স্টক ডিলারের সনদ পেল ইষ্টার্ণ ক্যাপিটাল

bsecস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ইষ্টার্ণ ক্যাপিটাল লিমিটেডকে স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে ইষ্টার্ণ ক্যাপিটাল লিমিটেডকে স্টক ডিলারের রেজিষ্ট্রেশন সনদ প্রদান করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

ইষ্টার্ণ ক্যাপিটাল লিমিটেডের স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ নম্বর হলো: REG.-3.1/DSE-40/2016/546। প্রতিষ্ঠানটির ডিএসই সদস্য নং হলো-৪০ এবং ছয় সংখ্যার আইডি হলো: ডিএলআরইসিএল (সংখ্যায়-২০০০৪০)।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৬ জানুয়ারি

bbস্টকমার্কেট প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈন উদ্দিন সিদ্দিকী নতুন এ দিন ধার্য করেন। এ দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য করা হয়।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ওই ঘটনায় গত বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ