সুদের হার এক অংকে আনায় ইসলামী ব্যাংককে ব্যবসায়ীদের অভিনন্দন

islamiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১ জুলাই থেকে বিনিয়োগ ঋণের সুদের হার এক অংকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী ব্যাংককে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এক অভিনন্দন বার্তায় বলেছে, দেশের উন্নয়নের ধারাকে উৎসাহিত ও বেগবান করতে ইসলামী ব্যাংকের এই সিদ্ধান্তকে ব্যবসায়ীরা সাধুবাদ জানায়। সুদের হার হ্রাস বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে ব্যবসায়ীদের উৎসাহিত করবে এবং আস্থা বাড়াবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগ ঋণে সুদের হার কমানোর জন্য ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানান। এতে ইসলামী ব্যাংক সাড়া দিয়ে আগামী ১ জুলাই থেকে ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রাইজিং স্টিল মিলের এমডি ও চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

dudokস্টকমার্কেটবিডি ডেস্ক :

সাউথ-ইস্ট ব্যাংকের ১৪৯ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাইজিং স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী ও চেয়ারম্যান জামিলা নাজলিন মাওলাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি কমিশনের এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। আজ দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, রাইজিং স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামিলা নাজলিন মাওলা, পরিচালক মো. জসিম উদ্দীন চৌধুরী এবং রাইজিং এগ্রো ফার্মা-এর ব্যবস্থাপনা পরিচালক ও রাইজিং স্টিল মিলস লিমিটেডের গ্যারান্টার মো. আসলাম চৌধুরী পরস্পর যোগসাজশে ২০১০ ও ২০১২ সালে পৃথক এলসি খুলে চট্টগ্রামস্থ সাউথ-ইস্ট ব্যাংক লিমিটেড, হালিশহর শাখা থেকে এলটিআর ফ্যাসিলিটি ঋণ বাবদ ১৫২ কোটি ৮৪ লাখ টাকা গ্রহণ করেন।

পরবর্তীতে সুদাসল ২৩৭ কোটি ৫২ লাখ টাকার মধ্যে ৮৮ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করার পর অবশিষ্ট ১৪৯ কোটি ২০ লাখ টাকা আত্মসাত করায় তাদের বিরুদ্ধে চার্জশীট দাখিলের অনুমোদন দেয় কমিশন।

২০১৬ সালের ২৬ ডিসেম্বর কমিশনের উপ-পরিচালক মো. মোশারফ হোসেইন মৃধা বাদী হয়ে এ ব্যাপারে হালিশহর (সিএমপি) থানায় একটি মামলা দায়ের করে। তিনিই মামলার তদন্তকারী কর্মকর্তা।

দুদক সূত্রে জানা যায়, শিগগিরই সংশ্লিষ্ট আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হবে।সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মেগা প্রকল্প বাস্তবায়নের পর জিডিপি প্রবৃদ্ধি ১০ শতাংশ হবে : পরিকল্পনামন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি ডেস্ক :

পদ্মা সেতুসহ মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নের পর দেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১০ শতাংশ হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘পদ্মা সেতুসহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ১০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি কেউ আটকাতে পারবে না। আগামী ২০২৮-২৯ সালে আমরা এই লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো।’

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

মুস্তাফা কামাল বলেন, এটা নিছক একটি চুক্তি নয়, এটা কেবলমাত্র আনুষ্ঠানিকতা নয়, নিজের বিবেকের কাছে নিজের পরীক্ষা। তবে এ কথা সত্য যে কাজ করার জন্য অনেক লোকের প্রয়োজন হয় না। আকাশে লাখ তারা রয়েছে কিন্তু একটি চাঁদের আলোয় সারা পৃথিবী আলোকিত হয়।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। আগামীতে শিক্ষা ও রাজস্ব খাতের ব্যাপক সংস্কার করা হবে। শিক্ষাকে যুগোপযোগী ও বাস্তসম্মত করা হবে। রাজস্ব আদায় এমন হতে হবে যাতে বেশি লোক করের আওতায় আসে এবং করের হার কম হবে।

তিনি ব্যাখ্যা দেন, করহার কম হলেএকদিকে যারা কর দেন তাদের উপর চাপ কমবে, অন্যদিকে সরকারের রাজস্ব আদায় বাড়বে। করের হার কমিয়েও রাজস্ব আদায় ১৫ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব বলে তিনি মত দেন।

পরিকল্পনামন্ত্রী প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে লাইন মিনিস্ট্রিগুলোকে যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ দেন।

পরিকল্পনা সচিব মো. জিয়াউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড.শামসুল আলম, এ.এন. সামসুদ্দিন আজাদ চৌধুরী, শামীমা নার্গিস ও জুয়েনা আজিজ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে সাধারণ অর্থনিিত বিভাগ,বাস্তবায়ন, পরিবীক্ষণও মূল্যায়ন বিভাগ,শিল্প ও শক্তি বিভাগ, ভৌত অবকাঠামো বিভাগ, কৃষি, পানি সম্পদ পল্লী প্রতিষ্ঠান বিভাগ, এনএপিডি, বিআইডিএসসহ মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন সংস্থা প্রধানদের সঙ্গে ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই হয়। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আবু জাফর মো. সালেহ আইএফআইএলের নতুন সিইও

abu-jafar-md-saleh-330611047স্টকমার্কেটবিডি ডেস্ক :

আবু জাফর মো. সালেহ ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তিনি অর্থনীতিতে বিএসএস (অনার্স) এবং এমএসএস সম্পন্ন করার পর অগ্রণী ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ১৯৮৬ সালে ব্যাংকিং পেশা শুরু করেন।

কর্মময় জীবনে তিনি প্রাইম ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক এবং পরবর্তীতে ওয়ান ব্যাংকে এসইভিপি হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওসমানিয়া গ্লাসশিটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

usmaniaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওসমানিয়া গ্লাসশিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৭ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ১২৭ টাকা। গত ১৮ জুন তা বেড়ে সর্বশেষ ১৬৯ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ওসমানিয়া গ্লাসশিট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. আলিফ ইন্ডাস্ট্রিজ
  2. খুলনা পাওয়ার
  3. ফার্মা এইডস
  4. ইউনাইটেড পাওয়ার
  5. মুন্নু সিরামিকস
  6. বেক্সিমকো লিমিটেড
  7. গ্রামীন ফোন
  8. ওয়েষ্টার্ণ মেরিন
  9. লিগ্যাসি ফুটওয়ার
  10. প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে বড় উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনে বড় ধরণের উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৫ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৫৭ কোটি ৮৬ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৪২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আলিফ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার, ফার্মা এইডস, ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, বেক্সিমকো লিমিটেড, গ্রামীন ফোন, ওয়েষ্টার্ণ মেরিন, লিগ্যাসি ফুটওয়ার ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৯.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৮৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

চীনা পণ্যে আরও ২ হাজার কোটি ডলার শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

trumpস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাজ্যে রফতানিকৃত চীনা পণ্যের ওপর আরও ২ হাজার কোটি ডলার শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চীন তার ‘আচরণ’ না পাল্টালে ১০ শতাংশ শুল্ক বাড়ানো হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এই পদক্ষেপের কারণে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক যুদ্ধের শঙ্কা নতুন করে তৈরি হলো। গত ২২ মার্চ ৫০ বিলিয়ন ডলার সমমূল্যের আমদানিকৃত চীনা পণ্যে শুল্ক আরোপের জন্য একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, চীন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেধাসম্পদ চুরি ও স্থানান্তর করছে। জবাবে এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করে চীন। এর আর্থিক পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার। এ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরুর উপক্রম হয়। গত মে মাসে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর সম্ভাব্য বাণিজ্যযুদ্ধ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পরে যুক্তরাষ্ট্র চীনকে হুঁশিয়ার করে বলে, বাণিজ্য যুদ্ধ স্থগিত করলেও শুল্ক আরোপের হুমকি বহাল রাখা হচ্ছে।

ট্রাম্পের অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে চীন ভারসাম্যহীনভাবে বেশি লাভবান হচ্ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি এই ব্যবস্থা ঘোষণার পর সোমবার শেয়ারবাজারে নিম্নমুখী ছিল। সেদিনই এক বিবৃতিতে ট্রাম্প বলেছিলেন যে চীনের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ব্যাপারে তিনি তার বাণিজ্য পরামর্শকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘চীন তাদের আচরণে পরিবর্তন না আনলে শিগগিরই এই শুল্ক আরোপ করা হবে। যদি সাম্প্রতিক ঘোষণা দেওয়া শুল্কও যদি চীন আরোপ করে তারপরও যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।

ট্রাম্প বলেন, ‘চীন যদি তাদের ‍শুল্ক বাড়ায়, তবে আমরা ব্যবস্থা নেবো। আমরা আরও ২ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করবো। চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে ভারসাম্য থাকা উচিত।

ইতোমধ্যে ৮০০ চীনা পণ্যের ওপর আরোপিত ৩৪ বিলিয়ন ডলারের শুল্ক আগামী ৬ জুলাই থেকে কার্যকর হবে। বিমানের চাকা থেকে শুরু করে ডিশওয়াটারও এর মধ্যে আছে। হোয়াইট হাউস জানায়, আরও ১৬ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের চিন্তা করছে তারা।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাউথইষ্ট ব্যাংকের ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

southest-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আকিকুর রহমান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

জিকিউ বলপেনের দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

gq pen-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিকিউ বলপেন লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৬.৭০ টাকা। গত ১৮ জুন তা বেড়ে সর্বশেষ ৮০.৪০ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে জিকিউ বলপেন লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি