লাখ টাকায় মনোনয়ন বিক্রি করায় আটকে গেল ডিএসই‘র পরিচালক নির্বাচন

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার বা ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত। ১ লাখ টাকা করে মনোনয়ন বিক্রি করায় ডিএসইর ট্রেকহোল্ডার এসএম শহুদুল হক বুলবুলের পক্ষে এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

রিটকারীর অভিযোগ, এক লাখ টাকা জমার মাধ্যমে এ মনোনয়নপত্র সংগ্রহ করতে হচ্ছে প্রার্থীদের। এক পাতার এ মনোনয়নপত্র সংগ্রহ করতে যে দর নির্ধারণ করা হয়েছে; তা কোম্পানি আইনে নেই। আবার ডিএসই আর্টিকেল অব মেমোরেন্ডামেও নেই। পাশাপাশি ডিএসইর নির্বাচন রেগুলেশনেও এ পরিমাণ টাকা নেওয়া কথা উল্লেখ নেই।

বিষয়টি নিয়ে রিটকারি এসএম শহীদুল হক বুলবুল গণমাধ্যমকে বলেন, এক পাতার এ মনোনয়নপত্র সংগ্রহ করতে কেন এত টাকা নেওয়া হবে। এটা জানার জন্য আমি ডিএসইর নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছি। সেখানে বলা হয়েছে, এটা বোর্ডের সিদ্ধান্ত বলেই এত টাকা নেওয়া হচ্ছে। পাশাপাশি এ চিঠি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিকটও পাঠানো হয়েছে। সেখান থেকেও কোনো সদুত্তর না পাওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছি।

তবে এর জন্য ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম), লভ্যাংশ প্রদানসহ বার্ষিক অন্যান্য কার্যক্রম এ রিটের আওতায় থাকবে না। আগামী ২০ মার্চ ডিএসইর শেয়ারহোল্ডার বা ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচন হওয়ার কথা ছিল। যেই নির্বাচনে ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভীর স্থলাভিষিক্ত হবেন। এ নির্বাচনী তফসিল অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করার সময় ছিল। যা ঢাকা স্টক এক্সচেঞ্জে এক লাখ টাকা জমার মাধ্যমে এ পত্র সংগ্রহ করতে হয়েছে প্রার্থীদের। আর গত ২৬ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের সময়সীমা। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১২ মার্চ পর্যন্ত। আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচন আটকে গেল।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে : আমু

amu.smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ ধীরে-ধীরে উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
‘উন্নয়নের প্রতিফলন দেখে বিশ্ববাসী বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল’-এ কথা উল্লেখ করে আমু বলেন,‘আমাদের দেশ ভারতসহ বিভিন্ন দেশের চেয়ে দারিদ্র্য বিমোচনে অগ্রগতি লাভ করেছে। ধীরে-ধীরে আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি।’

তিনি উল্লেখ করেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তির পরিচয় মেলে, সে জাতির শিক্ষার হার কতটুকু তা দিয়ে। তাই শিক্ষার হার শতভাগে উন্নীত করার জন্য বর্তমান সরকার কাজ করছে। শিল্পমন্ত্রী বলেন,শেখ হাসিনার সরকার শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি (শেখ হাসিনা) যখন ক্ষমতা গ্রহণ করেন তখন শিক্ষার হার ছিল ৪০ ভাগ, এখন তা ৭১ ভাগে উন্নীত হয়েছে। বাংলাদেশে শিক্ষার হার শতভাগে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বনাথ সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম প্রমুখ বক্তৃতা করেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বাংলাদেশ শিপিংয়ের ৬ মাসের আয় বেড়েছে ১৭ পয়সা

bsc-300x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা । বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। যা গত বছরে ছিল ২৪ পয়সা।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। যা গত বছরে ছিল ৫৩ পয়সা। এ হিসাবে কোম্পানির ১৭ পয়সা আয় বেড়েছে।

চলতি বছরের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩.৪০ টাকা। যা ৩০ জুন ছিল ৫২.৭০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ব্র্যাক ব্যাংক
  2. ইফাদ অটোস
  3. কুইন সাউথ
  4. মুন্নু সিরামিক্স
  5. মার্কেন্টাইল ব্যাংক
  6. লংকাবাংলা ফাইন্যান্স
  7. সিটি ব্যাংক
  8. স্কয়ার ফার্মা
  9. ঢাকা ব্যাংক
  10. নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

দুই শেয়ারজারেই লেনদেন ও সূচক বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৩৮ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক বেড়েছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকও বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক উভয় বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ২২৪ কোটি ৮ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৫.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৫.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১১৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৭৫ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৩ টির। আর দর অপরিবর্তিত আছে ১৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস, কুইন সাউথ, মুন্নু সিরামিক্স, মার্কেন্টাইল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ঢাকা ব্যাংক ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬৩.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৬৮৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৩৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৪২ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ১১ কোটি ২৪ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক ও গ্রামীন ফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

লিগ্যাসি ফুটওয়্যারের লেনদেন শুরু রবিবার

legaciস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ১৮ মার্চ, রবিবার শেয়ার লেনদেন শুরু হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ১৫ মার্চ, বৃহস্পতিবার কোম্পানির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানিটি লেনদেন স্থগিত রাখে ।

আগামী ১৮ মার্চ, রবিবার থেকে কোম্পানিটির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনাইটেড ফাইন্যান্সের লেনদেন স্থগিত রবিবার

united-finance-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড রবিবার লেনদেন স্থগিত থাকবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আগামী (১৮ মার্চ) রবিবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে কোম্পানিটি রবিবার লেনদেন স্থগিত রাখবে।

আগামী সোমবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রবিবার স্পট মার্কেটে যাবে গ্রামীণফোন ও লিন্ডেবিডি

spotস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন ও লিন্ডেবিডি লিমিটেড কোম্পানি দুইটি ১৮ মার্চ, রবিবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ১৯মার্চ, সোমবার পযর্ন্ত। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , কোম্পানিটি দুইটি আগামী ১৮ ও ১৯ মার্চ অর্থাৎ রবিবার ও সোমবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। এ সময়ে ব্লক মার্কেটে লেনদেন করা যাবে। আগামী ২০ মার্চ, মঙ্গলবার কোম্পানি দুইটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আর রেকর্ড ডেটের কারণে কোম্পানি দুইটি আগামী ২০ মার্চ লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিশ্ব ভোক্তা অধিকার দিবস আজ

conjumer-righস্টকমার্কেটবিডি ডেস্ক :

আজ (বৃহস্পতিবার) বিশ্ব ভোক্তা অধিকার দিবস। কনজুমারস ইন্টারন্যাশনালের (সিআই) উদ্যোগে বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশে ২৪০টিরও বেশি সংস্থা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ।’ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী দিবসটি পালন করা হবে।

দিবসটির উপলক্ষে রাজধানীসহ জেলা শহরগুলোতে র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে সকাল সাড়ে ৮টায় শাহবাগের জাতীয় যাদুঘর থেকে র‌্যালি বের হবে এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হবে।

সকাল ১০টায় ওসমানী মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সেমিনারে প্রধান অতিথি থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর।

দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাজার ও দর্শনীয় স্থানে পোস্টার সন্নিবেশ করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা থেকে প্রকাশিত শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকায় দিবসের প্রতিপাদ্যের ওপর বিশেষ বিজ্ঞাপন প্রকাশ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে টকশোর আয়োজন করা হয়েছে।

দেশের অন্যান্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি পালনের লক্ষ্যে সভা-সেমিনার এবং লিফলেট, পাম্পলেট, পোস্টার সন্নিবেশসহ স্থানীয় উপযোগী অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম