পতিত জমিকে চাষের আওতায় আনতে ৪৩৮ কোটি টাকার প্রকল্প : কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব ও কৃষকদরদী। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলস কাজ করছে। করোনা পরিস্থিতিতে খাদ্যসংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনানুয়ায়ী প্রতি ইঞ্চি জমিকে চাষের আওতায় আনতে সম্প্রতি ৪৩৮ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। এর মাধ্যমে বাড়ির আঙিনায় ও পতিত জমিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করা হবে। ফলে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি হবে।

কৃষিমন্ত্রী শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষিবিদ সমিতির বার্ষিক সাধারণ সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

নতুন জাতের ফসলের বীজের উৎপাদন ও বিতরণে আরও শক্তিশালী ভূমিকা রাখতে বিএডিসির কর্মকর্তাদের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, দেশে বীজ, সার, সেচসহ কৃষি উপকরণের প্রাপ্তি ও বিতরণে বিএডিসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের গবেষক ও বিজ্ঞানীরা ইতোমধ্যে ফসলের অনেক উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করেছেন। দ্রুত এসব জাতের বীজের উৎপাদন ও কৃষক পর্যায়ে বিতরণ করতে হবে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি; এখন নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্যের নিশ্চয়তা দিতে কাজ করছি। সেটি অর্জন করতে হলে কৃষিবিদদেরকে আরও কঠোর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

‘দেশে ৫ লাখ ভারতীয় বিনা পাসপোর্টে কাজ করে’ – গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাম্প্রতিক এই মন্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, ডা. জাফরুল্লাহ নিজেকে সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবী বলে দাবি করেন- আমি সেটাকে সম্মান করি। কিন্তু তিনি যখন বলেন যে, ‘দেশে ৫ লাখ ভারতীয় বিনা পাসপোর্টে কাজ করে’-এই তথ্য তিনি কোথায় পেলেন? কোন তথ্যের ভিত্তিতে তিনি এ মন্তব্য করেছেন? এটি একটি বিভ্রান্তকর তথ্য। তিনি জাতিকে বিভ্রান্ত করতে এসব কথা বলছেন। মন্ত্রী বলেন, ১৯৪৭ সাল থেকে পাকিস্তানিরা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে ও ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ২৩ বছর শোষণ করেছিল। দেশের একদল বুদ্ধিজীবী, রাজাকার, আলবদর ও স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সময় ‘ভারত বাংলাদেশ দখল করে ফেলবে’- এমন মিথ্যাচার ও জুজুর ভয় দেখিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সেই একই গোষ্ঠী, স্বাধীনতাবিরোধীশক্তি, পাকিস্তানের এ দেশিয় দোসর ও সহযোগীরা বিভ্রান্তমূলক ও ভিত্তিহীন তথ্য দিয়ে, মিথ্যাচার করে জাতিকে এখনও বিভ্রান্ত করার চেষ্টা করছে।

কর্মকর্তাদেরকে বদলি পদায়নের জন্য তদবির না করার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, আপনাদের অনেকেই প্রকল্পের পরিচালক (পিডি), প্রকল্ল উপপরিচালক বা পছন্দমত পদে পদায়ন ও বদলির জন্য নানাভাবে তদবির করেন। এটি কোন মতেই কাম্য নয়। যারা তদবির করেন তাদেরকে আমি একদম পছন্দ করি না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: নজরুল ইসলাম। বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি রিপন কুমার মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দে ও সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়। বীজ ও সার ব্যবস্থাপনায় বিএডিসির কৃষিবিদদের ভূমিকার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো: আজিম উদ্দিন। সাধারণ সভায় সারা দেশে কর্মরত বিএডিসির তিন শতাধিক কৃষিবিদ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

সমন্বিত যোগাযোগ ব্যবস্থায় রেলকে ঢেলে সাজানো হচ্ছে : রেলপথমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘যেকোনো দেশের উন্নয়নের মূল চাবিকাঠি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আর সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই রেলকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।’

আজ শনিবার (১৩ মার্চ) রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের স্টেশন এবং অপারেশন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আদর্শ রেলওয়ে স্টেশন ও যাত্রীসেবার মানোন্নয়নে পারস্পরিক শিখন ও ওয়াশবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি।

রেলমন্ত্রী আরো বলেন, ‘অন্যান্য দেশের রেলওয়ে ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রেল ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। অন্য দেশে রেল মানুষের জীবনযাত্রায় অনেকভাবে প্রভাব বিস্তার করছে। আমাদের দেশেও রেলকেন্দ্রিক অনেকের জীবনব্যবস্থা চালু আছে। যে অঞ্চলের পাশ দিয়ে রেললাইন গেছে সেখানে রেলকে কেন্দ্র করেই সবকিছু পরিচালিত হচ্ছে।

সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রেলকে ঢেলে সাজাতে সরকারের পদক্ষেপ নিয়ে মন্ত্রী বলেন, ‘বিদ্যমান রেলওয়ে ট্র্যাকের সক্ষমতা বৃদ্ধি করে গতি বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমরা করব। ইতোমধ্যেই স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। এ বছরের মধ্যে ৫০টি স্টেশনকে সংস্কার ও আধুনিক করা হবে।’

নূরুল ইসলাম সুজন বলেন, ‘প্রধানমন্ত্রী রেলকে অধিক গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন, প্রতিটি জেলায় রেল সংযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সমুদ্র বন্দরের সঙ্গে রেল সংযোগ প্রকল্প নেওয়া হয়েছে। প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েকটি আন্তঃসংযোগ খুলে দেওয়া হয়েছে।’

কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন নির্মাণ প্রকল্প, যমুনা বহুমুখী সেতু নির্মাণ, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পসহ বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান রয়েছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ৪০টি লোকোমোটিভ আসছে, দক্ষিণ কোরিয়া থেকে ইতোমধ্যে ১০টি বাংলাদেশে পৌঁছেছে। এভাবেই রেলকে ঢেলে সাজানোর জন্য বহুমুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

আজকের এ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ গ্রহণ করে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে রেলযাত্রীদের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান রেলমন্ত্রী। বাংলাদেশ রেলওয়ে এবং ওয়াটার এইড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সরদার শাহাদত আলী, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বক্তব্য দেন।

স্টকমার্কেটবিডি.কম/

সাধারণ সভায় ই-ভোটিং চালু করার নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে আগের নিয়মে এজেন্ডা পাশ না করে ই-ভোটিং পদ্ধতি চালু করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি তালিকাভুক্ত সব কোম্পানিকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বিএসইসি।

কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা ও অতিরিক্ত সাধারণ সভায় শৃঙ্খলা ফিরাতে এই সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এই পদ্ধতিতে এজিএম বা ইজিএমের আগে কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের ভেন্যু ও ওয়েব লিংক জানিয়ে দিবে।

বিএসইসি মুখপাত্র রেজাউল করিম বলেন, এই ই-ভোটিং পদ্ধতিতে সকল শেয়ারহোল্ডারদের উপস্থিতি নিশ্চিত করবে বিএসইসি। পাশাপাশি সাধারণ সভাগুলোতে অধিক শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

নতুন এই পদ্ধতিতে সভার এজেন্ডাগুলো আলাদা আলাদাভাবে তুলে ধরা হবে। আর প্রতিটি এজেন্ডায় ভোটের আলাদা আলাদা করে ভোটিং অপশন রাখা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, এই ভোটিং পদ্ধতিতে আগেই রেজিষ্ট্রেশন করবে শেয়ারহোল্ডাররা। আর রেজিষ্ট্রেশন করা শেয়ারহোল্ডাররাই শুধু ভোট প্রদান করতে পারবে। প্রত্যেক এজেন্ডার জন্য আলাদা ভোট প্রদানের সুযোগ থাকবে।

বিএসইসি জানায়, অনলাইনে যে কোনো লাইভ অপশনের মাধ‌্যমে কোম্পানিগুলোর এজিএম বা ইজিএম অনুষ্ঠিত হবে। দেশের দুটি স্টক এক্সচেন্জে নির্ধারিত সিনিয়র কর্মকর্তারা এই সাধারণ সভা ও ভোটিং সিস্টেমস পর্যবেক্ষন করবেন। সভা শেষে ভিডিও সহ সকল নথি কোম্পানিগুলো ৪৮ ঘন্টার মধ‌্যে বিএসইসির নিকট জমা দিতে হবে বলে এই নির্দেশনায় বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

বাংলাদেশে স্যামসাং নিয়ে এলো বাজেটবান্ধব গ্যালাক্সি এ১২

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্যামসাং বাংলাদেশ তাদের এ-সিরিজের তালিকায় যোগ করলো কোয়াড ক্যামেরা এবং শক্তিশালী ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত গ্যালাক্সি এ১২। ইতিমধ্যে পিকাবুতে এর আগাম বিক্রি শুরু হয়েছে, যা আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে। এক্ষেত্রে, গ্রাহকরা বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন।

এ উপলক্ষে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশে ডিজিটাল রূপান্তর শুরু হয়েছে। মানুষ ধীরে ধীরে ডিজিটাল ডিভাইস গ্রহণ করছে এবং আমাদের জীবনে এটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বুঝতে পারছে। সারাদেশে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে অধিক সংখ্যক গ্রাহকের জন্য আমাদের বাজেটবান্ধব সেটের তালিকায় নতুন নতুন ডিভাইস যুক্ত করতে আমরা বিশেষভাবে আগ্রহী। এছাড়া, আমরা গ্যালাক্সি এ-সিরিজে আরও শক্তিশালী ডিভাইস আনব বলে আশা করছি।’

ডিভাইসটি কোয়াড ক্যামেরাযুক্ত—রয়েছে ৪৮ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগা পিক্সেলের ১২০-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড, ২ মেগা পিক্সেল ম্যাক্রো এবং ২ মেগা পিক্সেল ডেপথ সেন্সর। ম্যাক্রো লেন্সটি দিয়ে ব্যবহারকারীরা অসাধারণ ক্লোজ-আপ ছবি তুলতে পারবেন। এছাড়াও, দূর থেকে চমৎকার ছবি তুলতে স্মার্টফোনটিতে রয়েছে ১০ এক্স জুম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার মতো সুন্দর ছবি তুলতে এর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগা পিক্সেল সেন্সর। ফ্রন্ট সেন্সর দিয়ে লাইভ ফোকাস এবং এইচডিআর মোডে ছবি তোলা যায়।

গ্যালাক্সি এ১২-এ রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারি, যা দীর্ঘক্ষণ গেমিং, অনলাইন ক্লাস, কাজ এবং মিটিংয়ের জন্য ব্যবহারের পরেও সহজেই চলতে পারে সারা দিন। এছাড়াও, স্মার্টফোনটির এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) গেম বুস্টার সক্ষমতা দেয় স্মুথ গেমিংয়ের অভিজ্ঞতা। ডিভাইসটিতে আরও রয়েছে ডলবি অ্যাটমসের সাথে ৬.৫০-ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে।

ব্যাটারি, ডিসপ্লে এবং স্পিকারের দারুণ সমন্বয়ে গ্যালাক্সি এ১২ গেমার এবং দুর্দান্ত অভিজ্ঞতা পেতে আগ্রহী এমন ব্যক্তিদের জন্য নিখুঁত একটি ডিভাইস। স্মার্টফোনটি স্যামসাংয়ের ওয়ান ইউআই ২.৫ এবং অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। শক্তিশালী মিডিয়াটেক হেলিও পি৩৫ অক্টা-কোর চিপসেটের কারণে এই ডিভাইসটির রয়েছে দুর্দান্ত পারফর্মেন্সের ক্ষমতা।

পিকাবুতে আগাম বিক্রি চলাকালীন হ্যান্ডসেটটি কিনলে গ্রাহকরা বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকরা ৫০০ টাকা ছাড়ে হ্যান্ডসেটটি কিনতে পারবেন অথবা বিনাসুদে ছয় মাসের ই এম আই সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও, বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ক্রেতারা অতিরিক্ত ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন। স্যামসাং গ্যালাক্সি এ১২ পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকা বাজারদরে এবং অর্ডার করা যাবে https://pkbo.app/Galaxy-A12-4GB এই ঠিকানায়।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে বার্জার পেইন্টস বিডি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৫.৯৬ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, উক্ত সপ্তাহে শেয়ারটির ৫৭ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৫৮ লাখ টাকা ছিল।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৫.৫৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ৩৩ কোটি ৪১ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৬৮ লাখ টাকা ছিল।

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৫.৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ৪৪ কোটি ১৫ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৮৩ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- লাফার্জহোলসিম বিডির ১২.৭৪ শতাংশ, সামিট পাওয়ারের ১১.১১ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১০.৮৫ শতাংশ, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০.৪০ শতাংশ, এস.এস স্টিলের ১০.১৬ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ১০.০০ শতাংশ ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮.৯৫ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক দর কমার শীর্ষে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে রয়েছে ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৬৩.৫৪ শতাংশ। ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৩৬ লাখ ৯৪ হাজার টাকা ছিল।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১২.৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ১ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৯ লাখ টাকা ছিল।

গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১২.৪০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ৪ কোটি ৭৮ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৯৫ লাখ ৬৩ হাজার টাকা।

এই তালিকায় থাকা শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- নিটল ইন্স্যুরেন্সের ৮.৯৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৬৭ শতাংশ , এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮.১৬ শতাংশ , সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮.১২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮.০৮ শতাংশ , পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ ও অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭.৭৭ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৫৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১৩ কোটি ২৪ লাখ টাকার।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৩৯ লাখ টাকার।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট পাওয়ারের ২৮৪ কোটি ৯৬ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ২৬৩ কোটি ৪ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ২১৬ কোটি ৬৭ লাখ, বেক্সিমকো ফার্মার ১৪২ কোটি ৭৩ লাখ, জেবিবি পাওয়ারের ১০৯ কোটি ৪৬ লাখ, লূব রেফ বিডির ৯৩ কোটি ১৮ লাখ ও ওরিয়ন ফার্মার ৮৪ কোটি ৩০ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৩৮ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৭-১১ মার্চ) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৮৩ পয়েন্টে। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭.২৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৪০ পয়েন্ট বা ২.৩৮ শতাংশ বেড়েছে ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৯৬ পয়েন্টে। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৪৫ শতাংশ, টেলিযোগাযোগ খাতের ১৩.৪৫ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৫৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৭.৭১ পয়েন্টে, বস্ত্র খাতের ১৭.৩২ পয়েন্টে, বিমা খাতের ১৮.২৩ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.১০ পয়েন্টে, প্রকৌশল খাতের ২০.২৭ পয়েন্টে, সিরামিক খাতের ২৬.৯৮ পয়েন্টে, খাদ্য খাতের ১৩.২৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৪.১৭ পয়েন্টে, বিবিধ খাতের ৫৩.৯২ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৫০.৬০ পয়েন্টে, পেপার খাতের ৭০.৮২ পয়েন্টে, আর্থিক খাতের ৯৯.৬৮ পয়েন্টে, চামড়া খাতের (-১৩.১৯) পয়েন্টে এবং পাট খাতের (-৪২.৪৩) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/

৫ দিনে বাজার মূলধন বেড়েছে ৯,৭৫৯ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৯,৭৫৯ কোটি টাকা বেড়েছে। এসময় গত সপ্তাহের তুলনায় লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৩৩০ কোটি ৮৯ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৩ হাজার ৫৯৫ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২০.৪৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৮৬৬ কোটি ১৭ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২০.৪৪ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭১৯ কোটি ১৯ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪১.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৫৪ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৭.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৫ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৩ হাজার ৯৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৮৫৪ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৯,৭৫৯ কোটি টাকা বা ২.০৬ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/