1. বেক্সিমকো লিমিটেড
  2. ন্যাশনাল ফীড মিল
  3. লংকা বাংলা ফাইন্যান্স
  4. রবি আজিয়াটা
  5. সাইফ পাওয়ারটেক
  6. বিএটিবিসি
  7. জেবিবি পাওয়ার
  8. সামিট পাওয়ার
  9. ফরচুন সুজ
  10. ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৭৫০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৮৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৫৩ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ১৪০৩ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০১টির, আর দর অপরিবর্তিত আছে ৬৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ফীড মিল, লংকা বাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, সাইফ পাওয়ারটেক, বিএটিবিসি, জেবিবি পাওয়ার, সামিট পাওয়ার, ফরচুন সুজ ও ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯১.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৫৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৬৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০৮ কোটি ৩৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৬২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরন্স ও জেবিবি পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

স্টাইলক্রাফটের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ১৯ মে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ঈদকে সামনে রেখে রেমিট্যান্সের জোয়ার, নয়দিনেই ১ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেমিট্যান্সের উচ্চ প্রবাহের জেরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গেল ৩ মে ৪৫ বিলিয়ন ডলার পৌঁছে গিয়েছিল। একদিনের জন্য এই রিজার্ভ এমন মাইলফলক স্পর্শ করেছিল।

ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহের জোয়ার বইছে। গেল মাসে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসার পর, চলতি মাসের মাত্র প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে পাওয়া হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি মাসের (মে) ১ থেকে ৯ তারিখ এই ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৯১৯ মিলিয়ন ডলার।

গেল বছরের মে মাসের প্রথম সপ্তাহে (১-৭ মে) রেমিট্যান্স এসেছিল এর ৩৪৪ মিলিয়ন ডলার। গেল বছর অবশ্য ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছিল মে মাসের শেষ সপ্তাহে।
বিশ্লেষকরা বলছেন, সাধারণত দুই ঈদ এবং বাংলা নববর্ষ ও বছরের শেষ মাসে এসে রেমিট্যান্স প্রবাহ বরাবরই বেড়ে যায়। এছাড়া কোভিডের প্রকোপ থাকায় অনেকে কোভিড আক্রান্ত স্বজনদের চিকিৎসার জন্যও দেশে টাকা পাঠাচ্ছেন।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, আগামী ঈদেও রেমিট্যান্সের জোয়ার থাকবে। পরবর্তীতে এটা কমে আসবে। কোভিডের কারণে অবৈধ উপায়গুলো বন্ধ থাকায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে তিনি মনে করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুলাই থেকে ৯ মে পর্যন্ত ২১.৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেশি।

রেমিট্যান্সের উচ্চ প্রবাহের জেরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গেল ৩ মে ৪৫ বিলিয়ন ডলার পৌঁছে গিয়েছিল। অবশ্য একদিনের জন্য এই রিজার্ভ এমন মাইলফলক স্পর্শ করেছিল।

৪ মে আমদানি ব্যয় বাবদ ১.৭৪ বিলিয়ন ডলার পরিশোধ করায় রিজার্ভ ৪৪ বিলিয়নে ডলারে নেমে যায়। ৯ মে এর পরিমাণ দাঁড়িয়েছে ৪৪.২৬ বিলিয়ন ডলারে।

স্টকমার্কেটবিডি.কম/

ভারত থেকে আমদানি বন্ধ, পাইকারিতে উর্ধ্বমুখী পেঁয়াজের দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমদানি বন্ধের ১২ দিনের ব্যবধানে খাতুনগঞ্জে আগে আমদানি হওয়া ও দেশীয় পেঁয়াজের দাম কেজিতে ৫-৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

পেঁয়াজ আমদানির আইপি (আমদানি অনুমতি) শেষ হওয়ায় ও নতুন করে আইপি না পাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে পণ্যটির সরবরাহ কমেছে। আমদানি বন্ধের ১২ দিনের ব্যবধানে খাতুনগঞ্জে আগে আমদানি হওয়া ও দেশীয় পেঁয়াজের দাম কেজিতে ৫-৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে।

পেঁয়াজ আমদানির বিষয়টিকে সাধুবাদ জানিয়ে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, দেশে পেঁয়াজের মোট চাহিদা ও উৎপাদন নিয়ে সুস্পষ্ট কোন তথ্য না থাকায় আমদানি বন্ধ থাকলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারলে কৃষক এবং ভোক্তা উভয়ই লাভবান হবে।

হিলি স্থল বন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুনুর রশিদসহ আরো কয়েকজন আমদানিকারক বলেন, আইপি শেষ হয়ে যাওয়ায় গত ২৯ এপ্রিল থেকে হিলিসহ অন্যান্য স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমায় দাম বাড়তে শুরু করেছে। একইভাবে বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমায় দেশীয় পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। এতে দেশীয় পেঁয়াজের দামও বাড়তে শুরু করেছে।

গতকাল মঙ্গলবার ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৪-৩৫ টাকা দামে। গত সপ্তাহের শেষ দিকে বাজারে একই মানের পেঁয়াজ বিক্রি হয়েছে ২৮-৩০ টাকার মধ্যে। সেই হিসেবে গত চার দিনে খাতুনগঞ্জে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫-৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও আগে আমদানি হওয়া কিছু পেঁয়াজ রয়েছে বাজারে। বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। এরমধ্যে ভারতীয় নাসিক জাতের পেঁয়াজ ৩৩-৩৫ টাকা ও বেলে ডাঙ্গা এলাকার পেঁয়াজ ৩০-৩২ টাকা দামে বিক্রি হচ্ছে। এর আগে অর্থাৎ গত সপ্তাহে ভারতীয় নাসিক পেঁয়াজ ২৭-২৮ টাকা এবং বেলেডাঙ্গা পেঁয়াজ ২৫-২৮ টাকা দামে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার দর অনুযায়ী, গত তিন-চার দিনে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৫-৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এদিকে ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধের সুযোগ বাজারে আসতে শুরু করেছে মিয়ানমারের পেঁয়াজ। গত তিন-চার দিন ধরে বাজারে আসা মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে বর্তমানে ৩১-৩৪ টাকা দামে। যা আমদানির শুরুর দিকে অর্থাৎ গত সপ্তাহের শেষ দিকে ২৯-৩২ টাকার মধ্যে বিক্রি হয়েছে বলে জানা গেছে।

পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে খাতুনগঞ্জের মেসার্স গ্রামীণ বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বলয় কুমার পোদ্দার বলেন, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষ হয়েছে মাত্র। এই দেশের কৃষকদের কাছে দেশীয় পেঁয়াজ মজুত রয়েছে। দেশীয় কৃষক যাতে পেঁয়াজের ভালো দর পায় সেই লক্ষ্যে সরকার আপাতত ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। এতে বাজারে থাকা পেঁয়াজের দামের আগের চেয়ে কেজিপ্রতি ৫-৭ টাকা পর্যন্ত বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, মোকামেই পেঁয়াজের দাম বেশি, আমরা বাড়তি দামে কিনে সে অনুযায়ী বিক্রি করছি।

খাতুনগঞ্জের কাঁচাপণ্যের (পেঁয়াজ, রসুন ও আদা) মার্কেট হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ মিয়া বলেন, দেশীয় কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। এখন বাজারে যেসব পেঁয়াজ রয়েছে তা আগের আমদানি হওয়া পেঁয়াজ। আমদানিকারক ও কৃষকের কাছে পেঁয়াজের যথেষ্ট সরবরাহ থাকায় বাজার অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ পরিচালক নাসির উদ্দিন বলেন, দেশীয় পেঁয়াজের মৌসুম শুরু হওয়ার কারণে গেল তিন মাস ধরে (মার্চ-এপ্রিল) চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে কোন পেঁয়াজ আমদানি হয় নি। তবে এর আগে আসা কিছু পেঁয়াজ নিলাম হয়েছে।

বাংলাদেশ কৃষি অধিদপ্তর ও টিসিবির তথ্যমতে, দেশে প্রতিবছর পেঁয়াজের চাহিদা প্রায় ২২-২৩ লাখ মেট্রিকটন। গেল অর্থ বছরে (২০১৯-২০২০) দেশে পেঁয়াজ উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ১৯ লাখ টন। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে পেঁয়াজ উৎপাদন হয় ১৭ লাখ ৩৮ হাজার মেট্রিকটন। কিন্তু স্বাভাবিকভাবে সংগ্রহোত্তর অপচয় হিসেবে ২৫ শতাংশ অপচয় বাদ দিলে ব্যবহার উপযোগী পেঁয়াজ থাকে প্রায় ১৫ লাখ মেট্রিক টন। এদিকে আবাদকৃত পেঁয়াজের প্রায় ২ শতাংশ পরবর্তী বছরের বীজের জন্য সংরক্ষণ করা হয়। সেই হিসেবে, প্রতি বছর প্রায় ৯-১০ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়। তবে আমদানিকৃত পেঁয়াজেও সরবরাহ ও বিপণন পর্যায়ে ৫ শতাংশ অপচয় হয়।

বিগত সময়গুলোতে আমদানিকৃত এসব পেঁয়াজের বেশিরভাগই আমদানি করা হতো ভারত থেকে। তবে গেল দুই বছর ধরে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে দেশের আমদানিকারকরা।

স্টকমার্কেটবিডি.কম/

গোল্ডেন হার্ভেষ্টের অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত হিসাব বছরের অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি গত ৩০শে জুন শেষ হওয়া ২০২০ অর্থবছরে ঘোষিত অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

মেট্রো স্পিনিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২২ এপ্রিল শেয়ার দর ছিল ৭.৯০ টাকা। আর গতকাল ১১ মে সর্বশেষ শেয়ারটি ১৩ টাকায় হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মেট্রো স্পিনিং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

বিএসআরএমের দুই কোম্পানির বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও বিএসআরএম স্টিলস লিমিটেডের ৩য় প্রান্তিক বোর্ড সভা আগামী ২০ মে আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০২১ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টা ও ৫টায় চট্টগ্রামে অবস্তিত নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় উক্ত প্রান্তিকে কোম্পানির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

এনআরবিসি ব্যাংকের ১ম প্রান্তিকের বোর্ড সভা ২০ মে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ মে আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

ইস্টার্ন ক্যাবলসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা