আন্তর্জাতিক বাণিজ্যে পিছিয়ে পড়ছে সরকারি ব্যাংক: বিআইবিএম

bibmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাণিজ্যে বেসরকারি ব্যাংকের তুলনায় সরকারি ব্যাংক পিছিয়ে পড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। প্রতিষ্ঠানটির একটি গবেষণা প্রতিবেদনে জানা যায়, আন্তর্জাতিক বাণিজ্যে বেসরকারি ব্যাংকগুলো বেশি অর্থায়ন করছে। ২০১৮ সালে বেসরকারি ব্যাংকের মাধ্যমে রফতানি হয়েছে ৭৪ শতাংশ। প্রায় ১৯ শতাংশ অর্থায়ন হয়েছে বিদেশি ব্যাংকের মাধ্যমে। আর মাত্র ৭ শতাংশ সম্পন্ন হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০১১ সালে সরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রফতানি হয়েছিল ১৮ শতাংশ। সেসময় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রফতানি হয় ৭১ শতাংশ এবং ১১ শতাংশ অর্থায়ন হয়েছিল বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে।

বুধবার (২০ মার্চ) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘ট্রেড সার্ভিসেস অপারেশনস অব ব্যাংকস’ শীর্ষক বার্ষিক পর্যালোচনা কর্মশালায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বিআইবিএমের মহাপরিচালক মো. আব্দুর রহিম। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক এবং পরিচালক (প্রশিক্ষণ) ড. শাহ মো. আহসান হাবীবের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্য ট্রেড সার্ভিসের ওপর নির্ভরশীল। প্রত্যেকটি দেশে ট্রেড সার্ভিসের ক্ষেত্রে আলাদা রেগুলেশন রয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ২০১৮ সালে নতুন গাইডলাইন করেছে।’

তিনি আরও জানান, বাণিজ্যিক ব্যাংক এবং তত্ত্বাবধানকারী কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নতুন গাইডলাইন আরও কার্যকর করতে হবে। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের অনলাইনভিত্তিক রিপোটিং ও নজরদারি ব্যাংকিং খাতে অনিয়ম ঠেকাতে এবং ডাটা সঠিকভাবে প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এসময় বিআইবিএমের চেয়ার প্রফেসর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা বলেন, ‘ব্যাংকিং খাতে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এজন্য দক্ষ কর্মী গড়ে তোলা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গেই রফতানির প্রবৃদ্ধিও বাড়বে। এর সঙ্গে ব্যাংকের অর্থায়ন জড়িত। সুতরাং ব্যাংক কর্মীদের প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে।’

পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীরা যাতে পণ্য মূল্য বেশি দেখাতে না পারে, সেজন্য ব্যাংকারদের সর্তক থাকতে হবে। একটি ডাটা বেজ করতে পারলে কোনও ব্যবসায়ী এ ধরনের অনিয়ম করার সুযোগ পাবে না।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলি বলেন, ‘ব্যাংকাররা সর্তক থাকলে আর্ন্তজাতিক বাণিজ্যে কোনও অনিয়ম করার সুযোগ নেই।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বিআইবিএমের মহাপরিচালক মো: আব্দুর রহিম বলেন, ‘ব্যাংকারদের বড় ঋণ এবং বড় এলসি খোলার ক্ষেত্রে সর্তক থাকতে হবে। গ্রাহক সম্পর্কে পুরোপুরি না জেনে অর্থায়ন করা ঠিক নয়।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা অধিদফতরের কমিশনার ড.মঈনুল খান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিস থেকে কর্মশালায় অংশগ্রহণ করেন অফিসটির নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। সিলেট অফিসের অডিটোরিয়ামে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

দুই হাজার গাড়ি বহনকারী জাহাজ মহাসাগরে ডুবে গেছে

888স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইতিলিয়ান একটি কন্টেইনার জাহাজে ভয়াবহ আগুন লেগে ফ্রান্স উপকূলের আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে। কন্টেইনার জাহাজটি দুই হাজার গাড়ি নিয়ে ব্রাজিলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

আজ ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলসহ কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহের মঙ্গলবারের এ দুর্ঘটনা শত শত লাখ ডলারের ক্ষতি হয়েছে। তবে জাহাজটিতে থাকা ২৭ নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এদিকে, ফ্রান্স উপকূলে জাহাজটি ডুবে যাওয়ার ফলে পানিতে ছড়িয়ে পড়া তেল দ্রুত পরিষ্কার করতে শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। সূত্র : বিডিপ্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এডিবি থেকে ১১৯ কোটি টাকা ঋণ পাবে প্রাণ

pran-1-20190320135213স্টকমার্কেটবিডি ডেস্ক :

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কাছ থেকে ১১৯ কোটি ২৮ লাখ টাকা (১৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিলভান এগ্রিকালচার লিমিটেড। কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ব্যবসা সম্প্রসারণ এবং এর মাধ্যমে কৃষকদের আয় ও দক্ষতা বাড়াতে প্রাণ গ্রুপকে এ ঋণ সহায়তা দিচ্ছে এডিবি।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এডিবি ও প্রাণ গ্রুপের সিলভান এগ্রিকালচারের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও এডিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল ক্রিস্টোফার থেইম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও বাংলাদেশে নিযুক্ত এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লিসহ দুই প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এডিবির দেয়া অর্থ পটেটো চিপস, পটেটো ফ্লেকস ও পাস্তা’র নতুন প্রোডাকশন লাইন নির্মাণে ব্যয় করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে। নতুন এ প্রকল্পে প্রায় ৪৫০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যার অর্ধেক হবেন নারী। এতে সরাসরি লিঙ্গবৈষম্য কমাতে ভূমিকা রাখবে।

এডিবির ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট (প্রাইভেট সেক্টর) তুশনা ডোরা বলেন,‘বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নে কৃষি সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে। এ খাতে বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে; যার ফলে দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষ কৃষি খাতের সুবিধা ভোগ করছে।’

তিনি আরও বলেন, ‘কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশে প্রাইভেট সেক্টরে বিনিয়োগের অংশ হিসেবে সিলভান এগ্রিকালচারকে দ্বিতীয়বারের মতো এ ঋণ দিচ্ছে এডিবি। এ কার্যক্রমের মাধ্যমে কয়েক হাজার কৃষকের জীবনমান উন্নত হবে এবং নারীরা এ কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা ও আয় বৃদ্ধির সুযোগ পাবেন।’

দেশের উত্তর-পূর্ব অঞ্চল হবিগঞ্জে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে পটেটো প্রসেসিংয়ের নতুন প্রোডাকশন লাইন চালু হলে প্রায় দুই হাজার চুক্তিবদ্ধ কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করা হবে। এ প্রকল্পের আওতায় আলুর নতুন নতুন জাতের উদ্ভাবন, কৃষি জমি বৃদ্ধি ও সিলভান এগ্রিকালচার হতে পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার মাধ্যমে কৃষকদের আয় ৫০ শতাংশ বেড়ে যাবে।

এডিবির দেয়া এ প্রকল্প কৃষি খাতে প্রাইভেট সেক্টরকে প্রথম দেয়া ঋণের পুনঃসহায়তার অংশ। এর আগে, ২০১২ সালে সিলভান এগ্রিকালচারকে লিকুইড গ্লুকোজ, কাসাভা থেকে স্টার্চ তৈরির প্রোডাকশন লাইন নির্মাণে ২৫ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেয় এডিবি।

প্রাণ গ্রুপ বর্তমানে জুস, বেভারেজ, বেকারি, কনফেকশনারিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫০০ ধরনের খাবারসামগ্রী তৈরি করছে। বর্তমানে এ গ্রুপে সরাসরি এক লাখের অধিক কর্মী এবং প্রায় এক লাখ চুক্তিভিত্তিক কৃষক রয়েছেন। অন্যদিকে এশিয়া ও প্রশান্ত মহসাগরীয় অঞ্চলে দরিদ্রতা দূর ও সমৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে এডিবি। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির বর্তমান সদস্য সংখ্যা ৬৭টি দেশ। সূত্র : জাগোনিউজ

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জাপানি বিনিয়োগ উন্নয়নকে আরও বেগবান করবে : বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বড় সহযোগী জাপান। জাপানি বিনিয়োগ দেশের উন্নয়নকে আরও বেগবান করবে।

বুধবার (২০ মার্চ) বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এবং আইসিটি ডিভিশনের যৌথ উদ্যোগে বেসিস সফটএক্সপো-২০১৯ এর ‘ডুয়িং বিজনেস উইথ জাপান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাপানের উন্নয়নের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নযনের ক্ষেত্রে বেশ কাজে লাগবে। ইতোমধ্যে দেশের অনেক বড় বড় প্রকল্পে জাপন কাজ করতে এগিয়ে এসেছে। জাইকা দীর্ঘদিন ধরে বাংলাদেশে উন্নয়নের সহযোগী।

তিনি বলেন, আইসিটি ক্ষেত্রে জাপান অনেক উন্নত। এ ক্ষেত্রে জাপান বাংলাদেশকে সহায়তা দিতে পারে। জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ জনপ্রিয়তা রয়েছে। দিন দিন জাপানে বাংলাদেশী পোশাকের চাহিদা বাড়ছে। ওয়ান স্টপ সার্ভিস প্রদানের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের পদ্ধতি ও আনুষ্ঠানিকতা সহজ করা হয়েছে।

সেমিনারে বিষয়ের উপর কীনোট উপস্থাপন করেন জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান শোলচি কোবেয়াশি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, জাপান বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান ও জাপানের সাবেক রাষ্ট্রদূত মাটসুশিরো হোরিকুচি এবং জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেনারেল সেক্রেটারি তারেক রাফি ভূঁইয়া।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

দুই বছর গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে বিজিএমইএ

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোনোভাবেই এখন শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি করা যোক্তিক হবে না। অন্তত দুই বছর গ্যাসের দাম বৃদ্ধি করা যাবে না। গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচও বাড়বে। যা পোশাক খাতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

বুধবার রাজধানীর বিজিএমইএ ভবনে শিল্পে জ্বালানির মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব সম্পর্কিত বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যৌথ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ। এতে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং বিকেএমইএ ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমেদ বক্তব্য রাখেন।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, গনশুনানীতে শিল্পে গ্যাসের মূল্য বর্তমানে প্রতি ঘনফুট ৭ দশমিক ৭৬ টাকা থেকে বৃদ্ধি করে ১৮ দশমিক ৪ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুয়ায়ী গ্যাসের মূল্য বৃদ্ধি পারে ১৩২ শতাংশ। এতে শিল্পে উৎপাদান খরচ বৃদ্ধি পাবে প্রায় পাঁচ শতাংশ। আমরা মনে করি এই প্রস্তাবনা শিল্পের প্রবৃদ্ধি ও বিকাশের সঙ্গে সাংঘর্ষিক। এই মূল্যবৃদ্ধি করা হলে বস্ত্র ও পোশাক খাতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

সিদ্দিকুর রহমান বলেন, প্রতি বছর ৫ শতাংশ হারে এ খাতে মজুরি বাড়ছে। গত ডিসেম্বর থেকে নূন্যতম মজুরি ৫২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আমাদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। এর ওপর যুক্তরাষ্ট্রের বাজারে ২০১৪ থেকে ২০১৮ সালে আমাদের পোশাকের দরপতন হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ এবং ইউরোপে দরপতন হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ। তাই আমরা চাই অন্তত দুই বছর শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি যেন না হয়। এমনিতেই শ্রমিকদের বেতন আমরা বাড়িয়েছি। সেটাই এখনো কাটিয়ে উঠতে পারিনি।

সিদ্দিকুর রহমান বলেন, ২০১৮ সালে পোশাক খাতে নূন্যতম মজুরি বাড়ানো হয়, তখন আমাদের দাবি ছিল কোনো উইটিলিটির দাম যেন না বাড়ানো হয়।

এক প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, গ্যাসের দাম বৃদ্ধিতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাস দেয়া হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হচ্ছে।

তিনি বলেন, ২০১২ সালে গ্যাস সংযোগের জন্য আমরা আবেদন করেছিলাম তার সংযোগ কেবল পেতে শুরু করেছি। শিল্পকারখানায় গ্যাস না পাওয়ার জন্য যে ক্ষতি হয়েছে সেটা মেকাপ করতে হবে। আমাদের ইভিসি মিটার দিতে হবে। সরকার যেটা বলেছে ব্যাংকে ৯ শতাংশ সর্বোচ্চ সুদ হার হবে। আমরা ৬ শতাংশ হারে ব্যাংকে রাখতে পারবো। এটাই আজ পর্যন্ত ব্যাংক বাস্তবায়ন করতে পারলো না। আমাদের সঙ্গে এগুলো ঠিক না করে হটাৎ গ্যাসের মূল্যবৃদ্ধি করা হলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে।

সিদ্দিকুর রহমান বলেন, মোট উৎপাদিত গ্যাসের ১৬ দশমিক ৬৯ শতাংশ সরবরাহ হয় শিল্প খাতে। এটা খুবই নগণ্য। সরকারের কাছে অনুরোধ এমন কোনো পদক্ষেপ নিবেন না যাতে করে শিল্পের বিকাশ রুদ্ধ হয়, শ্রমিক কর্মসংস্থান হারায়, অর্থনীতি গতিহীন হয়ে পড়ে।

বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন এসময় বলেন, প্রতি ১০ বছরের জন্য একটি শিল্প পলিসি করা প্রয়োজন। কোন জিনিসের কেমন দাম বাড়ানো হবে সেটা এ পলিসিতে থাকবে। তাহলে প্রতিষ্ঠানগুলোও সে অনুয়ায়ী পরিকল্পনা করতে পারবে।

তিনি বলেন, বরাদ্দ অনুযায়ী সংশ্লিষ্ট গ্যাস কোম্পানিগুলে গ্যাস সরবরাহ করতে পারছে না। অন্যদিকে ইন্ডাস্ট্রিতে যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে তা ক্লিন নয়। এর প্রভাবে শিল্পের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এর ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। আমরা সরকারকে অনুরোধ করছি গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন যেসব মিল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ না করা পর্যন্ত গ্যাসের কোনো প্রকার মূল্য বৃদ্ধি অগ্রহণযোগ্য।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)’র ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমেদ বলেন, পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য গ্যাসের মূল্যবৃদ্ধি করা হচ্ছে কি না সেটা খতিয়ে দেখতে হবে। এমনিতিই খরচ বেড়ে যাওয়ায় চাপে ব্যবসায়ীরা।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগের আগ্রহী যুক্তরাষ্ট্র

sahadat-minস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাষ্ট্র বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বুধবার বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়ে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন।

তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও নিরাপত্তার বিষয়টি আলোচনায় স্থান পায়। এছাড়া মোংলা, পায়রা ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর একটি গ্রন্থ এবং মন্ত্রণালয়ের স্মারক শুভেচ্ছা উপহার দেন। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বিডি ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা ২৭ মার্চ

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ মার্চ আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

উত্তরা ফাইন্যান্সের বোর্ড সভা স্থগিত

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং শিল্প খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চলতি বছরের বার্ষিক বোর্ড সভা আজ গওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা ছিল।

২০ মার্চের এই বোর্ড সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। বোর্ড সভাটির নতুন দিন পরে জানানাে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বিএটিবিসি
  2. ব্র্যাক ব্যাংক
  3. গ্রামীনফোন লিমিটেড
  4. ইউনাইটেড পাওয়ার
  5. স্কয়ার ফার্মা
  6. ডাচ-বাংলা ব্যাংক
  7. ম্যারিকো বিডি
  8. সিঙ্গার বিডি
  9. মুন্নু সিরামিকস
  10. রেকিট বেনকাইজার লিমিটেড।

ডিএসই ও সিএসইতে লেনদেনের সাথে কমেছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সবগুলো সূচকও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৩৭ কোটি ৮০ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৫ পয়েন্টে।

গতকাল মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৩টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, গ্রামীনফোন লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ডাচ-বাংলা ব্যাংক, ম্যারিকো বিডি, সিঙ্গার বিডি, মুন্নু সিরামিকস ও রেকিট বেনকাইজার লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৬৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ১৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১২ কোটি ৪৫ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড