সিঙ্গাপুরের ধনীদের তালিকায় এক ধাপ এগোলেন সামিটের আজিজ খান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আবারও স্থান পেয়েছেন বাংলাদেশের মুহাম্মদ আজিজ খান। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান। গতকাল বুধবার মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় আজিজ খানের অবস্থান ৪১তম।

গতকাল যখন এ তালিকা প্রকাশিত হয়, তখন আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ছিল ১১২ কোটি ডলার। আজ এ প্রতিবেদন লেখার সময় অবশ্য তাঁর সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। ‘ফোর্বস’ সাময়িকীর তথ্যানুসারে, আজ আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার, অর্থাৎ দুই কোটি ডলার কমেছে।

‘ফোর্বস’–এর ২০২২ সালের সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪২ নম্বরে। সেবার তাঁর সম্পদের পরিমাণ দেখানো হয় ১০০ কোটি মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছর ধনীদের তালিকায় আজিজ খান এক ধাপ এগিয়েছেন এবং তাঁর সম্পদ বেড়েছে ১২ কোটি ডলার।

সিঙ্গাপুরের জন্য করা তালিকায় মুহাম্মদ আজিজ খানের অবস্থান ৪১তম হলেও ‘ফোর্বস’–এর করা বিশ্বের শতকোটিপতিদের তালিকায় তাঁর স্থান দেখানো হয়েছে ২৫৪০তম। এ অবস্থানে তিনি অবশ্য আরও বেশ কয়েকজনের সঙ্গে আছেন।

২০২১ সালে আজিজ খানের সম্পদের পরিমাণ ছিল ৯৯ কোটি মার্কিন ডলার।

সামিটের অধীন বাংলাদেশে বিদ্যুৎ খাতের যত ব্যবসা বা প্রতিষ্ঠান আছে, সেগুলোর হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল।

সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত। সে জন্য বাংলাদেশে ব্যবসা করলেও এ কোম্পানির সম্পদের হিসাব করা হয় সিঙ্গাপুরে। ‘ফোর্বস’ জানাচ্ছে, মুহাম্মদ আজিজ খানের কন্যা আয়েশা খান বর্তমানে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করেন।

সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম////

ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাঁদপুরে বড় স্টেশন মৎস্য আড়ৎগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলও দাম একটু বেশি। ক্রেতারা বলছেন, দূর থেকে ইলিশের দাম কম শোনা গেলেও বাস্তবে এখানে দেখি ঠিক উল্টো।

অন্যদিকে, আড়ৎদাররা বলছেন, ইলিশের সরবরাহ আশানুরুপ বাড়লে আগের লোকসান কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে সেপ্টেম্বর-অক্টোবরে ইলিশ প্রজনন মৌসুমে জেলেদের জালে ইলিশ ধরা পড়া শুরু করেছে। এতে করে ইলিশের দাম ক্রেতাদের নাগালে চলে আসবে বলে মনে করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। মৎস্য বিভাগের তথ্যে চাঁদপুরে ছোট বড় মিলিয়ে দেড় শতাধিক মৎস্য আড়ৎ রয়েছে।

ইলিশের ভরা মৌসুম চলমান। ইতোমধ্যে টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেতে শুরু করেছে।

ক্রেতা মো: শরীফ হোসেন ও মুজিবুর রহমান বলেন, বিভিন্ন মাধ্যমে চাঁদপুরে ইলিশের দাম কম জানতে পেরে এসেছি। বাস্তবে এসে দেখছি ভিন্ন চিত্র। কম দামে ইলিশ কিনবো বলে দূর থেকে এসেছি। অথচ মাছঘাটে ইলিশ কিনতে গিয়ে পরেছি বিপাকে। যেহেতু মাছ কিনবো তাই, ৫শ’ থেকে ৬শ’ গ্রামের ইলিশ ৮শ’ টাকা এবং ১কেজি সাইজের ইলিশ ১৭শ’ টাকায় কিনেছি।

আড়ৎ ব্যবসায়ী হাজী আ: মালেক খন্দকার বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর ইলিশের সরবরাহ পূবের্র চাইতে বৃদ্ধি পেয়েছে। তবে সরবরাহ আরও বৃদ্ধি পেলে পূর্বের লোকসান কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আশরাফুল আলম বলেন, টানা বৃষ্টিপাত ও নদীতে পানির স্রোত বাড়ার ফলে চাঁদপুর সহ বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম রয়েছে একটু চওড়া। তবে প্রজনন মৌসুম সেপ্টেম্বর-অক্টোবরে ৬০ থেকে ৭০ভাগ ইলিশ জেলেদের জালে ধরা পড়বে। আশা করছি খুব সহসাই ইলিশের দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে।

স্টকমার্কেটবিডি.কম////

আমরা রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি : রেলমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দায় ভাঙ্গা রেলওয়ে জংশনে এসে পৌঁছেছে ৬ কোচের একটি ট্রায়াল ট্রেন। এ ট্রেনে আসেন রেলমন্ত্রী, রেলসচিবসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এর আগে ঢাকা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে লোকমোটিভসহ ৬টি কোচের পরীক্ষামূলক ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন ত্যাগ করে দুপুর বারোটা ২০ মিনিটের দিকে ভাঙ্গা জংশনে এসে পৌঁছায়।

পরীক্ষামূলক যাত্রার প্রথম এই ট্রেনটির লোকোমাস্টার হিসেবে এনামুল হক এবং সহকারী লোকোমাস্টার হিসেবে এম এ হোসেন ট্রেন চালিয়ে এসেছেন। আর গার্ড হিসেবে ট্রেন পরিচালনা করেছেন আনোয়ার হোসেন।

ভাঙ্গা রেলওয়ে জংশন পরিদর্শন শেষে বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত এক প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। তিনি বলেন, ‘আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে রেললাইন বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘যে দেশের সরকার যত উন্নত সেই দেশের রেল যোগাযোগ তত সমৃদ্ধ। আমাদের দেশে এর আগের সরকার রেল যোগাযোগকে এগিয়ে নিতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বরং তারা রেলে আগুন দিয়েছে। ভবিষ্যতে ভাঙ্গা থেকে পটুয়াখালী ও বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করা হবে।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা রেলকে আধুনিক সাশ্রয়ী ও যুগোপযোগী স্মার্ট করা। এটাই স্মার্ট বাংলাদেশের আমাদের উপহার।’

স্টকমার্কেটবিডি.কম////

১৫ টি মিউচ্যুয়াল ফান্ড বিক্রি করবে এনআরবিসি ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবিসি ব্যাংক ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চুক্তি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) ১৫ টি ওপেন অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রি করবে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া এবং আইএএমসিএল এর প্রধান নির্বাহী মাহমুদা আক্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক এটিএম আহমেদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা।

এনআরবিসি ব্যাংকের এমডি গোলাম আউলিয়া বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের অর্থের নিরাপত্তা বিধান করছি। গ্রাহকদের নানামুখী বিনিয়োগে আকৃষ্ট করতে কাজ করছে এনআরবিসি ব্যাংক। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে এই চুক্তির মাধ্যমে বিনিয়োগকারীরা লাভবান হবে বলে আমরা প্রত্যাশা করি।

আইসিবির এমডি মো. আবুল হোসেন বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে মিউচ্যুয়াল ফান্ডের বাজার অনেক বড় করার সুযোগ রয়েছে। আমরা জানি এনআরবিসি ব্যাংকেরসারাদেশে দেড় হাজারের বেশি সার্ভিস পয়েন্টের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। জনসাধারণকে মিউচ্যুয়াল ফান্ডের বিষয়ে আগ্রহী করতে এনআরবিসি ব্যাংকের সঙ্গে আমরা কাজ করবো।

স্টকমার্কেটবিডি.কম////

মরক্কো-সৌদি থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মরক্কো ও সৌদি আরব থেকে ৭০ হাজার মেট্রিক টন এসপি, ডিএপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে ৩০ হাজার টন এসপি সার এবং ৪০ হাজার টন ডিএপি সার। এতে ব্যয় হবে ৩৬৬ কোটি ৭১ লাখ ৫৫ হাজার টাকা। এ সার কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস এ থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন এসপি সার ১২৯ কোটি ১০ লাখ ৫ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে সপ্তম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৩৭ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আজকে ক্রয় কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয়ের প্রস্তাবনাগুলোর মধ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দু’টি, কৃষি মন্ত্রণালয়ের দু’টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। এর মধ্যে ক্রয় কমিটি ৫ টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবটি বাতিল করা হয়েছে। অনুমোদিত ৫ টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৬৮২ কোটি ২৭ লাখ ১০ হাজার ৬৮০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির গত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকিংটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকিংটির শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

গ্লোবাল ইসলামী ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির লভ্যাংশ দেওয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে দেয়া হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামী রবিবার ১০ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, ব্যাংকটির সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে ব্যাংকটির শেয়ার ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হতো।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় সি পার্ল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৯৪ লাখ টাকা।

পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিংয়ের ১৮ কোটি ৪৯ লাখ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১৬ কোটি ৫৫ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১৬ কোটি ১৩ লাখ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ৮২ লাখ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ১৪ কোটি ৭৬ লাখ, লিগাসি ফুটওয়ারের ১৩ কোটি ৩২ লাখ ও ইয়াকিন পলিমার লিমিটেডের ১৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ফু-ওয়াং ফুডস
  2. সি পার্ল বিচ রিসোর্ট
  3. পাইওনিয়ার ইন্সুরেন্স
  4. ইষ্টার্ণ হাউজিং
  5. কন্টিনেন্টাল ইন্সুরেন্স
  6. সোনালী পেপার এন্ড বোর্ড
  7. মিরাকল ইন্ডাস্ট্রিজ
  8. গ্রীন ডেল্টা ইন্সুরেন্স
  9. লিগাসি ফুটওয়ার
  10. ইয়াকিন পলিমার।

শেষ কার্য দিবসে কমেছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩০৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৭. পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭০০ কোটি  ৭৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৩৪ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৯টির আর দর অপরিবর্তিত আছে ১৬৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, পাইওনিয়ার ইন্সুরেন্স, ইষ্টার্ণ হাউজিং, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স, লিগাসি ফুটওয়ার ও ইয়াকিন পলিমার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৪.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৫২পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৫৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু