সিএসইতে সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আজ সিএসইতে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে । এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ সাউথইস্ট ব্যাংক পিএলসি এর সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানান ।

স্বাগত বক্তব্যে জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন- ক্যাপিটাল মার্কেটে নতুন নতুন প্রোডাক্টগুলোতে যত বেশি লিস্টিং সংখ্যা বাড়বে মার্কেট তত গতিশীল হবে । বন্ড মার্কেট চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬টি লিস্টিং সম্পন্ন হয়েছে এবং এই লিস্টিং হলো সময় উপযোগী সিদ্ধান্ত। ব্যাংক এবং ব্যাংকের বন্ডগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও দৃঢ় করতে হবে।আস্থা বাড়ানোর জন্য এবং বন্ড সম্পর্কে আরও বিস্তৃতভাবে জানানোর জন্যও কাজ করতে হবে। সফলভাবে বন্ডটির লিস্টিং প্রক্রিয়া সম্পন্ন করে ক্যাপিটাল মার্কেটে আসার জন্য তিনি সউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদকে অভিনন্দন জানান ।

সউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মোঃ সাদেক হোসেইন বলেন – শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ও বন্ড মার্কেটের উন্নয়ন দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ । আমারা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীদের জন্য আস্থা আরও দৃঢ় করার জন্য অঙ্গিকারবদ্ধ । আমরাদের প্রচেষ্টা থাকবে স্টক এক্সচেঞ্জ এবং রেগুলেটর এর সাথে সমন্বিতভাবে কাজ করে আরও ফলপ্রসূ কর্মকাণ্ড অব্যাহত রাখা ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি এর উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিদুর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব জাহাঙ্গীর কবির, সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এয়ার কমোডোর (অব) মোঃ আবু বকর, এফসিএ, সিএসইর ডেপুটি জেনারেল মানেজার, জনাব হাসনাইন বারী, সিটি ব্যাংক ক্যাপিটাল এর এনালিস্ট, জনাব মুহিত মুজতবা, আইডিএলসি ফাইনান্স এর ডেপুটি হেড, মিস টুম্পা বড়ুয়া, ইউসিবি ইনভেস্টমেন্ট এর মিস জয়িতা ঘোষ ।এছাড়াও ছিলেন সাউথইস্ট ব্যাংক এবং সিএসই এর অন্যান্য কর্মকর্তাগণ ।

স্টকমার্কেটবিডি.কম////

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল বুধবার (২০ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে এক লাখ ছয় হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা কমিয়ে ৯০ হাজার ৯৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

২৯ পণ্যের দাম বেঁধে দেওয়া অর্থহীন ও কল্পনাপ্রসূত: দোকান মালিক সমিতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া ২৯টি পণ্যের মূল্য অসার, অর্থহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটি বলেছে, যথেষ্ট যাচাই–বাছাই ও বিবেচনা ছাড়াই সরকারি সংস্থাটি দাম নির্ধারণ করেছে। সে জন্য তারা এই প্রজ্ঞাপন স্থগিতের দাবি জানিয়েছে। তা না হলে ব্যবসা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না বলেও মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। এ ছাড়া তারা সাত দফা দাবি উত্থাপন করেছে।

আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে চরম অর্থনৈতিক মন্দাবস্থা বিরাজ করছে। পণ্যের উৎপাদন ব্যয় ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি ও খুচরা মূল্য বেড়েছে।

অন্যদিকে ভোক্তাদের ক্রয়ক্ষমতা আনুপাতিক হারে কমছে। এই দীর্ঘ দুর্যোগময় সময়ে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণির অনেকেই পুঁজি হারিয়ে সর্বস্বান্ত। যাঁরা টিকে আছেন, তাঁরাও অতিকষ্টে দিনাতিপাত করছেন। ঠিক সেই মুহূর্তে কৃষি বিপণন অধিদপ্তরের পণ্য মূল্য বেঁধে দেওয়া অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত। কৃষি বিপণন অধিদপ্তরের এ ধরনের কল্পনাপ্রসূত সিদ্ধান্তের ফলে সরকার ও ব্যবসায়ী—উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

হেলাল উদ্দিন আরও বলেন, ‘কৃষি বিপণন অধিদপ্তর ও টিসিবির মূল্যতালিকা সামঞ্জস্যপূর্ণ নয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাজারে ভয়াবহ পণ্য সংকট তৈরি হতে পারে। বিভিন্ন জেলা থেকে জানানো হয়েছে, খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগি বিক্রি করার সাহস পাচ্ছেন না ব্যবসায়ীরা। ফলে বাংলাদেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র শ্রেণির ব্যবসায়ীরা আবারও ব্যবসা পরিচালনা করতে প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন।

কৃষি বিপণন অধিদপ্তর নিজস্ব ব্যবস্থাপনায় খুচরা পর্যায়ে ২৯টি পণ্য পবিত্র রমজান মাসে বিক্রির ব্যবস্থা করতে পারে। প্রয়োজন হলে আমরা বিভিন্ন বাজারে জায়গার ব্যবস্থা করব।’ দাম বেঁধে দেওয়ার পরিবর্তে সরকার এ কাজ করলে বাজারে সুফল পাওয়া যাবে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পণ্যের দাম ক্রেতার নাগালের মধ্যে রাখার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে সাত দফা দাবি তুলে ধরেন দোকান মালিক সমিতির সভাপতি।

স্টকমার্কেটবিডি.কম/////

হল-মার্কের তানভীর, জেসমিন, তুষারসহ ৯ জনের যাবজ্জীবন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, জেসমিন ইসলামসহ নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের পাঁচ কোটি টাকা জরিমানা করেছেন আদালত।

এ ছাড়া সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের সরকারি কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া নয়জন হলেন, তানভীর মাহমুদ, তানভীর মাহমুদের স্ত্রী ও হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, তানভীরের ভায়রা হল-মার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ, টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিযা, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, সাইফুল হাসান, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক ও আবদুল মতিন।

দণ্ডিত বাকি আট আসামি হলেন, সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার, সোনালী ব্যাংক ধানমন্ডি শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরি, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক মহাব্যবস্থাপক ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সফিজউদ্দিন এবং এজিএম মো. কামরুল হোসেন খান। এই আটজনের মধ্যে জামাল উদ্দিনের পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকিদের ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামিদের মধ্যে জামাল উদ্দিন ও আলতাফ হোসেন জামিনে রয়েছেন। আর পলাতক রয়েছেন সাইফুল ইসলাম, আবদুল মতিন, হুমায়ুন কবির, গোপাল নাথ, তসলিম, সাইফুল হাসান, মেহেরুন্নেসা ও জাকারিয়া। কারাগারে আছেন তানভীর, তুষার,জেসমিনসহ অপর আটজন।

জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদসহ অন্যদের বিরুদ্ধে ২০১২ সালে ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় এ মামলা করে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/////

পেপার প্রসেসিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ওমুদ্রন শিল্প খাতের কোম্পানি পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডকে লভ্যাংশ কম দেওয়ায় ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে আনা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বুধবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, পেপার প্রসেসিং গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ ও ৮ শাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন ‘বি’ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাব; ২য় স্থানে ফুয়াং সিরামিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাব লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফুয়াং সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২ লাখ টাকা।

গোল্ডেন সনের ১৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মার ১৫ কোটি ২৩ লাখ, রেনেটার ১৪ কোটি ৮৯ লাখ, বেস্ট হোল্ডিংসের ১২ কোটি ৩৫ লাখ, এস এস স্টিলসের ১০ কোটি ২৩ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১০ কোটি ৮ লাখ, বিএটিবিসির ৯ কোটি ৪৫ লাখ ও লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. এশিয়াটিক ল্যাব
  2. ফুয়াং সিরামিকস
  3. গোল্ডেন সন
  4. সেন্ট্রাল ফার্মা
  5. রেনেটা
  6. বেস্ট হোল্ডিংস
  7. এস এস স্টিলস
  8. লাফার্জ হোলসিম
  9. বিএটিবিসি
  10. লাভেলো আইসক্রিম।

দিনশেষে আবারো সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে আজ আবারো সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮১৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৭.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫০পয়েন্ট কমে অবস্থান করছে ২০২০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকা।

গতকাল সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৯৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৩.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৪২ পয়েন্টে।

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩১৯টির আর অপরিবর্তিত আছে ৩৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এশিয়াটিক ল্যাব, ফুয়াং সিরামিকস, গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, রেনেটা, বেস্ট হোল্ডিংস, এস এস স্টিলস, লাফার্জ হোলসিম বিডি, বিএটিবিসি ও লাভেলো আইসক্রিম।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৭৫.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৫৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৭০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ৯৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ ও ইষ্টার্ণ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

শেয়ারবাজার সংকটে প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন বিনিয়োগকারীরা

মতিঝিল ডিএসই ভবনের সামনে আজকের মানববন্ধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের চলমান সংকট নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন বিনিয়োগকারীরা।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় মতিঝিল ডিএসই ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই আবেদন পেশ করেন তারা। এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগ কারী ঐক্য পরিষদ।

এসময় বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আকুল আবেদন। আপনি আগেও আমাদের পাশে ছিলেন। আজ আবারো বিনিয়োগারীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তারা আজ নি:স্ব হয়ে পড়েছে। আপনি আমাদের অভিভাবক হিসাবে আমাদের পাশে দাঁড়ান। এখন বিনিয়োগকারীদের এমন অবস্থা হয়েছে যে, বিনিয়োগকারীরা যে কোনো সময় আত্ম হনণের পথ বেঁচে নিতে বাধ্য হবেন।

এসময় মানববন্ধনের সভাপতি হিসাবে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগ কারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেন, শেয়ারবাজারকে পরিকল্পিত ভাবে একটি সহল ধ্বংস করে যাচ্ছে। এই মহলটি সব সময় সাধারণ বিনিয়োগকারীদের নি:স্ব করে দেওয়ার পায়তারা করে। অতীতেও করেছে। এসব কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। তাদেরকে শান্তির আওতায় আনতে হবে।

সংগঠনের সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কথা দিয়ে ছিলেন আপনি সব সময় শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের পাশে থাকবেন। গত ২/৩ মাসে শেয়ারবাজার তলানীতে গিয়ে দাঁড়িযেছে। আমরা এখন খাদের কিনারায় এসে দাঁড়িযেছে।

তিনি বলেন, শেয়ারবাজারে এমন সময় কেন আইসিবি, মার্চেন্ট ব্যাংক, ডিএসই নীরব করে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বলব, আপনারা যদি দায়িত্ব পালন করতে না চান, তাহলে পদত্যাগ করেন।

এসময় বক্তারা জানান, একটি দুষ্ট চক্র শেয়ারবাজারকে ধ্বংস করে দিচ্ছে। তারা রাস্তায় নামতে চান না, এই দুষ্ট চক্রটি তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে।

এই মানববন্ধনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগ কারী ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম////

মনোস্ফল পেপারের নগদ লভ্যাংশ বিতরণ 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ শিল্প খাতের কোম্পানি মনোস্ফল পেপার প্রসেসিং লিমিটেড ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০২৩ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম