ড্রাগন সোয়েটারে তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৯ মাসে (জুলাই-মার্চ) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৫ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.০৪ টাকা।

৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৬ পয়সা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬২ পয়সা। যা ২০১৭ সালের ৩০ জুনে ছিল ১৩ টাকা ৬৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মোবাইল ফোন অপারেটরদের বকেয়া রাজস্ব পরিশোধ করতে বললেন এনবিআর চেয়ারম্যান

NBRস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বকেয়া রাজস্ব পরিশোধ করার জন্য মোবাইল ফোন অপারেটরদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সঙ্গে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, ‘ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে সম্পূর্ণরূপে ভ্যাট প্রত্যাহারসহ আপনাদের আরো কিছু প্রস্তাবনা রয়েছে। আপনারা এসব প্রস্তাবনা নিয়ে আমাদের সঙ্গে আলাদাভাবে বসেন। যৌক্তিক প্রস্তাবনা-ইতিবাচক দৃষ্টিতে দেখা হবে। তবে আপনাদের কাছে যে বকেয়া রাজস্ব পাওনা রয়েছে- এগুলো পরিশোধ করুণ।’

যেসব বকেয়া রাজস্বের ক্ষেত্রে মামলা রয়েছে- এগুলো দ্রুত নিস্পত্তি করতে তিনি বিকল্প বিরোধ নিস্পত্তিতে (এডিআর) যাওয়ার পরামর্শ দেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা সবাইকে এডিআরে যাওয়ার ব্যাপারে উৎসাহ দিচ্ছি। মামলা ঝুলিয়ে রেখে আমরা যেমন রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছি, আপনারাও তেমনি ব্যবসা পরিচালনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দু’পক্ষেরই মামলা পরিচালনায় খরচ করতে হয়। এজন্য আমরা আদালত এড়ানোর চেষ্টা করছি। যতটা সম্ভব সহনীয়ভাবে এডিআরের মাধ্যমে মামলা নিস্পত্তি করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বর্তমানে মোবাইল ফোন অপারেটরদের কাছে এনবিআরের এক হাজার কোটি টাকার ওপরে রাজস্ব বকেয়া রয়েছে। অ্যামটব নেতৃবৃন্দ আগামী বাজেটে ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহারের দাবি করেন। তারা বলেন, ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ভ্যাট তুলে নেওয়া হলে তা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেসরকারি মোবাইল ফোন অপারেটরর ‘রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ইন্টারনেট ব্যবহার থেকে ভ্যাট তুলে নিলে খরচ কমবে এবং ইন্টারনেট ডেটার ব্যবহার বাড়বে। তাতে সরকারের সামগ্রিক আয় বৃদ্ধি পাবে।

অ্যামটবের পক্ষ থেকে করপোরেট করহার হ্রাস এবং দ্বৈত কর প্রত্যাহারের প্রস্তাবনা তুলে ধরা হয়। এর আগে এনবিআর চেয়ারম্যান বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বিবিএমএ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন।

দেশীয় সিরামিক শিল্পখাতের সুরক্ষায় স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাবনা তুলে ধরা হয়। একইসঙ্গে সিরামিক শিল্পের কাঁচামাল ও উপকরণের ওপর আমদানি শুল্ক হ্রাস এবং আন্ডার-ইনভইসিংজনিত কারণে ট্যারিফ মূল্য বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্সের ফান্ডের ট্রাস্টি সভা ১৯ এপ্রিল

mutualfundsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান চলতি বছরের ২য় প্রান্তিকের ট্রাস্টি সভা আগামী ১৯ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই ট্রাস্টি সভায় ফান্ডটির ৩১ মার্চ ২০১৮ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৩ লাখ শেয়ার কিনবে আরডি ফুড

RD-Milkস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৩ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফাহিম কবির নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৩ লাখ শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইসলামিক ফাইন্যান্সের শেয়ার কেনা সম্পন্ন

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্সেস এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ ৫২ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লিয়াকত হোসেন মোঘল নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ ৫২ হাজার শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রিপাবলিক ইন্স্যুরেন্সের ১২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা যায়।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৭০ টাকা। যা গত বছরে একই সময়ে ছিল ১.৬৭ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৯২ টাকা। যা গত বছরে ছিল ১৪.৮১টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মে কাকরাইল অবস্থিত ১৬০/এ, আইডিইবি ভবনের, মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনয়াতন হলে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১০ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মোজাফফর হোসেন স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ২১ এপ্রিল

mojjafforস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর বারিধারায় কোম্পানিটি নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিজানুর রহমান চৌধুরী নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৫ লাখ ২০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার পর তার হাতে কোম্পানিটির ৬৫,২৩,০০০ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

নর্দার্ণ জুটের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৯ মাসে (জুলাই-মার্চ) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০.৩৮ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৪ পয়সা।

৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.৯৩টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩.৯৭টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৮১ পয়সা। যা ২০১৭ সালের ৩০ জুনে ছিল ৭৫ টাকা ৮৬ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মেঘনা পেট্রোলিয়ামের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ২২ এপ্রিল

megnaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় কোম্পানিটি নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম