বাণিজ্য সুবিধা বাড়ানোর বিকল্প নেই : তোফায়েল আহমেদ

tofail Ministerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে সফলতা অর্জন করতে হলে বাণিজ্য অবকাঠামো সুবিধা বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার (১৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রকল্প-১’(বিআরসিপি) এর আওতায় ন্যাশনাল ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট ফেসিলিটেশন কমিটির প্রথম সভায় সভাপতির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় ব্যবসায়িক সহযোগিতা নিশ্চিত করতে দ্রত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্বব্যাপী এখন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো অর্থাৎ অনলাইনে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে ব্যবসা-বাণিজ্য জনপ্রিয়।

‘আমদানি-রপ্তানির কাজে ব্যবহ্যত দেশের নৌ ও স্থল বন্দরগুলোকে যুগোপোযোগী ও আধুনিক করতে হবে। সুযোগ-সুবিধা বাড়াতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। যাতে যথাসময়ে প্রকল্পের সকল কাজ সম্পন্ন করা যায়।’

তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট ভূ-অবকাঠামো এবং পদ্ধতিগত পরিঅবকাঠামোর উন্নয়ন, নারী উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সমন্বয় এবং দক্ষতা বৃদ্ধিমূলক সহায়তার মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সার্বিক সমন্বয়ে সহায়তার জন্য বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রকল্প-১ (বিআরসিপি) গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে নিবিড় ভাবে কাজ করছে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, সড়ক বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুর রউফ তালুকদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, আইসিটি ডিভিশনের সচিব জুয়েনা আজিজ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন প্রকল্প পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনীর চৌধুরী।
স্টকমার্কেটবিডি.কম/

ইন্দো-বাংলা ফার্মার আইপিওতে স্থগিতাদেশ তুলে নিল হাইকোর্ট

indoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও প্রক্রিয়ায় হাইকোর্ট র দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কোম্পানিটির আইপিও আবেদনের জন্য দিন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি সূত্রে জানা যায়, গত ২৮ জুন ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও প্রক্রিয়ায় হাইকোর্ট র দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। পাশাপাশি কোম্পানিটির আইপিও আবেদনের জন্য দিন ২২ জুলাই নির্ধারণ করা হয়েছে। এই আবেদন চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত।

উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল হতে ১৮ এপ্রিলের মধ্যে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদনের জন্য নির্ধারণ করে দিয়েছিল বিএসইসি। হাইকোর্ট র রায়ে পরে তা স্থগিত করা হয়।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে কোম্পানিটিকে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ব্যবসা বাড়াতে শেয়াবাজারে শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছাড়বে। আইপিওর মাধ্যমে তোলা অর্থ কারখানা, প্রশাসনিক ভবন, গুদাম ও গ্যারেজ ভবন নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয়ে করবে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টম্যান্ট ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ব্রাসেলসে গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা

Googlস্টকমার্কেটবিডি ডেস্ক :

জালিয়াতির দায়ে এবার গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের অপব্যবহারের দায়ে গুগলকে এই জরিমানা করা হয়েছে। আজ বুধবার ব্রাসেলসে ইইউ সদরদফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা ঘোষণা করা হয়। বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

জানা যায়, তিন বছর তদন্তের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই জরিমানা করা হয়। বাংলাদেশি মুদ্রায় যেটা ৪২ হাজার ২৫৮ কোটিরও বেশি। এর আগে কম্প্যারিজন শপিং সার্ভিসে কারসাজির মাধ্যমে নিজেদের ‘পছন্দমতো’ পণ্য সার্চ রেজাল্টের ওপরের দিকে অনৈতিকভাবে প্রদর্শনের দায়ে গুগলকে ২৭০ কোটি ডলার জরিমানা করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্যামিলিয়া ডানকান ফাউন্ডেশন নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ৩ লাখ ৫৫ হাজার ৯৯০ টি শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৬০ লাখ ৯১ হাজার ২৬১টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিপাবলিক ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক বোর্ড সভা আহবান

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানী কাকরাইলস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. কেডিএস ইন্ডাস্ট্রিজ
  2. আমান ফিডস
  3. বসুন্ধরা পেপার মিলস
  4. বিবিএস ক্যাবলস
  5. দ্যা পেনিনসুলা
  6. মুন্নু সিরামিকস
  7. ইউনাইটেড পাওয়ার
  8. লিগ্যাসী ফুটওয়ার
  9. আনোয়ার গ্যালভানাইজিং
  10. শাশা ডেনিমস লিমিটেড।

দুই শেয়ারবাজারেই বেড়েছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে শেয়ার দরের সাথে সূচকও বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬৩ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭৮৬ কোটি ৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৯ টির। আর দর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – কেডিএস ইন্ডাস্ট্রিজ, আমান ফিডস, বসুন্ধরা পেপার মিলস, বিবিএস ক্যাবলস, দ্যা পেনিনসুলা, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, লিগ্যাসী ফুটওয়ার, আনোয়ার গ্যালভানাইজিং ও শাশা ডেনিমস লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯০৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এদিন লেনদেন হয়েছে ৬০ কোটি ৪৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয় ৪৮ কোটি ৭৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক ও ড্রাগন সোয়েটার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডিএসই পরিদর্শনে এডিবির প্রতিনিধি দল

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি)পাঁচ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল ডিএসই পরিদর্শনে আসেন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদল ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমান এর সাথে এক বৈঠকে মিলিত হন।

এডিবি’র প্রতিনিধদলে ছিলেন স্টিফেন ওয়েলস, নিলস্ একবারজ, অরুনাংশু দত্ত, রবার্ট কানেন ও সাদ মোহাম্মদ ফয়সাল।

কে এম মাজেদুর রহমান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বর্তমান বাজার অবস্থা, ডেরিভেটিভস, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট এবং সিসিপি (সেন্ট্রাল কাউন্টার পার্টি), গঠনের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। পরে ডেরিভেটিবস এর চাহিদা, ডেরিভেটিবস লেনদেনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থার সহযোগিতা, লেনদেনের অবকাঠামো, সেটেলমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট ও বিনিয়োগকারী সুরক্ষা, ক্লিয়ারিং ও সেটেলমেন্টের বর্তমান অবস্থা, বর্তমানে এর সামর্থ, দুর্বলতা ও ঝুঁকি, সিসিপি গঠন, ঝুঁকি মোকাবেলায় এর ভূমিকা ও এর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এডিবি প্রতিনিধিদল এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা আবদুল মতিন পাটওয়ারী, এফসিএমএ, ডিএসই’র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস। ফরমেশন সেন্ট্রাল কাউন্টার পাটি প্রজেক্টের উপ মহাব্যবস্থাপক, মোঃ ইমাম হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান মিয়া।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ভল্টে রক্ষিত সব সোনা ঠিকই আছে, দাবি অর্থ প্রতিমন্ত্রীর

mannanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবিঅর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবিভল্টে রক্ষিত সব সোনা ঠিকই আছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বুধবার (১৮ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ নির্বাহীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি কাজ করতে গেলে সামান্য কিছু ধারণাগত বা জ্ঞানগত ফারাক সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। ৪০-৮০-র একটি ব্যাপার হয়ে গেছে। সোনার ওজন পরিমাপে বেশি-কম হতে পারে। উভয় কর্তৃপক্ষ বলেছে এবং আশ্বস্ত করেছে, সোনার কিছুই হয়নি। প্রতিবেদন তৈরিতে কিছু আমলাতান্ত্রিক গাফিলতি আছে বলে তিনি মনে করেন।

গাফিলতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হবে কি না, তা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আগে পুরো বিষয়টি পর্যালোচনা করব। আমরা আবারও বসব। জ্যেষ্ঠ মন্ত্রী (অর্থমন্ত্রী) বিদেশে আছেন। তিনি দেশে ফেরার পর সবকিছু জানাব। তারপর সিদ্ধান্ত হবে, এ বিষয়ে কোনো কমিটি গঠন করা হবে কি না।’

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. সহিদুল ইসলাম, এনবিআরের সদস্য (আন্তর্জাতিক চুক্তি) কালিপদ হালদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিটি ব্যাংকের ২য় প্রান্তিক বোর্ড সভা আহবান

citybank_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানী মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি