আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব আসাদুল ইসলাম

df0a8ea6f5eec339ea3010d7cb237685-5b7973e5f2c11স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলামকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে শিল্প ও কৃষি মন্ত্রণালয়েরে সচিব পদেও পরিবর্তন আনা হয়েছে।

রবিবার (১৯ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচির মো. তমিজুল ইসলাম খানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নাসিরুজ্জামানকে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক মো. আব্দুল হলিমকে শিল্প মন্ত্রণালয়ের সচিব ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আবদুল্লাহকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিমানে যুক্ত হলো সর্বাধুনিক বোয়িং ড্রিম লাইনার

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার উড়োজাহাজ।

আজ বিকালে এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৫টি।

বিমান বহরে যুক্ত হওয়া ৭৮৭ ড্রিম লাইনার উড়োজাহাজের নাম দেয়া হয়েছে আকাশবীণা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল আজহার (কোরবানির ঈদ) ছুটিতে সব ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় এটিএম বুথগুলোয় পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে ১৩টি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, লেনদেনের ক্ষেত্রে কোনও অবস্থাতেই গ্রাহক যেন হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখতে হবে।

এটিএম বুথে কোনও ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে, বুথে সার্বক্ষণিক পাহারাদারদের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

কয়লাখনি দুর্নীতিে সাবেক দুই এমডিকে জিজ্ঞাসাবাদ

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুজ্জামান ও মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৯ আগষ্ট) সকাল ১০টা থেকে দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন। দুদক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

এর আগে গত দুই সপ্তাহে বিসিএমসিএলের সাবেক চার এমডি এস এম নুরুল আওরঙ্গজেব, প্রকৌশলী খুরশীদুল হাসান, আমিনুজ্জামান ও মিজানুর রহমান এবং মহাব্যবস্থাপক (সারফেস অপারেশন) সাইফুল ইসলাম সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ছাড়া গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সাত কর্মকর্তাকে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ঈদুল আজহা উপলক্ষে ২১-২৫ আগস্ট শেয়ারবাজার বন্ধ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঈদুল আজহা উপলক্ষে ৫ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে সেখানে সকল দাপ্তরিক কার্যক্রম ও লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২১ হতে ২৫ আগস্ট পর্যন্ত ডিএসই ও সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ আগস্ট থেকে পুনরায় সেখানে লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আবারো বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র চালু হবে: নসরুল হামিদ

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, ঈদুল আজহার আগের দিন (মঙ্গলবার) থেকে চালু হবে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র। এর ফলে দিনাজপুর ও রংপুরসহ আশপাশের এলাকার বিদ্যুৎ সংকট স্বাভাবিক হয়ে আসছে। রবিবার (১৯ আগস্ট) নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন।

এদিকে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন (২১ আগস্ট) উৎপাদনে যাচ্ছে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রটি।

বড়পুকুরিয়া কয়লাখনির মুখে স্থাপিত দেশের একমাত্র কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটি কয়লা সংকটের কারণে গত ২২ জুলাই রাতে বন্ধ করে দেওয়া হয়।

দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া খনিতে কয়লা দুর্নীতির ঘটনায় সারাদেশে তোলপাড় শুরু হয়। খনি থেকে উত্তোলিত কয়লার মধ্যে এক লাখ ৪৪ হাজার টন কয়লা ঘাটতি বা চুরি হয়েছে। খনিটির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান পেট্রোবাংলা গত ১৯ জুলাই খনির এমডি প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মেদকে প্রত্যাহার ও কোম্পানি সচিব মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়াকে অন্যত্র বদলি করে। ৪ জুলাই খনির ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

স্যোসাল ইসলামী ব্যাংকের ১৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা হাতে থাকা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কামাল উদ্দিন আহমেদ নামে একজন উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১৪ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৯৮,২৩,০১২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বিবিএস ক্যাবলস
  2. লংকা বাংলা ফাইন্যান্স
  3. সিটি ব্যাংক
  4. ঢাকা ব্যাংক
  5. প্রিমিয়ার ব্যাংক
  6. আইএলএফএসএল
  7. ইফাদ অটোস
  8. ন্যাশনাল ব্যাংক
  9. ব্র্যাক ব্যাংক
  10. ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

বেশির ভাগ শেয়ারের দর কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ সামান্য কমেছে। এদিন সেখানে সবগুলো সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫৮০ কোটি ১৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭০.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৩টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, লংকা বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএলএফএসএল, ইফাদ অটোস, ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১৭.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ২৯৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিন লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লংকা বাংলা ফাইন্যান্স ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

 

অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে তিন কোম্পানির লেনদেন স্থগিত

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হচ্ছে মুন্নু স্টাফলার্স, বিডি অটোকার্স এবং লিগাসি ফুটওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, আগামী ৩০ কার্যদিবস এই কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

এই তিনটি কোম্পানির সম্প্রতি অস্বাভাবিক দর বৃদ্ধি ও লেনদেন বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে-মুন্নু স্টাফলার্স, লিগ্যাসি ফুটওয়ার এবং বিডি অটোকারস। এসব কোম্পানির শেয়ার দর দীর্ঘ দিন অস্বাভাবিকভাবে বাড়ছে।

আজ বৃহস্পতিবার থেকে এসব নির্দেশনা কার্যকর হবে।

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৯৬ এর ৯(৮) ধারা অনুযায়ী এই লেনদেন স্থগিত করে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি