শেয়ারবাজার খুলছে কাল, লেনদেন ৩ ঘণ্টা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঈদ-উল-আজহা ও সাপ্তাহিক ছুটিতে ৫ দিন বন্ধ থাকার পর আগামীকাল রবিবার খুলছে দেশের শেয়ারবাজার। করোনাভাইরাস অতিমারি মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে কাল থেকে লেনদেন চলবে বাজারে।

করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে ব্যাংকে লেনদেনের সময় কমায় শেয়ারবাজারেও কমবে লেনদেনের সময়। আগামীকাল ২৫ জুলাই থেকে শেয়ারবাজারে ৩ ঘণ্টা লেনদেন হবে। লেনদেন শুরু হবে সকাল ১০টায়। আর তা বেলা ১ পর্যন্ত চলবে।

শেয়ারবাজারে লেনদেন শুরুর আগের ১৫ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত থাকবে প্রি-ওপেনিং সেশন। অন্যদিকে লেনদেন শেষ হওয়ার পরবর্তী ১৫ মিনিট অর্থাৎ বেলা ১টা থেকে বেলা ১ টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন।

স্টকমার্কেটবিডি.কম/