নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি মার্কিন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছর নভেম্বরে দেশে রেসিট্যান্স এসেছে ১৯৩ কোটি ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার ১৮২ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ কোটি ৭৫ পয়সা হিসাবে)।

রবিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রবাসী আয়ে সরকারের দেওয়া ২ টাকা ৫০ পয়সা প্রণোদনার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলো আরও ২ টাকা ৫০ পয়সা দেওয়ায় অক্টোবর মাসে প্রবাসী আয় বাড়তে থাকে। ১৭ নভেম্বর পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। কিন্তু নভেম্বর মাসের ১৭ তারিখের পর প্রবাসী আয়ের ডলার দাম দুই দফায় ৭৫ পয়সা কমিয়ে ১০৯ টাকা ৭৫ পয়সা পুনঃনির্ধারণ করার ফলে আয় কিছুটা কমে যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৩১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম/////

রিহ্যাবে নতুন প্রশাসক যোগ দিলেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (রিহ্যাব) প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের (প্রশাসন-৪ শাখা) উপ-সচিব জান্নাতুল ফেরদৌস যোগ দিয়েছেন।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে তিনি রিহ্যাব অফিসে আনুষ্ঠানিকভাবে নিজের কার্যক্রম শুরু করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিনি আগামী তিন মাসের মধ্যে রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন করার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।

রিহ্যাবে যোগ দেওয়া প্রশাসক জান্নাতুল ফেরদৌস রিহ্যাব পরিচালনা পর্ষদের একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন সফল করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/////

৪ মাসে রাজস্ব আদায় ১ লাখ ৩,৯৭৬ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২৩-২৪ করবর্ষের প্রথম চার মাস জুলাই-অক্টোবরে এক লাখ তিন হাজার ৯৭৬ কোটি টাকা আয়কর আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৩৬ শতাংশ বেশি।

এ তথ্য জানিয়েছে রাজস্ব বোর্ডের একটি সূত্র।

এনবিআরের তথ্য অুনযায়ী, জুলাই-অক্টোবর চার মাসে আয়কর আদায় হয়েছে ৩১ হাজার ২৫৯ কোটি টাকা। আগের বছর একই সময়ে আয়কর আদায় হয়েছিল ২৬ হাজার ৭৮৪ কোটি টাকার। এক্ষেত্রে প্রবৃদ্ধি হার ১৬ দশমিক ৭১ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি-রপ্তানি শুল্ক থেকে রাজস্ব আয় হয়েছে ৩২ হাজার ৬৬১ কোটি টাকা। আগের বছরের একই সময়ে শুল্ক আদায় হয়েছিল ২৯ হাজার ৯৩৭ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৯ দশমিক ১২ শতাংশ।

উল্লিখিত চার মাসে ভ্যাট আদায় বেড়েছে ১৭ দশমিক ১১ শতাংশ। চলতি বছরে চার মাসে ভ্যাট আদায়ের পরিমাণ ছিল ৪০ হাজার ৪৮ কোটি ৬২ লাখ টাকা।

চলতি ২০২৩-২৩ করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে চার লাখ ৩০ হাজার কোটি টাকা। জুলাই-অক্টোবর চার মাসে কৌশলগত লক্ষ্যমাত্রা রয়েছে এক লাখ ৪৩ হাজার কোটি টাকার কিছু ওপরে।

এ হিসাবে রাজস্ব আদায় কিছুটা কম হলেও প্রবৃদ্ধি ভালো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

এলপিজি গ্যাসের দাম আরও বাড়ালো বিইআরসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি লিটার ৬৩ টাকা ৩৬ পয়সা থেকে বাড়িয়ে ৬৪ টাকা ৪৩ টাকা করা হয়েছে।।

আজ রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ডিসেম্বর মাসের জন্য প্রতিকেজি এলপিজির দাম ১১৭ টাকা ২ পয়সা নির্ধারণ করেছে।

এক সংবাদ ব্রিফিংয়ে বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন এসব তথ্য জানান। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।

নভেম্বরে প্রতিকেজি এলপিজি গ্যাসের দাম ১১৫ টাকা ৯ পয়সা ও ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

এ মাসে যানবাহনের জন্য ব্যবহৃত এলপিজির দামও প্রতি লিটার ৬৩ টাকা ৩৬ পয়সা থেকে বাড়িয়ে ৬৪ টাকা ৪৩ টাকা করা হয়েছে।

সৌদি আরবে দাম বাড়ার কারণে এলপিজির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিইআরসি কর্মকর্তারা।

এলপিজির দাম চলতি বছরের ফেব্রুয়ারিতে রেকর্ড ১ হাজার ৪৯৮ টাকা (১২ কেজি সিলিন্ডার) পৌঁছেছিল।

স্টকমার্কেটবিডি.কম////

সাভার রিফ্রাক্টরিজের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সাভার রিফ্রাক্টরিজের ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমাণ “এ১” এসেছে। আর স্বল্প মেয়াদি ঋণমাণ “এসটি-৩” এসেছে।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ২৯ নভেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক তথ্য উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে এমারেল্ড অয়েল; ২য় জিকিউ বলপেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে জিকিউ বলপেন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৮ লাখ টাকা।

খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ১৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইয়াকিন পলিমারের ১৩ কোটি ৯৯ লাখ, ফুয়াং ফুডসের ১২ কোটি ৮২ লাখ, মুন্নু সিরামিকসের ১২ কোটি ৬০ লাখ, সেন্ট্রাল ফার্মার ১২ কোটি ৩৯ লাখ, আফতাব অটোসের ৯ কোটি ১২ লাখ, ফুয়াং সিরামিকসের ৮ কোটি ৪৭ লাখ ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ
  2. জিকিউ বলপেন
  3. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  4. ইয়াকিন পলিমার
  5. ফুয়াং ফুডস
  6. মুন্নু সিরামিকস
  7. সেন্ট্রাল ফার্মা
  8. আফতাব অটোস
  9. ফুয়াং সিরামিকস
  10. সি পার্ল বিচ রিসোর্ট ।

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৩১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৮টির আর দর অপরিবর্তিত আছে ১৮১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ইয়াকিন পলিমার, ফুয়াং ফুডস, মুন্নু সিরামিকস, সেন্ট্রাল ফার্মা, আফতাব অটোস, ফুয়াং সিরামিকস ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৮১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ২৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও ফার কেমিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ভ্যাট ১০ লাখ টাকা হলেই ই-পেমেন্ট বাধ্যতামূলক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোনো প্রতিষ্ঠানের পরিশোধযোগ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ লাখ টাকা বা তার বেশি হলেই ই-পেমেন্ট বা ‘এ’ চালানের মাধ্যমে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক নীতি থেকে সম্প্রতি এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আগামী ১ জানুয়ারি থেকে এ আদেশ বাধ্যতামূলকভাবে মানার নির্দেশনা দিয়েছে ভ্যাট বিভাগ।

ভ্যাট নীতির সদস্য জাকিয়া সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আধুনিক ই-পেমেন্ট বা ‘এ’ চালান পদ্ধতি ব্যবহার করে ব্যবসায়ীরা নির্বিঘ্নে দ্রুততম সময়ে রাজস্ব পরিশোধ করতে পারবেন।

যার মাধ্যমে সরকারি কোষাগারে রাজস্ব জমা নিশ্চিত হবে। যেহেতু, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অধিক অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার মাধ্যমে সহজে ও দ্রুততম সময়ের মধ্যে মূসক জমা প্রদান ও জাল-জালিয়াতি রোধ নিশ্চিত করা সম্ভব।

এতে আরো বলা হয়েছে, সেকারণে জনস্বার্থে ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ও ২০১৬ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালার ক্ষমতাবলে কোনো নির্দিষ্ট কর মেয়াদে কোনো প্রতিষ্ঠানের নীট প্রদেয় মূসকের পরিমাণ ১০ লাখ টাকা বা তদূর্ধ্ব হলে মূসক বা ভ্যাট ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধযোগ্য হবে এবং তা মূল্য সংযোজন কর ই-পেমেন্ট বা ‘এ’ চালানের মাধ্যমে জমা দেওয়া বাধ্যতামূলক করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/////

মুন্নু সিরামিকসের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি মুন্নু সিরামিকস ইন্ডস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ৯ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫ টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি