ফায়ার সেফটি-সিকিউরিটি এক্সপো শুরু ১৪ ফেব্রুয়ারি

10-02-19-IFSSE_Press-Confer-5c60166615886স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপ্রো-২০১৯। এবার ষষ্ঠবারের মতো তিন দিনব্যাপী এ মেলা চলবে।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-(ইসাব) এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এবারের মেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তাইওয়ান, তুরস্ক, চীন, ভারতসহ ২৬ দেশের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির খ্যাতমান ব্র্যান্ড প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শিত হবে। মেলায় স্টল থাকবে ৭০টি। মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

মেলায় কো-পার্টনার হিসেবে থাকছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে থাকছে বিটিএমএ এবং সাপোর্ট পার্টনার হিসেবে থাকবে র‍্যাব ফোর্সেস। মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় চারটি বিশেষ সেমিনার হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, ইসাব এর সভাপতি মোতাহার হোসেন খান, সংগঠনের পরিচালক মাহমুদ ই খুদা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রশীদ এবং প্রচার সম্পাদক জাকির উদ্দিন আহম্মেদ।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইপিডিসি ফাইন্যান্সের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

ipdcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৭.২০ টাকা।

আগামী ৩১ মার্চ কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

green deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০৯ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৭৭.৮৬ টাকা।

আগামী ৩১ মার্চ কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ

ক্রিসেন্ট গ্রুপের ‘ঋণ ডাকাতি’, ২২ জনের বিরুদ্ধে মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানি না করেও ভুয়া রপ্তানি বিলের মাধ্যমে জনতা ব্যাংক থেকে ১ হাজার ৭৪৫ কোটি টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার রাজধানীর চকবাজার থানায় পাঁচটি মামলা করেন সংস্থার সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

মামলায় আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা, জাল কাগজপত্র তৈরি করে জালিয়াতি, পরস্পর যোগসাজশ, প্রতারণায় সহায়তা, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

মালিকদের মধ্যে সাতজনকে মামলায় আসামি করা হয়েছে। তাঁরা হলেন ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের, পরিচালক সুলতানা বেগম ও রেজিয়া বেগম, রূপালী কম্পোজিট লেদারের পরিচালক সামিয়া কাদের নদী, রিমেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুল আজিজ ও ব্যবস্থাপনা পরিচালক লিটুন জাহান মীরা এবং লেসকো লিমিটেডের চেয়ারম্যান মো. জাকারিয়া।

ব্যাংকারদের মধ্যে আসামি করা হয়েছে ১৫ জনকে। তাঁরা হলেন জনতা ব্যাংকের তৎকালীন দুই জিএম মো. ফখরুল আলম (বর্তমানে কৃষি ব্যাংকের ডিএমডি) ও মো. জাকির হোসেন (বর্তমানে সোনালী ব্যাংকের ডিএমডি), জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম (বর্তমানে সোনালী ব্যাংকের ডিএমডি), ডিজিএম মুহাম্মদ ইকবাল, এ কে এম আসাদুজ্জামান ও কাজী রইস উদ্দিন আহমেদ, এজিএম মো. আতাউর রহমান সরকার ও এস এম শরীফুল ইসলাম, এসপিও মো. খায়রুল আমিন ও বাহারুল আলম, মো. মাগরেব আলী, অফিসার ইনচার্জ (এক্সপোর্ট) মোহাম্মদ রুহুল আমিন, সিনিয়র অফিসার ইনচার্জ মো. সাইদুজ্জামান, মো. মনিরুজ্জামান ও মো. আবদুল্লাহ আল মামুন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইএমএফের কাছ থেকে আর কখনও ঋণ নেবে না তুরস্ক

imfস্টকমার্কেটবিডি ডেস্ক :

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ‘ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের’ আইএমএফের কাছ থেকে আর কখনও ঋণ নেবে না তুরস্ক। ওই প্রতিষ্ঠানটির কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়টি এখন সম্পূর্ণ অতীতের ঘটনা। ২০১৩ সাল থেকে দেশটি আইএমএফের ঋণ নেওয়া বন্ধ করে দিয়েছে।

এরদোয়ানের প্রধান বিরোধী রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপলস পার্টির’ (সিএইচপি) পক্ষ থেকে বলা হয়েছিল, আগামী ৩১ মার্চ নির্বাচনের পর এরদোয়ানের সরকার আবার আইএমএফের কাছ থেকে ঋণ নিতে যাবে। দলটির এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে এরদোয়ান তার দলের সংসদ সদস্যদের জানিয়ে দিলেন আইএমএফের বিষয়ে তার অবস্থান। এ বিষয়ে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট ২০১৯ সালের ছয় ফেব্রুয়ারি প্রধান শিরোনাম করেছে, ‘টার্কিশ ডিলিং উইথ আইএমএফ থিং অব দ্য পাস্ট।’

ছয় বছর আগে তুরস্ক আইএমএফের সব ঋণ পরিশোধ করে দিয়েছে। ২০১৩ সালের পর থেকে দেশটি আর কোনও ঋণ নেয়নি আন্তর্জাতিক সংস্থাটির কাছ থেকে। সিএইচপির সমালোচনা করে এরদোয়ান মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বলেছেন, আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার মানসিকতা তাদের, এরদোয়ানের একেপির নয়। এইএমএফের কাছে সিএইচপি যায়।

জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় দলের সঙ্গে আলোচনা করার সময় এরদোয়ান আরও বলেছেন আইএসব্যাংকে থাকা সিএইচপির শেয়ার সরকারি মালিকানায় নিয়ে নেওয়া হবে। সংসদে এ বিষয়ে খুব শীঘ্রই প্রস্তাব তোলা হবে। আইএসব্যাংকে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের যে শেয়ার ছিল, তার মৃত্যুর পর তা চলে যায় সিএইচপির কাছে। ২৮.১ শতাংশ মালিকানার জন্য পার্টি ব্যাংকের কাছ থেকে কোনও লভ্যাংশ নেয় না। তবে ব্যাংকের পরিচালনা পর্ষদে দলের চার জন প্রতিনিধিকে রাখা হয়েছে।

গত বছর থেকে মুদ্রামানের পতনের কারণে অস্থিতিশীল হয়ে ওঠে তুরস্কের অর্থনীতি। দেশটির মুদ্রা লিরার দরপতন হয়েছিল প্রায় ৪০ শতাংশ। গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে যখন ডোনাল্ড ট্রাম্প তুরস্ক থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দেন। নভেম্বরের দিকে এসে লিরা খানিকটা স্থিতিশীল হয়। বর্তমানে ডলারের সঙ্গে লিরার বিনিময় হার ৫.২১।

অক্টোবর মাসেও একবার এরদোয়ান জানিয়েছিলেন, দেশের অর্থনৈতিক সংকট কাটাতে তিনি আইএমএফের ঋণ নেবেন না। সিএইচপি যে দাবি করছে তার বিরুদ্ধে বক্তব্য রেখেছে দেশটির অর্থ মন্ত্রণালয়ও। গত শুক্রবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্ক বাইরের সহযোগিতা ছাড়াই অর্থনীতিকে স্থিতিশীল করতে সক্ষম। বিরোধী রাজনৈতিক দল সিএইচপির বক্তব্য অপপ্রচার মাত্র।

স্টকমার্কেটবিডি.কম/এ

প্রতি বছর ৮ লাখ নতুন বেকার তৈরি হচ্ছে: সিপিডি

cpdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় প্রতি বছর আট লাখ নতুন বেকার তৈরি হচ্ছে, এমনটাই তুলে ধরা হয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘প্রবৃদ্ধি ও অগ্রাধিকার’বিষয়ক সংলাপে।

১০ ফেব্রুয়ারি রবিবার গুলশানে লেকশোর হোটেল আয়োজিত সংলাপে জানানো হয়, প্রবৃদ্ধির সুবিধা সমানভাবে বিতরণ না হওয়ায় দেশে বৈষম্য চরম আকার ধারণ করেছে।

এ সময় সিপিডির বক্তারা বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্যখাতে নজর দেয়া দরকার। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যব্যবস্থা চরমভাবে ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে অবকাঠামোগত উন্নয়ন হলেও তা ব্যবহারে স্বচ্ছতা নেই।’

সংলাপের মূল প্রবন্ধে বলা হয়, গত ১০ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হলেও কর্মসংস্থান প্রবৃদ্ধি মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বৈষম্যের চিত্র উদ্বেগ বাড়িয়েছে। প্রতি বছর দুই লাখ মানুষ শ্রম বাজারে ঢুকছে, বিপরীতে চাকরি তৈরি হচ্ছে এক লাখ ৩০ হাজার।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

রাজস্ব না পাওয়া এলাকা শনাক্ত করা হয়েছে: অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কিছু কিছু এলাকায় প্রত্যাশিত রাজস্ব পাওয়া যাচ্ছে না, সেসব এলাকা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মূল্য সংযোজন কর ও কাস্টমস সংশ্লিষ্ট সদস্য এবং কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের সবার উদ্দেশ্য রাজস্ব আহরণ বৃদ্ধি করা। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে কিভাবে রাজস্ব আহরণ বৃদ্ধি করা যায়, আমরা সে চেষ্টা করছি।

তিনি আরো বলেন, প্রত্যেক এলাকায় কর অফিস থাকবে। কর আহরণে অটোমেশনসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে। সব এলাকায় প্রত্যাশিত রাজস্ব আহরণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

কাউকে কষ্ট দিয়ে এবং ক্ষতিগ্রস্ত করে কর আদায় করা হবে না জানিয়ে মুস্তফা কামাল বলেন, কর ব্যবস্থাপনা সুসংহত করা হবে। ট্যাক্স রেট না বাড়িয়ে ট্যাক্স নেট বাড়ানো হবে। ফলে কেউ ক্ষতির আশঙ্কায় পড়বেন না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র-রাশিয়া : নসরুল হামিদ

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের স্থল ও জলভাগে একসঙ্গে আরও গ্যাসকূপ খননে আগ্রহী যুক্তরাষ্ট্র ও রাশিয়া। জ্বালানি মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সাক্ষাৎকার শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

এসময় রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে সম্ভাবনা দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র। অবকাঠামোগত উন্নয়ন ও শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সন্তোষজনক উন্নতি করেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যোগাযোগ ও উন্নয়নে বাংলাদেশের কাজ করতে আগ্রহী আমার দেশ।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ সহকারী (ডেপুটি সেক্রেটারি) থমাস ভাজদা বিনিয়োগের ব্যাপারে বলেন, মুক্ত ও অবাধ বিনিয়োগ অঞ্চল হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও সুশাসনের কথা মাথায় রেখে জ্বালানি খাতে আমরা বিশেষভাবে আগ্রহী।

পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সম্পর্কে জানাতে একটি সফরের পরিকল্পনা করেছি। রাষ্ট্রদূতের সঙ্গে জ্বালানি, অবকাঠামো ও ডিজিটাল ইকোনমি নিয়ে আলোচনা হয়েছে। তারা শেখ হাসিনার সরকারের প্রতি সন্তুষ্ট ও বিনিয়োগে আগ্রহী।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দিনশেষে সূচকের বড় পতন হলেও বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮১২ কোটি ৭৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৭৭২ কোটি ৯৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৭টির। আর দর অপরিবর্তিত আছে ২৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, লিগ্যাসী ফুটওয়ার, জেনেক্স ইনফোসিস, সুন্নু স্টাফলার্স, পাওয়ার গ্রিড, সিঙ্গারবিডি ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৮০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৬ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল এ্যাডভেন্ট ফার্মা ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. ফরচুন সুজ
  4. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  5. লিগ্যাসী ফুটওয়ার
  6. জেনেক্স ইনফোসিস
  7. সুন্নু স্টাফলার্স
  8. পাওয়ার গ্রিড
  9. সিঙ্গারবিডি
  10. সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।