আরও ৬টি ভিসা সেন্টার করছে ভারত

Rajnath-Singh-Minister-of-Home-Affairs-of-India-140718-0031স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের আরও ছয়টি জেলায় ভিসা সেন্টার করতে যাচ্ছে ভারত। এগুলো হলে বাংলাদেশে তাদের ভিসা সেন্টারের সংখ্যা ১৫ এ দাঁড়াবে।

নতুন ভিসা সেন্টার হচ্ছে ঠাকুরগাঁও, বগুড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে। এর মধ্যে ঠাকুরগাঁও ও বগুড়ারটি আগামী ৬ জানুয়ারি চালু হচ্ছে বলে ভারতীয় হাই কমিশন জানিয়েছে।

বাকি চারটি চালু হবে আগামী ১২ জানুয়ারি।

হাই কমিশন বলেছে, ভারতের ভিসার ক্রমর্ধমান চাহিদা মেটাতে নতুন এই ভিসা সেন্টারগুলো চালু করা হচ্ছে।

প্রতি বছর ১০ লাখের মতো বাংলাদেশি নানা প্রয়োজনে ভারত ভ্রমণ করে।

ভারত তাদের জন্য বিশ্বের সর্ববৃহৎ ভিসা সেন্টার চালু করেছে বাংলাদেশের ঢাকায়। এছাড়া চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় তাদের আরও আটটি ভিসা সেন্টার রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাণিজ্য মেলা ৯ জানুয়ারি, মেট্রোরেলের আদলে মূল গেইট

tradস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৪তম আসর উদ্বোধন হবে আগামী ৯ জানুয়ারি। এবার মেলার মূল গেইট নির্মাণ করা হচ্ছে মেট্রোরেলের আদলে। এদিকে এরইমধ্যে মেলার স্টলের সংখ্যা নির্ণয়সহ বিভিন্ন কাজ সম্পন্ন হয়েছে। এগিয়ে চলছে নির্মাণকাজ।

আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান তত্ত্বাবধায়ক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই যাবতীয় প্রস্তুতি শেষ হবে। তারা বলছেন, মেলাকে ঘিরে এবার গতবারের চেয়ে বিদেশিদের আগ্রহ বেশি। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে প্রায় সাড়ে ৫০০ প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

উল্লেখ্য, বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি থেকে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার মেলার দিনক্ষণ পেছানো হয়। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কম বিশ্বস্ত টেক কোম্পানি তালিকার শীর্ষে ফেসবুক

face-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

কম বিশ্বস্ত টেক কোম্পানি তালিকার শীর্ষে অবস্থান করছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক।

গত মাসে ফেসবুকের নতুন প্রাইভেসি স্ক্যান্ডাল প্রকাশিত হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকদের অজান্তেই তাদের তথ্য অন্যান্য টেক কোম্পানির কাছে সরবরাহ করেছে ফেসবুক। এসব কোম্পানির তালিকায় রয়েছে আমাজন, অ্যাপল, মাইক্রোসফট, নেটফ্লিক্স, স্পটিফাই ও ইয়ানডেক্সসহ দেড় শ’রও বেশি প্রতিষ্ঠান। এগুলোকে নিজেদের গ্রাহকদের তথ্যে প্রবেশাধিকার দেয় ফেসবুক।

থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদের কাছে ৬.৮ মিলিয়ন ইউজারের ব্যক্তিগত ছবি প্রকাশের বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর এসব তথ্য বেরিয়ে এসেছে। এ ছাড়া ফেসবুককে ঘিরে দুই সাম্প্রতিক বিতর্ক যা ‘ফায়ার টাইম’-এ এসেছে।

গত সেপ্টেম্বর মার্কিন সিনেট কমিটিকে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিল স্যান্ডবার্গ বলেন, ২০১৬ সালে মার্কিন নির্বাচনে ফেসবুক ব্যবহার করে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি ঠেকাতে পুরোপুরি সফল হয়নি ফেসবুক। ওই মাসেই জানা যায়, নজিরবিহীন সাইবার আক্রমণের শিকার হয়েছে প্রতিষ্ঠানটি এবং তিন কোটি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিসেম্বরে একটি গবেষণা সংস্থা এক হাজার জন ব্যক্তির ওপর একটি জরিপ পরিচালনা করে। ওই জরিপে দেখানো হয়, ৪০ শতাংশ উত্তরদাতা ফেসবুকে তাদের ব্যক্তিগত তথ্য দিয়ে কম বিশ্বাস করেন। এই অবিশ্বাস কেবলমাত্র বিভিন্ন তথ্য পাচার এবং গোপনীয়তা প্রকাশের জন্য নয় বরং কোম্পানি এবং এর শীর্ষ কর্মকর্তা মার্ক জুকিবার্গ এবং শেরিল স্যান্ডবার্গ এই সংকটগুলো কীভাবে মোকাবিলা করছেন তা নিয়েও অবিশ্বাস রয়েছে তাদের।

জরিপ অনুসারে সবচেয়ে অবিশ্বস্ত টেক কোম্পানি হচ্ছে ফেসবুক। এ ছাড়া টুইটার এবং আমাজন দ্বিতীয় অবিশ্বস্ত টেক কোম্পানি। আট শতাংশ উত্তরদাতা জানায়, তারা এ কোম্পানি দুটোর তথ্য কম বিশ্বাস করেন।

উবারকে কম বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে মত দেয় সাত শতাংশ উত্তরদাতা। সেই হিসেবে এটি অবিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে চার নম্বরে। আর ছয় শতাংশের মত অনুসারে লাইফ্ট এসেছে পাঁচ নম্বরে। জরিপে অবিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গুগলের পক্ষে মত দেয় ছয় শতাংশ উত্তরদাতা। তালিকাটিতে স্থান পাওয়া অ্যাপল এবং স্ন্যাপের পক্ষে চার শতাংশ, মাইক্রোসফটের পক্ষে দুই শতাংশ এবং নেটফ্লক্স ও টেসলার প্রতিটিতে এক শতাংশ মত দেয় অবিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে।

সূত্র : ফক্স নিউজ

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. বিবিএস ক্যাবলস
  2. প্যারামাউন্ট টেক্সটাইল
  3. ইফাদ অটোস
  4. সায়হাম কটন
  5. বেক্সিমকো লিমিটেড
  6. খুলনা পাওয়ার
  7. জেএমআই সিরিঞ্জ
  8. ইউনাইটেড পাওয়ার
  9. বিডিকম অনলাইন
  10. স্কয়ার ফার্মা লিমিটেড।

ডিএসইতে ৬৯৬ ও সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৬৯৬ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের বড় উত্থান ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৩৮ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২২৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮০টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইফাদ অটোস, সায়হাম কটন, বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, বিডিকম অনলাইন ও স্কয়ার ফার্মা লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬০.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৯০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ২৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও শাশা ডেনিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শ্যামপুর সুগারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Shyampur Sugar Mills Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ২৪ ডিসেম্বর শেয়ার দর ছিল ২৯.৫০ টাকা। আর গতকাল ১ জানুয়ারি সর্বশেষ তা ৩৪.১০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় শ্যামপুর সুগার লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

নতুন প্রধানমন্ত্রীকে ডিএসই’র পরিচালনা বোর্ডের অভিনন্দন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করায় এ অভিনন্দন জানায় ডিএসই পর্ষদ। ডিএসই থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত দিনে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে খ্যাত দেশের পুঁজিবাজার উন্নয়নে বহুমুখি উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। আগামী দিনেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের শিল্পোন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানীসহ সকল অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের অংশীদার হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

১০% লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

Shurid-Industries-Logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ায় এই ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি উভয় বাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে বঙ্গজ

bangasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের খাতের কোম্পানি বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ভালো লভ্যাংশ দেওয়ায় এই ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি উভয় বাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

হঠাৎ করেই রাজধানীতে বেড়েছে সবজির দাম

vegetableস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একাদশ জাতীয় নির্বাচনের পর পরিবহন সংকটে রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে সবজির দাম। দুই দিনের ব্যবধানে একাধিক সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। তবে চাল, ডাল, তেল ও মাছ-মাংসের দাম অপরিবর্তিত আছে। মঙ্গলবার রাজধানীর একাধিক বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

রাজধানীর কাঁচাবাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা, শিম ৪০-৫০ টাকা, শসা ৪০-৫০ টাকা, নতুন আলু ৪০ টাকা। অথচ দুই দিন আগে প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে ৩০-৪০ টাকা, শিম আকার ও মান ভেদে ৩০-৪০ টাকা, নতুন আলু ২৫ টাকা। অন্যদিকে কাঁচা মরিচ কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হয় ৬০ থেকে ৮০ টাকা।

এছাড়া বাজারে প্রতি কেজি গাজর ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, মুলা ৪০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, কচুর লতি ৪০-৫০ টাকা, করলা ৪০-৬০ টাকা, শালগম ৪০ টাকা, কাঁকরোল ৪৫-৬০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। আর বাজারে প্রতি পিস বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হয় ৩০-৪০ টাকায়, লাউ ৪০-৬০ টাকা, জালি কুমড়া ৪০-৫০ টাকা।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. জলিল বলেন, নির্বাচনের কারণে সারা দেশে গাড়ি চলেনি। এখনও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়নি। যার কারণে রাজধানীর পাইকারি বাজারে সবজির সরবরাহ কম। যে কারণে চাহিদার তুলনায় পণ্য কম থাকায় পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে সবজি বিক্রি করছেন। যার প্রভাব পরেছে খুচরা বাজারে।

একই বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. শরিফ বলেন, নির্বাচনের কারণে বাজারে সবজি কম। যে কারণে বিক্রেতারা বেশি দামে বিক্রি করছে। কিন্তু বাজারে তেমন ক্রেতা নেই। চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি। তবুও বিক্রেতারা কেজিতে একাধিক সবজিতে ১০-২০ টাকা বাড়িয়ে বিক্রি করছে, যা কখনোই কাম্য না। এজন্য বাজার মনিটরিং বাড়াতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড