পি কে হালদার কলকাতায় গ্রেপ্তার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

গতকাল শুক্রবার দিনভর কলকাতা ও উত্তর ২৪ পরগনার অন্তত ৯টি স্থানে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা ইডি।

পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ৩৪টি মামলা হয়েছে। তার সহযোগীসহ বিভিন্ন পর্যায়ের ১২ জনকে গ্রেপ্তার করেছে দুদক। তাদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

স্টকমার্কেটবিডি কম//

প্রগতি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টকমাকেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ২৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৮ টাকা ১৩ পয়সা।

স্টকমাকেটবিডি.কম///

লংকা বাংলা ফাইন্যান্সের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের ১ম প্রান্তিকের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, আজ ১৪ মে অনুষ্ঠিত এই বোর্ড সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা এক টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৮৩ কোটি ১৫ লাখ টাকার।

এসিআই ফরমূলেশন লিমিটেড ১৬০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিকসের ১৫৭ কোটি ৬৬ লাখ, আইপিডিসির ১৪৯ কোটি ৯২ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ১৩৩ কোটি ২৯ লাখ,ওরিয়ন ফার্মার ১৩১ কোটি ৩২ লাখ, আরডি ফুডসের ১২৯ কোটি ৮১ লাখ, ফরচুন সুজের ১১৮ কোটি ৬১ লাখ ও ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের ১১১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ দিনে ডিএসইতে মূলধন কমেছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে সাড়ে ৫ হাজার কোটি টাকা কমেছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচক কমলেও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৩৯৭ কোটি ৯৩ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৪ হাজার ৫৭ কোটি ৯১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৩.০২ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১০৭৯ কোটি ৯৫ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৩.০২ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮১১ কোটি ৫৮ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫৩.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪০৬ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৪.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার ও ইউনিটের দর। আর ৮টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৬ হাজার ৯৬১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ১২ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৫,৬৮৪ কোটি টাকা বা ১.১১ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/