৪৮৭ কোটি টাকায় ৮৫,০০০ ল্যাপটপ ক্রয় প্রস্তাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজিটাল ল্যাবের জন্য ৪৮৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৭৯১ টাকায় ৮৫ হাজার ল্যাপটপসহ তথ্য প্রযুক্তি সামগ্রী কিনছে সরকার।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, অনুমোদিত ক্রয় প্রস্তাব অনুযায়ী, ৮৫ হাজার ল্যাপটপ ছাড়াও ৫ হাজার ওয়েবক্যামেরা, ৫ হাজার রাউটার এবং ৫ হাজার নেটওয়ার্ক সুইচসহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সামগ্রী সংগ্রহ, সরবরাহ ও স্থাপন করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপসহ এসব সরঞ্জাম বিতরণ করা হবে।

এ প্রকল্পের জন্য ব্যয় হবে ৪৮৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৭৯১ টাকা ব্যয় হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাহিদা আক্তার সংবাদ সম্মেলনে জানান।

তিনি বলেন, সরকারি ক্রয় বিধিমালা মেনে ক্রয় চুক্তিতে টেলিফোন শিল্প সংস্থাসহ কয়েকটি প্রতিষ্ঠান আছে। সর্বনিম্ন দর যাচাই করে সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় গণপূর্ত অধিদপ্তরের ‘অফিসার্স ক্লাব, ঢাকা এর ক্যাম্পাসে বহুতল ভবন নির্মাণ’ প্রকল্পের দুটি প্যাকেজের পূর্ত কাজের জন্য পদ্মা অ্যাসোসিয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কাছ থেকে ১৬৪ কোটি ১৪ লাখ ১৯ হাজার ৮৪৮ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেমসহ অন্যান্য যন্ত্রপাতি সরকারি অর্থায়নের পরিবর্তে সংস্থার নিজস্ব অর্থায়নে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ থেকে জাহাজ–বিমান সরাসরি যাবে মালেতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ থেকে মালদ্বীপে সরাসরি জাহাজ ও বিমান চলাচলে মতৈক্য হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর শীর্ষ বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিগগিরই ঢাকা থেকে মালেতে সরাসরি বিমান চলাচল শুরু হবে। চট্টগ্রাম-মালে জাহাজ চলাচলও শুরু হবে অচিরেই।
বিজ্ঞাপন

শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয় শেখ হাসিনা ও ইব্রাহিম সলিহর উপস্থিতিতে। পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি যৌথ কমিশন গঠন, পররাষ্ট্রসচিব পর্যায়ে যোগাযোগ আরও দৃঢ় করা, মৎস্য ও সামুদ্রিক সম্পদ আহরণে সহায়তা ও সাংস্কৃতিক কার্যক্রম বিনিময় নিয়ে সমঝোতা স্মারকগুলো সই হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বাংলাদেশ সফরে আসেন ইব্রাহিম সলিহ।

স্টকমার্কেটবিডি.কম/

এনআরবিসি ব্যাংকে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উৎযাপন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উৎযাপন করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি ব্যাংক) লিমিটেড।

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।

এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশকে বিশ্বব্যাংকের ১৭০০ কোটি টাকা ঋণ অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

কোভিড-১৯ মহামারির ধাক্কা সামলে উঠতে বাংলাদেশের শহরাঞ্চলের নিম্ন-আয়ের তরুণ জনগোষ্ঠী ও বিদেশফেরত প্রবাসী কর্মীদের সহায়তার জন্য ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ৭০০ কোটি টাকা।

‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই)’ প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। প্রকল্পটির মাধ্যমে এক লাখ ৭৫ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার কর্মসংস্থান ও উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বুধবার বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মহামারির কারণে ক্ষতিগ্রস্ত এই গোষ্ঠীর আয়ের সুযোগ বাড়াতে ও ধকল সামলে উঠতে এ তহবিল ব্যয় করতে পারবে সরকার।

এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেমবুন বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের অভূতপূর্ব সাফল্যের পেছনে বৈদেশিক কর্মসংস্থান ও শহরের অনানুষ্ঠানিক খাতের উল্লে­খযোগ্য ভূমিকা রয়েছে। তবে কোভিড-১৯ মহামারির কারণে এ দুটি খাতই ক্ষতিগ্রস্ত। প্রকল্পটি এ দুই গোষ্ঠীর কর্মীদেরই নিজ নিজ অবস্থানে ফিরে যেতে সহায়তা দেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দক্ষতা, প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি, পরামর্শ, ক্ষুদ্রঋণ ও স্বকর্মসংস্থান সহায়তার মতো সেবাগুলো পাওয়ার সুযোগ সৃষ্টিতে কাজ করবে প্রকল্পটি। ২০২০ সালের জানুয়ারির পর মহামারির কারণে দেশে ফিরতে বাধ্য হওয়া দুই লাখ প্রবাসী কর্মীকে দেশে বা বিদেশে আবার কাজের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে। প্রকল্পের আওতায় সেবা দিতে দেশের ৩২টি জেলায় জনকল্যাণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বৈদেশিক কর্মসংস্থানের বিষয়েও বিস্তারিত তথ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা রাখা হবে এসব কেন্দ্রে।

প্রকল্পের দলনেতা ও বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সৈয়দ আমের আহমেদ বলেন, কোভিড-১৯ মহামারির কারণে দেশে ফিরতে বাধ্য হওয়া প্রবাসী কর্মীদের জন্য তাৎক্ষণিক চাহিদাগুলো পূরণের লক্ষ্য রাখা হয়েছে এ প্রকল্পে। দীর্ঘমেয়াদে যাতে তারা এ ধকল সামলে ওঠার সুফল পেতে পারেন সে ব্যবস্থাও রাখা হয়েছে। নারী প্রবাসী কর্মীরাও, বিশেষত যারা লৈঙ্গিক বৈষম্যের শিকার, তারা এই প্রকল্পের আওতায় সেবা নিতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সতর্ক করলেন হাইকোর্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থ প্রকাশের সঙ্গে যুক্ত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার এক রায়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ।

রায়ে আদালত বলেছেন, এই ইতিহাস বিকৃতি আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এটা অমার্জনীয় অপরাধ। ফলে রিট আবেদনকারীর মামলা করার যথেষ্ট কারণ ছিল। এরইমধ্যে আদালতের নির্দেশে সকল বই সংগ্রহ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্টরা নিঃশর্ত ক্ষমা চাওয়ায় মামলাটি নিষ্পত্তি করা হলো।

আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ৬৪ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৫ লাখ ৮৮ হাজার ৭৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৪ কোটি ৬৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংক ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, বিকন ফার্মা, বেক্সিমকো, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, কোহিনুর কেমিক্যাল, খুলনা পাওয়ার কোম্পানি, পিপলস ইন্স্যুরেন্স, রবি, সমতা লেদার কমপ্লেক্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ইনটেকের শেয়ার নিল কেডিএস ও এস আলম গ্রুপ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানীটির শেয়ার কিনে শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বৃহৎ এই দুই গ্রুপের প্রতিনিধিরা। স্পন্সর ও পরিচালকদের ৩০% শেয়ারধারনে বাধ্যবাধকতায় দুই গ্রুপের প্রতিনিধিরা শেয়ারহোল্ডার পরিচালক বোর্ডে যুক্ত হয়েছেন।

আগামী ২২ মার্চ কোম্পানীর বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত ১২ পরিচালক ও তিনজন স্বতন্ত্র পরিচালকের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

নতুন পরিচালক যুক্ত হওয়ায় কোম্পানীর সংকট কাটিয়ে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন ইনটেক লিমিটেডের চেয়্যারম্যান এটিএম মাহবুবুল আলম।

২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে তিনি বলেন, “সদ্য নিয়োগপ্রাপ্ত ১২ জন শেয়ারহোল্ডার পরিচালক কোম্পানীর নীতির প্রতি আজ্ঞাবাহী এবং পরিচালনা পর্ষদে তাদের উপস্থিতি কোম্পানীটির সুদূরপ্রসারী উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখবে”।

ইনটেক লিমিটেডের তথ্যানুযায়ী, ২০২০ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত কোম্পানীটিতে দুইজন পরিচালক, চেয়্যারম্যান ও একজন স্বতন্ত্র পরিচালক ছিলেন। সম্মিলিতভাবে এই পরিচালকরা কোম্পানীটির মাত্র ৩.৯৭% শেয়ারের মালিক ছিলেন।

ইনটেকের ভাইস-চেয়্যারম্যান ও পরিচালক নির্বাচিত হয়েছেন মধুমতি ব্যাংকের বর্তমান স্পন্সর শেয়ারহোল্ডার ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। তিনি কোম্পানীটির ৬,৩১,৯২৬টি শেয়ার কিনেছেন।

পুর্নগঠিত ইনটেকের পর্ষদে এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, কোম্পানীটির ১৩.১৩ লাখ শেয়ার কিনে পরিচালক নির্বাচিত হয়েছেন।

শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন কেডিএস গ্রুপের চেয়্যারম্যান খলিলুর রহমান, যিনি ৬.২৬ লাখ শেয়ার কিনেছেন।

এস আলম গ্রুপের প্রতিনিধি আতিকুল আলম চৌধুরী কিনেছেন ৬.৪০ লাখ শেয়ার। আল-আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক এ.এন.এম. ইয়াহিয়া এবং আহামেদুল হক উভয়ে কিনেছেন ৬.২৭ লাখ করে শেয়ার।

এছাড়াও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক খন্দকার শাকিব আহমেদ ৬.২৭ লাখ, আল-আরাফা ইসলামী ব্যাংকের সাবেক চেয়্যারম্যান বদিউর রহমানের স্ত্রী সৈয়দা রাশিদা ইয়াসমিন কিনেছেন ৬.২৬ লাখ শেয়ার।

ঢাকা কটন মিল কিনেছে ৬.৬০ লাখ, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ৬.২৭ লাখ ও সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেড কিনেছে ৬.৪৫ লাখ শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শাহজিবাজার পাওয়ারের পরিচালকের শেয়ার হস্তান্থরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ শিল্প খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালক এ.কে.এম বদিউল আলাম ২০ লাখ শেয়ার হস্তান্তর করবেন। তার হাতে মোট ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ৩৫ টি শেয়ার রয়েছে।

এর মধ্যে থেকে উপহার হিসাবে ২০ লাখ শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার পুত্র

মনসুদ আলমকে ।

এই উদ্দ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে পুত্রকে উপহার স্বরূপ হস্তান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৮২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ৫ লাখ ১৯ হাজার ৯৩৭টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩১ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড ২৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকা বাংলা ফাইন্যান্সের ২২ কোটি ২৭ লাখ, লাফার্জ হোলসিমের ২১ কোটি ৯৫ লাখ, জেবিবি পাওয়ারের ১৬ কোটি ৩৪ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ১৫ কোটি ৫০ লাখ, সামিট পাওয়ারের ১৫ কোটি ৪৮ লাখ, স্কয়ার ফার্মার ১৪ কোটি ৫৯ লাখ ও লূব-রেফ বিডি লিমিটেডের লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৪ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

১.বেক্সিমকো লিমিটেড
২.রবি আজিয়াটা
৩.বেক্সিমকো ফার্মা
৪.লংকা বাংলা ফাইন্যান্স
৫.লাফার্জ হোলসিম
৬.জেবিবি পাওয়ার
৭.বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি
৮.সামিট পাওয়ার
৯.স্কয়ার ফার্মা
১০.লূব-রেফ বিডি লিমিটেড।