নির্বাচন শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে : অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশা প্রকাশ করেছেন, দেশের শেয়ারবাজারসহ সামগ্রিক অর্থনীতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ইতিবাচক প্রভাব পড়বে।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধি দলের সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে, শেয়ারবাজারে এর কী প্রভাব পড়তে পারে-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সব দল নির্বাচনে আসছে। এটি একটি রাজনৈতিক সাফল্য। রাজনৈতিক সাফল্যের ইতিবাচক প্রভাব অর্থনীতি ও উন্নয়নসহ সব ক্ষেত্রে পড়ে থাকে। খুব ভালো একটা রাজনৈতিক অবস্থায় (পলিটিক্যাল সিচুয়েশন) আছি আমরা এই মুহূর্তে। সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে। এমনিতে যে একটা দুঃখ থাকে, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি, সেটি আনন্দের নয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া আনন্দের কিছু নয়। বরং এটি এক ধরনের দুঃখ।

এর আগে অর্থমন্ত্রী বলেন, আমাদের পুঁজিবাজার এখনো তেমন উল্লেখযোগ্য কিছু নয়। অনেক পিছিয়ে। কিন্তু গত আট বছরে এই বাজারে অনেক সংস্কার হয়েছে। বাজার বেশ শক্ত ভিত্তি পেয়েছে। সামনে তাই অনেক সম্ভাবনা।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, ১৯৯০ সালের পর পুঁজিবাজারে দুইবার ধস হয়েছে। ভয়াবহ ধস। আমরা ক্ষমতায় আসার পর ২০১১ সালে ধস হল। সেই ধস হওয়ার পর আমরা দেখলাম, পুঁজিবাজারে সংস্কার দরকার। এর আইনকানুন বিধিমালা বেশ খারাপ। এর ফলে এই ধসটা অনবরত হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা সংস্কারে হাত দেই। এতে আট বছর লেগেছে। বিএসইসি অনেক আইন-কানুন সংস্কার করে বাজারকে স্থিতিশীল অবস্থায় নিয়ে এসেছে। অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার নিয়ে এখন আর আমাদের মাথাব্যথা নেই। এটি এখন আপন গতিতে চলবে।

এর আগে বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের নেতৃত্বে সংস্থার সব কমিশনার ও কয়েকজন কর্মকর্তা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। বিএসইসি চেয়ারম্যান বিও অ্যাকাউন্টের ফি থেকে প্রাপ্ত ৫৭ কোটি ৫৩ লাখ টাকার চেক অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আমরা টেকনোলজিসের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

aamra-technology-limitedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৪৩ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩.৭০ টাকা, যা গত ৩০ জুন ছিল ২৩.২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

খুলনা প্রিন্টিংয়ের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

KPPL1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.৩৪ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৩৬ টাকা, যা গত ৩০ জুন ছিল ১৫.৫৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

ফারইষ্ট নিটিংয়ের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

fekdilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৩৪ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.৭৫ টাকা, যা গত ৩০ জুন ছিল ২১.৪৫ টাকা। এ হিসাবে এই ৩ মাসে কোম্পানিটির ন্যাভ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ওয়েষ্টার্ণ মেরিনের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৪৯ টাকা। এ হিসাবে এই ৩ মাসে কোম্পানিটির আয় কমেছে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪.৬৪ টাকা, যা গত ৩০ জুন ছিল ৩৪.৯০ টাকা। এ হিসাবে এই ৩ মাসে কোম্পানিটির ন্যাভ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ম্যাকসন স্পিনিংয়ের ইপিএস ও ন্যাভ বেড়েছে

Maksonsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৯ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.০৬ টাকা। এ হিসাবে এই ৩ মাসে কোম্পানিটির আয় কমেছে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.১৯ টাকা, যা গত ৩০ জুন ছিল ১৯.১০ টাকা। এ হিসাবে এই ৩ মাসে কোম্পানিটির ন্যাভ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. ইউনাইটেড পাওয়ার
  2. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  3. মুন্নু সিরামিকস
  4. এসকে ট্রিমস
  5. সায়হাম কটন
  6. খুলনা পাওয়ার
  7. ইনটেক ফার্মা
  8. ইফাদ অটোস
  9. সামিট পাওয়ার
  10. দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড।

ডিএসইতে ৫৩১ ও সিএসইতে ২৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৫৩১ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন ও সূচক বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫১৮ কোটি ৪২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪০টির। আর দর অপরিবর্তিত আছে ৬১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, এসকে ট্রিমস, সায়হাম কটন, খুলনা পাওয়ার, ইনটেক ফার্মা, ইফাদ অটোস, সামিট পাওয়ার ও দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল শাহজালাল ইসলামী ব্যাংক ও কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের বোর্ড সভা ১৩ নভেম্বর

mojjafforস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

দেশের ৪ কোটি মানুষের কর দেওয়া উচিত: অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের চার কোটি মানুষের কর দেওয়া উচিত। বর্তমানে দিচ্ছে ত্রিশ লাখের মতো।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররাফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান।

এনবিআর চেয়ারম্যান মোশাররাফ হোসেন ভূইয়ার বলেন, ‘বাংলাদেশের মানুষের সঙ্গে মেলার বন্ধন অনেক নিবিড়। কর জিডিপি রেসিও এখন আছে ১০ ভাগ, এটাকে আগামী কয়েক বছরে ১৫ ভাগে নিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মেলা খোলা থাকেবে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড