সিটি ব্যাংকে আইএফসির বিনিয়োগ চূড়ান্ত

7f98d86b0bf45869a9d986566ab576cc-4নিজস্ব প্রতিবেদক :

সিটি ব্যাংকে বিনিয়োগ চুড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। চুক্তি অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ ও শেয়ারধারীদের অনুমোদন সাপেক্ষে আইএফসির নামে ৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার নতুন শেয়ার ইস্যু করবে সিটি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিষয়টি অনুমোদন নিতে আগামী ১৩ এপ্রিল সাধারণ সভা আহবান করেছে। এ বিনিয়োগ নিয়ে সিটি ব্যাংক ও আইএফসির মধ্যে গতকাল বুধবার একটি চুক্তি হয়েছে।

প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ১৮ টাকা ৩০ পয়সা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে দাম ধরা হয়েছে ২৮ টাকা ৩০ পয়সা।

এ চুক্তির ফলে সিটি ব্যাংকের ৫ শতাংশ শেয়ারের মালিকানা পাবে আইএফসি। আর আইএফসির কাছ থেকে সিটি ব্যাংক মোট ১৩১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার টাকার বিনিয়োগ পাবে। এ ছাড়া সিটি ব্যাংককে ৩ বছর মেয়াদে ২ কোটি ডলার ইকুইটিতে রূপান্তরযোগ্য ঋণ দেবে আইএফসি।

ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর কে হুসেইন এবং বাংলাদেশে আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জোওয়ার্নার এ চুক্তিতে সই করেন। এ সময়ে সিটি ব্যাংকের পরিচালক দীন মোহাম্মদ ও আজিজ আল কায়সার এবং আইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তা এম রেহান রশিদ, এহসানুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

গ্ল্যাক্সো-স্মিথের ৫৫০% নগদ লভ্যাংশ ঘোষণা

glaxo-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সো-স্মিথ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বুধবার কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে গ্ল্যাক্সো-স্মিথের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৮.৯৯ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ এসেছে ২১৬.১৫ টাকা।

আগামী ২১ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লিন্ডে বাংলাদেশের ৩১০% চূড়ান্ত লভ্যাংশ

lindeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩১০ শতাংশ নগদ লভ্যাংশ চুড়ান্ত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বুধবার কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে ২০০ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।

এ বছরে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪২.৭৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ এসেছে ১৮৩.০৪ টাকা।

আগামী ২৭ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জিপিএইচ ইস্পাতের বোর্ড সভা ২৯ ফেব্রুয়ারি

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিঙ্গার বাংলাদেশের বোর্ড সভার সময় পরিবর্তন

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভার সময় পরিবর্তন করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে ১ মার্চ বেলা ২ টা ৩৫ মিনিটে নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। আগে এ সময় ছিল ২.৩০ মিনিট।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বঙ্গজ পরিচালকদের ৪৩ হাজার শেয়ার বিক্রি

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজের উদ্যোক্তা পরিচালক মাহমুদা হক ও মাহফুজা হক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। এই দুই উদ্যোক্তা ৪৩ হাজার শেয়ার বেচবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

মাহমুদা হকের কাছে কোম্পানির মোট ৬৩ হাজার ১৩৬টি শেয়ার রয়েছে। আর মাহফুজা হকের কাছে রয়েছে ২৮ হাজার ৬৩৬ টি শেয়ার। এসব শেয়ারের মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার দরে বিক্রি করবেন।

মাহমুদা হক ২৩ হাজার ও মাহফুজা হক ২০ হাজার শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

  1. বিএসআরএম লি.
  2. লংকা বাংলা
  3. ইউসিবি
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. ইফাদ অটোস
  6. স্কয়ার ফার্মা
  7. সিএমসি কামাল
  8. ইউনাইটেড পাওয়ার
  9. সিঙ্গার বিডি
  10. ওয়ান ব্যাংক।

ডিএসইতে কমলেও সিএসইতে লেনদেনের উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। টাকার অংকে আগের দিনের তুলনায় উভয় বাজারে কমেছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বুধবার টাকার লেনদেন উত্থান হয়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার এ লেনদেন ছিল ৫৭১ কোটি ২৪ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম লি., লংকা বাংলা, ইউসিবি, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, সিএমসি কামাল, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি ও ওয়ান ব্যাংক।

এদিকে বুধবার দিনশেষে সিএসই সার্বিক সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে ৫২ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল লেনদেন হয় ৩৯ কোটি ২৯ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ইষ্টার্ণ ব্যাংকের বোর্ড সভা স্থগিত

eblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির বোর্ড আজ ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তা স্থগিত করা হয়েছে।

ব্যাংকটি বোর্ড সভার নতুন তারিখ পরে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ব্যাংক এশিয়ার বোর্ড সভার দিন পরিবর্তন

asia.smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির বোর্ড আগামীকাল ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেদিন বেলা ৩ টায় সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে আগামী ২৪ ফেব্রুয়ারি ব্যাংকটি বোর্ড সভার তারিখ নির্ধারণ করে। এই সভা সংক্রান্ত অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে