মন্ত্রিসভায় এইচবিআরআই খসড়ার চূড়ান্ত অনুমোদন

PM MEETIngস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মন্ত্রিসভা হাউজিং এ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) আইন-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিতক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

এই নতুন আইন ১৯৭৭ সালে সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশের প্রতিস্থাপন হবে বলে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফকালে এ কথা জানান।

গৃহায়নের সঙ্গে সম্পর্কিত নকশা, ভবন নির্মাণ ও নির্মাণ সামগ্রী এবং অন্যান্য সমস্যা নিয়ে বৈজ্ঞানিক ও কারিগরি গবেষণা পরিচালনার লক্ষ্যে এইচবিআরআই প্রতিষ্ঠিত হয়।

প্রস্তাবিত আইনে ২০ সদস্যের একটি পরিচালনা পরিষদ গঠনের বিধান রয়েছে। এই পরিষদের প্রধান হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী/উপমন্ত্রী ও সচিব ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন। এ ছাড়া একটি নির্বাহী কমিটি থাকবে। এতে প্রতিষ্ঠানটির মহাপরিচালক সভাপতি ও ৪ জন কর্মকর্তা সদস্য হিসেবে থাকবেন।

মন্ত্রিসভা সরকারি টেলিফোন, সেল্যুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮ অনুমোদন করেছে। এতে সরকারি কর্মকর্তাদের জন্য টেলিফোন সুবিধা বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবগণ এনড্রয়েড মোবাইল ফোন সেট কেনার জন্য ৭৫ হাজার টাকা এবং আনলিমিটেড বিলের সুবিধা পাবেন।

যুগ্ম-সচিব এবং এর উপরের কর্মকর্তারা প্রতি মাসে দেড় হাজার টাকা মোবাইল বিল পাবেন। বর্তমানে এই বিলের পরিমাণ হচ্ছে ৬শ’ টাকা।

মন্ত্রিসভা এই নীতিমালা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপদিদের টেলিফোন সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আন্তর্জাতিক রোমিং সুবিধা পাবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসকে/জেডআর

লাইফ ইন্স্যুরেন্সগুলোর প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে ২ মাস

life-insurance-600x371স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় ২ মাস বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় দুই মাস বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। স্বাভাবিকভাবে এসব কোম্পানির আর্থিক প্রতিবেদন অর্থবছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে বা ৩০ এপ্রিলের মধ্যে জমা দিতে হয়।

এদিকে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১২(৩এ), ১৯৮৭ অনুযায়ী এই সময় বাড়নো হয়েছে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৭ প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত মঙ্গলবার

trade suspended logo mmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, এসআইবিএল, ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড আগামী ২২ মে মঙ্গলবার লেনদেন স্থগিত থাকবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতিষ্ঠান গুলো আগামীকাল ২২ মে মঙ্গলবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে প্রতিষ্ঠান গুলো আগামীকাল মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে।

আগামী ২৩ মে বুধবার থেকে প্রতিষ্ঠান গুলো লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

চার প্রতিষ্ঠানের লেনদেন চালু আগামীকাল

Trade-Resumeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আগামীকাল মঙ্গলবার থেকে শেয়ার লেনদেন চালু হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ সোমবার প্রতিষ্ঠান চারটির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে প্রতিষ্ঠান চারটি লেনদেন স্থগিত রাখে ।

আগামীকাল মঙ্গলবার থেকে প্রতিষ্ঠান চারটির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৩.৫০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করল সাউথইস্ট ব্যাংক

southest-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেডের একজন পরিচালক ৩ লাখ ৫০ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলমগীর কবির নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ৩ লাখ ৫০ হাজার শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  2. গ্রামীন ফোন
  3. বেক্সিমকো লিমিটেড
  4. ব্র্যাক ব্যাংক
  5. স্কয়ার ফার্মা
  6. মুন্নু সিরামিক্স
  7. লিগ্যাসি ফুটওয়্যার
  8. ইফাদ অটোস
  9. ইউনাইটেড পাওয়ার
  10. কেয়া কসমেটিকস লিমিটেড।

দুই শেয়ারবাজারে লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫৬১ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক বেড়েছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬১ কোটি ৮০ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩৯৫ কোটি ৬৬ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৪টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, গ্রামীন ফোন, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিক্স, লিগ্যাসি ফুটওয়্যার, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার ও কেয়া কসমেটিকস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৬.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৯৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৮৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন লেনদেন হয়েছে ২৯ কোটি ৭১ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে এসিআই ফর্মুলেশন লিমিটেড ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মঙ্গলবার স্পট মার্কেটে যাবে ৭ প্রতিষ্ঠান

spotস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, রূপালী ব্যাংক, রেকিট বেনকিসার (বিডি), রূপালী ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স ও ফিনিক্স ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড আগামী ২২ মে মঙ্গলবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২৩ মে বুধবার পযর্ন্ত। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , প্রতিষ্ঠান গুলো আগামী ২২মে ও ২৩মে অর্থাৎ মঙ্গলবার ও বুধবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ২৪ মে বৃহস্পতিবার প্রতিষ্ঠান গুলোর বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠান গুলো আগামী ২৪মে লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রমজানে জাল নোট প্রতিরোধে ব্যাংকগুলোকে নির্দেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন উৎসবে নোট জালকারী চক্রের অপতৎপরতা বেড়ে যায়। তাই পবিত্র রমজান মাসে জাল নোট প্রতিরোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে রবিবার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠনো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্র ব্যাংকের সব শাখা এবং রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের জন্য নির্দেশ দেয়া হয়। আগামী ২৩ মে থেকে ১৪ জুন পর্যন্ত এটি প্রচার করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের শাখায় গ্রাহকদের বিনোদনের জন্য স্থাপিত টিভিতে ভিডিওচিত্রটি দেখাতে হবে। গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ, প্রদান ও এটিএম বুথে টাকা ফিডিং করার সময় জাল নোট শনাক্তকরণ মেশিন দিয়ে নোটগুলো পরীক্ষা করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসকে/জেডআর

পিপলস ইন্স্যুরেন্সের ৫০,০০০ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ আনোয়ারুল হক নামে কোম্পানির এ পরিচালক মোট ৫০ হাজার শেয়ার ক্রয় করবেন। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসকে

 

পিপলস ইন্স্যুরেন্সের ৫০,০০০ শেয়ার ক্রয়ের ঘোষণা

peoples-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ আনোয়ারুল হক নামে কোম্পানির এ পরিচালক মোট ৫০ হাজার শেয়ার ক্রয় করবেন। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসকে