ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১.৩২%

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে । আগের সপ্তাহের চেয়ে ডিএসইর পিই রেশিও দশমিক ১৯ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১৪.৫১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩২ পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম///

ইবনে সিনা ফার্মার ১ম প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪.৬৩ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০১.৯০ টাকা। গত ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১০১.৪২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড বাৎসরিক বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ ৪ নভেম্বর বেলা ৪টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইউনিয়ন ব্যাংকের উপশাখা ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শরী‘আহভিত্তিকইউনিয়ন ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলের উপশাখা ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখা ব্যবসা পর্যালোচনা সভার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল ও লালদিঘী শাখার শাখা প্রধান এসভিপি মোঃ আরফান আলী, প্রধান কার্যালয়ের বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান এসভিপি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ভিওসিডি এর প্রধান ভাইস প্রেসিডেন্ট চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার এবং বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের উপশাখা ইনচার্জবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী সমবেত সকলকে ব্যবসায়িক সাফল্য তুলে ধরে অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

স্টকমার্কেটবিডি.কম///

সৈয়দা রশিদা বারীকে ড. এম. এ. ওয়াজেদ মিয়া স্বর্ণপদক প্রদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাহিত্যে অবদানের জন্য সাহিত্যিক সৈয়দা রশিদা বারী ড. এম. এ. ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কারে ভূষিত হলেন

সাহিত্যে অসামান্য অবদানের জন্য সাংবাদিক ও সাহিত্যিক সৈয়দা রাশিদা বারী ’ড. এম. এ. ওয়াজেদ মিয়া ১২তম আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২২’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

ড. এম. এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান, সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নয়জন সম্মানিত ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগে’র প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান।

সভাপতিত্ব করেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ.কে. এম. ফরহাদুল কবির।

জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় (আব্দুস সালাম হল) এ আয়োজিত সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসাবে সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার সৈয়দা রাশিদা বারীকে এই সংগঠনের পক্ষ থেকে ’ড. এম. এ. ওয়াজেদ মিয়া ১২তম আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২২’ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারের অংশ হিসেবে সৈয়দা রাশিদা বারীকে একটি ক্রেস্ট, একটি মেডেল ও একটি সার্টিফিকেট প্রদান করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৈয়দা রাশিদা বারী একজন বহুমাত্রিক লেখক ও সাহিত্যিক, তিনি শতাধিক গ্রন্থের প্রণেতা।

এছাড়া, তিনি ঢাকা থেকে প্রকাশিত মাসিক ‘স্বপ্নের দেশ’ পত্রিকার সম্পাদক-প্রকাশক এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের গীতিকার।

মুক্তিযোদ্ধা ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মানু, অতিরিক্ত সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক এ.এইচ.এম. শফিকুজ্জামান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মানিকগঞ্জ জোলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নেতা আব্দুস সালাম এডভোকেট, ড. এম. এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এর সহ-সভাপতি প্রফেসর ড. মো. মিজানুল হাসান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম রাজা, এবং মুক্তিযোদ্ধা ও ড. এম. এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এর সহ-সভাপতি এ.কে. বোরহানউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।

ড. এম. এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো. মশিউর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

স্টকমার্কেটবিডি.কম///

পোশাক কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাক শ্রমিকদের টানা বিক্ষোভের মধ্যে কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করতে গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, শনিবার সপ্তম দিনের মতো মজুরি বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় সড়কে নেমে অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম///

মেট্রো রেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেট্রো রেলের এমআরটি লাইন-৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে তিনি এ অংশের উদ্বোধন করেন। বিকেল ৪টায় মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এর আগে ঢাকাকে যানজটমুক্ত করতে গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধন করা হয়।

সে সময় মেট্রো রেলের প্রথম অংশ উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ১০ মাস পর এসে শনিবার (৪ নভেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশের উদ্বোধন করা হলো।

২০ কিলোমিটার দূরত্বের উত্তরা-মতিঝিল রুটে কর্মব্যস্ত দিনে লেগে যায় দুই থেকে আড়াই ঘণ্টা। যানজটের শহরে জাদুর মেট্রো রেল এ পথ অতিক্রম করবে মাত্র ৩১ মিনিটে।

আগামীকাল রবিবার (৫ নভেম্বর) থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এ অংশের মেট্রো রেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট।

মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চার ঘণ্টা ট্রেন চলাচল করবে।

এর মধ্য দিয়ে মতিঝিল-উত্তরার যাত্রীদের দীর্ঘদিনের যানজট দুর্ভোগের অবসান হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

মেট্রোর ৬০ শতাংশ যাত্রীই আগে বাসে চড়ত : জরিপ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেট্রো রেলে গত ১০ মাসে যারা নিয়মিত যাতায়াত করেছেন তার ৫৯. ৪১ শতাংশই ছিলেন বাসের যাত্রী। আর ব্যক্তিগত গাড়িতে চলাচল করে এমন যাত্রীদের মাত্র ৪.৫১ শতাংশ মেট্রো রেল ব্যবহার করেছেন। মেট্রোতে সবচেয়ে কম উঠেছেন যারা, ভাড়া করা কার ব্যবহার করেন এমন যাত্রীরা। তারা মেট্রোর মোট যাত্রীর ২.৪৩ শতাংশ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) করা এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এই জরিপে গত ১৭ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই মাসে দেড় হাজার যাত্রীর তথ্য সংগ্রহ করা হয়। প্রতিদিন মেট্রো রেলে যে পরিমাণ যাত্রী যাতায়াত করে, জরিপে অংশগ্রহণকারীর সংখ্যা তার প্রায় আড়াই শতাংশ।

জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৪.৯৬ শতাংশ অটোরিকশা ব্যবহারকারী, ৬.৮ শতাংশ মোটরসাইকেল ব্যবহারকারী, ৫.৩ শতাংশ রিকশার যাত্রী, ৩.৬৫ শতাংশ ভাড়ায় চালিত মোটরসাইকেলের যাত্রী এবং ২.৯৩ শতাংশ অন্যান্য পরিবহন ব্যবহারকারী মেট্রোতে চলাচল করেছে।

বুয়েট জানিয়েছে, সংজ্ঞা মেনে বৈজ্ঞানিক পদ্ধতিতেই জরিপটি পরিচালনা করা হয়। জরিপে মেট্রো রেল ব্যবহারকারীদের কাছ থেকে ৪২টি প্রশ্নের উত্তর নেওয়া হয়। এখানে একটি প্রশ্নের উত্তরের বিশ্লেষণ করা হয়েছে। আরো ৪১টি প্রশ্নের উত্তরের বিশ্লেষণ এখনো চলছে।

পুরো বিশ্লেষণ শেষ হলে মেট্রোযাত্রীদের প্রবণতা সম্পর্কে বিশদ তথ্য জানা যাবে। জরিপের সুপারভাইজারের দায়িত্বে থাকা বুয়েটের অধ্যাপক মো. হাদিউজ্জামান কালের কণ্ঠকে বলেন, জরিপের এমন ফল আশা জাগানিয়া নয়। মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করার পেছনে লক্ষ্য ছিল সড়কে যানবাহনের চাপ কমানো। পাশাপাশি রুট রেশনালাইজেশনের মাধ্যমে নির্ভরযোগ্য বাস সেবা দেওয়া।

অধ্যাপক হাদিউজ্জামান বলেন, এই জরিপে দেখা যাচ্ছে মেট্রোর যাত্রীর ৫৯.৪১ শতাংশ মূলত বাসযাত্রী ছিল।

তারা মেট্রোতে চলে আসার পরও কিন্তু সড়কে বাস কমেনি। এটা আশঙ্কার বিষয়। তিনি বলেন, ‘এ অবস্থায় আমাদের বাসের চলাচল স্বাভাবিক রাখতে হবে। কমাতে হবে ব্যক্তিগত গাড়ি। কারণ যানজটের প্রধান কারণ ব্যক্তিগত গাড়ি।’

এক প্রশ্নের জবাবে হাদিউজ্জামান বলেন, ব্যক্তিগত গাড়ির যাত্রীরা মেট্রো রেলে তেমন আকৃষ্ট হননি। কারণ তাঁরা ‘ডোর টু ডোর সার্ভিস’ পান এবং ব্যক্তিগত গাড়ি কিন্তু যথেষ্ট আরামদায়ক। কারের যাত্রী কিভাবে মেট্রোতে আনা যায় সে উপায় খুঁজে বের করতে হবে। ব্যক্তিগত গাড়ির যাত্রীদের জন্য পার্কিং সুবিধা দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ এখন সড়কের ৭০ শতাংশ জায়গা কার দখল করে রাখে। সড়ক থেকে ছোট গাড়ি কমানো না গেলে মূল সড়কের বিশৃঙ্খলা কমবে না। মেট্রো করার পেছনে এটাও অন্যতম প্রধান লক্ষ্য ছিল।

স্টকমার্কেটবিডি.কম/////