ডিএসই-৩০ সূচকে যুক্ত হলো নতুন ৩ কোম্পানি

dseস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই-৩০ সূচকে সংশোধনী করা হয়েছে। এক্ষেত্রে ডিএসই-৩০ সূচকে নতুন করে ৩টি কোম্পানি অন্তর্ভূক্ত হয়েছে। একইসঙ্গে বিদ্যমান ৩টি কোম্পানি এ তালিকা থেকে বাদ পড়েছে। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আগামী ২৩ জুলাই থেকে ডিএসই-৩০ সূচকের নতুন তালিকা কার্যকর হবে।

অন্তর্ভূক্ত হওয়া কোম্পানিগুলো হলো- পূবালী ব্যাকং, পদ্মা অয়েল এবং ইফাদ অটোস লিমিটেড। আর বাদ পড়া তালিকায় রয়েছে- বাটা সু, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

ডিএসই বাংলাদেশ ইনডেক্স ম্যাথডোলজি অনুযায়ি শর্ত পরিপালনে ব্যর্থ হওয়ায় বাটা সু, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং মেঘনা পেট্রোলিয়াম ডিএসই-৩০ সূচক থেকে বাদ পড়েছে। আর শর্ত পরিপালনের কারনে পূবালী ব্যাকং, পদ্মা অয়েল এবং ইফাদ অটোস এ তালিকায় যুক্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সুরমা হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এম মুমিনের ইন্তেকাল

111স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেকহোল্ডার ( ট্রেক নং ১১১) সুরমা সিকিউরিটিজ হোল্ডিং কোং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম.এ.মুমিন গত ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যা  ৭:১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)।  খবর  প্রেস বিজ্ঞপ্তি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এবং ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমান ব্যবস্থাপনার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
মরহুম এম এ মুমিন ১৯৮১ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন। তিনি ১৯৮২-১৯৮৭ সাল পর্যন্ত রূপালি ব্যাংক লিঃ এর পরিচালক, ১৯৯৬-২০০০ পর্যন্ত পেট্রোবাংলার পরিচালক, ১৯৯৮-১৯৯৯ পর্যন্ত দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন  মেয়াদে ছয় বার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন প্রতিষ্ঠাতা সদস্য। একইদিন রাত ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফতাব নগর ক্যাম্পাসে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং পরদিন সিলেটের শাহজালাল দরগাহ্ শরীফে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে উক্ত দরগাহ্ শরীফ কবরস্থানে দাফন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলো বাণিজ্যমন্ত্রী

tofailবিশেষ প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ এখনও জিএসপি সুবিধা না পাওয়া ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে পণ্যের প্রবেশাধিকারের ক্ষেত্রে কাল কেয়ামত পর্যন্তও বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে না।’ রবিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি পণ্যের যুক্তরাষ্ট্রে বাজারে প্রবেশাধিকারের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দেওয়া সব শর্তই পূরণ করা হয়েছে। তারপরও বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়নি যুক্তরাষ্ট্র। তাই আমরা বিশ্বাস করি না যে, যুক্তরাষ্ট্র কাল কেয়ামত পর্যন্তও বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা তাদের কাছে কোটা ফ্রি সুবিধা চাই না। এটা আমাদের প্রয়োজনও নেই।’

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

bni-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথমবার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল সোমবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থ বছরসহ মোট ১২ মাসে শেয়ারহোল্ডারদের জন্য  ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এর আগে নতুন কোম্পানি হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

বাংলাদেশ জেনারেল ইস্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ

bgic-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ ওয়ারেন্টস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের নিবন্ধিত ঠিকানায় পাঠানো হয়েছে। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির নগদ লভ্যাংশ শেয়ার বিনিয়োগকারীদের নিবন্ধিত ঠিকানায় ১৩ জুলাই  পাঠানো হয়। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে বাংলাদেশ জেনারেল ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

তবে কোনো শেয়ারহোল্ডার লভ্যাংশের ওয়ারেন্টস না পেলে তাদের নগদ লভ্যাংশ মতিঝিলের দিলকুয়ার বাণিজ্য এলাকায় অবস্থিত কোম্পানির শেয়ার বিভাগ (৪/১, ৪র্থ তলা) থেকে সংগ্রহ করার জন্য জন্য অনুরোধ জানিয়েছে কোম্পানি।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২২ জুন অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ১৮ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

  1. ইফাদ অটোস
  2. কনফিডেন্ট সিমেন্ট লি.
  3. কেয়া কসমেটিক্স লি.
  4.  ডরিন পাওয়ার
  5. ইউনাইটেড পাওয়ার জেনারেশ এন্ড ডিস্ট্রিবিশন
  6. জেনারেশন নেক্সট টেক্সটাইল
  7. ফুয়াং ফুডস
  8. আফতাব অটো
  9. ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং
  10. লংকাবাংলা ফাইন্যান্স

সূচকের সাথে লেনদেনের ব্যাপক উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থান হয়েছে। এদিন সেখানে বেড়েছে কোম্পানির শেয়ারের দর। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরণের মূল্য সূচক ও শেয়ারের দর বেড়েছে। তবে দুই শেয়ারবাজারেই লেনদেনে ব্যাপক উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দিনের শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৫৪ কোটি টাকা বেশি । গত বৃহস্পতিবার সেখানে ১০০৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৯.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৩৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ইফাদ অটোস, কনফিডেন্ট সিমেন্ট লি., কেয়া কসমেটিক্স লি.,  ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশ এন্ড ডিস্ট্রিবিশন কো. লি., জেনারেশন নেক্সট টেক্সটাইল, ফুয়াং ফুডস, আফতাব অটো, ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লি. ও লংকাবাংলা ফাইন্যান্স ।

এদিকে, আজ রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন গত বৃহস্পতিবারের চেয়ে সামান্য বেড়েছে।  দিনশেষে ৭৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত বৃহস্পতিবারএই লেনদেন ৫৪ কোটি ৩৪ লাখ টাকা ছিল। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে ১৯ কোটি ৮ লাখ টাকা বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১২১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণফোন ও ফুয়াং ফুড লি. ।

শাহজালাল ব্যাংকের বোর্ড সভা আহবান

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আর্থিক খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে ৪টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

আরএকে সিরামিক্সের ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

RAK-CERAMIKস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের করপোরেট উদ্দ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

করপোরেট উদ্দ্যোক্তা সংযুক্ত আরব আমিরাতের আরএকে সিরামিক্স পিএসসি হাতে থাকা মোট ২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ৫২২টি শেয়ারের মধ্যে তিন লাখ শেয়ার বিক্রয় করবে।

এই করপোরেট উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

বিমা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

rupaliস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

৫ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন বিমাটির পরিচালক কাজী মনিরুজাম্মান ।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.