এজিএম করতে ব্যর্থ হওয়ায় জেড ক্যাটাগরিতে ইষ্টার্ণ ক্যাবলস

eastern cableস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তপ্রকৌশল খাতের কোম্পানি ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেড ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামী ২১ মে থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেড গত অর্থ বছরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করায় ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। রেকর্ড ডেটে পরে ৪৫ কার্যদিবসের মধ্যে এই এজিএম করতে ব্যর্থ হয় কোম্পানিটি।

Securities and Exchange Ordinance, 1969 and Regulation 24(1) ধারা অনুযায়ী কোম্পানিটি এখন জেড ক্যাটাগরিতে লেনদেন হবে। এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ডেল্টা লাইফের ইজিএমের দিন পূন:নির্ধারণ

deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির ইজিএমটি আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ১০ জুন ১০ম এই ইজিএমের সিদ্ধান্ত হয়েছিল। ইজিএমের জন্য ভেণ্যু নির্ধারণ হয়েছে গুলশানে অবস্থিত ডেল্টা লাইফ টাওয়ারের কন্ফারেন্স হল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদনের শেষ দিন আজ

SKTILস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিও র আবেদন শুরু হয়েছে গত সোমবার থেকে যা শেষ হবে আজ মঙ্গলবার। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ১৪ মে সোমবার হতে এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজের আবেদন শুরু হয়েছে। আর এই আবেদন আজ ২২ মে মঙ্গলবার পর্যন্ত করতে পারবে বিনিয়োগকারীরা।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি কমিশনের ৬৩০তম নিয়মিত সভায় এই আইপিওটি অনুমোদন দেওয়া হয়।

শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজের গত তিন অর্থবছরে শেয়ার প্রতি গড় মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩১ টাকা। আর ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১২.৭৯ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও বিএমএসএল ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রদান

dbhশেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত ৩০ শতাংশ নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

এছাড়া প্রতিষ্ঠানটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ও সরাসরি হাতে লভ্যাংশ বণ্টন করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বৃটিশ আমেরিকান টোব্যাকোর ৮ কোটি ৮২ লাখ টাকা প্রদান

batbcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২০১৭ সালের লভ্যাংশের নিদিষ্ট অংশ ৮ কোটি ৮২ লাখ ৭ হাজার ৯৮৮ টাকা দিয়েছে বৃটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (ব্যাট)।

আজ সচিবালয়ে কোম্পানির চেয়ারম্যান গোলাম মঈনুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে এই টাকার একটি চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন,২২ কোটি টাকা বিতরণের পরও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এখন প্রায় ৩০০ কোটি টাকা রয়েছে।
এ মন্ত্রণালয় সহায়তার ক্ষেত্রে প্রতিষ্ঠানিক খাতের চেয়ে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে থাকে এ কথা উল্লেখ করে তিনি বলেন,সম্প্রতি বজ্রপাতে কৃষক শ্রমিকের মৃত্যুর পরিমাণ বেড়ে যাওয়ায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে কৃষি শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

কোন শ্রমিক কর্মস্থলে মারা গেলে এ তহবিল থেকে ২ লাখ টাকা, শ্রমিকদের সন্তান শিক্ষাক্ষেত্রে বিশেষ করে মেডিকেলে বা প্রকৌশল, কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে ৩ লাখ টাকা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে ৫০ হাজার টাকা পর্যন্ত দেয়া হয় বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৬ সালের শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, ২ কোটি টাকার বেশি মূলধনী প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে অর্থ সহায়তা দেয় সরকার।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড.আনিসুল আওয়াল এবং বৃটিশ আমেরিকান টোব্যাকোর মানব সম্পদ বিভাগের প্রধান রুমানা রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

সংসদের জন্য ৩৩২ কোটি ৫৩ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয় সংসদের জন্য ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩২ কোটি ৫৩ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

সংসদ সচিবালয় কমিশনের ২৯তম সভায় আজ এ বাজেট অনুমোদন দেয়া হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এমপি, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি সভায় অংশগ্রহণ করেন।চিফ হুইপ আ. স. ম ফিরোজ এমপি বিশেষ আমন্ত্রণে সভায় যোগদান করেন।

প্রাক্কলিত বাজেটের মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৮কোটি ৪৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩৪ কোটি ১০ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়।যা ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৭ কোটি ৬২ লাখ টাকা অর্থাৎ শতকরা ৫.৬০ ভাগ বেশী। এছাড়া সভায় ২০১৯-২০২০, ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। সভায় ২০১৭-২০১৮ অর্থ বছরের সংশোধিত বাজেটেরও অনুমোদন দেয়া হয়।

সভায় কার্যপত্র উপস্থাপন করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার। অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় বিগত ২৮তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যপত্র নিশ্চিত করা হয়। এ সময় সংসদ লাইব্রেরী সংস্কারের উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

  1. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  2. বিএসআরএম লিমিটেড
  3. কুইন সাউথ
  4. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  5. লিগ্যাসি ফুটওয়্যার
  6. এ্যাডভেন্ট ফার্মা
  7. স্কয়ার ফার্মা
  8. বেক্সিমকো লিমিটেড
  9. মুন্নু সিরামিক্স
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।

প্রথম দিনেই ডিএসই ও সিএসইতে লেনদেন ও সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৯৫ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক কমেছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ৬৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৯২ কোটি ৭৯ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬১টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, বিএসআরএম লিমিটেড, কুইন সাউথ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লিগ্যাসি ফুটওয়্যার, এ্যাডভেন্ট ফার্মা, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, মুন্নু সিরামিক্স ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৯.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৫৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫১ কোটি ৪৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৪ প্রতিষ্ঠানের লেনদেন চালু সোমবার থেকে

Trade-Resumeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠান বাংলাদেশ ইস্টার্ন ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিলিমিটেড আগামী সোমবার শেয়ার লেনদেন চালু হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ রবিবার প্রতিষ্ঠান চারটির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে প্রতিষ্ঠান চারটি লেনদেন স্থগিত রাখে ।

আগামী সোমবার থেকে প্রতিষ্ঠান চারটির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আগামীকাল স্পট মার্কেটে যাবে ১০ প্রতিষ্ঠান

Spot-Market-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দশটি প্রতিষ্ঠান নর্দান জেনারেল ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, বাটা সু, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক,সিটি ব্যাংক ও ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগামী ২১ মে সোমবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২২ মে মঙ্গলবার পযর্ন্ত। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , প্রতিষ্ঠান গুলো আগামী ২১মে ও ২২মে অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ২৩ মে বুধবার প্রতিষ্ঠান গুলোর বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠান গুলো আগামী ২৩মে লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম