সর্বোচ্চ রেমিট্যান্স ফেব্রুয়ারি মাসে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে ফেব্রুয়ারি মাসে।

গত বছরের জুলাইয়ের পর থেকে গত আট মাসে এক মাসে আসা এটাই সর্বোচ্চ রেমিট্যান্স।

গত বছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

২০২৩ সালে বিদেশে গেছেন রেকর্ড ১৩ লাখ ৫ হাজার কর্মী। তার আগের বছর ১১ লাখ ২৫ হাজার কর্মী বিদেশে যান।

প্রবাসী কর্মীর সংখ্যা বৃদ্ধি এবং এ বছর লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হওয়ায় রেমিট্যান্স প্রবাহ আগে বছরের একই সময়ের তুলনায় বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///

২০২৩ সালে মালয়েশিয়া ভ্রমণ করেছেন ১ লাখ ৪২ হাজার বাংলাদেশি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত বছর রেকর্ড পরিমাণ বাংলাদেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেছেন। মালয়েশিয়ার ট্যুরিজম বোর্ডের তথ্য মতে ২০২৩ সালে ১ লাখ ৪২ হাজার ৭৪৮ জন বাংলাদেশি পর্যটক ভিসায় মালয়েশিয়া ভ্রমণ করেছেন। এই সংখ্যা ২০২২ সালের তুলায় ১৪১.৮০ শতাংশ বেশি।

গত বছর প্রায় ২ কোটি ৯ লাখ বিদেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেছেন, যা দেশটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে।

কোভিড-পূর্ব বিশ্বে এই তকমার অধিকারী ছিল থাইল্যান্ড।
সংবাদ মাধ্যম ফোকাস মালয়েশিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, এই সময়ে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় পর্যটক এসেছে সবচেয়ে বেশি যার পরিমাণ ৮৩ লাখ। তারপরেই রয়েছে ইন্দোনেশিয়ান, থাই, চীনা এবং ব্রুনাইয়ানরা।

এই অঞ্চলে বর্তমানে থাইল্যান্ড ২ কোটি ৮ লাখ বিদেশি পর্যটক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

তারপরেই রয়েছে সিঙ্গাপুর, যেখানে গত বছর ১ কোটি ৩৬ লাখ পর্যটক ভ্রমণ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম///

১২ কেজি এলপি সিলিন্ডারের দাম বাড়ল ৮ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আবার বাড়ল ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়ম গ্যাসের (এলপিজি) দাম।

মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বেড়ে এক হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ রবিবার (৩ মার্চ) নতুন এ দর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

এর আগে ফেব্রুয়ারি মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৭৪ টাকা।

বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১২৩ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

দেশের মানুষ সাশ্রয়ী হলে অর্থনীতি ভালো থাকবে : অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, ‘দেশের মানুষকে সাশ্রয়ী হতে হবে। আমরা সাশ্রয়ী হলে দেশের মানুষ ভালো থাকবে, অর্থনীতি ভালো থাকবে।’

দায়িত্বগ্রহণের পর আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওয়াসিকা আয়শা খান আরও বলেন, ‘যুদ্ধ পরবর্তী বিশ্বে দেশের অর্থনীতি নাজুক আছে। অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকারের ভিশনগুলো ও শেখ হাসিনার নির্দেশ মেনে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করব।’

দুর্নীতি মুক্ত শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই মূল চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের চ্যালেঞ্জ আছে, দুর্নীতির চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে। আমি দায়িত্বটাকে চ্যালেঞ্জ মনে করছি না। সাধ্যমতো কাজ করব।’

দেশের খাদ্যপণ্যের ঘাটতি মোকাবিলায় আমদানির জন্য সুযোগ দেওয়া হয়েছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম////

জিনিসপত্রের দাম আরও কমবে : অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।’

রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে? এমন প্রশ্নের জবাবে এসময় মন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে।’

তিনি বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।

এসময় নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক কারণে দেশের অর্থনৈতিক অবস্থাও নাজুক আছে। এখান থেকে উত্তরণ ঘটানোই এখন প্রধান কাজ হবে। তবে সেটাকে চ্যালেঞ্জ মনে করছি না। কাজ করে যেতে হবে।’

স্টকমার্কেটবিডি.কম////

মূল্যবৃদ্ধি ও বাজার নজরদারির জন্য ডিসিদের প্রধানমন্ত্রীর নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়নটা টেকসই হয় না, এটা প্রমাণিত সত্য।’

আজ রবিবার সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‌‘আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাক, এটাই আমাদের লক্ষ্য।’

‘এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে’, উল্লেখ করে তিনি বলেন, ‘এবার তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।’

সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলনটি শুরু হয়, যা শেষ হবে আগামী বুধবার। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘রমজানে নজর দিতে হবে, যেন ভোক্তারা হয়রানির শিকার না হয়।’

তিনি বলেন, ‘বাজার পরিস্থিতিরি দিকে লক্ষ্য রাখতে হবে। রমজান আসলে কিছু ব্যবসায়ী মজুত করে দাম বাড়িয়ে মুনাফা নিতে চায়। কোথাও যাতে ভোক্তাদের হয়রানিতে পড়তে না হয়, সেদিকে নজর রাখতে হবে। বিদেশনির্ভর না হয়ে নিজেদের উৎপাদনে গুরুত্ব দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে, সেটি খেয়াল রাখতে হবে। খাদ্যে ভেজাল দেওয়ার বিষয়টিও দেখতে হবে। রোজা আসলে এটা বেড়ে যায়।’

স্টকমার্কেটবিডি.কম////

অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. ইউনূস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অপর সাতজন জামিন পেয়েছেন।

আজ রবিবার দুপুরে তারা ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

অপর সাতজন হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক মো. আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, পারভীন মাহমুদ, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

আজ দুপুর আড়াইটায় আইনজীবীদের সহযোগে আদালতে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

স্টকমার্কেটবিডি.কম////

৬ কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিকে বি থেকে জেড ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো : এক্টিভ ফাইন কেমিক্যালস, এএফসি এগ্রো বায়েটিক, প্রাইম ফাইন্যান্স ও প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস।

আর গুলো কোম্পানিকে এ থেকে জেড ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো : ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স ও নিউ লাইন ক্লোথিংস।

আগামীকাল ৪ মার্চ থেকে উভয় শেয়ারবাজারে কোম্পানিগুলো ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে ফুয়াং সিরামিকস; ২য় স্থানে সেন্ট্রাল ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফুয়াং সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সেন্ট্রাল ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৯ কোটি ৮৭ লাখ টাকা।

বিডি থাই এলুমিনিয়ামের ৩১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এক্টিভ ফাইনের ৩০ কোটি ১২ লাখ, মুন্নু ফেব্রিকসের ২৯ কোটি ৪৯ লাখ, লাফার্জ হোলসিমের ২৮ কোটি ২৫ লাখ, অলিম্পিক এক্সেসরিজের ২৮ কোটি ১৫ লাখ, ফুয়াং ফুডসের ২১ কোটি ২৯ লাখ, গ্রামীণ ফোনের ১৯ কোটি ৪৬ লাখ ও ইভেন্সি টেক্সটাইলের ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ফুয়াং সিরামিকস
  2. সেন্ট্রাল ফার্মা
  3. বিডি থাই এলুমিনিয়াম
  4. এক্টিভ ফাইন
  5. মুন্নু ফেব্রিকস
  6. লাফার্জ হোলসিম
  7. অলিম্পিক এক্সেসরিজ
  8. ফুয়াং ফুডস
  9. গ্রামীণ ফোন
  10. ইভেন্সি টেক্সটাইল।