অনেক দেশে বন্ড মাকের্টকেই বেশী গুরুত্ব দেয়া হয় : সালমান এফ রহমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, আমাদের ক্যাপিটাল মাকের্ট এর একটি অসঙ্গতি হলো ইক্যুইটি মাকের্ট আছে কিন্তু বন্ড মাকের্ট ছিল না। যেখানে বিশ্বের অনেক দেশে বন্ড মাকের্টকেই বেশী গুরুত্ব দেয়া হয় এবং বেশ বড়, সেখানে আমদের দেশে এখন এই বন্ড মাকের্ট শুরু হলো ।

আজ বৃহস্পতিবার চিটাগং স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই) এর ঢাকাস্থ নিকুঞ্জ কার্যালয়ে বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনার ট্রেডিং শুরু উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএসইসি এর নতুন চেয়ারম্যান এবং কমিশন এর নেতৃত্বে শেয়ারবাজারে ইতিমধ্যে নতুন নতুন প্রোডাক্ট এসেছে এবং সামনে আরো আসবে । আজ সুকুক এর ট্রেড শুরু হলো ভবিষ্যৎ এ আরো নতুন নতুন বন্ড আসবে । বেসরকারী খাতের জন্য এটা সূখবর এবং ইতিমধ্যে সরকারী খাতের বন্ডও এসেছে ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ২০৪১ সালের লক্ষ্য অর্জনে এই বন্ড মাকের্ট অর্থায়নে যথেষ্ট সহায়ক হবে। সিএসইকে ধন্যবাদ যে তারা বেশ ভালো ভালো উদ্যোগ এর সাথে জড়িত আছে এবং সামনেও আরো থাকবে আশা করি। এছাড়া কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে সিএ্সই কাজ শুরু করেছে এবং সামনে আমরা এর সুফল দেখতে পাবো । বাংলাদেশ হলো র কটন এর জন্য বিশ্বে দ্বিতীয় এবং আমাদের আরো অনেক কমোডিটি বিশ্বের দরবারে ভালো করছে, আশা করছি এই কমোডিটি মাকের্টও অর্থনীতিকে সমৃদ্ধ করবে । আমাদের এসজিডি এর লক্ষ্যে পৌঁছানোর জন্যে এই বন্ড এবং কমোডিটি সুদৃরপ্রসারী ভূমিকা রাখবে । সিএসই-এর আগামী পথচলায় শুভ কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো লি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ওসমান কায়সার চৌধুরী, সিটি ব্যাংক ক্যাপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. এরশাদ হোসাইন, সিএসইর সম্মানিত চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, জনাব মো. লিয়াকত হোসেন চেীধুরী, এফসিএ, এফসিএমএ, জনাব মো. রেজাউল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. গোলাম ফারুক ।

স্টকমার্কেটবিডি.কম/

প্রতিদিন ৫০ হাজার টাকা জরিমানা গুনছে সাউথইস্ট ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিয়ম ভেঙে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির শেয়ার কিনে এখন প্রতিদিন জরিমানা গুনছে সাউথইস্ট ব্যাংক। কোম্পানিটিতে সীমার অতিরিক্ত বিনিয়োগ করায় গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটি থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ ব্যাংক। এখনো প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হচ্ছে। ব্যাংকটির বিনিয়োগ যত দিন সীমার নিচে না আসবে, তত দিন এ জরিমানা গুনতে হবে।

আইন অনুযায়ী, কোনো কোম্পানির পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার কোনো ব্যাংক ধারণ করতে পারবে না। তবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রায় ২৩ লাখ শেয়ার রয়েছে সাউথইস্ট ব্যাংকের কাছে, যা ওই কোম্পানির পরিশোধিত মূলধনের প্রায় ১৩ শতাংশ। এখন তা ১০ শতাংশে নামিয়ে আনতে প্রতিদিন শেয়ার বিক্রি করছে ব্যাংকটি। কিন্তু পর্যাপ্ত ক্রেতা না থাকায় শেয়ার বিক্রি করতে গিয়েও বেগ পেতে হচ্ছে ব্যাংকটিকে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন বলেন, ‘ভালো কোম্পানি দেখে ওই বিমার শেয়ার বেশি কেনা হয়েছিল। অন্য কোনো উদ্দেশ্যে নয়। এখন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে আমরা শেয়ার ছেড়ে দিতে চাচ্ছি। কিন্তু বিক্রি করতে গিয়ে ক্রেতা পাওয়া যাচ্ছে না। এ জন্য বিক্রি করতে সময় লাগছে। আমাদের চেষ্টার কমতি নেই। আবার একবারে সব শেয়ার বিক্রির আদেশ দিলে বিভিন্ন মহল থেকে চাপ আসছে।’

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, গত রোববার ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ২ হাজার ৩৩৩টি শেয়ার, সোমবার ৪ হাজার ৩১৬টি, মঙ্গলবার ৬ হাজার ৬৯৭টি ও গতকাল বুধবার ৩ হাজার ১৭৮টি শেয়ারের হাতবদল হয়। ফলে ব্যাংকটি চাইলেও একেবারে শেয়ার ছেড়ে সীমায় আনতে পারছে না।

গত বছরের বিভিন্ন সময় সীমা অতিক্রম করে দফায় দফায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির শেয়ার কেনে সাউথইস্ট ব্যাংক। সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সেরও উপদেষ্টা। আবার সাউথইস্ট ব্যাংকের সাবেক উপদেষ্টা জাকির আহমেদ খান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক।

আর ওই সময়ে শেয়ার কেনার জন্য বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের সহযোগী প্রতিষ্ঠান বিএলআই ক্যাপিটালকে ২০০ কোটি টাকা ঋণ দেয় সাউথইস্ট ব্যাংক। বে লিজিংয়ের একজন শেয়ারধারক রায়হান কবির, যিনি সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে। আবার জাকির আহমেদ খানও বে লিজিংয়ের স্বতন্ত্র পরিচালক। এ ঘটনায় সাউথইস্ট ব্যাংককে এর আগে ১০ লাখ টাকা জরিমানা করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইনের ২৬ ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক তার আদায় করা মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংয়ের ৫ শতাংশের বেশি অন্য কোম্পানির শেয়ার ধারণ করতে পারবে না, যার হিসাব হবে বাজারমূল্যে। আরও বলা হয়েছে, কোনো কোম্পানির পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার কোনো ব্যাংক ধারণ করতে পারবে না।

এদিকে ইএম পাওয়ার নামের এক কোম্পানির প্লেসমেন্ট (প্রাক্‌–আইপিও) শেয়ারে ২২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে সাউথইস্ট ব্যাংক। তবে এই বিনিয়োগ থেকে কোনো আয় হচ্ছে না। এ জন্য ঝুঁকি এড়াতে পুরো টাকা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচালন মুনাফা থেকে এই সঞ্চিতি রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

সুতার দাম আবারো বাড়তে পারে বলে ইঙ্গিত দিলো বিটিএমএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসছে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ সুতার দর আবারো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তুলার সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ার কারণে এই সংকট তৈরি হতে পারে জানিয়ে সংগঠনটি বলছে, সেক্ষেত্রে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের উৎপাদন এবং রপ্তানি ব্যাহত হবে।

বৃহস্পতিবার সংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই ইঙ্গিত দেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। রাজধানীর পান্থপথে সংগঠনের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রসঙ্গত, প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক উৎপাদনে প্রধান কাচামাল সুতা এবং কাপড়ের বড় যোগানদাতা বিটিএমএভুক্ত বস্ত্রকলগুলো। পোশাকের নিট ক্যাটাগরির শতভাগ এবং ওভেনের ৪০ ভাগ সুতা কাপড় এই মিলগুলো সরবরাহ করে থাকে। এতে পোশাক উৎপাদন এবং রপ্তানিতে দর এবং সময় সাশ্রয় হচ্ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৈরি পোশাক খাতকে কিছুটা এগিয়ে রাখছে এই সুবিধা।

কেন তুলার দর বাড়তে পারে- সেই ব্যাখ্যায় বিটিএমএ সভাপতি বলেন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে ফিডার ভেসেলে (ছোট জাহাজ) আমদানি করা তুলা দেশে আনা হয়। গত কয়েক মাস ধরে ফিডার ভেসেলের সংকট চলছে। আবার বন্দরে চলছে কনটেইনার জট। এতে মাদার ভেসেল থেকে নির্ধারিত সময়ে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। এ কারণে মাদার ভেসেল ভাড়ায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। আন্তর্জাতিক অনেক জাহাজ কোম্পানি বাংলাদেশের পণ্য পরিবহনে রাজি হচ্ছে না। সেখানেও বেশি ব্যয় হচ্ছে। আবার কারখানায় তুলা আসতে সাত মাস পর্যন্ত সময় লেগে যায়। অথচ বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের এখন বাড়তি রপ্তানি আদেশের ফলে তুলা-সুতার ব্যাপক চাহিদা। আগামী মাস থেকে গ্রীষ্ম মৌসুমের পোশাকের রপ্তানি আদেশ আসতে শুরু করবে। ওই বাড়তি চাহিদার প্রেক্ষিতে সময় মত আমদানি করা তুলা হাতে না পেলে ভারতসহ বিকল্প বাজার থেকে তাৎক্ষণিকভাবে বেশি দামে তুলা আমদানি করতে হবে। এতে সুতার দাম না বাড়িয়ে পারা যাবে না।

মতবিনিময় সভায় বিটিএমএর পরিচালা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

আমান কটনের পরিচালকদের ৩ কোটি টাকা করে জরিমানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেডের প্রত্যেক পরিচালককে ৩ কোটি টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার কমিশনের ৮০৭তম নিয়মিত সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে, আমান কটন ফাইবার্স কর্তৃপক্ষ আইপিওতে উত্তোলিত অর্থ যথাযথ ব্যবহার করেনি। এছাড়া কমিশনে এ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করেছে। এর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৮ শর্ত লংঘন করা হয়েছে।

এছাড়া নিরীক্ষক প্রতিষ্ঠান আতা খান এন্ড কো: এ অনিয়মের বিষয়ে তথ্য না দিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৮ লংঘন করেছে। এজন্য এই নিরীক্ষককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপরিক্ত আইন লংঘনের কারনে আমান কটন ফাইবার্সের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতিত) ৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বেক্সিমকো গ্রীণ সুসুক ১১০ টাকায় লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেক্সিমকো গ্রীণ সুসুক আল ইসতিসয়ানা বন্ডের লেনদেনের প্রথম দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ ১১০ টাকায় লেনদেন হয়েছে।

বেক্সিমকোর সুকুক দিয়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দেশের শেয়ারবাজারে প্রথম কোনো সুকুক’র লেনদেন শুরু হয়। এটির লেনদেন শুরুর দাম ছিল ১১০ টাকা, যা দিনের সর্বোচ্চ দাম। লেনদেনের একপর্যায়ে বন্ডটির দাম অভিহিত মূল্যের নিচে নেমে যায়। তবে অভিহিত মূল্যের ওপর থেকেই দিনের লেনদেন শেষ হয়।

সুকুকটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০০ টাকা। লেনদেনের প্রথম দিন ৬ হাজার ৬ বারে সুকুকটির মোট ৩২ লাখ ৩২ হাজার ৭৭২টি ইউনিট লেনদেন হয়েছে। সর্বোচ্চ ১১০ টাকা এবং সর্বনিম্ন ৯৯ টাকা ৫০ পয়সায় এসব ইউনিট লেনদেন হয়েছে। টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮৯ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ইভ্যালিতে প্রতারণার স্বীকার গ্রাহকদের জন্য আপডেট আসছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বন্ধ হয়ে গেছে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। বেশ কয়েকটি মামলায় প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন কারাগারে আছেন। কিন্তু গ্রাহকের টাকার কী হবে? অসংখ্য গ্রাহক বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়ার দিন গুনছেন। তাদের আশার বাণী শোনানোর কেউ নেই। প্রশ্ন উঠেছে, ইভ্যালি কি ডেসটিনির পরিণতি ভোগ করতে যাচ্ছে? গ্রাহকরা কি আর টাকা ফেরত পাবেন না?

গত বছরের ১৮ অক্টোবরের পর থেকে ইভ্যালির ফেসবুক পেইজে কোনো পোস্ট হয় না। ওয়েবসাইট-অফিস সব বন্ধ। গ্রাহকরা কার কাছে টাকা ফেরত চাইবেন বুঝে উঠতে পারছেন না। গত অক্টোবরেই গ্রাহকের করা রিটের পরিপ্রেক্ষিতে সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান করে হাইকোর্ট একটি পরিচালনা পর্ষদ গঠন করেছে। সেই পর্ষদ এখন গ্রাহকদের ব্যাপারে কাজ করে যাচ্ছে।

হাইকোর্টের আদেশে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘আগামী ২০/০১/২০২২ তারিখ বৃহস্পতিবারের মধ্যে Evaly. com Limited এর নামে রেজিস্ট্রেশনকৃত সকল গাড়ি যাদের নামে বরাদ্দ করা হয়েছিল এবং এখন যাদের দখলে আছে, সেই গাড়িগুলো বর্তমান ইভ্যালি পরিচালনা বোর্ডের নিকট হস্তান্তর করার জন্য অনুরোধ করা হল।’

গ্রাহকদের আশ্বস্ত করে মাহবুব কবির মিলন আরও লিখেছেন, ‘এরপর সবার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য ইতোমধ্যে বিআরটিএ কর্তৃপক্ষ হতে গাড়ির বিস্তারিত সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। ইভ্যালির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আগামী সপ্তাহে দেয়া যাবে ইনশাআল্লাহ। আমরা শেষবিন্দু পর্যন্ত চেষ্টা না করে সবাইকে পথে বাসানোর মতো কাজ করব না ইনশাআল্লাহ।’

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

চিনি কলগুলোকে লাভজনক করতে সরকারের নানা উদ্যোগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের চিনি কলগুলোকে গতিশীল, আধুনিকায়ন ও লাভজনক করতে উচ্চ মাড়াই ক্ষমতাসম্পন্ন করে তুলতে বলেছে সংসদীয় কমিটি৷

বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়েছে৷ কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, একেএম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ, পারভীন হক সিকদার এবং মো. শফিউল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ পেটেন্ট বিল, ২০২১ ও বয়লার বিল, ২০২১ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশোধিত আকারে বিল দু’টি চূড়ান্ত করে আগামী অধিবেশনে গ্রহণ ও পাশের নিমিত্ত জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

এ বৈঠকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর অধীনস্থ চিনি কলগুলোকে গতিশীল, আধুনিকায়ন ও লাভজনক করার লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে সেতাবগঞ্জ, মোবারকগঞ্জ ও রাজশাহী অঞ্চলে সুবিধাজনক স্থানে Sugar International co কর্তৃক আধুনিক উচ্চ মাড়াই ক্ষমতাসম্পন্ন Environment Friendly Cane Sugar IndustryIndustries স্থাপনের জন্য সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে৷

শিল্প মন্ত্রণালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বিএসসি; ২য় পাওয়ার গ্রিড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৮০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬০ কোটি ৯৬ লাখ টাকার।

৫৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইলের ৪০ কোটি ১৪ লাখ, আরএকে সিরামিকসের ৩৮ কোটি ১ লাখ, ফরচুন সুজের ৩৬ কোটি ৩৩ লাখ, তিতাস গ্যাসের ৩৫ কোটি ৮০ লাখ, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের ৩৩ কোটি ১৮ লাখ, তাওফিকা ফুডসের ২৬ কোটি ৩০ লাখ ও দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের ২৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বাংলাদেশ শিপিং করপোরেশন
  2. পাওয়ার গ্রিড কোম্পানি
  3. বেক্সিমকো লিমিটেড
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. আরএকে সিরামিকস
  6. ফরচুন সুজ
  7. তিতাস গ্যাস
  8. ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স
  9. তাওফিকা ফুডস
  10. দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড।

দিনশেষে সূচক বাড়লেও লেনদেনের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০১৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬১৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২৪২ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৬৬৪ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৭টির, আর দর অপরিবর্তিত আছে ৫৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, পাওয়ার গ্রিড কোম্পানি, বেক্সিমকো লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, ফরচুন সুজ, তিতাস গ্যাস, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স, তাওফিকা ফুডস ও দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৬.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৫৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৩০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৭২ কোটি ৩৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও আরএকে সিরামিকস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/