ব্লক মার্কেটে লেনদেনে এগিয়ে সাউথইস্ট ব্যাংক

southest-smbdস্টকমার্কেট ডেস্ক :

সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ড ১০ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ২১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই দিন ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানি ও ১ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ২৯ লাখ ২৯ হাজার ৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ২৬ লাখ টাকা।
স্কয়ার ফার্মা ৪ লাখ ৩২ হাজার ৭৭টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৬১ লাখ টাকা।

ফারইস্ট নিটিং ৩ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭৫ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, অ্যাপেক্স ফুটওয়্যার, বিএটিবিসি, বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, কাশেম ড্রাইসেলস, আরএকে সিরামিকস, রেনেটা ও আরএসআরএম স্টিল।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

দর বাড়ার শীর্ষে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো

goldenস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট
এগ্রো লিমিটেড । এ দিন কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৯ .৯৮ শতাংশ।ডিএসই ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৪৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৪১৪ বারে ৩৪ লাখ ৭৫ হাজার ৬৪৮টি শেয়ার লেনদেন করে।

দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস। এই শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ২ হাজার ৬৪৬ বারে ৩৭ লাখ ১০ হাজার ৫৪৪টি শেয়ার লেনদেন করে।

দর বাড়ার তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেস্বরের ৪৬ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ দর বেড়েছে।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন লুব্রিকেন্টস, বিবিএস, ন্যাশনাল টি কোম্পানি, এইচআর টেক্সটাইল, মুন্নু জুট স্ট্যাফলার্স, সিএমসি কামাল ও বিডি ল্যাম্পস।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ডিএসইতে ৭৪১ ও সিএসইতে ৪৫ কোটি টাকা লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে লেনদেনের পরিমাণ ৭৪১ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন সেখানে আগের দিনের চেয়ে লেনদেন কমলেও বেড়েছে মূল্য সূচক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৫ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৪১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৮২৩ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৮৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এইদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হলো – বিবিএস, এমজেএলবিডি, রতনপুর স্টিলস, আইডিএলসি, ইফাদ অটোস, গোল্ডেন হার্ভেষ্ট, ন্যাশনাল টি, এএফসি এগ্রো, সিএমসি কামাল ও এ্যাপোলো ইস্পাত।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৪৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস ও সাপোর্ট লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

এমবি ফার্মার লেনদেন বন্ধ থাকবে ১৪ ডিসেম্বর

ambfটকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মার লেনদেন রেকর্ড ডেটের কারণে আগামী ১৪  ডিসেম্বর, বুধবার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল; যা আজকে সোমবার সম্পন্ন হবে । আগামী ১৫ ডিসেম্বর থেকে কোম্পানিটি আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে শেয়ারবাজারে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামী বুধবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল, বাটা সু ও ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

দীর্ঘ মেয়াদি তারল্য সরবরাহ করবে ‘ফিক্সড ইনকাম ফান্ড’

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের দীর্ঘ মেয়াদি তারল্য সরবরাহ করতে ‘বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড’ নামে একটি তহবিল গঠন করতে যাচ্ছে সরকার। এই তহবিল শেয়ারবাজার তারল্য সরবরাহ বাড়াবে, ফিক্সড ইনকাম সিকিউরিটিজের বাজার সৃষ্টিতে ভূমিকা রাখবে।

বিএসইসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফান্ডটি শেয়ারবাজার তারল্য সরবরাহের উদ্দেশ্যে এবং ফিক্সড ইনকাম সিকিউরিটিজের বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করবে বলে ফান্ডটির মুনাফা অর্জনের চেয়ে বাজারে দীর্ঘমেয়াদি তারল্য সরবরাহই প্রধান লক্ষ্য থাকবে। যেহেতু এ ফান্ডের বিনিয়োগের বেশির ভাগ অর্থ ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে, তাই ফান্ডে বিনিয়োগের ঝুঁকি কম থাকবে। ’

মুনাফা করার বদলে এই তহবিলের মূল লক্ষ্য হবে শেয়ারবাজার দীর্ঘ মেয়াদে তারল্য সরবরাহ করা। এতে সার্বিক শেয়ারবাজার একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই তহবিল গঠনের জন্য ‘ফিক্সড ইনকাম (বন্ড) ফান্ড ইন বাংলাদেশ’ বিষয়ে গত নভেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠক থেকে বিএসইসির কাছে এই তহবিল গঠনের একটি ধারণাপত্র চাওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে ফান্ডটি গঠন, এর বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছে বিএসইসি।

বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফান্ডটি শেয়ারবাজার তারল্য সরবরাহের উদ্দেশ্যে এবং ফিক্সড ইনকাম সিকিউরিটিজের বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করবে বলে ফান্ডটির মুনাফা অর্জনের চেয়ে বাজারে দীর্ঘমেয়াদি তারল্য সরবরাহই প্রধান লক্ষ্য থাকবে। যেহেতু এ ফান্ডের বিনিয়োগের বেশির ভাগ অর্থ ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে, তাই ফান্ডে বিনিয়োগের ঝুঁকি কম থাকবে। ’

স্টকমার্কেটবিডি.কম/এস

নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ১৬২ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচকও ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮০ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার সঙ্গে লেনদেন চলছে । লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৮ কোটি  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :
সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ১৬২ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচকও ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮০ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার সঙ্গে লেনদেন চলছে । লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৮ কোটি  টাকার শেয়ার লেনদেন হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
স্টকমার্কেটবিডি.কম/এসএম

একমি ল্যাবরেটরিজ ‘এ’ ক্যাটাগরিতে

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ‘এন’ হতে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ১৪ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

এই কোম্পানি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

গত ৭ জুন একমি ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর