ট্যানারির অবকাঠামো চার সপ্তাহে নির্মাণের নির্দেশ

courtবিশেষ প্রতিবেদক :

সাভারের ট্যানারি পল্লিতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি)সহ অবকাঠামোগত সব নির্মাণ কাজ চার সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে কঠিন বর্জ্য যাতে তরল বর্জ্যের সঙ্গে মিশ্রিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। শিল্প মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী রইস উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

পরে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ‘হাজারীবাগের দূষণ যেন সাভারে না হয়, সে জন্য বারবার আদালতে আসা। আদালত এবিষয়ে আজ (বৃহস্পতিবার) আদেশে বলা হয়েছে, সিইটিপি চার নভেম্বর পর্যন্ত প্রতিদিন প্রতি ঘণ্টায় মনিটর করে ১২ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এছাড়া, তরল বর্জ্যে যেন কঠিন বর্জ্য না যায়, তার জন্য প্রত্যেক কারখানার পাইপে যেন বায়োস্ক্রিন লাগানো হয়, সে ব্যাপারেও নির্দেশ দিয়েছেন।

আইনজীবী রইস উদ্দিন বলেন,‘আজ (বৃহস্পতিবার) আদালতে শিল্প মন্ত্রণালয় ও বিসিকের পক্ষে কিছু প্রতিবেদন দেওয়া হয়েছে। এরপর আদালত পরিবেশ সম্মতভাবে কাজ চালাতে নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে বর্জ্য পরিশোধন করতে প্রত্যেক ফ্যাক্টরিতে বার বসাতে হবে। এছাড়া, অসম্পন্ন কাজ চার সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন আদালত।’

তিনি আরও বলেন, ‘বর্জ্য শোধনাগারের মনিটরিং প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছেন।’

এর আগে চলতি বছরের জুলাই মাসে বুড়িগঙ্গার মত ধলেশ্বরী নদীর দূষণ ঠেকাতে সাভারের ট্যানারি পল্লির বর্জ্য পরিশোধন ব্যবস্থার বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

২০২৪ সালের মধ্যেই দারিদ্র্য দূরীকরণে সাফল্য অর্জন করবে বাংলাদেশ : অর্থমন্ত্রী

muhitবিশেষ প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ ২০২৪ সালের মধ্যেই দারিদ্র্য দূরীকরণে সাফল্য অর্জন করবে।
অর্থমন্ত্রী নিউইয়র্কের মিলেনিয়াম হিলটনহোটেলে মঙ্গলবার অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়নের অভিমুখে : সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে শিক্ষা এবং এসডিজির পথনির্দেশ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন। আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তিনি বলেন, এমডিজি গ্রহণ করার আগেই ১৯৯৯ সালে এর বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া এবং নিজেদের মতো করে লক্ষ্য স্থির করা হয়। দেশের নিজস্ব সম্পদ এবং যা কিছু উন্নয়ন সহযোগিতা পাওয়া যায় তা দিয়েই এমডিজি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রবল ইচ্ছাশক্তির ফলে ২০১৫ সালের মধ্যে দেশ এমডিজি’র অধিকাংশ লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়।

আন্তর্জাতিক থিংঙ্ক ট্যাংক ‘দ্য ইনস্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি এন্ড গভার্ননেন্স (আইপিএজি) এই সেমিনারের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

এমডিজি বাস্তবায়নের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ কিভাবে এসডিজি অর্জনে কাজ করে যাচ্ছে অর্থমন্ত্রী আন্তর্জাতিক এই সেমিনারে তা তুলে ধরেন।

তিনি বলেন, এসডিজি খুবই আলাদা। বাংলাদেশের ভাল অভিজ্ঞতা রয়েছে যার ফলে লক্ষ্য নির্দিষ্ট করা এখন খুব সহজ। বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ হলো প্রতিশ্রুতি ও দৃঢ় ইচ্ছাশক্তি। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

উদ্বোধন সেশনে বক্তৃতা দেন ইউএনডিপি’র ব্যুরো অব পলিসি এন্ড প্রোগ্রাম সার্পোট এর সহকারী প্রশাসক ও পরিচালক এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মাগদি মার্টিজে সলিমান ।

বাংলাদেশ ডেলিগেশনের মধ্যে প্যানেলিস্ট হিসেবে অংশ নেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব সামসুল আলম, অর্থ বিভাগের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম।

সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আয়কর মেলা শুরু ১ নভেম্বর

nrbনিজস্ব প্রতিবেদক :

প্রতিবারের ন্যায় এবারও ১ নভেম্বর শুরু হবে আয়কর মেলা। ২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের মতো এবারও সারাদেশে এ মেলা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, রাজধানী ঢাকাসহ আট বিভাগীয় শহরে মেলা চলবে সাতদিন। জেলায় শহরে চলবে চারদিন এবং ৮৭ উপজেলায় দু’দিন করে চলবে এবারের মেলা। মেলা শেষে ৮ নভেম্বর সেরা করদাতাদের সম্মাননা দেবে এনবিআর।

এনবিআর সূত্র জানায়, মেলার পর ২২ নভেম্বর শুরু হবে কর সপ্তাহ এবং ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। ওই তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ

এমজেএল বাংলাদেশের বোর্ড সভা স্থগিত

mjl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর আহবান করা হলেও তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

নতুন বোর্ড সভার দিন পরবর্তীতে শেয়ারহোল্ডারদেরকে জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আফতাব অটোসের বার্ষিক বোর্ড সভা আহবান

aftabস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আফতাব অটোস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

জিপিএইচ ইস্পাতের বোর্ড সভা ২৩ অক্টোবর

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ব্র্যাক ব্যাংক
  2. ইফাদ অটোস
  3. শাহজালাল ইসলামী ব্যাংক
  4. এক্সিম ব্যাংক
  5. আমরা নেটওয়ার্কস
  6. উত্তরা ব্যাংক
  7. সিটি ব্যাংক
  8. এসিআই লিমিটেড
  9. মার্কেন্টাইল ব্যাংক
  10. লংকাবাংলা ফাইন্যান্স।

শেষদিন শেয়ারবাজারে দর ও লেনদেনে বড় পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করে ২১৯৭ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ২৯ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ১০৯২ কোটি ৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৭টির। দর অপরিবর্তিত আছে ৩৭টির।

এদিন লেনদেনের এগিয়ে থাকা ১০ টি কোম্পানি হলো – ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস, শাহজালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আমরা নেটওয়ার্কস, উত্তরা ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, এসিআই লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির কমেছে ১৬১টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৩৫ কোটি ২১ লাখ টাকা। যা গতকাল বুধবার ছিল ৪৮ কোটি ৩৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউসিবিএল ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শাহজালাল ব্যাংকের শেয়ার কিনবে দুই কোম্পানি

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৩৭ লাখ শেয়ার দুই কোম্পানি একত্রে ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

ফকির নিটওয়্যার ও জামান এগ্রো নামে দুটি কোম্পানি ব্যাংকটির যথাক্রমে ৩৭ লাখ ও ৭২ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবে তারা।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ: এসকে সুর

surবিশেষ প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী বলেছেন, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত (মার্জার) করার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকও এ সংক্রান্ত একটি নীতিমালাও তৈরি করছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক মেনেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে মার্জারবিষয়ক কর্মশালা’তে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এসকে সুর চৌধুরী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মার্জারব্যবস্থা চালু রয়েছে। এটি নতুন কিছু নয়।

তিনি বলেন, মার্জারের ক্ষেত্রে দুই ধরনের মার্জার হয়। প্রথমত একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংককে মার্জারের প্রস্তাব করবে। দ্বিতীয়ত একটি দুর্বল ব্যাংক অপর একটি দুর্বল ব্যাংককে মার্জারের প্রস্তাব করবে।

মার্জার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক দুই ব্যাংকের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখবে বলে এ কর্মকর্তা মন্তব্য করেন।

বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, বিআইবিএমের অধ্যাপক ইয়াসিন আলী ও অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী প্রমুখ।

দিনব্যাপী এ কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ