চ সুদের হার অপারেটরদের ব্যয়কে চাপ দিচ্ছে। গত বছরের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকে মোবাইল নেটওয়ার্ক বিক্রয় ১৯ শতাংশ কমেছে।

সূত্র : সিএনএন

স্টকমার্কেটবিডি.কম////

ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ০৭ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.০৭ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৪.৩৪ পয়েন্টেই অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

সাত দিনে রিজার্ভ কমেছে ১১ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত প্রতিনিয়ত কমছে। এবারে এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে প্রায় ১১ কোটি ডলার। এতে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের পরিমাণ কমে ২১ বিলিয়ন বা ২ হাজার ১০০ কোটি মার্কিন ডলারের নিচে নেমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে রিজার্ভের এ চিত্র পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুসরণ করলে গত বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২ হাজার ৯৬ কোটি ডলার, যা এর এক সপ্তাহ আগে অর্থাৎ ১১ অক্টোবর ছিল ২ হাজার ১০৭ কোটি ডলার।

২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবপদ্ধতি অনুযায়ী, বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ৪ হাজার ৮০০ কোটি বা ৪৮ বিলিয়ন ডলারের বেশি। গত বছরের ১৮ অক্টোবর সেই রিজার্ভ কমে হয় ৩ হাজার ৬১১ কোটি ডলার। গত বুধবার তা ২ হাজার ৬৬৮ কোটি ডলারে নেমেছে। যদিও আইএমএফ হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, রিজার্ভ ২ হাজার ৯৬ কোটি ডলার বলে মনে করা হয়।

এর বাইরে কেন্দ্রীয় ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়। সেই হিসাব প্রকাশ করা হয় না। আইএমএফ সূত্রে জানা গেছে, সেই হিসাবে দেশের প্রকৃত রিজার্ভ এখন ১ হাজার ৭০০ কোটি বা ১৭ বিলিয়ন ডলারের কম।

স্টকমার্কেটবিডি.কম////

বিশ্ববাজারে বিটকয়েনের দাম ২ মাসে সর্বোচ্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নতুন করে আবারও সুবাতাস বইতে শুরু করেছে ক্রিপ্টোকারেন্সি বাজারে। প্রতি বিটকয়েনের দাম ৩০ হাজার ডলার ছাড়িয়ে গেছে। যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার (২০ অক্টোবর)এক বিটকয়েনের দর ৩০ হাজার ডলারের ওপরে উঠেছে। গত জুলাইয়ের পর এ প্রথম ক্রিপ্টোটির দাম এত উঠলো। সবমিলিয়ে গত সপ্তাহে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশেরও বেশি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ডিজিটাল বাজারের প্রধান মুদ্রা বিটকয়েন। আলোচ্য কার্যদিবসে যার দর উঠেছে ৩০ হাজার ২২ ডলারে। গত ২৩ জুলাইয়ের পর যা সবচেয়ে বেশি। শুধু একদিনেই কারেন্সিটির মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ৪ শতাংশেরও বেশি। লন্ডন ক্রিপ্টো ফার্ম এনিগমা সিকিউরিটিজের গবেষণার প্রধান জোসেফ এডওয়ার্ডস বলেন, বিটকয়েনের দর বৃদ্ধির জন্য কোনও তাৎক্ষণিক সংবাদ অনুঘটক ছিল না।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক আর্থিক বাজার চাপে রয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধের কারণে বিনিয়োগকারীদের মনোভাব বিপর্যস্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সী পার্লস; ২য় সোনালী পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্লস বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২০ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৯৬ কোটি ৫৪ লাখ টাকার।

জেমিনী সী ফুড লিমিটেডের ৯৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফুয়াং ফুডসের ৯২ কোটি ২৯ লাখ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ৭৩ কোটি ৭৬ লাখ, দেশবন্ধু পলিমারের ৬৯ কোটি ৫৫ লাখ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৬৭ কোটি ৪৯ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৬২ কোটি ৩৮ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৫৩ কোটি ৩৪ লাখ ও এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজের ৫১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

পাঁচ দিনে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৫ হাজার কোটি টাকা বেড়েছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ২৪.২১ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫০২ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ২ হাজার ১৫ কোটি টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৪.২১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৫০০ কোটি ৫৬ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৪০৩ কোটি টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২৪.২১ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৪০ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৩ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৭টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৮টির শেয়ার ও ইউনিটের দর। আর ২৫টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৭ হাজার ১৮৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪,৯৪৭ কোটি টাকা বা ০.৬৪ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বীমাটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আজ শনিবার (২১ অক্টোবর) বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি