সাত মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় জানুয়ারিতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ১ বিলিয়ন ডলার, যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ।

জানুয়ারির প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে, যা তখন ছিল ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

এছাড়া, জানুয়ারির আয়সহ ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে প্রবাসী আয় ৩ শতাংশ বেড়ে ১২ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

কিন্তু, প্রবাসী আয়, রপ্তানি আয়, বিদেশি বিনিয়োগ ও ঋণের মাধ্যমে দেশে যে বৈদেশিক মুদ্রা আসে, তার তুলনায় আমদানি ও অন্যান্য দায় পরিশোধের জন্য বেশি চলে যায়, তাই বিদেশে কর্মরতদের পাঠানো অর্থ বাংলাদেশের ব্যালেন্স অব পেমেন্টে (বিওপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া গত আড়াই বছর ধরে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বিল পরিশোধের সুবিধার্থে দেশের ব্যাংকগুলোর কাছে ২৮ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছে, ফলে রিজার্ভ ক্রমান্বয়ে কমেছে।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ প্রত্যাশ অনুযায়ী হচ্ছে না। ২০২৩ সালে ১৩ লাখ মানুষ কাজের জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। গত দুই বছরের সময়কালে ২০ লাখের বেশি মানুষ বিদেশের মাটিতে কাজ পেয়েছেন। এতে প্রত্যাশা ছিল, রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।

সেই প্রত্যাশা পূরণ না হওয়ার জন্য বিশ্লেষকরা হুন্ডি নামে পরিচিত অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোকে দোষারোপ করেছেন। কারণ বৈধ মাধ্যমের চেয়ে এসব মাধ্যমে অর্থ পাঠালে উচ্চ বিনিময় হার ও অন্যান্য সুবিধা পান প্রবাসীরা।

স্টকমার্কেটবিডি.কম///

হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবার আলু আমদানি শুরু হয়েছে।

বন্দর কর্মকর্তারা জানান, আজ শনিবার বিকেল ৩টার দিকে হিলি স্থলবন্দর দিয়ে ২৫ মেট্রিক টন আলু বোঝাই একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে আসে। আজ এ বন্দর দিয়ে প্রায় ১০০ মেট্রিক টন আলু আমদানির কথা আছে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আহমেদ কবির জানান, শনিবার পর্যন্ত তিনটি ভারতীয় ট্রাকে আরও ৭৫ মেট্রিক টন আলু আসবে। আমদানিতে সব খরচসহ প্রতি কেজিতে খরচ হয়েছে ২০ টাকা। মেসার্স মুক্তা এন্টারপ্রাইজ আলু আমদানি করেছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ দূষণ নিয়ন্ত্রণ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ৩৪ হাজার মেট্রিক টন আলু আমদানির জন্য সরকার ৪৯ আমদানিকারককে অনুমতি দিয়েছে।

দাম বেড়ে যাওয়ায় গত বছরের ২ নভেম্বর হিলি স্থলবন্দরসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়। তবে গত বছরের ১৫ ডিসেম্বর আমদানি বন্ধ হয়ে যায়।

স্টকমার্কেটবিডি.কম///

২০২২-২০২৩ অর্থবছরে রিটার্ন দাখিল বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২২-২০২৩ অর্থবছরে আয়কর রিটার্ন দাখিল বেড়েছে ৬ লাখ ৩৩ হাজার ৪২০টি। গত অর্থ বছরের তুলনায় যা প্রায় ২১ শতাংশ বেশি। অন্যদিকে রিটার্ন দাখিলের বিপরীতে কর আদায় হয়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা। আদায় বেড়েছে হাজার কোটি টাকা।

এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআরের তথ্যানুসারে, ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার ৮১টি। যেখানে একই সময়ে আগের বছরে ছিল ৩০ লাখ ২৮ হাজার ৬৬১টি। অর্থাৎ বছরের ব্যবধানে রিটার্ন জমা বেড়েছে ৬ লাখ ৩৩ হাজার ৪২০টি।

আর রিটার্ন বৃদ্ধির সঙ্গে বেড়েছে আয়করের পরিমাণও। ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা। যা আগের বছরে ছিল ৪ হাজার ৮৯৮ কোটি টাকা।

টিআইএনধারীদের সংখ্যা প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি পেলেও এখনো বাড়েনি কাঙ্ক্ষিত আয়কর রিটার্ন দাখিল করার সংখ্যা। সর্বশেষ ৯৮ লাখ ৩৪ হাজার ব্যক্তি টিআইএন নিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম////

হজ নিবন্ধনের সময় ফের বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চতুর্থ ও শেষবারের মতো বাড়লো হজ নিবন্ধনের সময়। নতুন সময় অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধন করতে পারবেন হজে যেতে ইচ্ছুকরা। আজ শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছিল মন্ত্রণালয়।

এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সবশেষ গত বুধবার সকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৬৯ জন নিবন্ধন করেছেন। সে হিসেবে এখনো কোটা খালি রয়েছে ৬৩ হাজার ১৫৩টি।

এর আগে গত বছরের ১৫ নভেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে হজ নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়।

তাতেও আসন ফাঁকা থাকায় ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে চতুর্থ দফার পর আর কোনোভাবেই হজ নিবন্ধনের সময় বাড়ানো হবে না। এসময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন সম্পন্ন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম////

তিন দিনের পর্যটন মেলা শেষ হবে আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ শনিবার শেষ হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম পর্যটন মেলা বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০২৪।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক এই মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে। মেলায় দেশি-বিদেশি ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্ট, হোটেল, রিসোর্টসহ পর্যটন সংশ্লিষ্টরা অংশগ্রহণ করছেন।

স্টকমার্কেটবিডি.কম////

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিডি থাই; ২য় ওরিয়ন ইনফিউশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২০৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৬২ কোটি ৮৫ লাখ টাকার।

ফুয়াং ফুডস লিমিটেডের ১৩৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ১১৭ কোটি ৩১ লাখ, ইভেন্সি টেক্সটাইলের ১১৪ কোটি ৬৫ লাখ, কর্নফুলি ইন্স্যুরেন্সের ৯৭ কোটি ৬১ লাখ, আফতাব অটোসের ৮২ কোটি ১ লাখ, মালেক স্পিনিংর ৭৯ কোটি ৩৬ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৭৮ কোটি ১৩ লাখ ও অলিম্পিক এক্সেসরিজের ৭৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

৫ দিনে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ১১৪০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১ হাজার ১৪০ কোটি টাকা কমেছে। তবে এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ০.১৫ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৮৪ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮৫২ কোটি টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫.৫১ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৯১৬ কোটি ৯৫  লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৯৭০ কোটি ৪৩ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৫.৫১ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১৬ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১০.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার ও ইউনিটের দর। আর ১০টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৪ হাজার ৯৬৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১ হাজার ১৪০ কোটি টাকা অর্থ্যাৎ ০.১৫ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি