এজিএমে সুহৃদ ইন্ডাস্ট্রিজের মূলধন কমানোর সিদ্ধান্ত অনুমোদন

33807348_10216413464832325_5535513211551350784_nস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন কমানোর সিদ্ধান্তটিতে অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা। সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এজেন্ডাটি উত্থাপন করা হয়।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, এজিএমে কোম্পানির পরিশোধিত মূলধন ৫:২ কমানোর সিদ্ধান্ত পাস হয়। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হবে।

এর আগে এক বোর্ড সভায় এ মূলধন কমানোর সিদ্ধানটি গ্রহণ করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

গাজীপুরস্থ কোনাবাড়ীর মেঘের ছায়া কনভেনশন সেন্টারে গত ২৪ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হয়েছে। এজিএমে সুহৃদ ইন্ডাস্ট্রিজের এমডি-চেয়ারম্যানসহ সকল পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের সিদ্ধান্ত আইসিবির

icb logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সুদ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্রে জানায়, আইসিবির সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানিও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিনিয়োগ অ্যাকাউন্টে সুদ হার কমাবে।

এই সুযোগ গ্রহণের জন্য অর্থাৎ যেসব ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী এই সুদ মওকুফের সুবিধা নিতে চায় তাদেরকে আগামী ২৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট হাউজে যোগাযোগ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৪৪৬.৮০ ডেসিমেল জমি বিক্রি করবে বে-লিজিং

Bay-Leasingস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান বে-লিজিং এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড ৪৪৬.৮০ ডেসিমেল জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড ময়নমসিংহের অবস্থিত ভালুকায় ৪৪৬.৮০ ডেসিমেল জমি বিক্রি করবে। এর আগে প্রতিষ্ঠানটি ৪৯৫ ডেসিমেল জমি বিক্রির ঘোষণা দিয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড ৪৪৬.৮০ শতাংশ জমি বিক্রির অনুমোদন দিয়েছে।

এই জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ কোটি ৭৫ লাখ টাকা। আর জমির বুক ভ্যালু হলো ৬ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এনসিসি ব্যাংকের দুই উদ্দ্যোক্তা পরিচালকের শেয়ার কেনা সম্পন্ন

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের দুইজন উদ্দ্যোক্তা পরিচালক মোট ১০ লাখ ৫০ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আবদুস সালাম নামে এক উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৭ লাখ শেয়ার ও আনোয়ারা আক্তার নামে আরেক উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ৩ লাখ ৫০ হাজার শেয়ার কিনলেন। তারা দুই জনে প্রতিষ্ঠানটির ১০ লাখ ৫০ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই দুই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এনসিসি ব্যাংকের ৫০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ৫০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিনহাজ কামাল খান নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ভিএফএস থ্রেড ডায়িং’র আইপিও প্রসপেক্টাস : সাবস্ক্রিপশন ২৪ জুন

vfs_logo_2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের আইপিও সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২৪ জুন। এই আবেদন ২ জুলাই পর্যন্ত গ্রহণ করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটিকে ২২ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৮ মে কমিশনের ৬৩৮তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

কোম্পানিটির আইপিও প্রসপেক্টাসটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন……………

Vetted Prospectus

উল্লেখ্য, ভিএফএস থ্রেড লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.৯০ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.২৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

  1. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  2. আর-আরাফা ইসলামী ব্যাংক
  3. ব্র্যাক ব্যাংক
  4. ইউনাইটেড পাওয়ার
  5. মিরাকল ইন্ডাস্ট্রিজ
  6. কুইন সাউথ
  7. লিগ্যাসি ফুটওয়্যার
  8. গ্রামীন ফোন
  9. বিএসআরএম লিমিটেড
  10. শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দিন শেষে দুই শেয়ারবাজারে লেনদেনের সাথে সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৩১ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কমেছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪৪৫ কোটি ৯৬ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১১পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৪টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আর-আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, , কুইন সাউথ, লিগ্যাসি ফুটওয়্যার, গ্রামীন ফোন, বিএসআরএম লিমিটেড ও শের্ফাড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬১.৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১২৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৫৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৭০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দরপতন ঠেকাতে প্রয়োজন মার্কেট সাপোর্ট প্রয়োজন বলে মনে করছে আইসিবি

icbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) সরকারি ও বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলো শেয়ার কিনে সাপোর্ট না দেওয়ায় শেয়ারবাজারে দরপতন চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) উদ্যোগে আইসিবি’র কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় বাজার সংশ্লিষ্ট প্রতিনিধিরা এমন মত দিয়েছেন।

বৈঠকে প্রতিনিধিরা বলেন, ব্যাংক খাতের দূরবস্থা, তারল্য সংকট এবং বাংলাদেশ ব্যাংকের অনিহার কারণে শেয়ারবাজারে দরপতন হচ্ছে। এই দরপতনে পুঁজি হারানোর ভয় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থার সংকট প্রকট আকারে ধারণ করেছে। ফলে ক্ষুদ্র, প্রাতিষ্ঠানিক এবং বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন। অথচ এই মুহূর্তে দরকার ছিলো শেয়ার কিনে মার্কেটকে সাপোর্ট দেওয়া। কিন্তু আইসিবিসহ সকরারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো হাতগুটি বসে আছে। ফলে এই শেয়ারবাজারে দরপতন চলছে।

এই দরপতন ঠেকাতে প্রথমে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর পাশাপাশি বাজারের তারল্য সংকট দূর করতে বাংলাদেশ শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর এক্সপোজার লিমিটেড সময় বৃদ্ধি, শেয়ারের বাজার মূল্যের ভিক্তিতে এক্সপোজার গণনা না করে ফেস ভ্যালুর ভিক্তিতে গণনা করা। আইসিবি‘র বিনিয়োগকে নেগেটিভ ইক্যুইটির বাহিরে রাখার। পেনশন, প্রভিডেন্ট ফান্ড গঠনের প্রস্তাব জানানো হয়েছে। এছাড়াও মিউচ্যুয়াল ফান্ড এবং বাজার সংশ্লিষ্ট সবাইকে শেয়ার কিনে সার্পোট দেওয়াসহ একগুচ্ছ সুপারিশ করা হয়।

গত বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও সাইফুর রহমানের সভাপেতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি মোস্তাক আহমেদ সাদেক এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক সানাউল হকসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

২ ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন

suchakeস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় দিনে ২ ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। সোমবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩২ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১৭.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৫০ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম