লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের বিশাল চাহিদা বিদেশে: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, লাইট ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় খাত। এ সেক্টরকে রপ্তানিমুখী করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। দেশের অভ্যন্তরে বিশাল বাজার এবং বিদেশে এ পণ্যের বিপুল চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব।

আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতির উদ্যোগে “লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন” শীর্ষক জাতীয় পর্যায়ে পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ শিল্প রপ্তানিমুখী হলে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশের রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধির জন্য লাইট ইঞ্জিনিয়ারিং, আইসিটি, প্লাস্টিক, কৃষি এবং লেদার সেক্টরকে রপ্তানি সক্ষম করে গড়ে তোলার জন্য বিশ্বব্যাংকের সহায়তায় এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ সেক্টরের উদ্যোক্তাদের মরামর্শ নিয়ে সরকার পরিকল্পিতভাবে এগিয়ে যেতে চায়। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন হরা হচ্ছে। এজন্য এ সেক্টরের ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা এবং উদ্যোগ প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, সুনির্দিষ্ট ও কার্যকরী দক্ষতা সম্পন্ন কর্মী বাহিনী তৈরির মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। নতুন নতুন পণ্য উৎপাদন এবং পণ্য বহুমুখী করণের ফলে রপ্তানি বাজার সম্প্রসারিত হবে। এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট জসিম উদ্দিন, অতিরিক্ত সচিব (রপ্তানি) এবং ইসিফোরজে প্রকল্পের প্রকল্প পরিচালক, হাফিজুর রহমান।

কর্মশালায় বিষয়ের উপর খসড়া নীতিমালা উপস্থাপন করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের টেকনিকেল এডভাইজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং বিজনেস প্রমোশন কাউন্সিল এর কো-অডিনেটর আব্দুল রহিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক। কর্মশালায় শিল্প মালিক ও প্রতিনিধিদের পাশাপাশি এ খাত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

 

ব্লক মার্কেটে ২৪১ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানির ২৪১ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৮০৬টি শেয়ার ৯৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪১ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০৪ কোট ৬৯ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ কোটি ৩২ লাখ ৯৯ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ফিড মিলের।

এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ লাখ ৪৯ হাজার টাকার আমান ফিডের ৫১ লাখ ৫ হাজার টাকার, আরামিটের ৫ লাখ ৫৯ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকো ফামার ১৯ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩৯ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ১৬ লাখ টাকার, ঢাকা ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩৮ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ৬ লাখ ১১ হাজার টাকার, ফরচুন সুজের ১০ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১১ লাখ ৬ হাজার টাকার, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ১৭ হাজার টাকার, ম্যারিকোর ২৯ লাখ ৯৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৩৪ লাখ ৭০ হাজার টাকার, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৭ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ৩৬ লাখ ৯০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৮০ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ১০ লাখ ৮০ হাজার টাকার, পেনিনসুলার ৪৭ লাখ ৬৯ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ২ কোটি ৭৫ লাখ টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৮৩ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ৮৬ লাখ ২৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ৪২ হাজার টাকার, আরএকে সিরামিকের ৭ লাখ ৩০ হাজার টাকার, রেনেটার ৬ কোট ১ লাখ ৮১ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২ লাখ ৭৪ হাজার টাকার, সাফকো স্পিনিংয়ের ১৩ লাখ ২৩ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৩৫ লাখ ৯ হাজার টাকার, শমরিতা হসপিটালের ৭ লাখ টাকার, এসকে ট্রিমসের ৬০ লাখ ১৯ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৬০ হাজার টাকার, ইউনিক হোটেলের ২৩ লখ ৫ হাজার টাকার এবং ওয়ালটনের ৮ লাখ ৯৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

জয়দেবপুর-কমলাপুরের বিশেষ ট্রেন চলা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের দুর্ভোগ কমাতে জয়দেবপুর জংশন থেকে কমলাপুর পর্যন্ত বিশেষ ট্রেন চালু হয়েছে।

রবিবার (২০) সকাল ৭টা ১৫ মিনিটে জয়দেবপুর জংশন থেকে কমলাপুরের উদ্দেশ‌্যে ছেড়ে যায় তুরাগ এক্সপ্রেস। এরপর ৮টায় ছেড়ে যায় টাঙ্গাইল কমিউটার ট্রেন।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

এদিকে, স্পেশাল ট্রেন চলায় স্বস্তিতে আছেন নগরবাসী। শিমুলতলী এলাকার ফজলে রাব্বি বলেন, ‘যানজটের কারণে অসুবিধায় আছি। প্রতিদিন ঢাকার আহমেদবাগ যেতে হয়। স্পেশাল ট্রেন চলা শুরু হওয়া আমার জন্য খুশির সংবাদ।’

জয়দেবপুরের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, গাজীপুর-২ আসনের সাংসদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশ অনুযায়ী সকালে তুরাগ এক্সপ্রেস ও টাঙ্গাইল কমিউটার ছেড়ে গেছে। বিকেলে কালিয়াকৈর কমিউটার চলবে। এছাড়াও সাধারণ দিনে যে সব ট্রেন চলাচল করতো সেগুলো চলাচল করছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সুরক্ষায় সব পাইনি : এসএমই ফাউন্ডেশন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সুরক্ষার জন্য কিছু সুবিধা পেলেও বেশিরভাগই পাননি বলে জানিয়েছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। তিনি বলেন, ‘প্রস্তাবনায় আমাদের পক্ষ থেকে ৬৩টি প্রস্তাব দেয়া হলেও ১৪টি গৃহীত হয়েছে। আগামীকালের মধ্যে আবারও বেশকিছু সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তাবনা পাঠানো হবে।’

রবিবার (২০ জুন) ‘বাজেট ২০২১-২২: এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। এসএমই ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন পরিচালনা করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. মফিজুর রহমান।

ড. মো. মাসুদুর রহমান বলেন, ‘প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে আমাদের চাওয়ার সবগুলো পাইনি, আবার অনেককিছু দেয়ায়ও হয়েছে। তবে বৃহৎ শিল্প উদ্যোক্তারা যেভাবে পেয়েছেন সেভাবে আমরা পাইনি। গত কয়েকটি বাজেটে এসএমইকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। আমাদের দাবি আরও গুরুত্ব পাবে। আমরা আগামীকাল সোমবারের মধ্যেই না পাওয়া অনেক প্রস্তাব পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে পাঠাবো। হয়তো সেখান থেকে আরও কিছু প্রস্তাব গৃহীত হবে।’

সংস্থাটির এমডি ড. মফিজুর রহমান বলেন, ‘এর আগে আমাদের জিডিপির বেশিরভাগটা আসতো কৃষি থেকে। তখন কৃষি কেন্দ্রীক বাজেট হতো। এখন শিল্প ও প্রবাসী থেকে জিডিপির সিংহভাগ আসে। তারপরও এবারের বাজেটে কৃষি ও ক্ষুদ্র শিল্পকে গুরুত্ব দেয়া হয়েছে। তবে করোনার কারণে এ এসএমই খাত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, যার প্রতিফলন বাজেটে পড়েছে।’

তিনি বলেন, ‘২০২০ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশের এসএমই সংশ্লিষ্ট ১৫টি অ্যাসোসিয়েশন ও বাণিজ্য সংগঠন থেকে ১০০টি প্রস্তাবনা আসে। পরবর্তীতে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে ৬৩টি প্রস্তাবনা চূড়ান্ত করা হয়। যেখানে কাস্টমস বিষয়ে ৩১টি, মূসক ১১টি এবং আয়কর সংশ্লিষ্ট ২১টি প্রস্তাব। যেগুলো গত ১১ মার্চ এনবিআরের (রাজস্ব বোর্ড) নিকট দেয়া হয়েছিল। এর মধ্যে প্রস্তাবিত বাজেটে ১৪টি প্রস্তাবকে গ্রহণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

‘বিমার উদ্যোক্তাদের ৬০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইন অনুসারে বিমা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

রবিবার (২০ জুন) দুপুরে অনলাইন প্ল্যাটফর্মে বিমা সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সঙ্গে বিমা খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন বলেন, ‘আইন অনুসারে বিমা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এ বিষয়ে আমরা আগে যে নির্দেশনা দিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে আমরা এটা কঠোরভাবে মনিটরিং করছি। তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। তবে আইনে যেহেতু আছে, আইন তো মানতেই হবে। ’

তিনি বলেন, আমরা জীবন বিমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণে সুপারভাইজরি লেভেল এবং কমিশন কাঠামো পুনর্বিন্যাস করেছি। এর ফলে জীবন বিমা কোম্পানিগুলোর ব্যয় ১৫ শতাংশ পর্যন্ত কমবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।

আইডিআরএ’র সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন।

স্টকমার্কেটবিডি.কম/এস

দিনশেষে লেনদেনের শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৬৩ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৫১ কোটি ৪৬ লাখ ১৮ হাজার টাকার।

৪২ কোটি ৮২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল ফিড মিলের ৪২ কোটি ১৯ লাখ, বেক্স ফার্মার ২৯ কোটি ১৮ লাখ, ফরচুন সুজের ২৬ কোটি ৭৬ লাখ, সামিট পাওয়ারের ২১ কোটি ৫৯ লাখ, কনফিডেন্স সিমেন্টের ২০ কোটি ৫৮ লাখ, লুব রেফ বিডির ২০ কোটি ৫২ লাখ ও এনআরবিসি ব্যাংক লিমিটেডের ২০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ওরিয়ন ফার্মা
  4. ন্যাশনাল ফিড মিল
  5. বেক্স ফার্মা
  6. ফরচুন সুজ
  7. সামিট পাওয়ার
  8. কনফিডেন্স সিমেন্ট
  9. লুব রেফ বিডি
  10. এনআরবিসি ব্যাংক লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬,০৬৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৩৫ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৮৪৭ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৯টির, আর দর অপরিবর্তিত আছে ৩৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল ফিড মিল, বেক্স ফার্মা, ফরচুন সুজ, সামিট পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, লুব রেফ বিডি ও এনআরবিসি ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৩.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৬৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৮১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

ব্র্যাক ব্যাংকের নমিনী পরিচালক শেয়ার কিনবেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের একজন নমিনী পরিচালক ৩১ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আসিফ সালেহ নামে এই নমিনী পরিচালক ৩১ হাজার শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ কার্যদিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ডিএসইর পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এস

ব্র্যাক ব্যাংকের নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে জমা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে গত ১৬ জুন বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক একাউন্টে জমা হয়েছে।

গত ২০২০ হিসাব বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম