প্রথমবার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

dollarনিজস্ব প্রতিবেদক :

প্রথমবারের মতো ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, বুধবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার। প্রতি মাসে সাড়ে ৩ বিলিয়ন ডলার আমদানি খরচ হিসেবে এ রিজার্ভ দিয়ে প্রায় ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, তৈরি পোশাক রফতানির ইতিবাচক ধারাবাহিকতা এবং বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো মুদ্রা রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যের দাম কম থাকায় আমদানি ব্যয় কমে গেছে। ফলে রিজার্ভ থেকে কম ব্যয় হয়েছে। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার মজুদ নতুন এ মাইলফলক অতিক্রম করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসকে

ঈদের ছুটিতেও আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের আবেদন

ific-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের আবেদন ঈদ ছুটির মধ্যেও নেওয়া হবে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, নির্ধারিত দিনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ পর্যন্ত সংশ্লিষ্ট শাখায় এই আবেদন গ্রহণ করা হবে।

চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় নেওয়া হবে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত; টঙ্গী, গুলশান, আশুলিয়া, মূল শাখা, গাজীপুর, সাভার, চট্টগ্রামের খাতুনগঞ্জ, নারায়ণগঞ্জ, উত্তরা শাখায় নেওয়া হবে ২৩ ও ২৪ জুন।

এছাড়া সিলেটের প্রধান শাখা, আম্বারখানা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট উপশহর শাখা এবং কক্সবাজার শাখায় নেওয়া হবে ২৪ জুন।

এর আগের নির্দেশনা অনুযায়ী ৩১ মে থেকে আগামী ২৯ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করার কথা ছিল।

কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড তারিখ ছিল গত ১২ এপ্রিল।

আইএফআইসি ব্যাংক ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার দিচ্ছে। কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

১০ টাকা মূল্যে কোম্পানিটি ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৭০ টাকা উত্তোলন করবে।

এর মাধ্যমে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা এবং ব্যাসেল ৩-র আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসকে

দৈনিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৩৭৯ মেগাওয়াট : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

perlaনিজস্ব প্রতিবেদক :

‘বর্তমানে সাড়ে আট হাজার থেকে সাড়ে ৯ হাজার মেগাওয়াটের বিপরীতে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৭৯ মেগাওয়াটে। এ ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলমের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুতের বিতরণ লাইনের পরিমাণ চার লাখ এক হাজার কিলোমিটার, সঞ্চালনের লাইনের পরিমাণ ১০ হাজার ৪৩৬ সার্কিট কিলোমিটার এবং গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা ২৮ হাজার ৫৬৯ এমভিএ। ২০২১ সালে বিদ্যুতের বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে বিতরণ লাইনের পরিমাণ চার লাখ ৭৮ হাজার কিলোমিটার এবং সঞ্চালন লাইনের পরিমাণ ২০ হাজার ৫৮১ সার্কিট কিলোমিটারে উন্নীত হবে।

একই প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ২০১৫-১৬ অর্থবছরে দেশে মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে আবাসিক খাতে শতকরা ৫০ দশমিক ৮৯ ভাগ, কৃষি খাতে শতকরা তিন দশমিক ৬১ ভাগ, শিল্প খাতে শতকরা ৩৪ দশমিক ২৮ ভাগ, বাণিজ্যিক খাতে শতকরা ৯ দশমিক ৩৪ ভাগ এবং অন্যান্য খাতে শতকরা এক দশমিক ৮৮ ভাগ বিদ্যুৎ ব্যবহার হয়েছে। প্রতিবছর শতকরা প্রায় আট থেকে ১০ ভাগ বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম পিনু খানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করেছে। বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৩৭৯ মেগাওয়াট (ক্যাপটিভসহ)। গত ৭ জুন ২০১৭ তারিখে দেশে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন ছিল ৯ হাজার ৪৭৯ মেগাওয়াট। রাজস্ব আদায় নিশ্চিত করতে ২০২১ সালের মধ্যে বিদ্যমান সব মিটার প্রি-পেইড মিটার দ্বারা প্রতিস্থাপন করা হবে বলে তিনি জানান।

স্টকমার্কেটবিডি.কম/এসকে

আজিজ পাইপসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Aziz-Pipies-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। কোম্পানিটির শেয়ারের দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ জুন এ শেয়ারের দর ছিল ৬৫.১০ টাকা এবং ২২ জুন এ শেয়ারের দর দাঁড়ায় ৭৭.৭০ টাকা। এসময় শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা। শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. রিজেন্ট টেক্সটাইল
  3. প্রাইম ব্যাংক
  4. স্কয়ার ফার্মা
  5. আরএসআরএম
  6. ব্র্যাক ব্যাংক
  7. আমরা টেকনোলজিস
  8. ইফাদ অটোস
  9. সিভিও পেট্রো কেমিক্যালস
  10. গ্রামীন ফোন।

সিএসইর লেনদেন ধারাবাহিকভাবে কমলেও ডিএসইতে বাড়ছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচক ও দিনের লেনদেনের পরিমাণ বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের শেষে ডিএসইতে ৭৪৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার এই লেনদেন ৭০০ কোটি ৪১ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আগেরদিন মঙ্গলবার এই লেনদেন ৬৪৪ কোটি ৭৪ টাকা হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩১.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৭১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মা, আরএসআরএম, ব্র্যাক ব্যাংক, আমরা টেকনোলজিস, ইফাদ অটোস, সিভিও পেট্রো কেমিক্যালস ও গ্রামীন ফোন।

এদিকে বৃহস্পতিবার দিনেশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার এই লেনদেন ৩৮ কোটি ৪৪ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। গত মঙ্গলবার এই লেনদেন ৪৮ কোটি ২৩ টাকা হয়।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্রাইম ব্যাংক ও সিভিও পেট্রো কেমিক্যালস।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

বিবিএস ক্যাবলসের আইপিও লটারি বিজয়ীদের তালিকা প্রকাশ

bbsনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের লটারির বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে।

আজ ২২ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ ড্র অনুষ্ঠান হয়। এটা উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় মোট চাহিদার ৪৮ গুণ। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

আইপিও লটারি বিজয়ীদের তালিকা জানতে ক্লিক করুন…….

ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক কোড

সাধারণ বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

মিউচ্যুয়াল ফান্ড 

ইলিজিবল ইনভেস্টটর

কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয় গত ২৩ মে। এরপর আগামী ৪ জুন পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করে।

গত ১৩ এপ্রিল কমিশনের ৬০২তম সভায় কোম্পানিটিকে আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে মোট ২০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে বেনকো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেনট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

গত ৩০ জুন ২০১৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৬ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ এসেছে (এনএভি) ১৬ টাকা ৭৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিবিএস ক্যাবলসের আইপিও আবেদনের লটারি ড্র

bbsনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের লটারির ড্রয়ের অনুষ্ঠান চলছে।

আজ ২২ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ ড্র অনুষ্ঠান উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান। এখন এ কোম্পানির আইপিও লটারির ড্র প্রক্রিয়া চলছে।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় মোট চাহিদার ৪৮ গুণ। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয় গত ২৩ মে। এরপর আগামী ৪ জুন পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করে।

গত ১৩ এপ্রিল কমিশনের ৬০২তম সভায় কোম্পানিটিকে আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে মোট ২০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে বেনকো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেনট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

গত ৩০ জুন ২০১৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৬ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ এসেছে (এনএভি) ১৬ টাকা ৭৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এ

ক্লিয়ারিং এ্যান্ড সেটলমেন্ট কোম্পানিতে সিংহভাগ মালিক স্টক একচেঞ্জ

bsecনিজস্ব প্রতিবেদক :

ক্লিয়ারিং এ্যান্ড সেটলমেন্ট কোম্পানি গঠন ও পরিচালনার চূড়ান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এতে উভয় স্টক এক্সচেঞ্জ যৌথভাবে কোম্পানিটির সিংহভাগ অর্থ্যাৎ সর্বোচ্চ ৬৫ শতাংশ মালিকানায় থাকবে। তবে মালিকানায় ব্যাংক থাকতে পারলেও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা কোম্পানিকে বাদ দেয়া হয়েছে।

এর আগে গত ৯ মে ৬০৪তম কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বাজার সৃষ্টিকারী) বিধিমালা, ২০১৭ কিছু পরিবর্তন করে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বিধিমালাটির খসড়া অনুমোদন হয় কমিশনের ৬০০তম সভায়।

খসড়া বিধিমালায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য ক্লিয়ারিং ও সেটলমেন্ট কোম্পানির মালিকানার সর্বোচ্চ ৭০ শতাংশ রাখার প্রস্তাব হয়েছিল। গেজেটেড বিধিমালায় অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেন্ট্রাল ডিপোজিটরি এবং কৌশলগত বিনিয়োগকারী সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার যৌথভাবে অথবা এককভাবে ধারণ করতে পারবে। তাছাড়া সর্বোচ্চ ১৫ শতাংশ শেয়ার ব্যাংকগুলো যৌথভাবে ধারণ করতে পারবে। তবে এককভাবে কোনো ব্যাংক ২ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবে না। খসড়ায় ব্যাংকের সর্বোচ্চ শেয়ার ধারণে সীমা ছিল ১০ শতাংশ।

তাছাড়া খসড়া বিধিমালায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা কোম্পানির শেয়ার ধারণে সুযোগ থাকলেও চূড়ান্ত বিধিমালায় স্টেক হোল্ডারদের আপত্তির পরিপ্রেক্ষিতে তাদের বাদ দেয়া হয়েছে।

বিধিমালায় বলা হয়েছে, সেন্ট্রাল কাউন্টার পার্টি ডিমিউচুয়ালাইজড আকারে গঠন করা হবে অর্থাৎ এর মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা থাকবে। এ কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ৩০০ কোটি টাকা, যেটি খসড়ায় ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে ডিএসই তাদের মতামতে পরিশোধিত মূলধন ১০০ কোটি করার প্রস্তাব দিয়েছিল। ক্লিয়ারিং এ্যান্ড সেটলমেন্ট কোম্পানির পর্ষদে ১৪ জন পরিচালক থাকবেন, খসড়ায় ১১ জন পরিচালকের কথা বলা হয়েছিল। এর মধ্যে সাতজন হবেন স্বতন্ত্র পরিচালক; আগে ছয়জন স্বতন্ত্র পরিচালক থাকার কথা বলা হয়েছিল। স্টক এক্সচেঞ্জ থেকে খসড়া বিধিমালায় দুজন পরিচালকের কথা বলা হলেও চূড়ান্ত বিধিমালায় তিনজনের কথা বলা হয়েছে। এছাড়া ডিপোজিটরি থেকে একজন, ব্যাংক থেকে একজন এবং কৌশলগত বিনিয়োগকারী থেকে একজন পরিচালক মনোনীত হবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণমান দীর্ঘ মেয়াদি ‘এএ’ ও স্বল্প মেয়াদি এসটি-২

standardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। অন্যদিকে স্বল্প মেয়াদি ঋণমান এসেছে এসটি-২।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া