কেবল অপসারণ: আইএসপিএবির চার প্রস্তাব

BTRC-01স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বল্প সময়ের নোটিস বা নোটিস ছাড়াই বৈদ্যুতিক খুঁটি থেকে ঝুলন্ত কেবল অপসারণ করায় কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে চারটি প্রস্তাব টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে দিয়েছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

রোববার বিটিআরসিকে দেওয়া এক স্মারকলিপিতে এসব প্রস্তাব দেওয়া হয়।

আইএসপিএবির সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক বলেন, কয়েক বছর ধরে রাজধানীর উত্তরা, মীরপুর, মহাখালী, গুলশানসহ বিভিন্ন এলাকায় বার বার স্বল্প সময়ের নোটিসে দিয়ে অথবা নোটিস ছাড়াই ডেসকো ও ডিপিডিসি তাদের বৈদ্যুতিক খুঁটি থেকে ঝুলন্ত তার অপসারণ করছে।

“এর ফলে আমদানি করা কোটি কোটি টাকার ফাইবার অপটিক কেবল বিনষ্ট হচ্ছে। ওভারহেড কেবল ছাড়া অন্য কোনো উপায় না থাকায় আইএসপিগুলো নিতান্ত বাধ্য হয়ে আবার একইভাবে পুনঃসংযোগ দিচ্ছে।”

এই সমস্যার সমাধান না হলে দেশের কর্পোরেট হাউস, ব্যাংক, বীমা, শিক্ষা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ডাটা কানেকটিভিটি, আর্থিক লেনদেন এবং গুরুত্বপূর্ণ তথ্য লেনদেন ও যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে জানান ইমদাদুল হক।

আইএসপিএবির ৪ প্রস্তাব

>> বিদ্যুৎ মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত মোতাবেক, ওভারহেড কেবল ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। উক্ত কমিটির সংশ্লিষ্টতা ছাড়া কোনো কেবল কাটা হলে সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট ও ডেটা কানেকটিভিটি (সংযোগ) বন্ধ থাকবে এবং এর দায়দায়িত্ব ডেসকো ও ডিপিডিসিকে নিতে হবে।

>> বেসরকারি দুই ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন (এনটিটিএন) প্রতিষ্ঠান টেলিযোগাযোগ খাতের চাহিদা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ন্যূনতম আরো তিনটি অপারেটরকে এই লাইসেন্স অবিলম্বে দিতে হবে।

>> ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ সব বিভাগীয়-জেলা শহরে এনটিটিএনদের এলডিপির সংখ্যা বাড়াতে হবে।

>> এনটিটিএনের কোর প্রতি মূল্য ক্রমান্বয়ে বেড়ে মিটার প্রতি মাসিক ২ টাকা থেকে ৭ টাকা হারে পৌঁছেছে। ইন্টারনেটের মূল্য কয়েক ধাপে কমলেও এনটিটিএনের মূল্য প্রতিনিয়ত বেড়েই চলছে। এই উচ্চমূল্য কমাতে হবে ও সারা দেশে একদামে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

ইমদাদুল হক বলেন, “এনটিটিএন অপারেটরদের এলডিপি পয়েন্টগুলো বর্তমানে যেভাবে আছে, তাতে লাস্টমাইলে ওভারহেড কেবল (ঝুলন্ত তার) অপরিহার্য। এলডিপির স্বল্পতা ও পরিকল্পনাগত ক্রটির কারণে ঝুলন্ত তার থেকে আশু মুক্তির কোনো সম্ভাবনা নেই।

“কিন্তু এই বাস্তবতা আমলে না নিয়ে ওভারহেড কেবল সংক্রান্ত সমস্যার সমস্ত দায়ভার ডেসকো ও ডিপিডিসি, এনটিটিএন অপারেটরদের পরিবর্তে আইএসপি অপারেটরদের ওপর চাপিয়ে আসছে।”

তিনি জানান, ওভারহেড কেবলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ২০১৪ সালে বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপসচিবকে প্রধান করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

ডেসকো, ডিপিডিসি, বিটিআরসি, সামিট কমিউনিকেশন, ফাইবার অ্যাট হোম, বিটিসিএল, কোয়াব ও আইএসপিএবি প্রতিনিধিরা এই কমিটির সদস্য। কমিটি টেকনিক্যাল সমস্যা মনিটরিং এবং যাচাই-বাছাই করে বিগত কয়েক বছর ধরে ঝুলন্ত তার অপসারণ করে আসছে।

মন্ত্রণালয়ের এই টেকনিক্যাল কমিটিকে পাশ কাটিয়ে ডেসকো গত এক বছর ধরে খেয়ালখুশি মতো ওভারহেড কেবল অপসারণ করছে অভিযোগ করে ইমদাদুল হক বলেন, “এ কমিটির কাছে বার বার ধর্ণা দিয়েও আজ কোনো সমাধান পাচ্ছি না।”

স্টকমার্কেটবিডি.কম/

আইডিয়াল রিয়েল এস্টেটের সদস্যপদ বাতিল করল রিহ্যাব

Rehabস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গুরুতর অভিযোগের ভিত্তিতে ডেভেলপার আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেডকে বহিস্কার করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

সম্প্রতি অনুষ্ঠিত রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৬তম সভায় এই রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে রিহ্যাব থেকে বহিস্কার করা হয়। (রিহ্যাব সদস্য পদ ৩৯৯/২০০৭)।

রিহ্যাব থেকে বহিস্কৃত আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেড রিহ্যাব সদস্যপদ সম্বলিত সীল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ ‘রিহ্যাব সদস্য’ পরিচয়ে কোথাও কোন সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবেন না।

উল্লেখ্য, প্লট-ফ্ল্যাট ক্রেতা এবং ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় রিহ্যাব থেকে ১৩ টি কোম্পানিকে বহিস্কার করা হয়। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা লক্ষ্যে সবার জন্য কাজ করে যাচ্ছে রিহ্যাব। স্বচ্ছতা এবং জবাবদিহিতার অংশ হিসেবে রিহ্যাব থেকে বহিস্কার করা হলো আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেড কে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নকশার বাইরের হাতিরঝিলের স্থাপনা ভাঙার ওপর স্থিতিবস্থা

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণ করতে হাইকোর্টের আদেশের ওপর স্থিতিবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল দুই মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। স্থগিত আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

পরে আইনজীবীরা জানান, স্থিতিবস্থা জারির ফলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্থাপনাগুলো ভাঙা যাবে না।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে লে আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনাগুলোর মালিকরা।

পরে অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, লে আউট প্ল্যানের নির্দেশনার বাইরে কতিপয় অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম চললেও রাজউক নিষ্ক্রিয় থাকার প্রতিবেদন ১ আগস্ট একটি গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়।

মনজিল মোরসেদ আরো জানান, হাইকোর্ট আদেশে রাজউকের চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, হাতিরঝিল থানার ওসি ও প্রজেক্ট পরিচালককে প্রজেক্ট এলাকায় প্রতিনিয়ত মনিটরিং করার জন্য নির্দেশ দিয়েছিলেন। যেন কেউ লে আউট প্ল্যান বর্হিভূত স্থাপনা করতে না পারে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গ্রামীণফোনের ০১৩- সিরিজ নম্বরের উদ্বোধনী অনুষ্ঠান

2a8252081bd31e3295b1a25c635b48a9-5bc340f895cb5স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের মোবাইলফোন ব্যবহারকারীদের জন্য ‘০১৭’ সিরিজের পাশাপাশি নতুন নম্বর সিরিজ ‘০১৩’ চালু করলো গ্রামীণফোন।

রবিবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে নতুন এই নম্বর স্কিমের উদ্বোধন করে গ্রামীণফোন। নতুন নম্বর সিরিজটি উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন প্রমুখ।

০১৩ সিরিজের একটি নম্বর দিয়ে প্রথম কলটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে করেন ইয়াসির আজমান। মোবাইলফোনে কথা বলার সময় মোস্তাফা জব্বার বলেন, ‘যে সাহসের সঙ্গে আপনারা সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমার দৃঢ় বিশ্বাস এই বিপুল সংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না।’

স্বল্প সময়ের মধ্যে ০১৩ নম্বর সিরিজ চালু করতে পারায় গ্রামীণফোনকে অভিনন্দন জানান বিটিআরসি’র মহাপরিচালক তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ০১৭ নম্বরের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ০১৭ সিরিজের নম্বর শেষ হয়ে যেতে থাকে। গ্রামীণফোনের উন্নত নেটওয়ার্ক ও সেবা যে গ্রাহকরা উপভোগ করতে চেয়েছেন, তাদের চাহিদা মেটাতে ০১৭ সিরিজের নতুন নম্বরের অভাবে প্রতিষ্ঠানটি তাদের পুরনো নম্বরগুলোকে পুনরায় ব্যবহার করে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির অনুরোধে বিটিআরসি ০১৩ সিরিজের ২ কোটি নম্বর বরাদ্দ করে গ্রামীণফোনকে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ০১৩ নম্বরের নতুন সিম কার্ড একই দামে পাওয়া যাবে দেশের সব সিম বিক্রয় কেন্দ্রে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বসুন্ধরা পেপারের লভ্যাংশ নির্ধারণী সভা ২৩ অক্টোবর

basubdaraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন সকাল ৩ টায় রাজধানী বসুন্ধরায় অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে বসুন্ধরা পেপার লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এবারই প্রথম তারা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লংকা বাংলার তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ২৪ অক্টোবর

lankaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন- ব্যাংকিং খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টায় রাজধানীর গুলশানে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ প্রকাশ করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইন্টারনেট ভিত্তিক শ্রমশক্তির ১৫ শতাংশ বাংলাদেশে : বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

সারা বিশ্বে ইন্টারনেট ভিত্তিক শ্রমশক্তির ১৫ ভাগ রয়েছে বাংলাদেশে। যাদের সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি। বিশ্বব্যাংক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট-২০১৯: দ্য চেঞ্জিং নেচার অব ওয়ার্ক’ শীর্ষক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে প্রযুক্তির অগ্রগতির ফলে কাজের প্রকৃতি পরিবর্তনের বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত বিশ্বে দক্ষ শ্রমিকের অনেক চাহিদা বেড়েছে। উন্নয়নশীল দেশেও এর চাহিদা বাড়তে দেখা যাচ্ছে। ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইথিওপিয়া, বলিভিয়া এবং দক্ষিণ আফ্রিকায় দক্ষ জনশক্তির চাহিদা প্রায় ৮ শতাংশ বেড়েছে। কিন্তু মধ্য ও নিম্ন দক্ষতা সম্পন্ন শ্রমিকের চাহিদা সেভাবে বাড়েনি। ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়কালে জর্ডানে আধা-দক্ষ শ্রমিকের চাহিদা বেড়েছে মাত্র সাড়ে ৭ ভাগ। অন্যদিকে বাংলাদেশে এর চাহিদা না বেড়ে উল্টো ২০ ভাগ কমেছে। এসময়কালে বাংলাদেশে নিম্ন দক্ষ শ্রমিকের চাহিদা বেড়েছে ব্যাপক হারে।

প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বকে এখন মানবসম্পদ খাতে আরো বিনিয়োগ করতে হবে। শিশুকাল থেকেই তাদের প্রতি মনোযোগ দিতে হবে। প্রতিবেদনে উদাহরণ দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে যে শিশুরা প্রাক প্রাথমিক স্কুলে গিয়েছে তারা পরবর্তীতে স্কুল শিক্ষায় ভালো ফল করেছে। শিশুদের পেছনে বিনিয়োগ করা হলে সেটি পরবর্তীতে ভালো ফল বয়ে আনে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিবিএর নির্বাচনে ১৫ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

1539275377_43স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ডিবিএ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্ধারিত ১৫ পরিচালক পদের বিপরীতে ১৫জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ডিবিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৫ জন পরিচালক নির্বাচনের জন্য গত ২৯ আগস্ট ডিবিএ’র ৪৮তম বোর্ড সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন ১৬ সেপ্টেম্বর নির্বাচনের সিডিউল ঘোষণা করেন। নির্বাচনী সিডিউল অনুযায়ী ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারণ করেন।

নির্বাচিতরা হলেন-ডেল্টা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ রহমান, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুদ্দিন, রেমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কলসালটেন্টসের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজ কামাল, এরাইজ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, এক্সপো ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, এমিনেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক উমর হালদার খান, রাসটি সিকিউরিটিজ কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেদোয়ানুল ইসলাম, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, আদিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, ইউনিক্যাপ সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি উল ইসলাম, এমডি শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আনোয়ার হোসেন, গ্লোবাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিও, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শাকিল রিজভী এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো: শাজেদুল ইসলাম।

নির্বাচনে এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং মাইকা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এ মনিরুজ্জামান ও মুর্শেদ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আজিজুর রহমানকে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইন্দিরা রোডে কার্টন তৈরির কারখানায় আগুন

thস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজধানীর ইন্দিরা রোডে কাগজের কার্টন তৈরির কারখানায় আগুন লেগেছে। রাজ্জাক প্যাকেজিং ফ্যাক্টরি নামের কারখানায় আজ রোববার দুপুর সাড়ে ১২টার পর আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়। আবাসিক এলাকার মধ্যে থাকা কারখানাটিতে আগুন লাগার পর স্থানীয় লোকজনের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা ৩৪ মিনিটে কার্টন তৈরির ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। এখন ছয়টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করছে।

বেলা একটার দিকে আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।’

কারখানাটির চারপাশে আবাসিক ভবন রয়েছে। স্থানীয় বাসিন্দা ইসরাত জাহান প্রথম আলোকে বলেন, কারখানা–লাগোয়া ভবনগুলো থেকে সব মানুষকে নামিয়ে দেওয়া হয়েছে। আশপাশের মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।

কারখানার পাশের এক ভবনের এক গৃহবধূ বলেন, আগুনের উত্তাপ তাঁর বাসা পর্যন্ত পৌঁছে গেছে। বাসার বারান্দায় থাকা টবের গাছগুলো পুড়ে গেছে।

কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেছেন, ওই এলাকা থেকে কারখানাটি সরিয়ে নিতে তাঁরা অনেক দিন ধরেই বিভিন্ন কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েছেন। কিন্তু কারখানাটি সরানো যায়নি। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

বিকন ফার্মার বাৎসরিক বোর্ড সভা ২১ অক্টোবর

beacon-logo-finalস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন সকাল ৩ টায় রাজধানী মতিঝিলে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে বিকন ফার্মা লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি