ঘোষিত মুদ্রানীতি শেয়ারবাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে : ডিএসই

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত মুদ্রানীতি শেয়ারবাজার সম্প্রসারণ তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এ জন্য ডিএসইর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির। এরপর বিকাল সোয়া ৫টায় ডিএসইর এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঘোষিত মুদ্রানীতিতে শেয়ারবাজারকে কর্পোরেট গ্রাহক ও প্রবাসী বাংলাদেশির কাছে আরও গ্রহণযোগ্য ও বিনিয়োগে আকৃষ্ট করার প্রয়াসে ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের সমর্থনের মাধ্যমে শেয়ারবাজারের সম্প্রসারণ তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

এতে বলা হয়, গত অর্থবছরের শেষের দিকে ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার অনুপাত বা সিআরআর এবং বাংলাদেশ ব্যাংক থেকে রোপ সুদহার কমিয়ে আনা হয়। এ ছাড়া সরকারি সংস্থার তহবিল বেসরকারি ব্যাংকে রাখার সুযোগ বৃদ্ধির মাধ্যমে বেসরকারি ব্যাংকগুলোর তারল্য প্রবাহে উন্নতি হয়।

মুদ্রানীতিতে তারল্য প্রবাহ উন্নয়নের মাধ্যমে আর্থিক স্থিতিবস্থার সহায়তার প্রতি জোর দেয়া হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, সম্প্রতি চীনের কনসোর্টিয়াম সাংহাই স্টক এক্সচেঞ্জ ও শেনজেন স্টক এক্সচেঞ্জ ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হয়েছে। এর ফলে পুঁজিবাজারের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। আর্থিক ব্যবস্থার প্রবৃদ্ধির ভারসাম্যের জন্য বন্ড মার্কেটকে আরও বৃহত্তর ভূমিকা রাখতে হবে যা বাংলাদেশ বিনিয়োগ এবং প্রবৃদ্ধির গতিপথকে উন্নিত করবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

১০০ টাকার প্রাইজবন্ডের লটারি ড্র

prizebondস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৯২তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ লটারি ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সেলিম মিয়া।

মঙ্গলবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রাইজবন্ড ড্র কমিটির সচিব মো. মাছুম পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারে সব সিরিজের ০৩৩৯২৬৭ নম্বর প্রথম এবং ০৭৬৪৬৪০ নম্বর দ্বিতীয় পুরস্কার পেয়েছে। প্রথম পুরস্কার বিজয়ী প্রত্যেকে ৬ লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৩ লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। এছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন।

এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডসমূহ থেকে ৫১টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট এক হাজার ২৩৪৬টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৬ লাখ টাকা করে পাবেন ৫১ জন, ৩ লাখ ২৫ হাজার টাকা পাবেন ৫১ জন, ১ লাখ টাকা করে পাবেন ১০২ জন, ৫০ হাজার টাকা করে পাবেন ১০২ জন ও ১০ হাজার টাকা করে পাবেন ২০৪০ জন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

টেক্সটাইল খাতে দক্ষ জনশক্তি নিতে চায় জাপান : বানিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, টেক্সটাইল খাতে বাংলাদেশের দক্ষ জনশক্তি নিতে চায় জাপান। তিনি বলেন, ‘এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পরও বাংলাদেশকে দেয়া চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে জাপান।’

বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার (৩১ জুলাই) সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে সফররত জাপানের হাউস অব কাউন্সিলর এর সদস্য (এমপি) হিরোসি ইয়ামাদা এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এর সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, গত ২০১৬-২০১৭ অর্থবছরে বাংলাদেশ জাপানে রপ্তানি করেছে ১ হাজার ১২ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করেছে ১ হাজার ৮৩৩ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এখন জাপান বাংলাদেশের ৮ম বৃহত্তম রপ্তানি বাজার। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এ বাণিজ্য ৩ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়াবে।

তিনি বলেন, জাপানের বাজারে বাংলাদেশের তৈরী পোশাকের বেশ চাহিদা রয়েছে। এখন প্রায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরী পোশাক জাপানে রপ্তানি হচ্ছে। দিন দিন এ চাহিদা বাড়ছে।

তিনি আরও বলেন, ‘এ মহুর্তে বাংলাদেশে জাপানের ৩১২টি কোম্পানি বিনিয়োগ করেছে, এখানে প্রায় ৪২ হাজার জনবল কাজ করছে। জাপানের বিনিয়োগ প্রায় ১ হাজার ৪৬৭ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার।’

তোফায়েল আহমেদ বলেন, ‘জাপানের পর্যবেক্ষণে বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, কোন নিরাপত্তা ঝুঁকি নেই। এখন জাপান সরকার সেদেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমনের উপর থেকে বিদ্যমান লেভেল-২ ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।’

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি এবং বাণিজ্যসচিব শুভাশীষ বসু এ সময় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

চার হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে গভর্নরের দাবি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশ থেকে চার হাজার কোটি টাকা পাচারের তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান।

মঙ্গলবার (৩১ জুলাই) ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চার হাজার কোটি টাকা পাচারের তথ্য পেয়েছি। তাদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছি। এ বিষয়টি নিয়ে আরও খোঁজ-খবর নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ভল্টের স্বর্ণ যেমন ছিল তেমনই আছে: গভর্নর

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ভল্টে কাস্টমস কর্মকর্তারা স্বর্ণ যে অবস্থায় রেখে গিয়েছিলেন ঠিক সেই অবস্থাতেই রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

মঙ্গলবার (৩১ জুলাই) ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভল্টে কাস্টমসের কর্মকর্তাদের রাখা স্বর্ণের কোনও হেরফের হয়নি। বাংলাদেশ ব্যাংকের ভল্ট খুবই সুরক্ষিত। ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্যে ৪২টি সিসিটিভি রয়েছে।’

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের ভল্টের স্বর্ণ নিয়ে এই প্রথম বাংলাদেশের ব্যাংকের গভর্নর কথা বললেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

প্রবাসে হয়রানির শিকার শ্রমিকদের তালিকা চান হাইকোর্ট

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কতজন শ্রমিক (নারী-পুরুষ) গেছেন, কতজন ফিরে এসেছেন এবং কতজন শারীরিক ও যৌন হয়রানির শিকার হয়েছেন, এক মাসের মধ্যে তার একটি তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

প্রবাসীকল্যাণ সচিব, পররাষ্ট্রসচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চেয়ারম্যান, বায়রার সভাপতি-সেক্রেটারিকে আদালতের এ আদেশ পালন করতে হবে।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান মিলন। রিটের পক্ষে আইনজীবী মাহফুজুর রহমান নিজেই শুনানি করেন।

রুলে সৌদি আরবসহ বিশ্বের অন্য দেশে বাংলাদেশের যেসব নারী কর্মী ক্ষতিগ্রস্ত ও যৌন হয়রানির শিকার হয়েছেন, তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন-প্রত্যাবাসনে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেয়ারবাজার বান্ধব নতুন মুদ্রানীতি ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্বাচনী বছ‌রে বেসরকা‌রি খা‌তে ঋণ প্রবৃ‌দ্ধি অপ‌রিবর্তীত রে‌খে সংযত মুদ্রানীতি ঘোষণা ক‌রল কেন্দ্রীয় ব্যাংক। ‌ঋণ প্রবৃ‌দ্ধি ১৬ দশ‌মিক ৮ শতাংশ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রসঙ্গত, আগের মুদ্রানীতির মতো এই মুদ্রা নীতিও শেয়ারবাজারবান্ধব ও বেসরকা‌রি খা‌তবান্ধব।

মঙ্গলবার সকালে চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডি‌সেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

গভর্নর ব‌লেন, নির্বাচনী বছ‌রে টাকার সরবরাহ বে‌ড়ে যা‌বে। তাই আ‌গের ধারাবা‌হিকতায় মুল্যস্ফী‌তি নিয়ন্ত্র‌ণে মুদ্রানী‌তি ভঙ্গি সংযত ধর‌ণের হ‌বে।

চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে ডি‌সেম্বর ২০১৮ পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়ে‌ছে ১৬ দশমিক ৮ শতাংশ। আর সরকা‌রি ঋ‌ণের প্রাক্কলন করা হ‌য়ে‌ছে ১০ দশমিক ৪ শতাংশ। এছাড়াও অভ্যন্তরীণ ঋ‌ণের প্রবৃ‌দ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে‌ছে ১৫ দশমিক ৯ শতাংশ।

এছাড়া ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৮ শতাংশ ধরা হয়েছে।

প্রসঙ্গত, দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পরবর্তী ছয় মাসে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রতি বছর দুইবার মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে। ছয় মাস অন্তর এই মুদ্রানীতি একটি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই মাসে এবং অন্যটি জানুয়ারি মাসে।

সভায় ডেপু‌টি গভর্নর ও আবু হেনা মোহাম্মদ রা‌জি হাসান, এস এম ম‌নিরুজ্জামা, আহমেদ জামাল,বাংলাদেশ ব্যাংকের চেইঞ্জ ম্যানেজমেন্ট পরামর্শক আল্লা মালিক কাজমী, ব্যাংকিং রিফর্ম অ্যাডভাইজার এস. কে. সুর চৌধুরী, প্রধান অর্থনীতিবিদ ড. ফয়সল আহমেদ, অর্থনৈ‌তিক উপ‌দেষ্টা মো. আখতারুজ্জামানসহ সং‌শ্লিষ্ট কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিদ্যুৎ খাতে ৩৫৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বিদ্যুৎ খাতে ২টি প্রকল্পে বাংলাদেশকে ৩৫৭ মিলিয়ন ডলারেরও বেশি প্যাকেজ সহায়তা দেবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ‘সবার জন্য বিদ্যুৎ’ লক্ষ্য অর্জনে এ সহায়তা দেয়া হবে।

এ প্যাকেজে রয়েছে এডিবি’র ৩৫০ মিলিয়ন ডলার, জাপান ফান্ড ফর দ্য জয়েন্ট ক্রেডিটিং ম্যাকানিজমের (জেএফজেসিএম) ৭ মিলিয়ন ডলার এবং কোরিয়া ই-এশিয়ার এন্ড নলেজ পার্টনারশীপ ফান্ডের (ইএকেপিএফ) ৫ লাখ ডলার।

এডিবি’র সিনিয়র এনার্জি স্পেশালিস্ট এইমিং ঝু বলেন, বাংলাদেশে বিগত দশক থেকে ক্রমাগত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। এই অগ্রগতি অব্যাহত রাখা এবং তা আরো গতিশীল করতে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কে আরো বিনিয়োগ প্রয়োজন।

এই প্রকল্পে রয়েছে বরিশাল থেকে ফরিদপুর পর্যন্ত ১২৬ কিলোমিটার (কেএম) ২৩০ কিলোভোল্ট (কেভি) ট্রান্সমিশন লাইন এবং বগুড়া থেকে রংপুর পর্যন্ত ১০৪ কেএম ৪শ’ কেভি ট্রান্সমিশন লাইনের উন্নয়ন। এ সঙ্গে সাবস্টেশন, ট্রান্সফর্মার, এসোসিয়েট এক্সটেনশন ও কানেকশন অন্তর্ভুক্ত থাকবে।

মোট ৫৩২ মিলিয়ন ডলারের এ প্রকল্পে বাংলাদেশ সরকার ১৭৪.৫ মিলিয়ন ডলার দেবে। ২০২৩ সালের জুনে এ প্রকল্প শেষ হবে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচকই বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৬১৪ কোটি ৫৬ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৮১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৪টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, বিবিএস ক্যাবলস, ফরচুন সুজ, সায়হাম টেক্সটাইল, সিঙ্গার বিডি, কেডিএস এক্সেসরিজ, দ্যা পেনিনসুলা, লিগ্যাসী ফুটওয়ার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও মুন্নু সিরামিকস।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৩.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮৬১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৭৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৫৩ কোটি ২৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও ফরচুন সুজলিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৭.৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

standardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৭.৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, হারুন উর রশিদ নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৭ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ২ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার ৩৪৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি