শ্রমিকদের বেতন ১০ জুন, বোনাস ১৪ জুনের মধ্যে

garmentsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১০ জুনের মধ্যে মে মাসের বেতন পাবেন পোশাক খাতের শ্রমিকেরা। এ ছাড়া ঈদের বোনাস পাবেন ১৪ জুনের মধ্যে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ী নেতারা এমন আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আশা করি, এবার ঈদের আগে বেতন-ভাতা নিয়ে সমস্যা হবে না। ব্যবসায়ী নেতারা জোর দিয়েই এ কথা বলেছেন। তাঁরা বলেছেন ১০ জুনের মধ্যে মে মাসের বেতন এবং ১৪ জুনের মধ্যে বোনাস পাবেন শ্রমিকেরা।’

এ সময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘ছোটখাটো কিছু সমস্যা থাকবে। সেগুলো সমাধানের চেষ্টা করব। আশা করি, শ্রমিকেরা হাসিমুখে বাড়ি যাবেন।’

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেন যাবে দুই ঘণ্টায়: রেলপথমন্ত্রী

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ট্রেনে মাত্র দুই ঘণ্টা সময় লাগবে। এর ফলে দ্রুত যাত্রী ও পণ্য পরিবহন করা যাবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা/লাকসাম হাইস্পিড ট্রেন নির্মাণের উদ্দেশ্যে সম্ভাব্যতা সমীক্ষা ও ডিজাইন নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার রেলভবনে এ চুক্তি স্বাক্ষর হয়।

রেলপথমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার। প্রস্তাবিত রুট অনুযায়ী এর দৈর্ঘ্য ৯১ কিলোমিটার কমে ২৩০ কিলোমিটার হবে। ২০০ কিলোমিটার গতির ট্রেন চালানোর মাধ্যমে দেড় থেকে দুই ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম আসা যাওয়া করা যাবে। এতে করে দ্রুত যাত্রী ও পণ্য পরিবহন করা সম্ভব হবে। দেশের অর্থনীতির উন্নয়নে এই ট্রেন সার্ভিস গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

বাংলাদেশ রেলওয়ে এবং চায়না রেলওয়ে ডিজাইন করপোরেশন (চীন) এবং মজুমদার এন্টার প্রাইজ (বাংলাদেশ) যৌথভাবে সম্ভাব্যতা সমীক্ষা ও ডিজাইন নির্মাণের কাজ করবে।

চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা এবং ডিটেইলড ডিজাইন কাজ শেষ করবে। বাংলাদেশের মুদ্রায় চুক্তিমূল্য ১০২ কোটি ১০ লাখ ৪৭ হাজার ৭৩০ টাকা। সরকারের নিজস্ব অর্থায়নে কনসালট্যান্সি সার্ভিসের কাজ করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

নিটল ইন্স্যুরেন্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিওতে

nitol-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ গত ২৭ মে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে। আর শেয়ার বিক্রির অর্থ নির্ধারিত সময় বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হবে ।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্দ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: আব্দুস সালাম নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

স্প্রেড রেট ৪ শতাংশে নামিয়ে আনতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকের আমানত ও ঋণের সুদহারের ব্যবধান (স্প্রেড রেট) ৪ শতাংশে নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলো বিভিন্ন প্রকার ঋণের সুদহার ক্রমাগতভাবে বৃদ্ধি করছে। ঋণের সুদহার অযৌক্তিক মাত্রায় বৃদ্ধি করা হচ্ছে যা উদ্বেগজনক। এ প্রেক্ষিতে, উৎপাদনশীল খাতসহ বিভিন্ন খাতে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের সুদহারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে ২০১৫ সালের ২৮ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনে কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের গড়ভারিত সুদহারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের মধ্যে সীমিত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রামপুরায় আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধ

staik-2-20180531142923স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর রামপুরায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তবে গার্মেন্টস কর্তৃপক্ষ আগামী শনিবারের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়ায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার হাজীপাড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকরা। পরে দুপুর সোয়া ১টার দিকে তারা সড়কের দুই দিকই বন্ধ করে দেয়। এতে একদিকে মালিবাগ ও অন্যদিকে উত্তর বাড্ডা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

ওই পোশাক কারখানার শ্রমিক সোহেল বলেন, গত ৩ মাস ধরে আমরা বেতন পাইনি। কবে পাব তাও জানি না। এছাড়া ঈদে বোনাসেরও কোনো খবর নাই। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। বেতন-বোনাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনারের (এসি) লুবনা মোস্তফা জানান, বেতন ভাতা পরিশোধ না করায় বিক্ষুব্ধ হয়ে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

গার্মেন্টস কর্মীদের বিক্ষোভের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় যানজট লেগে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আমরা বিষয়টি বিজিএমইএ ও শ্রম অধিদফতর, রামপুরা থানাকে জানাই। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ হয়। আগামী শনিবারের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার কথা জানিয়েছে গার্মেন্টস কর্তৃপক্ষ। বিষয়টি জানানোয় গার্মেন্টস শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছে। এখন যান চলাচাল স্বাভাবিক।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাংলাদেশ থাকবে না অ্যাকর্ড-অ্যালায়েন্স : বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৩১ জানুয়ারির পরে দেশের পোশাক কারখানায় ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড-অ্যালায়েন্স থাকবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (৩১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সহ ৮টি সংগঠনের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধসহ বিভিন্ন বিষয়ে এ বৈঠক হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই অ্যাকর্ড-অ্যালায়েন্সের মেয়াদ শেষ হয়েছে, চলতি বছরের ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তারা কার্যক্রম গুটিয়ে নিয়ে চলে যাবে। উন্নত কোনো দেশেই এদের ঢুকতে দেওয়া হয় না। বাংলাদেশ একটা মর্যাদাকর দেশে, এদেশে তাদের আর ঠাঁই নেই।

রানা প্লাজার ধস এবং তারও আগে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে শত শত শ্রমিক নিহত হওয়ার প্রেক্ষাপটে ইউরোপ এবং আমেরিকার ক্রেতাদের দুটি জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স বাংলাদেশ সরকার এবং গার্মেন্টস মালিকদের সাথে একটি চুক্তি করেছিল ২০১৩ সালে। সে অনুযায়ী অ্যালায়েন্স ইতোমধ্যেই তাদের কাজ শেষ করেছে আর চলতি বছর মে মাসে শেষ হবে অ্যাকর্ডের কাজ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আলিফ ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

alif-Industryস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ মে এ শেয়ারের দর ছিল ৮৫ টাকা এবং আজ ৩১ মে মঙ্গলবার এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১০৫.৪০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. আলিফ ইন্ডাস্ট্রিজ
  2. স্কয়ার ফার্মা
  3. বেক্সিমকো লিমিটেড
  4. লিগ্যাসী ফুটওয়ার
  5. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  6. গ্রামীনফোন
  7. মুন্নু সিরামিক্স
  8. কুইন সাউথ টেক্সটাইল মিলস
  9. বার্জার পেইন্টস
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ডিএসইতে ৩৬১ ও সিএসতে ২০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৬১ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে ১০০ কোটি টাকা কমেছে। এদিন লেনদেনের সাথে সূচকেরও পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২০ কোটি টাকার উপরে। সেখানে লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫৬১ কোটি ৩০ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৬.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৭৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১২ টির। আর দর অপরিবর্তিত আছে ৮৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, লিগ্যাসী ফুটওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, গ্রামীনফোন, মুন্নু সিরামিক্স, কুইন সাউথ টেক্সটাইল মিলস ,  বার্জার পেইন্টস ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৭৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৪১টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৩ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম