বাংলাদেশ-অস্ট্রিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি

bang-and-austria-20180522141847স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের সঙ্গে অস্ট্রিয়ার সরাসরি ফ্লাইট পরিচালনার চুক্তি হয়েছে। গত ১৭ মে ভিয়েনায় বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এবং অস্ট্রিয়ার ফেডারেল ট্রান্সপোর্ট, ইনোভেশন অ্যান্ড টেকনলজি মিনিস্টার নরবার্ট হফার চুক্তিতে সই করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ১৬ মে ভিয়েনাতে একটি পর্যালোচনা সভা এবং দুই দেশের অ্যারোনটিক্যাল অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের মনোনীত বিমান সংস্থাসমূহ সপ্তাহে ৭টি যাত্রী ও ৭টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচল শুরু হলে অস্ট্রিয়াসহ পার্শ্ববর্তী দেশসমূহে বসবাসরত বাংলাদেশিদের জন্য যাতায়াত সহজতর হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির জানান, অস্ট্রিয়ার সঙ্গে এর আগে আকাশপথে বাংলাদেশের কোনো চুক্তি ছিল না। এ কারণে দেশটির সঙ্গে এএসএ চুক্তিটি হবে একেবারেই নতুন। দুই দেশের কয়েকটি এয়ারলাইনস সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেড

বৃটিশ আমেরিকান টোব্যাকোর লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিওতে

batbcশেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বৃটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কক্ষপথের অবস্থানে পৌঁছেছে

bangaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ দিন পর এটি তার নিজস্ব অবস্থানে (অরবিট স্লট) পৌঁছেছে। সূত্র : বাসস

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সোমবার বাসস’কে বলেন, ‘আমাদের স্যাটেলাইট তার অবস্থান নিয়েছে এবং স্বাভাবিকভাবেই কাজ শুরু করেছে।’

গত ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিএস-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়। স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ এর মাধ্যমে স্যাটেলাইটটি ১১৯.১ দ্রাঘিমাংশে পৌঁছার জন্য এটি উৎক্ষেপণ করা হয়।

বিসিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, তারা এখন বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করার আগে আরো বেশকিছু পরীক্ষা চালাবেন। তিনি বলেন ‘তিন মাসের মধ্যে আমরা বাণিজ্যিক অপারেশনে যাবো।’

সরকারি সূত্র জানায়, বিএস-১ প্রতি ২৪ ঘন্টায় একবার ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় একবার পৃথিবী পরিক্রমণ করবে। ফ্যালকন-৯ এর ব্লক-৫ থেকে উৎক্ষেপণের অব্যবহিত পরই বিএস-১ ৩৫ হাজার ৭শ’ কিলোমিটার পথ পাড়ি দেয়। এরপর ১০ দিনে আরো ৩শ’ কিলোমিটার অতিক্রম করে বর্তমান অবস্থানে যায়।

গাজীপুর গ্রাউন্ড স্টেশনের অপারেশন ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম ইতোপূর্বে বাসসকে বলেন, বিএস-১ গ্রাউন্ড স্টেশনে সংকেত পাঠাতে শুরু করেছে। তিনি বলেন, গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশন থেকে বিএস-১-এর পূর্ণ নিয়ন্ত্রণ পেতে প্রায় দুই মাস সময় লাগবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

একনেকে পদ্মাসেতুর রেলসংযোগসহ ১৬ প্রকল্পের অনুমোদন

ecnec-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ‘পদ্মাসেতু রেলসংযোগ’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (২২ মে) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এটিসহ মোট ১৬ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেল সংযোগের মোট ব্যয় ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। এরমধ্যে জি টু জি পদ্ধিতে চীন সরকার দেবে ২১ হাজার ৩৬ কোটি টাকা। এ বিষয়ে এরই মধ্যে চীনের সঙ্গে একটি চুক্তিও সই হয়েছে।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এর আগে ২০১৬ সালের ৩ মে পদ্মাসেতু হয়ে নতুন রেলসংযোগ স্থাপনের জন্য ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের অনুমোদন দেয় সরকার।

এদিন একনেক সভায় মোট ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বাজেটের আগে শেষ সভায় প্রকল্পগুলোর মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ২৩৪ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ৪৩ হাজার ২২১ কোটি টাকা। বাকি টাকা দেবে সরকার।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

  1. বার্জার পেইন্টস বাংলাদেশ
  2. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  3. বিএসআরএম লিমিটেড
  4. আল-আরাফা ইসলামী ব্যাংক
  5. ইউনাইটেড পাওয়ার
  6. লিগ্যাসি ফুটওয়্যার
  7. সিনো বাংলা
  8. এ্যাডভেন্ট ফার্মা
  9. ব্র্যাক ব্যাংক
  10. গ্রামীন ফোন লিমিটেড।

দুই শেয়ারবাজারে লেনদেন ও সূচক দুটোই কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৩৮ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক কমেছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৮ কোটি ৪১ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫৬১ কোটি ৮০ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩২ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৯টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বার্জার পেইন্টস বাংলাদেশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, বিএসআরএম লিমিটেড, আল-আরাফা ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, লিগ্যাসি ফুটওয়্যার, সিনো বাংলা, এ্যাডভেন্ট ফার্মা, ব্র্যাক ব্যাংক ও গ্রামীন ফোন লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২১.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৯৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

এদিন লেনদেন হয়েছে ২৫ কোটি ৪০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্কেন্টাইল ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

mercantilস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার আনসিকিউরেন্ড সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেড বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার আনসিকিউরেন্ড সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যার মেয়াদ সাত বছর। এর বৈশিষ্ট্য হলো- আনসিকিউরেন্ড, নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড।

বন্ডটি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদধারী বিনিয়োগকারী বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনতে পারবেন।

এ বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ব্যাসেল থ্রি এর টায়ার টু এর শর্ত পূরণ করবে। বন্ডটির অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসাব কাজ করছে যথাক্রমে গ্রীণ ডেল্টা ইস্যুরেন্স কোম্পানি লিমিটে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রূপালী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

rupaliস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকার আনসিকিউরেন্ড সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেড বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, গতকাল সোমবার কমিশনের ৬৪৫তম সভায় প্রতিষ্ঠানকে এ বন্ড অনুমোদন দেওয়া হয়।

রূপালী ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকার আনসিকিউরেন্ড সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যার মেয়াদ সাত বছর। এর বৈশিষ্ট্য হলো- আনসিকিউরেন্ড, নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড।

বন্ডটি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদধারী বিনিয়োগকারী বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনতে পারবেন।

এ বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার টু ক্যাপিটালের শর্ত পূরণ করবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসাব কাজ করছে যথাক্রমে গ্রীণ ডেল্টা ইস্যুরেন্স কোম্পানি লিমিটে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাউথইস্ট ব্যাংকের ২৩তম এজিএমের তারিখ পরিবর্তন

southest-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৩ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ব্যাংকটির এজিএম আগামী ২৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এই এজিএমের তারিখ পরিবর্তন করে আগামী ৩০ জুন শনিবার নির্ধারন করা হয়েছে।

এই সভা সংক্রান্ত অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন

suchakeস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় দিনে ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ০.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৮৮ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম