আলেশা মার্টের চেয়ারম্যানের নামে মামলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সম্প্রতি রাজধানীর বনানী থানায় এ মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার (এসপি) আল মামুন।

রবিবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে তদন্তে প্রমাণ পাওয়ায় সিআইডি বাদী হয়ে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছে। মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি।

এ মামলায় অপরাধমূলক কর্মকাণ্ডে আলেশা মার্টের সহযোগী হিসেবে মঞ্জুর আলমের স্ত্রী সাদিয়া চৌধুরীকেও আসামি করা হয়েছে বলেও জানিয়েছে সিআইডি। এছাড়াও মামলায় প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবুল কাশেম এবং এস কে ট্রেডার্স প্রতিষ্ঠানের মালিক আল মামুনকে আসামি করা হয়েছে।

সিআইডি সূত্র জানায়, আলেশা মার্টের পক্ষে কম মূল্যে পণ্য কেনার প্রচারণা চালিয়েছিল এস কে ট্রেডার্স। অপরদিকে প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবুল কাশেমকে ১০০ কোটি টাকা দিয়েছেন মঞ্জুর আলম। প্রস্তাবিত ব্যাংকটির পরিচালক হওয়ার জন্য আলেশা মার্টের চেয়ারম্যান এই টাকা দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

ই-অরেঞ্জের গাড়ি ও এফডিআর জব্দের নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের ১০টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ই-অরেঞ্জের সোনিয়া মেহজাবিনের আড়াই কোটি টাকার এফডিআর জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।

ই-অরেঞ্জ থেকে ৭৭ কোটি টাকার পণ্য কিনে প্রতারণার শিকার ৫৪৭ জন গ্রাহকের পক্ষে আফজাল হোসেন, আরাফাত আলী, তরিকুল আলম, সাকিবুল ইসলাম, রানা খান ও হাবিবুল্লাহ জাহিদ নামের ছয়জন গ্রাহক গত বছরের মার্চে হাইকোর্টে রিট করেন।

সেই সঙ্গে গ্রাহক নিরাপত্তা ও সুরক্ষায় ই-অরেঞ্জের সঙ্গে সম্পৃক্ত বনানী থানার সাময়িক বরখাস্ত পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, সোনিয়া মেহজাবিন ও বিথি আক্তারসহ অন্যান্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিবাদিদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে রুল জারি করেন হাইকোর্ট।

সোহেল রানা, সোনিয়া মেহজাবিন ও বিথি আক্তারসহ সংশ্লিষ্টদের কাছ থেকে টাকা উদ্ধার করে ক্ষতি অনুপাতে রিট আবেদনকারীসহ প্রতারিত অন্যান্য গ্রাহকদের মাঝে সে টাকা বণ্টন বা বিতরণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম///

এসবিএসি ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সভাপতিত্বে রবিবার প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল প্লাটফরমে অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী এফসিএস-এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ এমদাদুল হক।

এছাড়া ভার্চু্য়ালি উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব, পরিচালক এজেডএম শফিউদ্দিন (শামীম), ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, হাফিজুর রহমান বাবু, আনোয়ার হোসেন, মোহাম্মাদ নাওয়াজ, মোসা. নাসিমা বেগম, মো. শেখ সাইদুজ্জামান, মোহাম্মদ নাজমুল হক, মুহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মোঃ এমদাদুল হক, স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান, প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া এবং জিয়াউর রহমান জিয়া এফসিএসহ অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ।

সভায় ২০২২ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে তিন শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম///

বিজিআইসির ১ম প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭১ টাকা।

এ প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.১০ টাকা। গত ২০২২ সালের ৩১ মার্চ এই এনএভি ছিল ২০.২৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

সুদহারের সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে প্রত্যাশিতভাবে রেপো হার বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ব্যাংকঋণের সুদহারের সীমা তুলে দেওয়া হয়েছে।

আজ বেলা তিনটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করেন। সেখানেই তিনি এসব পরিবর্তনের কথা জানান। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেপো হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে।

এতে রেপো হার ৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ৫০ শতাংশে উঠবে। সেই সঙ্গে রিভার্স রেপো হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে ৪ দশমিক ২৫ থেকে বৃদ্ধি পেয়ে তা হবে ৪ দশমিক ৫০ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় গত বছর থেকেই রেপো হার বাড়াতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে তখন থেকেই বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদহার সীমা তুলে নেওয়ার আলোচনা হচ্ছে। এবার মুদ্রানীতি ঘোষণায় বলা হয়েছে, নীতি সুদহার বৃদ্ধির কারণে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদহার সীমাও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সুদহার সীমার বদলে প্রতিযোগিতামূলক ও বাজারভিত্তিক সুদহার কার্যকর হবে, যদিও তার মার্জিন থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এর মধ্য দিয়ে সমাজে অতিরিক্ত মুদ্রার সরবরাহে রাশ টানা হবে। মূল্যস্ফীতি মোকাবিলায় এই সিদ্ধান্তও কাজে আসবে বলে তারা মনে করছে।

স্টকমার্কেটবিডি.কম///

শাহজালাল ব্যাংকের পরিচালক শেয়ার কিনবেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন পরিচালক ৬৩২টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফকির আকতারুজ্জামান নামে এই পরিচালক ৬৩২টি শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ কার্যদিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ডিএসইর পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে বিএসসি; ২য় মেঘনা লাইফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৩ কোটি ১৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৭৪ লাখ।

নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৯১ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ৯ কোটি ৬৮ লাখ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৮ কোটি ৯৫ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৮ কোটি ৪৭ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ২৭ লাখ, জেনেক্স ইনফোসিসের ৭ কোটি ৭২ লাখ ও রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

  1. বিএসসি
  2. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  3. নাভানা ফার্মা
  4. খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ
  5. সি পার্ল বিচ রিসোর্ট
  6. পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং
  7. ইন্ট্রাকো রিফুয়েলিং
  8. সোনালী লাইফ ইন্স্যুরেন্স
  9. জেনেক্স ইনফোসিস
  10. রূপালি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

প্রথম দিনে দুই এক্সচেঞ্জেই কমেছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থা দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৮১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৮৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৬৫ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৮টির আর দর অপরিবর্তিত আছে ১৮৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মেঘনা লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস ও রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৫৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৫৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ৬২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///