Day: September 27, 2023
সেই ১৫ কোম্পানির শেয়ারের পেছনেই ছুটছেন বিনিয়োগকারীরা
ব্যবসা সম্প্রসারণ কিংবা কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ‘কারসাজি চক্রের প্রলোভনে’ দুর্বল মৌলভিত্তি ও ছোট মূলধনী ১৫টি কোম্পানির শেয়ারের পেছনে ছুটছেন বিনিয়োগকারীরা।
কোম্পানিগুলো হলো- সিভিও পেট্রোকেমিক্যাল, মুন্নু সিরামিক, ইমাম বাটন, রহিম টেক্সটাইল, জুট স্পিনার্স, কেপিসিএল, দুলামিয়া কটন, এসকে ট্রিমস, স্টাইল ক্রাফট, আজিজ পাইপ, এমএল ডাইং, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, নূরানী ডাইং এবং সাভার রিফ্রেক্টরিজ লিমিটেড।
অভিযোগ পাওয়া যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মেবাইলের মাধ্যমে এসব কোম্পানি শেয়ারের দাম বাড়বে, কত পর্যন্ত বাড়বে বলে বিভিন্ন গুজব ছড়িয়ে নিজেদের পছন্দ মতো দামে সাধারণ বিনিয়োগকারীদের হাতে শেয়ার বিক্রি করে দেয়। তাতে সাধারণ বিনিয়োগকারীরা লোভে পড়ে যৌক্তিক মূল্যের চেয়ে বেশি দামে শেয়ার কিনে লোকসানে পড়ছেন।
সম্প্রতি এই কোম্পানিগুলোর শেয়ার দাম অস্বাভাবিকভাবে বাড়ায় দেশের দুই পুঁজিবাজার কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সতর্ক করে। কর্তৃপক্ষ এসব কোম্পানির শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য রয়েছে কিনা জানতে চেয়ে কোম্পানিগুলোর কাছে চিঠি পাঠায়। উত্তরে কোম্পানিগুলোও জানিয়েছে দাম বাড়ার মতো কোনো যৌক্তিক কারণ তাদের জানা নেই। তারপরও কারসাজি চাক্রের কারণে এসব কোম্পানির শেয়ারের দাম বাড়ছেই।
ডিএসই সূত্র মতে, সম্প্রতি সময়ে দুর্বল মৌলভিত্তি সম্পন্ন ‘জেড’ ক্যাটাগরির দুলামিয়া কটনের শেয়ারের দাম বেড়েছে ১১ টাকা। জুট স্পিনার্সের শেয়ারের দাম বেড়েছে ৪৫ টাকা। সাভার রিফ্রেক্টরিজের শেয়ারের দাম ২৮ টাকা বেড়েছে। নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের দাম ১১০ টাকা বেড়েছে। ইমাম বাটনের শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা।
‘এ’ ক্যাটাগরির ছোট মূলধনী কোম্পানি রহিম টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে ১২৪ টাকা। খুলনা পাওয়ার কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১১ টাকা। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের দাম বেড়েছে ১০ টাকার বেশি।
এছাড়াও স্টাইল ক্রাফটের শেয়ারের দাম বেড়েছে ১ হাজার ৬৪৭ টাকার বেশি। আজিজ পাইপের শেয়ার দাম বেড়েছে ২৭ টাকা। সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের দাম বেড়েছে ৩৩ টাকা এবং মুন্নু সিরামিকের শেয়ারের দাম বেড়েছে ১০৬ টাকা।
অন্যদিকে ‘এন’ ক্যাটাগরির কোম্পানি নূরানী ডাইংয়ের শেয়ারের দাম বেড়েছে ৪ টাকা এবং এসকে ট্রিমসের শেয়ার দাম বেড়েছে ১০ টাকার বেশি।
স্টকমার্কেটবিডি.কম/বি
সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি কমে ৫.৪৩%
সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট হারে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। একই সময়ে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৯৭ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৭৩ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্য বাড়লেও ভোগ্যপণ্যের দাম এখনও বাড়েনি। তাই মূল্যস্ফীতি এখনও কমছে। এছাড়া বাড়ি ভাড়া, পরিবহন ও অন্যান্য পণ্যের দামও বাড়েনি।’
তিনি জানান, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট হারে কমে ৪ দশমিক ৯৯ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাসে এই হার ছিল ৫ দশমিক শূন্য ৫ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৩৪ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ২২ শতাংশে,যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৫১ শতাংশ।
এদিকে, শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট হারে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ২৮ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৫ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক শূন্য ৪ শতাংশ।
স্টকমার্কেটবিডি.কম/বি
Information For Share Holders Of THe Peninsula Ctg Ltd.
একনেক সভায় ৩২ হাজার কোটি টাকার ২০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৩২ হাজার ৫২৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে মোট ২০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) একনেক বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্বল্প সময়ে ও ব্যয় সাশ্রয়ী উপায়ে জ্বালানি তেল পরিবহনের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এছাড়া প্রতিকূল পরিবেশেও চাঁদপুর ঢাকা ও দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮৬১ কোটি ৩১ লাখ টাকা। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
একনেক বৈঠকে মোট ২০টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩২ হাজার ৫২৪ কোটি ৯০ লাখ টাকা।
এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৫ হাজার ৪৯৪ কোটি ৩৭ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ১১ হাজার ৬৫৬ কোটি ২৭ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৫ হাজার ৩৭৪ কোটি ২৬ লাখ টাকা যোগান দেওয়া হবে।’
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড
ঢাবিতে ব্যবসা ও অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
ব্যবসা ও অর্থনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার ( ৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দুই দিনের এ সম্মেলন উদ্বোধন করেন।
এতে আট দেশের ৭৫ জন গবেষক অংশ নিয়েছেন। ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ’ শীর্ষক এই সম্মেলনের আয়োজক বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় শিক্ষা অনুষদ’।
সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘অক্সফামের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গত বছরের ৮২ শতাংশ সম্পদ ১ শতাংশ মানুষের কাছে চলে গেছে। একটি সমন্বিত প্রচেষ্টা ও ধারণা সুন্দর ও সমতাভিত্তিক সমাজ তৈরি করতে পারে।’
সমাপনী বক্তব্যে সম্মেলনের সহ-প্রধান ঢাবির ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের ব্যবসা ও অর্থনীতিতে নিজস্ব দিকনির্দেশনা প্রয়োজন। বাইরের দিকনির্দেশনা দিয়ে আমাদের দেশ এখন সামনের দিকে এগোতে পারবে না। এখন আমাদের নিজস্ব গবেষণা, নিজস্ব দিকনির্দেশনার মাধ্যমে এবং বহির্বিশ্বের সঙ্গে যৌথ গবেষণার মাধ্যমে আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান বক্তা যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির পার্থ এস. ঘোষ তার প্রবন্ধ ‘নার্চারিং দ্য ইনোভেটিভ সোসাইটি ফর অলরাউন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট টুয়ার্ডস ক্যাপিটালিজম ২.০’-তে ভবিষ্যতে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি মোকাবিলা নিয়ে কথা বলেন। তিনি একটি ‘ইনোভেটিভ অ্যান্ড এন্টারপ্রাইজিং সোসাইটি’র মডেল উপস্থাপন করেন।
বিশেষ অতিথি কেনিয়ার ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পল তিয়াম্বে জেলেজা ‘গ্রোথ অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট লেসনস ফ্রম আফ্রিকা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অর্থনীতিতে, রাজনীতিতে, সামাজিক গঠনে এবং শিক্ষায় সাহস ও উন্নত চিন্তাধারা ভবিষ্যৎকে সুন্দরভাবে তৈরি করতে সহায়তা করবে।
ইউএই’র একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ঘালেব এ. এল. রেফায়েনিজ গবেষণাপত্র ‘রিস্ক ম্যানেজমেন্ট ইন হাইয়ার এডুকেশনস ইনস্টিটিউশনস’ উপস্থাপন করেন। তিনি বিভিন্ন ভাষার ওপর দক্ষতা বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন।
সম্মেলনের প্রধান সমন্বয়ক ও বিজনেস স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও সহকারী সমন্বয়ক সাদিকুল ইসলামসহ উদ্বোধনী অধিবেশনে দেশি-বিদেশি গবেষক, ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড
বিশ্ব অর্থনৈতিকভাবে গরিব হয়ে পড়বে বলে করছে আইএমএফ
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি আরও ‘দরিদ্র ও বিপজ্জনক’ হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ২০২০ সাল নাগাদ বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে পারে শূন্য দশমিক ৮০ শতাংশ। সংস্থাটি তাদের সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক মূল্যায়নে এ বিষয়ে সতর্ক করেছে।
বিশ্ব অর্থনীতির পরিস্থিতি নিয়ে এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আইএমএফ। চলতি বছর ও আগামী বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে সংস্থাটি। তারা মনে করছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ধুন্ধুমার বাণিজ্যযুদ্ধের কারণে অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে চোখে পড়ার মতো খাদ তৈরি হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইএমএফের প্রধান অর্থনীতিবিদ মরিস ওবস্টফেল্ড বলেন, আরও বাণিজ্য বাধা আরোপ করা হলে অর্থনীতি, ব্যবসা ও সামষ্টিক অর্থনীতিতে ব্যাপক আঘাত আসবে। তিনি আরও বলেন, বাণিজ্যনীতি রাজনীতিতে প্রতিফলিত হয়। অনেক দেশই রাজনৈতিকভাবে এখন অস্থিতিশীল। এতে ঝুঁকি বেশি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ৬০ বিলিয়ন ডলার আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এর মধ্যে রয়েছে তরল প্রাকৃতিক গ্যাস। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র নতুন করে ২০০ বিলিয়ন ডলার চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করে। এর জবাবেই ওই সিদ্ধান্ত নেয় চীন।
চীনের শুল্ক আরোপের পর এক টুইটে ট্রাম্প আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব না ফেলতে বেইজিংকে সতর্ক করে দেন।
গত জুলাইয়ে চলতি বছর ও আগামী বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয় আইএমএফ। এবার তা কমিয়েছে তারা। সংস্থাটি মনে করছে, চলতি বছর ও আগামী বছর ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে। মূলত ইউরোজোনের শ্লথ প্রবৃদ্ধি ও উদীয়মান বাজার অর্থনীতির দেশগুলোতে অস্থিতিশীলতা থাকায় এই প্রবৃদ্ধি কমবে। ব্যাপক মূল্যস্ফীতিতে থাকায় ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার অর্থনীতি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
২০১৯ সালে বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতিতে। প্রবৃদ্ধি কমবে দুটি দেশেরই। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ বলছেন, এই দুই দেশ কোনো সমঝোতায় না গেলে বিশ্ব অর্থনীতি আরও দরিদ্র ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ২০১৯ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫ শতাংশের নিচে, যা এখন ৬ দশমিক ২ শতাংশ।
২০১৯ সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে দেড় শতাংশ। চলতি বছরে হতে পারে ১ দশমিক ৪ শতাংশ।
স্টকমার্কেটবিডি.কম/বি
কেডিএস এক্সেসরিজের ৫২ লাখ শেয়ার হস্থান্তর ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৫২ লাখ শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, মিসেস হাসিনা ইকবাল নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৫২ লাখ ৬২ শেয়ার হস্থান্তর করবেন। হাতে থাকা সব শেয়ার তিনি তার পিতাকে হস্থান্তর করবেন।
সিএসইর অনুমোদের পরে ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ উপহার হিসাবে শেয়ার হস্থান্তর করবেন।
স্টকমার্কেটবিডি.কম/বি
- খুলনা পাওয়ার
- ইউনাইটেড পাওয়ার
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- সামিট পাওয়ার
- বিবিএস ক্যাবলস
- কনফিডেন্স সিমেন্ট
- স্কয়ার ফার্মা
- এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস
- ইফাদ অটোস
- ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেড।
লেনদেন সমান হলেও উভয়েরই সূচকের উত্থান
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের প্রায় সমান রয়েছে। দিনশেষে ডিএসইতে সূচকগুলোর বড় উত্থান ছিল। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ২১ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৮০১ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের সমান রয়েছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির দর।
ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট পাওয়ার, বিবিএস ক্যাবলস, কনফিডেন্স সিমেন্ট, স্কয়ার ফার্মা, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, ইফাদ অটোস ও ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেড।
এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৪১ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।
এদিন লেনদেন হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৩ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সামিট পাওয়ার ও বিএসআরএম লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড