ডিএসই’র ট্রেক ইস্যুর আবেদনের সময়সীমা বৃদ্ধি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ট্রেকের আবেদনের সময়সীমা আগামী ১৮ মার্চ হতে বর্ধিত করে ২৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে৷

সম্ভাব্য আবেদনকারীর সুবিধা বিবেচনায় গত ১৬ মার্চ ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে৷

গত ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখের ডিএসইর ৯৯০তম পরিচালনা পর্ষদের সভায় দেশের প্রথম, প্রধান ও নেতৃত্বদানকারী স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ সংশ্লিষ্ট আইনসমূহ, স্কীম, বিধিমালা ও প্রবিধানমালার বিধানাবলী মোতাবেক যোগ্যতার ভিত্তিতে উহার অধীনে সিকিউরিটিজ লেনদেন কার্যক্রম পরিচালনার নিমিত্তে সিকিউরিটিজ লেনদেন অধিকার সম্বলিত সনদ, ‘ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করে৷

স্টকমার্কেটবিডি.কম/

ফিন্যানসিয়াল এক্সপ্রেসের ইকোনোমিক এডিটর আর নেই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইংরেজি দৈনিক ফিন্যানসিয়াল এক্সপ্রেসের ইকোনোমিক এডিটর আবু আনাস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

মঙ্গলবার (১৬ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

তার স্ত্রী লাভলী বেগম বলেন, সকালে আবু আনাস বাসায় হৃদরোগে আক্রান্ত হন৷ পরে তাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সাংবাদিক আবু আনাসের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

মঙ্গলবার বাদ জোহরের পর জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হয়৷ এরপর বাদ আছর পান্থপথের বাসার কাছের মসজিদে জানাজা শেষে আবু আনাসকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

দুই দশক ধরে সাংবাদিকতায় যুক্ত আবু আনাস এর আগে ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট এবং নিউ নেশনেও কাজ করেছেন।

জলবায়ু পরিবর্তন বিষয়ে সাংবাদিকতার জন্য প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে আবু আনাস ২০১৯ সালে ‘প্রিন্স অ্যালবার্ট টু অব মোনাকো অ্যান্ড ইউএনসিএ’ পদক পান।

স্টকমার্কেটবিডি.কম/বি

শ্রমিক কল্যাণ তহবিলে ১ কোটি ৮৯ লাখ টাকা দিলো রবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত একবছরে তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ৮৯ লাখ টাকা জমা দিয়েছে মোবাইল কোম্পানি রবি।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে রবির পক্ষে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. ফয়সাল ইমতিয়াজ খান ১ কোটি ৮৯ লাখ ৪৫ হাজার ৩৫ টাকার একটি চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেষি, বিদেশি এবং বহুজাতিক কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ শতাংশের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম, পরিচালক শাকিলা জেরিন আহমেদ, রবির ভাইস প্রেসিডেন্ট, পলিসি অ্যান্ড স্টেক হোল্ডার রিলেশনস দেওয়ান নাজমুল হাসান, ভাইস প্রেসিডেন্ট পাবলিক অ্যাফেয়ার্স শরিফ শাহ জামাল রাজ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এফবিসিসিআই এর সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গতকাল সারাদেশের চেম্বার ও এ্যাসোসিয়েশনের সমন্বয়ে এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম এর উদ্যোগে এক সভার আয়োজন করা হয়।

সভায় ব্যবসায়িক বিভিন্ন প্রেক্ষাপট, বাজেট, এলডিসি বাস্তবায়ন, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন, দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। সেইসঙ্গে সভায় মধ্যাহ্ন ভোজ ও রাতের খাবারের আয়োজন করা হয়।

এফবিসিসিআই পরিচালক এম এ রাজ্জাক খান রাজ, ডিরেক্টরবৃন্দ, চেম্বার এর প্রেসিডেন্ট ও সদস্যবৃন্দ এবং এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ওই সভায়।

স্টকমার্কেটবিডি.কম/বি

জেএমআই গ্রুপে কুনিও (কেনি) তাকামিদো’র যোগদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানে ব্যবসা উন্নয়নে দক্ষ জাপানি কর্মকর্তা কুনিও (কেনি) তাকামিদো’র যোগদান।

গত ৯ মার্চ, ২০২১ (মঙ্গলবার) থেকে নির্বাহী পরিচালক হিসেবে জনাব কুনিও (কেনি) তাকামিদো নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেডে যোগ দিয়েছেন।

কুনিও (কেনি) তাকামিদো’র শিক্ষা ও কর্মজীবন :

কুনিও (কেনি) তাকামিদো জাপানের আইচির নাগোয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর অনার্স এবং সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স ডিগ্রী নিয়েছেন। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশে নানা গুরুত্ব¡পূর্ণ পদে কাজ করার প্রায় ২১ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন প্রক্রিয়ার সম্পর্কে সিদ্ধহস্ত। বিশেষ করে কর্পোরেট কৌশল, বহুমাত্রিক বিপণন ও ব্র্যান্ডিং, ব্যবসায়িক উন্নয়ন, নতুন পণ্য পরিচিতিকরণ, বিক্রয় কৌশল তৈরি, বাজেট, রাজস্ব, লাভ-ক্ষতি ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে তাঁর পর্যায়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। প্রতিযোগিতামূলক ব্যবসায়িক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে তিনি বহুমাত্রিক ব্যবসায়িক কৌশল ব্যবহার করেন। টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের জন্য নিপ্রো কর্পোরেশনে তাঁর অনেক অবদান রয়েছে। ২০০২ সাল থেকেই নিপ্রো কর্পোরেশনের বিভিন্ন কৌশলগত পদে তিনি দায়িত্ব পালন করেছেন।

কুনিও (কেনি) তাকামিদো ২০০২ সালে তিনি নিপ্রো কর্পোরেশনের শিপিং বিভাগে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি সহকারী ব্যবস্থাপক হিসেবে নিপ্রো কর্পোরেশনের আন্তর্জাতিক বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি নিপ্রো মেডিক্যাল কর্পোরেশনের যুক্তরাষ্ট্র শাখায় “নতুন ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক” হিসেবে যোগ দেন। ২০১৪ সালে এই পদে কৌশলগত অবদানের জন্য তাঁর পদোন্নতি হয় এবং চাকুরীর পরিসর আরও বিস্তৃত হয়। বাংলাদেশের নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেডে যোগ দেওয়ার আগ পর্যন্ত নিপ্রো মেডিক্যাল কর্পোরেশনের ব্যবসা উন্নয়ন এবং পরিচালন বিভাগে দায়িত্ব পালন করেন তিনি।

জেএমআই’তে কুনিও (কেনি) তাকামিদো’র দায়িত্ব :

নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড (এনজেএমএল)-এ কুনিও (কেনি) তাকামিদো কর্পোরেট পরিকল্পনা ও কৌশল, বিক্রয় ও বিপণন, পণ্য ব্যবস্থাপনা, ব্র্যান্ডিং, ব্যবসা উন্নয়ন, বিতরণ, সরবরাহ ব্যবস্থাপনাসহ সার্বিক বিপণন কার্যক্রম তদারকি করবেন। প্রতিষ্ঠানটির কৌশলগত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে তাঁকে নিয়োগ দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২২ লাখ ২৬ হাজার ৬১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ১৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরফা ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সিভিও পেট্রোকেমিক্যাল ২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বেক্সিমকো ফার্মা ১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এএফসি অ্যাগ্রো, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, কোহিনুর কেমিক্যাল, কেপিপিএল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল টিউবস, রিপাবলিক ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, সমতা লেদার, সী পার্ল বীচ, শাশা ডেনিম, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, এসকে ট্রিমস, সোনালী পেপার, এস.এস স্টিল ও ওয়েস্টার্ন মেরিন শিইয়ার্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৭৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ৮৯ লাখ ১৩ হাজার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৪ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড ২৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেবিবি পাওয়ারের ২৪ কোটি ৯৭ লাখ, লাফার্জ হোলসিম বিডির ২৪ কোটি ৪৭ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ২২ কোটি ৪১ লাখ, সামিট পাওয়ারের ১৯ কোটি ৩৮ লাখ, বিএটিবিসির ১৮ কোটি ৯৮ লাখ, লূব-রেফ বিডির ১৮ কোটি ১ লাখ ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লেনদেন হয়েছে ১৬ কোটি ১৯ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

একনেকে ৫৬১৯ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা প্রায় ৫ হাজার ৬১৯ কোটি ৪৬ লাখ টাকা খরচে ৬ প্রকল্প অনুমোদন দিয়েছে। তার মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে ৫ হাজার ৫১৯ কোটি ৮৭ লাখ, বিদেশ থেকে ঋণ নেবে ৫৭ কোটি ৫২ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪২ কোটি ৭ লাখ টাকা।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অবস্থান নিয়ে একনেকে অংশ নেন।

একনেক সভা শেষে এনইসিতে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী সংবাদ সম্মেলনে বলেন, ‘আজকে মোট ৭টি প্রকল্প একনেকে তোলার কথা ছিল। একটি প্রকল্প গতকালই আইসিটি ডিভিশন প্রত্যাখ্যান করে নেন। পরে তারা সেটি পেশ করবেন। মূলত আজকে ছয়টি প্রকল্প ছিল এবং ছয়টিই পাস হয়েছে।’

আজকে অনুমোদিত ৬টি প্রকল্পের মধ্যে তিনটি সংশোধিত এবং তিনটি নতুন প্রকল্প।

অনুমোদিত নতুন প্রকল্পগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্প ৪ হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকা খরচে অনুমোদন দেয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পটি ৪৪৭ কোটি ৫৪ লাখ টাকা খরচে অনুমোদন দেয়া হয়েছে। ২০১৯ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের ‘পিরোজপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প ৬০০ কোটি টাকা খরচে অনুমোদন দেয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগের ‘রাজশাহী কল্পনা সিনেমা হল তেকৈ তালাইমারী মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্পটি প্রথম সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটির মূল খরচ ছিল ১৬৪ কোটি ১৯ লাখ টাকা এবং আজকে সংশোধনের পর হলো ১২৭ কোটি ৫০ লাখ টাকা। আজকে প্রকল্পটির ব্যয় বৃদ্ধি পেয়েছে ৩৬ কোটি ৭০ লাখ টাকা। প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৫ সালের জুলাইয়ে এবং শেষ হওয়ার কথা ছিল ২০১৭ সালের ডিসেম্বরে। এখন এর মেয়াদ বৃদ্ধি করে করা হলো ২০২১ সালের জুন পর্যন্ত।

পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা’ প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। সংশোধনীতে প্রকল্পের খরচ ৩১৯ কোটি ৯৮ লাখ টাকা বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পটির মূল খরচ ছিল ১ হাজার ৯৭ কোটি ২১ লাখ টাকা। এখন খরচ বৃদ্ধি করে করা হয়েছে ১ হাজার ৪১৭ কোটি ১৯ লাখ টাকা। প্রকল্পটি ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করার কথা ছিল। এখন মেয়াদ বৃদ্ধি করে ২০২২ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের ‘কন্সট্রাকশন অব নিউ ১৩২/৩৩ কেভি অ্যান্ড ৩৩/১ কেভি সাবস্টেশন আন্ডার ডিপিডিসি’ প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পের খরচ ৯২ কোটি ২৫ লাখ টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পটির মূল খরচ ১ হাজার ৮৫০ কোটি ৬৬ লাখ টাকা। প্রথম সংশোধনীতে এর ব্যয় বাড়িয়ে করা হয়েছিল ২ হাজার ৩৮৭ কোটি ৬৯ লাখ টাকা। আজকে দ্বিতীয় সংশোধনীতে করা হয়েছে ২ হাজার ৪৭৯ কোটি ৯৪ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

বীকন ফার্মার শেয়ার দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি বীকন ফার্মা লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ছিল ৯৩.২০ টাকা এবং গতকাল ১৫ মার্চ এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৩৫ টাকা।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় বীকন ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/

ফার্ষ্ট ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড চলতি বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ মার্চ আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ