এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার মুদারাবা পারপেচুয়াল বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে।

আজ রবিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৬৬তম কমিশন সভায় নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাইল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি হিসাবে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ক্যপািটাল রিসোর্সেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.

৩ মাসের মুনাফা ১০৪ কোটি হলেও ৬ মাসে ৩৬ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা এনআরবিসি ব্যাংক লিমিটেড চলতি বছরের প্রথম ৬ মাসে কর পরবর্তী মুনাফা করেছে মাত্র ৩৬ কোটি টাকা। অথচ একই বছরের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা অর্জন করেছে ১০৪ কোটি টাকা। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২০২০) ব্যাংকটি কর পরবর্তী মুনাফা অর্জন করেছে ১০৪ কোটি টাকা। একই বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর-২০২০) ব্যাংকটি কর পরবর্তী কনসোলিডেটেড মুনাফা অর্জন করেছে ১৪০ কোটি ৬৪ লাখ টাকা।

এই হিসাবে ব্যাংকটির প্রথম ৬ মাসে কর পরবর্তী কনসোলিডেটেড মুনাফা অর্জন করেছে ৩৬ কোটি ১৮ লাখ টাকা।

তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) এসেছে ১.৭৯ টাকা। যা আইপিও শেয়ারসহ এই শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) এসেছে ১.৪৯ টাকা।

৩০ সেপ্টেম্বর ২০২০ ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.০১ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মুজিববর্ষে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন গ্রুপ। এ নিয়ে টানা দশম বারের মতো জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হলো বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ স্পন্সরড বাই ওয়ালটন।’

বড় দৈর্ঘ্যের ক্রিকেটের দেশের প্রধানতম ঘরোয়া টুর্নামেন্ট ‘জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল)’ পর্দা উঠছে ২২ মার্চ। এ টুর্নামেন্ট দিয়ে করোনা পরবর্তীকালে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট। এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ অনুষ্ঠিত হলেও সেখানে সীমিত সংখ্যক খেলোয়াড় সুযোগ পেয়েছিলেন। এবার ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন।

যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই ওয়ালটন থাকছে। গত এক দশক ধরে এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, সবখানেই রয়েছে ওয়ালটন গ্রুপ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগে টানা ৯ বছর এবং জাতীয় ক্রিকেট লিগে টানা দশ আসরের স্পন্সর ওয়ালটন।

পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিকও ওয়ালটন। এরই মধ্যে তারা প্রতিযোগিতার প্রথম ও চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, ‘ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে আছে ওয়ালটন। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন এবং আগামী দিনের তারকা খেলোয়াড় তৈরির প্রক্রিয়াগুলোতে ওয়ালটন অবদান রাখতে চায়। আশা করছি লংগার ভার্সন ক্রিকেটে বাংলাদেশ দলের শক্তিকে মজবুত করবে এবারের জাতীয় ক্রিকেট লিগ।’

জাতীয় ক্রিকেট লিগে দুই টায়ারে অংশগ্রহণ করবে সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো। প্রথম টায়ারে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।

এবারও যথারীতি ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল নিজেদের টায়ারের অপর তিনটি দলের মুখোমুখি হবে। টায়ার টু এর চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে। আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টু-তে নেমে যাবে।
চারটি ভেন্যুতে একযোগে শুরু হবে জাতীয় লিগের খেলা। প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করেছে বিসিবি।

স্টকমার্কেটবিডি.কম/

বিডি ওয়েলডিংয়ের ৩ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ওয়েলডিং লিমিটেডের বোর্ড পুনর্গঠন করে সেখানে তিনজন জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

নিয়োগপ্রাপ্ত এই তিন স্বতন্ত্র পরিচালক হলেন- মো: শফিকুল ইসলাম, প্রফেসার আবুল মুনসুর আহমেদ ও মিসেস নুশরাত খান।

এদের মধ্যে মো: শফিকুল ইসলামকে কোম্পানিটির চেয়ারম্যান হিসাবে প্রস্তাব করা হয়েছে।

ইতিমধ্যে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও বোর্ডের কাছে এ-সংক্রান্ত আদেশের চিঠি দিয়েছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন বন্ধের মেয়াদ বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো এক দফা বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে ২২ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ বেক্সিমকো সিনথেটিক্স দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে লভ্যাংশ প্রদান।

স্টকমার্কেটবিডি.কম/

 

দুই ব্রোকার হাউজকে সতর্ক বার্তা প্রদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন নিয়ম লঙ্ঘনের কারণে দুইটি ব্রোকারেজ হাউজকে সতর্ক করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এতথ্য জানা যায়।

বিএসইসি এর মাসিক রিপোর্ট অনুযায়ী ব্রোকারেজ হাউজ গুলো হল- ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড।

ভবিষ্যতে সকল সিকিউরিটিজ সম্পর্কিত আইনসমূহ মেনে চলার জন্য নিশ্চিত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৮২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৪৪৫টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭০ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড ২৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকা বাংলা ফাইন্যান্সের ২৫ কোটি ১৬ লাখ, লাফার্জ হোলসিম বিডির ২০ কোটি ২১ লাখ, রহিমা ফুড কর্পোরেশনের ১৪ কোটি ৪৬ লাখ, সামিট পাওয়ারের ১৪ কোটি ১৫ লাখ, জেবিবি পাওয়ারের ১৩ কোটি ৯১ লাখ, বিএটিবিসির ১১ কোটি ৮৪ লাখ ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ কোটি ২৬ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

 

১.বেক্সিমকো লিমিটেড
২.রবি আজিয়াটা
৩.বেক্সিমকো ফার্মা
৪.লংকা বাংলা ফাইন্যান্স
৫.লাফার্জ হোলসিম বিডি
৬.রহিমা ফুড কর্পোরেশন
৭.সামিট পাওয়ার
৮.জেবিবি পাওয়ার
৯.বিএটিবিসি
১০.ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

ডিএসইতে লেনদেন কমলেও সামান্য বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৩৪৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২১.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৩৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৯৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৯টির। আর দর অপরিবর্তিত আছে ৭৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বিডি, রহিমা ফুড কর্পোরেশন, সামিট পাওয়ার, জেবিবি পাওয়ার, বিএটিবিসি ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৬৩.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৮৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৬৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ২৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

আইসিবি ইসলামিক ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ৩১ মার্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩১ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর কাওরান বাজারে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। এছাড়া পূর্বে ব্যাংকটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

স্টকমার্কেটবিডি.কম/