বসুন্ধরা পেপারের আইপিও : বিডিং ১৬ অক্টোবর

basondaraনিজস্ব প্রতিবেদক :

আইপিও অনুমোদন পাওয়া বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের দর নির্ধারণ করতে বিডিংয়ের তারিখ ঘোষণা করেছে । আগামী ১৬ অক্টোবর বিকাল ৫টা থেকে ১৯ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত ইলেকট্রনিকভাবে এ কোম্পানির বিডিংয়ে ইলিজিবল ইনভেষ্টররা অংশগ্রহন করতে পারবে। স্টকমার্কেটবিডিকে এ তথ্য নিশ্চিত করে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের সহকারী ম্যানেজার মো: মামুন।

তিনি জানান, বিডিংয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক ইলিজিবল ইনভেষ্টররা ৫ হাজার টাকা বিডিং ফি এবং বিডিং এমাউন্টের ২০ শতাংশ ডিপোজিট করবে। যা ১৫ অক্টোবর থেকে সকাল ১০টা থেকে ১৯ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত চলবে। আগামী ১৯ অক্টোবর বিকাল ৫টার পর বিডিং বন্ধ হয়ে যাবে। বিডিং পিরিয়ডের পর অফার পিরিয়ড শুরু হবে ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টা পর্যন্ত।

বসুন্ধরা পেপার আইপিও’র মাধ্যমে মোট ২০০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা। এই ২০০ কোটি টাকার মধ্যে ইলিজিবল ইনভেষ্টরদের জন্য ১২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বসুন্ধরা পেপারকে শেয়ারবাজারে তালিকাভুক্তিতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড। এছাড়া রেজিষ্টার টু দ্য ইস্যু হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

sherpard-300x137স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত এই বোর্ড সভা সূত্রে জানা যায়, চলতি বছরের জুন শেষ হওয়া ২০১৭ সালে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৪ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৩৪ টাকা।

আগামী ২১ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ফুয়াং ফুডের বোর্ড সভা ১৮ অক্টোবর

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফুয়াং ফুডের লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ব্র্যাক ব্যাংক
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. এক্সিম ব্যাংক
  4. উত্তরা ব্যাংক
  5. শাহজালাল ব্যাংক
  6. ইসলামী ব্যাংক
  7. আমরা নেটওয়ার্ক
  8. ন্যাশনাল ব্যাংক
  9. আল-আরাফাহ ব্যাংক
  10. প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

শেয়ারবাজারে সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে। আর এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২০৭ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৭৬৫ কোটি ১০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৯৬৭ কোটি ৮৪ লাখ টাকা।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো= ব্র্যাক ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক, শাহজালাল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমরা নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

ডিএসইতে আজ ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৮টির। দর অপরিবর্তিত আছে ৩৭টির।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৫৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির কমেছে ১৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৪৯ কোটি ৩৭ লাখ টাকা। যা গত দিন ছিল ৪৯ কোটি ১০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউসিবি ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্যাংক উদ্দ্যোক্তার ১.৫ কোটি শেয়ার বিক্রয়ের ঘোষণা

standardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা দেড় কোটি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আবদুল আহাদ নামে এই উদ্দ্যোক্তা তার থাকা ১ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ৪৩টি শেয়ারের মধ্যে দেড় কোটি শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ ব্যাংকটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

জিপিএইচ ইস্পাত কারখানায় ট্যাংক বিস্ফোরণে ১১ জন অগ্নিদগ্ধ

gphচট্টগ্রাম প্রতিবেদক :

সীতাকুণ্ডের ছোট কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানার তরল লোহার ট্যাংক বিস্ফোরণে ১১ কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন।

এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় ১১ জনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধদের মধ্যে আছেন সীতাকুণ্ডের বাদশা মিয়ার ছেলে সোলায়মান (২৮), দিনাজপুরের মতিউর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম (২৮), আবদুল হকের ছেলে শাহ আলম (৩২), নোয়াখালীর আবদুর রবের ছেলে আনোয়ার হোসেন (৩০), দিনাজপুরের আনছার আলীর ছেলে মিজানুর রহমান (২৭), সীতাকুণ্ডের তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (২৭), আতাউল হকের ছেলে আলাউদ্দিন (২৮), লালমনির হাটের আজিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৫) প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

কাসেম ড্রাইসেলসের বোর্ড সভা ১৭ অক্টোবর

qasem 1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ড্রাইসেলস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এমজেএল বাংলাদেশের বোর্ড সভা ১৯ অক্টোবর

mjl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৬টায় রাজধানীর নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ১৬ অক্টোবর

mercantilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইডিএলসির ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৬ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ