চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার (২৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠকে নতুন এ মজুরি নির্ধারণ করা হয়।

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার বিকেল ৪টার পরপরই গণভবনে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। ১৩ জন বাগান মালিক এ বৈঠকে অংশ নেন।

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন তারা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৩ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকরা।

স্টকমার্কেটবিডি.কম

ডলার সংকটের অবসান শিগগিরই : গভর্নর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, ‌‘চলমান ডলারের সংকট শিগগিরই শেষ হবে। সেইসঙ্গে বাজারদরের ভিত্তিতে ডলার রেট নির্ধারণের ব্যবস্থা করা হবে। ’

আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) প্রাঙ্গণে বার্ষিক ব্যাংকিং কনফারেন্স ২০২২-এ যোগদানকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ‘ডলার সংকট একটি জটিল সমস্যা।

আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। বর্তমানে আমরা যে মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছি তা আমদানি-প্ররোচিত। ডলারের দাম স্বল্পমেয়াদি প্রবাহ, রেমিট্যান্স ও রফতানি এবং বহিঃপ্রবাহ ও আমদানির ওপর নির্ভর করে। সবকিছুর মধ্যে ভারসাম্য থাকলে দাম স্থিতিশীল থাকে।

তিনি জানান, দুই-তিন মাস পর এ বিষয়ে আরও কিছু বলা সম্ভব হবে।

দেশের ব্যাংকিং খাত সম্পর্কে গভর্নর বলেন, ‘অবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। কোভিড-১৯ এর প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে একটি জটিল পরিবেশে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এ খাত। টেকসই প্রবৃদ্ধির জন্য ‘টেকসই ব্যাংকিং’কে উৎসাহিত করা এই পরিস্থিতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সেইসাথে প্রযুক্তির ব্যবহারও প্রয়োজন। প্রযুক্তির বিবর্তনের সাথে, সমগ্র খাতেরই একটি বিশাল রূপান্তর ঘটেছে, যেখানে অর্থ লেনদেনের পদ্ধতি এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে এসেছে আমূল পরিবর্তন। ’

স্টকমার্কেটবিডি.কম////

গম-ভুট্টা উৎপাদনে ৪ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের গম ও ভুট্টার উৎপাদনে ৪ শতাংশ সুদে ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গম ও ভুট্টার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। ব্যাংকগুলো এ তহবিল থেকে দশমিক ৫০ শতাংশ হারে তহবিল নিতে পারবে।

গতবৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে বলা হয়, দেশে গম ও ভুট্টার পর্যাপ্ত চাহিদা থাকার সত্ত্বেও এ শস্য দুইটির উৎপাদনের পরিমাণ যথেষ্ট নয়। এ কারণে দেশে গম, ভুট্টা ও এগুলো থেকে উৎপাদিত খাদ্য দ্রব্যাদির সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রতি বছর গম ও ভুট্টা আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এর জন্য দেশে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে ১ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। ব্যাংকগুলো এ তহবিল থেকে দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ পাবে। এছাড়া কৃষকদের ঋণের সুদহার সর্বোচ্চ ৪ শতাংশ।

একজন কৃষক কত পরিমাণে ঋণ নিতে পারবেন, তা ব্যাংক নির্ধারণ করতে পারবে। তবে ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বর্গাচাষিদের এ স্কিমের আওতায় এককভাবে জামানতবিহীন সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা যাবে। এ ঋণ দিয়ে কোনোভাবেই পুরাতন ঋণ পরিশোধ করা যাবে না। তবে সিআইবি রিপোর্ট অনুযায়ী কোনো কৃষক/গ্রাহক খেলাপি হিসেবে বিবেচিত হলে, তারা ঋণ নিতে পারবেন না।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে পিই রেশিও ১.১৯ শতাংশ বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১.১৯ শতাংশ বেড়েছে। । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩.৯৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৪.১৩ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৭ পয়েন্ট বা ১.১৯ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৭৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৬৯ লাখ টাকার।

বাংলাদেশ শিপিং করপোরেশনে লিমিটেড ১৮৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  লাফার্জ হোলসিম বিডির ১৭৯ কোটি ১৭ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৬৮ কোটি ৩৭ লাখ, আইপিডিসি ফাইন্যান্সের ১৫৩ কোটি ৫২ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫১ কোটি ২৬ লাখ, ফরচুন সুজের ১২৯ কোটি ২২ লাখ, মালেক স্পিনিং মিলসের ১১৬ কোটি ৫৫ লাখ ও ইষ্টার্ণ হাউজিং এক্সেসরিজ লিমিটেডের ১১৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ দিনে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৫ হাজার কোটি টাকা বেড়েছে। এসপ্তাহে সেখানে লেনদেন ও সূচকের বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৩ দিনে ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৪৪.২৬ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১,৩৮৬ কোটি ৭৮ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৪৬ কোটি ২৩ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৪৬.৫৬ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৩.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৭.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৬৭ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২৪.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯০ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির শেয়ার ও ইউনিটের দর। আর ৬টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ১০৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৫,১৩১ কোটি টাকা বা ১.০১ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///