ঋণ পরিশোধে আবার ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকঋণ পরিশোধে আবার ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী জুন মাসের মধ্যে ঋণের কিস্তির অর্ধেক টাকা জমা দিলেই একজন গ্রাহককে খেলাপি হিসেবে চিহ্নিত করা যাবে না।

বাংলাদেশে ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে যেসব ঋণ গ্রাহক খেলাপি হয়ে পড়ার ঝুঁকিতে পড়েছিলেন, তাঁরা অর্ধেক টাকা জমা দিয়েই নিয়মিত গ্রাহক হিসেবে থাকতে পারবেন। তবে এই সুবিধা মিলবে শুধু মেয়াদি ঋণের ক্ষেত্রে। অবশ্য ব্যাংক খাতের ১৫ লাখ কোটি টাকা ঋণের প্রায় অর্ধেকেই মেয়াদি ঋণ।

এর আগে করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে কোনো ঋণ পরিশোধ না করেও খেলাপিমুক্ত ছিলেন গ্রাহকেরা। চলতি বছরে এপ্রিল-জুন সময়ের জন্য আবারও একই ধরনের সুবিধা দেওয়া হলো। এর ফলে ভালো গ্রাহকেরাও ঋণ পরিশোধে আগ্রহ হারাচ্ছেন বলে মনে করেন ব্যাংকাররা। তাঁদের মতে, এতে ব্যাংকগুলো তারল্যসংকটে পড়ছে এবং নতুন ঋণ দেওয়ার ক্ষমতা হারাচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১ এপ্রিল থেকে বিদ্যমান নিয়মিত মেয়াদি প্রকৃতির ঋণের (স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্রঋণসহ) বিপরীতে এপ্রিল-জুন সময়ের জন্য যে কিস্তি দিতে হবে, তার ৫০ শতাংশ পরিশোধ করলেই গ্রাহককে খেলাপি করা যাবে না। এই নির্দেশনা অনুযায়ী সুবিধা নেওয়া গ্রাহকদের কিস্তির বাকি অংশ বিদ্যমান ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে আদায় করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, এই নির্দেশনা অনুযায়ী ঋণ পরিশোধে ব্যর্থ হলে এসব ঋণ যথানিয়মে খেলাপি করা যাবে। যেসব গ্রাহক এই সুবিধা নেবেন, তাঁদের কিস্তি পরিশোধের ক্ষেত্রে সুবিধাপ্রাপ্ত ঋণের ওপর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত কোনোরূপ দণ্ডসুদ বা অতিরিক্ত ফি (যে নামেই অভিহিত করা হোক না কেন) আরোপ করা যাবে না।

স্টকমার্কেটবিডি.কম///

গ্যারান্টি দিয়ে বলতে পারি দেশে খাদ্যের অভাব হবে না: খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবে না বলে গ্যারান্টি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, আমাদের আমলে কোনো সময় ১৬ বা ১৮ লাখ টনের নিচে গম-চাল মজুত থাকে না। আমাদের রাখার ক্যাপাসিটি আছে ২১ লাখ ৬০ হাজার টন। গতকালই আমাদের স্টক হয়েছে ২০ লাখ টন গম-চাল।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউজে চলমান বোরো সংগ্রহ উপলক্ষে বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সাধন চন্দ্র বলেন, গম ও চাল আরও স্টক বেশি রাখার জন্য সাড়ে ৫ লাখ টনের সাইলো বানাচ্ছি। আশা করছি সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মধ্যে সাইলোগুলো উদ্বোধন করতে পারবো। এছাড়া কৃষকের সুবিধার জন্য হাওরে পাঁচ হাজার টন করে ধানের সাইলো করার পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে প্রজেক্ট পাস হয়েছে। কনসালটেন্ট নিয়োগ হয়েছে, ডিজাইন হচ্ছে। খাদ্যমন্ত্রী আরও বলেন, ভেজা ধান কৃষক সাইলোতে নিয়ে যাবে।

সরকার আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা। এ ছাড়া গম ৩৫ টাকা করে কেনা হবে। চার লাখ টন ধান, সাড়ে ১২ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি. এম. ফারুক হোসেন পাটিয়ারী, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার।

স্টকমার্কেটবিডি.কম///

নির্দিষ্ট পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উৎপাদন খাতকে স্বাভাবিক রাখতে ১০ ক্যাটাগরির পণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার বিপরীতে নগদ মার্জিনের হার শিথিল করতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

যেসব পণ্যের জন্য এলসি খোলার মার্জিন শিথিল করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে: শিল্প ও শিল্প-সংশ্লিষ্ট খুচরা যন্ত্রাংশ, টেক্সটাইল কাঁচামাল, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য, প্লাস্টিক পণ্য, ইউপিএস ও আইপিএস যন্ত্রাংশ।

মঙ্গলবার এ বিষয়ে জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংককে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি ওপেনিং মার্জিন রেট নির্ধারণ করতে বলেছে।
আগে এসব পণ্য আমদানিতে ৭৫ শতাংশ এলসি মার্জিন দিতে হতো আমদানিকারকদের।

ব্যাংক যদি গ্রাহকদের কাছ থেকে কোনো এলসি মার্জিন না নিয়েই পণ্য আমদানি করতে চায়, তাহলে আমদানি করতে পারবেন। তবে অন্য যেসব পণ্য আমদানির ক্ষেত্রে শতভাগ ও ৭৫ শতাংশ এলসি মার্জিন রয়েছে, তা বিদ্যমান থাকবে।

বর্তমানে আরও কিছু পণ্যে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আমদানি করা যায়।

এসব পণ্যের মধ্যে রয়েছে শিশু খাদ্য, প্রয়োজনীয় খাদ্য পণ্য, জ্বালানি, ওষুধ ও সরঞ্জাম, উৎপাদনমুখী স্থানীয় শিল্প ও রপ্তানিমুখী শিল্পের জন্য সরাসরি আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল, রপ্তানিমুখী শিল্প ও কৃষি পণ্য।

স্টকমার্কেটবিডি.কম///

মোংলায় সাড়ে ৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) প্যাকেজিং শিল্পে প্রায় সাড়ে ৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান মেসার্স ইউয়ানশুন এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড।

আজ মঙ্গলবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান মোংলা ইপিজেডে ৯ দশমিক ৪৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সেখানে ৪৯০ বাংলাদেশির কর্মসংস্থান হবে।

এতে আরও বলা হয়, শতভাগ বিদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠান বার্ষিক বিভিন্ন ধরনের ১ কোটি প্যাকেট তৈরি করবে। এগুলোর মধ্যে থাকবে কাগজের বাক্স, অলঙ্কারের বাক্স ও ব্যাগ, ঘড়ির বাক্স ও উপহার বাক্স।

গত ১৫ জুন বেপজা ও ইউয়ানশুন এন্টারপ্রাইজের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়। বেপজার (ইনভেস্টমেন্ট প্রমোশন) সদস্য আলী রেজা মজিদ ও ইউয়ানশুন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক লিন ইউয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

সেসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

ওমান থেকে এলএনজি আমদানিতে চুক্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়াতে ওমানের সঙ্গে নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ১০ বছর মেয়াদি এ চুক্তি হয়েছে ওমানের জ্বালানি খাতের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) সঙ্গে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা)। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম ও ওমানের পক্ষে ওকিউটির নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালি। এটি পেট্রোবাংলার সঙ্গে ওকিউটির দ্বিতীয় চুক্তি। নতুন চুক্তির আওতায় ওমান থেকে এলএনজি আসবে আরো আড়াই বছর পর।

জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, নতুন এলএনজি চুক্তির আওতায় ২০২৬ সাল থেকে পরবর্তী ১০ বছর ওমান থেকে বছরে অতিরিক্ত শূন্য দশমিক ৫ থেকে ১ দশমিক ৫ মিলিয়ন টন পর্যন্ত এলএনজি আমদানি হবে। এর মধ্যে ২০২৬ সালে চার কার্গো, পরবর্তী দুই বছরে ১৬ কার্গো করে এবং ২০২৯-৩৫ সাল পর্যন্ত ২৪টি করে কমবেশি (১৫ লাখ টন সমপরিমাণ) কার্গো সরবরাহ করবে ওকিউটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন চুক্তির আওতায় এ এলএনজি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি বাংলাদেশ গ্যাস অনুসন্ধানকাজ জোরদার করেছে। গভীর সমুদ্রে অনুসন্ধানের জন্য পিএসসিকে হালনাগাদ করা হচ্ছে।’ নতুন পিএসসিতে অংশগ্রহণের জন্য ওমানকেও আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা।

স্টকমার্কেটবিডি.কম///

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারের ১৬ টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।

প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে এর মধ্যে সরকারি তহবিলের ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা,বৈদেশিক ঋণ ১১ হাজার ১১ হাজার ৪৭২ কোটি৮৮ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার তহবিল থেকে ১৬ কোটি ১৫ লাখ টাকা টাকা ব্যয় করা হবে।

একনেক অনুমোদিত প্রকল্পগুলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৭টি প্রকল্প স্থানীয় সরকার বিভাগের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি, রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব রয়েছে। এ ছাড়া বিদ্যুৎ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব উপস্থাপন করা হবে একনেক সভায়। এ ছাড়া একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব একনেকে উপস্থাপন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

গরু ও মাংস আমদানি চেয়ে হাইকোর্টে রিট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে জীবন্ত গরু ও মাংস আমদানি চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে জীবন্ত গরু ও মাংস আমদানি চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও টিসিবির চেয়ারম্যানকে বিবাদী করা রিটে বলা হয়েছে, গরুর মাংস বাংলাদেশর সংখ্যাগরিষ্ঠ মানুষের অন্যতম প্রধান খাদ্য। কিন্তু বাজারে গরুর মাংসের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে এবং ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে। এতে গরুর মাংস ইতিমধ্যে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

রিটে আরও বলা হয়েছে, আমদানি নীতি ২০২১-২৪ অনুযায়ী গরুর মাংস একটি আমদানি যোগ্য পণ্য । অপরদিকে ‘দি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অর্ডার’ ১৯৭২ এর ধারা ১২ অনুযায়ী প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করে বাজার মূল্য সহনীয় রাখা টিসিবির আইনি কর্তব্য। কিন্তু টিসিবি বিদেশ থেকে জীবন্ত গরু এবং গরুর মাংস আমদানি না করে তার আইনি কর্তব্য পালনে ব্যার্থ হয়েছে। অপরদিকে দায়িত্বপ্রাপ্ত এসব মন্ত্রণালয় ও সংস্থার ব্যর্থতার জন্য বাজারে গরুর মাংস নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ; ২য় ইষ্টার্ণ হাউজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ২১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৭১ লাখ।

জেমিনী সী ফুড লিমিটেড ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৮ কোটি ২০ লাখ, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৫ কোটি ২০ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৮ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ১২ কোটি ১৮ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১১ কোটি ৫ লাখ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১১ কোটি ৪ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  2. ইষ্টার্ণ হাউজিং
  3. জেমিনী সী ফুড
  4. রূপালি লাইফ ইন্সুরেন্স
  5. ট্রাষ্ট ইসলামী লাইফ
  6. সোনালী লাইফ ইন্স্যুরেন্স
  7. নাভানা ফার্মা
  8. ইন্ট্রাকো রিফুয়েলিং
  9. ফারইস্ট ইসলামী লাইফ
  10. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড।

দিনশেষে সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক অনেকটা কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩০১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৮৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৩৩ কোটি ২২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৫টির আর দর অপরিবর্তিত আছে ১৭৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইষ্টার্ণ হাউজিং, জেমিনী সী ফুড, রূপালি লাইফ ইন্সুরেন্স, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬১৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৫৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৪৩ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ৯১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///