অর্থনীতিকে আরও গতিশীল করতে পারে যুব উদ্যোক্তারা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ এখন তরুণ। কিন্তু তরুণদের অধিকাংশ বেকার। বেকারত্ব ঘোঁচাতে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। আর তরুণদের কর্মসংস্থানের তৈরিতে সব ধরনের সহযোগিতা করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। যুবকরা যদি উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও গতিশীল হবে।

বুধবার সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু যুবমেলা’য় আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এসময় অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান উপস্থিত ছিলেন। রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মঙ্গলবার থেকে এই মেলার আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

মেলা প্রাঙ্গণে উদ্যোক্তাদের জন্য কৃত্রিম ফুল তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া ৫ জন উদ্যোক্তাকে ঋণ দেওয়া হয়। প্রতিযোগিতার পুরস্কার ও ঋণের চেক বিতরণ করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম।

পারভেজ তমাল বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে প্রস্তুত এনআরবিসি ব্যাংক। প্রত্যন্ত গ্রাম থেকে শহুরে বেকার যুবকদের কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে অর্থায়ন করা হচ্ছে। নতুন উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকারভিত্তিতে ঋণ দেওয়া হচ্ছে সহজ শর্তে ও স্বল্প সুদে। গ্রামের মানুষের কর্মসংস্থানের জন্য জামানতবিহীন ক্ষুদ্র্ঋণ কর্মসূচি চালু করা হয়েছে। এনআরবিসি ব্যাংকের লক্ষ্য ক্ষুধা, বেকারত্বমুক্ত সোনারবাংলাদেশ গড়া। এজন্য যার যেধরনে সহযোগিতা প্রয়োজন সেই সেবা দিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। মানুষের প্রয়োজন মেটাতে মানুষের দোরগোড়ায় উপশাখা স্থাপন করে সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৮৩টি শাখার পাশাপাশি ৫৫০টি উপশাখা খোলা হয়েছে।

তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে কাজ করতে যাচ্ছি। অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা সহজ শর্তে স্বল্প সুদে এনআরবিসি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারী উদ্যোক্তা ও দর্শনার্থীরা প্রয়োজনীয় সেবা সম্পর্কে ধারণা নিতে পারবেন।

উল্লেখ্য, ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে শুরু হওয়া এ মেলায় ১০৮টি স্টল অংশগ্রহণ করেছে। যেখানে য্বু উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সফল আত্মকর্মীদের বিভিন্ন উদ্ভাবন ও পণ্য প্রদর্শন করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

জাহিন স্পিনিংয়ের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড গত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৬.২৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

দারাজ নিয়ে এলো “ইলেভেন ইলেভেন” ক্যাম্পেইন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) চতুর্থবারের মতো আয়োজন করতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় একদিনের সেল ক্যাম্পেইন “ইলেভেন ইলেভেন” (11.11)। তবে ১১ নভেম্বর, ২০২১ তারিখে এই মেগা শপিং ফেস্টিভ্যাল শুরু হওয়ার আগেই দারাজ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন অফার। ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ক্রেতারা দারাজ থেকে তাদের পছন্দসই সব পণ্য কিনতে পারবেন অবিশ্বাস্য ছাড়সহ নানা চমৎকার অফারে।

টিজিং ফেইজ চলাকালীন মূল আকর্ষণগুলোর একটি হল “মেইক এ উইশ” কন্টেস্ট, যেটিতে অংশগ্রহণ করতে গ্রাহকরা তাদের মনের যেকোন ইচ্ছা #dWish এবং #daraz1111 হ্যাশট্যাগ-সহ সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করতে পারেন। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সবচেয়ে বেশি সামাজিকভাবে গ্রহণযোগ্য ইচ্ছার উপর ভিত্তি করে এগারোজন বিজয়ীকে বাছাই করে তাদের ইচ্ছা পূরণ করবে দারাজ। এরকম আরেকটি অফার হল “অ্যাড টু কার্ট গিভঅ্যাওয়ে”, যেখানে প্রতিদিন নিজেদের কার্টে সবচেয়ে বেশি সংখ্যক আইটেম যোগ করা গ্রাহকদের মধ্য থেকে একজন করে বিজয়ী রিয়েলমি স্মার্টফোন, ফ্রিজার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং এয়ার কন্ডিশনারের মতো পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন।

এছাড়াও ক্রেতাদের জন্য থাকছে “আই লাভ ভাউচার”, যার মাধ্যমে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫০ টাকা থেকে ৭৫০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনাকাটা করা যাবে পছন্দসই সব পণ্য। সেই সাথে থাকছে মজাদার অফার “শেইক শেইক”, যেটির মাধ্যমে দারাজ অ্যাপ ব্যবহারকারীরা প্রতিদিন বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত তাদের স্মার্টফোনটিকে ঝাঁকিয়ে জিতে নিতে পারেন ওয়াশিং মেশিন, গিজার, স্মার্টওয়াচ, ল্যাপটপ, ব্র্যান্ড ডাবল টাকা ভাউচার বা রিয়েলমি স্মার্টফোনের মতো পুরস্কার। “ক্যাটাগরি অফ দ্য ডে” অফারের অধীনে প্রতিদিন নির্ধারিত বিভাগের বিভিন্ন পণ্য ১০% পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে। এই অফারটি ইলেকট্রনিক্স (নভেম্বর ০২), ফ্যাশন অ্যান্ড বিউটি (নভেম্বর ০৩), হোম অ্যান্ড লিভিং (নভেম্বর ০৪), ডিজিটাল গুডস অ্যান্ড ইলেকট্রনিক্স (নভেম্বর ০৬), দারাজ মল (নভেম্বর ০৭) এবং গ্লোবাল কালেকশন (০৯ নভেম্বর) ক্যাটাগরিগুলোতে উপভোগ করা যাবে।

আরো থাকছে “ফ্ল্যাশ ভাউচার” অফার, যার মাধ্যমে অ্যাপ বাছাইকৃত পণ্যের ওপর থাকবে বিশাল ছাড়। দারাজ অ্যাপে সাইন-আপ করা নতুন ব্যবহারকারীরা তাদের প্রথম কেনাকাটায় ৫০% ছাড়ের একটি ভাউচারও পাবেন। তাদের মধ্যে সর্বাধিক সংখ্যক পণ্য-ব্রাউজিং রেকর্ডধারী একজন গ্রাহক জিতে নিতে পারবেন একটি রিয়েলমি সিইলেভেন স্মার্টফোন।

এমন চমৎকার সব অফার ছাড়াও গ্রাহকরা ০১ নভেম্বর থেকে উপভোগ করবেন “১১.১১ শো”, যেখানে দেশের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এবং এর ক্যাম্পেইন সমূহ নিয়ে আলোচনা করা হবে। এই আয়োজনের উদ্বোধনী দিনে থাকছেন খ্যাতনামা তারকা জয়া আহসান।

স্টকমার্কেটবিডি.কম/

২৩ ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন করে ২৩টি ই-কমার্স প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। দারাজসহ এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ব্যাংক হিসাব তলব ক‌রে‌ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

জানা গে‌ছে, উচ্চ ছাড়ে প্রলোভন দে‌খি‌য়ে পণ্য বিক্রি, গ্রাহকের অর্ডার নিয়েও পণ্য সরবরাহ না করাসহ বিভিন্ন অভিযোগ থাকায় দেশের মোট ৩৩টি ই-কমার্স প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে তিনটি গোয়েন্দা সংস্থা। এর মধ্যে ইভ্যালিসহ ১০টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য সংগ্রহ করেছে গোয়েন্দারা।

এই কালো তালিকায় দারাজের মতো প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবও তলব করেছে বিএফআইইউ। গত সোমবার (১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আলাদাভাবে তালিকা দেওয়া হয় বিএফআইইউকে।

নতুন ক‌রে ব্যাংক হিসাব তলব করা প্র‌তিষ্ঠানগু‌লোর ম‌ধ্যে র‌য়েছে- দারাজ ও এর স্বত্বাধিকারী আলিবাবা ডটকম এবং প্রিয়শপ ও প্রতিষ্ঠানটির প্রধান আশিকুল আলম খান। এছাড়া রয়েছে বাংলাদেশ ডিল এবং এ কোম্পানির ফারজানা কবির ইশিতা ও ফিদা মাহমুদ আশফাক। ইনফিনিটি মার্কেটিং ও এর চেয়ারম্যান সিরাজুল ইসলামের হিসাব তলব করা হয়েছে।

অন্যদের মধ্যে রয়েছে ওয়ালমার্ট ও এর ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহম্মদ, আলীফ ওয়ার্ল্ড ও এর এমডি রাশেদুল ইসলাম রেয়ন, পরিচালক মিজানুর রহমান, সাজ্জাদ ও সাইফ; অ্যামস বিডি ও এর এমডি আশেকুল ইসলাম তানজীল, চেয়ারম্যান কায়সার হাবিব, পরিচালক মো. আবদুর রউফ বারেক, আহনাফ তাহমিদ নাহিয়ান ও মো. কামরুজ্জামান; এ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড ও এর চেয়ারম্যান মোহাম্মদ আলী রিমন, এমডি মোহাম্মদ জুলফিকার আলী, পরিচালক মো. মোফাজ্জেল হোসেন ও মো. ফিরোজ আলম এবং ব্রাইট হ্যাশ ও এর মালিক মো. ছালেকিন।

তালিকায় আরও আছে স্বাধীন ও এর পরিচালক শাদমান ওয়াই, শামীরা ও ডেডরিক ভ্যান ওম্মেরেন; আকাশ নীল ও এর এমডি মসিউর রহমান এবং পরিচালক ইফতেখার উজ জামান রনি; গেজেট মার্ট ডটকম ও এর মালিক হারুন অর রশিদ। শেরেস্ত ডটকম ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা খান ইমরান রাসেল, পরিচালক মো. শামীম রেজা, ইরফান হোসাইন, জুনায়েদ হোসাইন, রাহাত হোসাইন চৌধুরী ও শেখ আহমেদ; আস্থার প্রতীক ও এর মালিক রুশো তালুকদার; টিকটিকি, শপ আপ ই-লোন, বাড়ি দোকান ডটকম, ই-শপ ইন্ডিয়া, বিডি লাইক, সান টিউন, চলন্তিকা, সুপম প্রোডাক্ট এবং নিউ নাভানা।

এরই মধ্যে ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের হিসাবের তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালি, আলেশা মার্ট, কিউকম, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুমবুম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

স্টকমার্কেটবিডি.কম/

হাইডেলবার্গ সিমেন্টের একীভূতকরণ কার্যকর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প কোম্পানি হেডেলবার্গ সিমেন্টের সাথে ২ কোম্পানির একীভূতকরণের অনুমতি দিয়েছেন উচ্চ আদালত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ৩ নভেম্বর থেকে কোম্পানি দুইটির একীভূত করণ কার্যকর হয়েছে। এমিরেটস সিমেন্ট বাংলাদেশ এবং এমিরেটস পাওয়ার কোম্পানির সাথে একীভূত হয়েছে হাইডেলবার্গ সিমেন্ট।

গত ১৮ অক্টোবর উচ্চ আদালত কোম্পানি দুইটির সাথে হাইডেলবার্গ সিমেন্টের একীভূতকরণের বিষয়টি অনুমোদন দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৩৭ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৪৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ৪৪ কোটি ৭ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩৫ কোটি ২০ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৩৩ কোটি ৫২ লাখ, কাট্টালী টেক্সটাইলের ৩৩ কোটি ৩৬ লাখ, সাইফ পাওয়ারটেকের ৩২ কোটি ৬২ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২৫ কোটি ৯২ লাখ ও বেক্স ফার্মা লিমিটেডের লেনদেন হয়েছে ২১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

অনলাইনে না ভালুকায় হবে এম এল ডায়িংয়ের এজিএম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এম এল ডায়িং লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাট ফর্মে হবে না। কোম্পানিটির এই এজিএম কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আসন্ন এজিএম ময়মনসিং জেলায় ভালুকায় জামিরদিয়াতে তেপান্তর হোটেল এন্ড রিসোর্টে এই এজিএম অনুষ্ঠিত হবে।

আগামী ২৩ ডিসেম্বর এই এজিএম অনুষ্ঠিত হবে। প্রথমে এজিএমটি অনলাইনে করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

ইতিমধ্যে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি গত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনারগাঁ টেক্সটাইলের বোর্ড সভা ১৪ নভেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি