শুরু হল সপ্তাহব্যাপী সঞ্চয় সপ্তাহ

soncoyস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শনিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে দেশব্যাপী শুরু হলো সঞ্চয় সপ্তাহ ২০১৯। এবারের সঞ্চয় সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো ‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’। সাধারণ মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে সারাদেশে এ সঞ্চয় সপ্তাহ পালন করবে জাতীয় সঞ্চয় অধিদফতর।

এ উপলক্ষ্যে সঞ্চয় অধিদফতর বর্ণাঢ্য র্যালি, সভা-সেমিনার, ব্যানার-ফেস্টুন, সঞ্চয় স্কিমের হ্যান্ডবিল বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে সঞ্চয় উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাবে। তবে সপ্তাহ চলাকালে সঞ্চয় স্কিমে বিশেষ কোনো অফার নেই।

অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্চয় সপ্তাহ উপলক্ষে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। কার্যক্রমের মধ্যে রয়েছে, ২৩ ফেব্রুয়ারি সারাদেশে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। সঞ্চয় ভবনের সামনে থেকে কেন্দ্রীয়ভাবে র্যালি অনুষ্ঠিত হবে।

২৪ ফেব্রুয়ারি সারাদেশের সরকারি বেসরকারি অফিসে সঞ্চয় উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি পেশাজীবীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা হবে। আর ২৬ ফেব্রুয়ারি কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে সঞ্চয় উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলবে।

২৭ ফেব্রুয়ারি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলবে সচেতনতামূলক কার্যক্রম। ২৮ ফেব্রুয়ারি উঠান বৈঠক ও ১ মার্চ সপ্তাহব্যাপী সঞ্চয় সপ্তাহের মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। আর সঞ্চয় সপ্তাহ চলাকালীন সকল গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টারের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে।

স্টকমার্কেবিডি.কম/বি

সাপ্তাহিক লেনদেনে এগিয়ে বস্ত্র খাত

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত সপ্তাহেও (১৭-২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের শেয়ারে। গত সপ্তাহে এ খাতটিতে গড়ে প্রতিদিন ১১২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে (১০-১৪ ফেব্রুয়ারি) গড় ১১৬ কোটি ২৬ লাখ টাকা লেনদেনের মাধ্যমে শীর্ষে ছিল এ খাতটি। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে গড়ে ৮৬ কোটি ৫৮ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। আর ৮৫ কোটি ৬৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠেছে প্রকৌশল খাত।

লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে- বীমা খাতে ৭৪ কোটি ২৯ লাখ টাকারশেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ওষুধ ও রসায়ন খাতে ৬৬ কোটি ৪৪ লাখ টাকার, টেলিকমিউনিকেশন খাতে ৫৮ কোটি ৯৫ লাখ টাকা, ব্যাংক খাতে ৪৬ কোটি ২১ লাখ টাকার, ট্যানারি খাতে ৪২ কোটি ২১ লাখ টাকার, বিবিধ খাতে ২৪ কোটি ৭৫ লাখ টাকার, সিরামিক খাতে ২৩ কোটি ১৬ লাখ টাকা, ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে ২০ কোটি ৫৯ লাখ টাকার, তথ্য প্রযুক্তি খাতে ১৭ কোটি ৯৩ লাখ টাকার, খাদ্য ও বিবিধ খাতে ১৫ কোটি ৫৮ লাখ টাকার, ভ্রমন ও অবকাশ খাতে ১৪ কোটি ১২ লাখ টাকার, সিমেন্ট খাতে ৫ কোটি ৩৪ লাখ টাকার, সেবা ও আবাসন খাতে ৪ কোটি ৪৪ লাখ টাকার, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ২ কোটি ৭৭ লাখ টাকার, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ কোটি ৫৯ লাখ টাকার এবং পাট খাতে ১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে লেনদেন কমেছে ১০.৭০ শতাংশ

DSE_CSE-smbdকমার্কেটবিডি প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। সাথে কমেছে লেনদেনের পরিমাণও। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ১০ দশমিক ৭০ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৪ কার্যদিবসে লেনদেন হয়েছে ২ হাজার ৯১৩ কোটি ৪২ লাখ ২৫ হাজার ৬৩৮ টাকা। আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৭৮ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯০৩ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১ হাজার ১৬৪ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ২৬৫ টাকা বা ১০ দশমিক ৭০ শতাংশ।

গেলো সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৮৫ দশমিক ৯৬ শতাংশ। ‘এ’ ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ২ হাজার ৫০৪ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৬৩৮ টাকার। আগের সপ্তাহে লেনদেনের পরিমান ছিল ৩ হাজার ৬২৫ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার ৯০৩ টাকা। লেনদেনে গেলো সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহন ছিল ১১ দশমিক ৬৪ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ২৫ লাখ ২৯ হাজার টাকা, আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩০৮ কোটি ৩২ লাখ ৩ হাজার টাকা।

সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহন ছিল ১ দশমিক ৩৭ শতাংশ। এসব শেয়ারের লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার টাকা। ডিএসইর লেনদেনে গেলো সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল ১ দশমিক ০২ শতাংশ। এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার টাকা, আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেন হয়েছে ৪১ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার টাকা।

এদিকে, গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। আলোচ্য সময়ে ৩৫১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯৪ টি, কমেছে ২২৯ টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টি এবং লেনদেন হয়নি ২ টি কোম্পানির শেয়ার দর।

স্টকমার্কেটবিডি.কম/