বাংলাদেশে তৈরি পণ্য বিক্রি করছে ট্রাম্পের কোম্পানি

trump_golf_made_in_bangladesh_64938_1512016510স্টকমার্কেট প্রতিবেদক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি চলতি মাস থেকে বাংলাদেশে তৈরি পণ্য বিক্রি শুরু করেছে। ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্পস্টোর ডটকম নামে অন লাইন শপ চালু করেছে। এ শপের মাধ্যমে বাংলাদেশে তৈরি ট্রাম্প গলফ টুপি বিক্রি করা হচ্ছে। যার প্রতিটির মূল্য ৩২ ডলার।

এ ছাড়া অনলাইন শপটি চীনের তৈরি কিছু পণ্যও বিক্রি করছে। ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মালিক এখনও প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। আর এগুলো পরিচালনা করেন তার ছেলে এরিক এবং ডোনাল্ড জুনিয়র। খবর দ্য ডেইলি বিস্ট।

ওয়াশিংটন পোস্টের অপর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার নামে একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে। আর এ ব্র্যান্ডের কাপড় তৈরি হয় বাংলাদেশ, চীন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশে। ৯৭ শতাংশ কাপড়ই এ দেশগুলো থেকে আমদানি করা হয়। বাংলাদেশ থেকে জিন্স জ্যাকেটই বেশি আমদানি করা হয়।

যুক্তরাষ্ট্রে ইভাঙ্কা ট্রাম্পের বেশ জনপ্রিয়তা রয়েছে। রাজনৈতিক কারণ ছাড়াও তার ফ্যাশনকে অনেকে অনুকরণ করেন। তাই ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডের প্রচলনও বেশ। ২০১৬ সালে পোশাক বিক্রির তালিকায় এ ব্র্যান্ড ছিল এগিয়ে। এ ব্র্যান্ডটি তাদের পোশাক তৈরিতে বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে। বাংলাদেশে তৈরি পোশাকের মান অনেক ভালো হওয়ায় এখানকার কাপড়ের অনেক চাহিদা।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিক ইস্যু নিয়ে নানা কথা থাকলেও এখানকার কাপড় অনেক উন্নত মানের। তাই ইভাঙ্কা ট্রাম্পের ব্র্যান্ড ছাড়া অন্য নামিদামি ব্র্যান্ডগুলোও বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে।

এদিকে ট্রাম্প প্রশাসন ‘হায়ার অ্যামেরিকান’ ও ‘মেইড ইন অ্যামেরিকা’ নামের ক্যাম্পেইনের মাধ্যমে বিদেশ থেকে পণ্য উৎপাদন করে দেশে বিক্রি করার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। এর মধ্যেও ডোনাল্ড ট্রাম্প ও ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডের পোশাক বাংলাদেশ থেকে আমদানি করা হয়। পোশাকের মান ধরে রাখার জন্য তারা বাংলাদেশ থেকে পোশাক নিচ্ছে বলে রিপোর্টে বলা হয়েছে।

বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৫২০ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। আগের অর্থবছরে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানির পরিমাণ ছিল ৫৬২ কোটি ডলার। অর্থাৎ গেল অর্থবছরে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে রফতানি হয়েছে ৫২৯ কোটি ডলার।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/এমএ

বাংলাদেশ ধীরে ধীরে রফতানিকারক দেশে হিসেবে রূপান্তরিত হচ্ছে : বানিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেট প্রতিবেদক :

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সিরামিক এক্সপো প্রমাণ করে বাংলাদেশ ধীরে ধীরে রফতানিকারক দেশে হিসেবে রূপান্তরিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে সিরামিক পণ্যের মেলা ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০১৭’ এর উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিন দিনব্যাপী এ মেলায় থাকবে সিরামিক বিষয়ে বিভিন্ন সেমিনার। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশীয় সব সিরামিক কোম্পানির বাইরে ১৩টি দেশের ৬০টি কোম্পানির বিশ্বখ্যাত ৫৪টি ব্রাঞ্চ তাদের সিরামিকের কাঁচামাল, মেশিনারিজ, প্রযুক্তি নিয়ে মেলায় অংশ নিচ্ছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, এই এক্সপো প্রমাণ করে আমরা ধীরে ধীরে রফতানিকারক দেশ হিসেবে রূপান্তরিত হচ্ছি। ১৯৬২ সালে দেশে প্রথম সিরামিক কারখানা প্রতিষ্ঠিত হলেও বর্তমানে তিন ক্যাটাগরিতে ৬২টি কারখানা রয়েছে। এতে বিনিয়োগ হয়েছে ১ বিলিয়ন ডলার। এই খাত থেকে বছরে ৩ হাজার কোটি টাকা রাজস্ব পায় সরকার। রফতানি আয় ৫০ মিলিয়ন ডলার।

সিরামিক এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ অন্যান্যরা। সিরামিক খাতকে এগিয়ে নিতে সিরামিক পণ্য আমদানিতে উচ্চহারে কর ধার্য করেছে সরকার। ফলে দেশে এ শিল্পের প্রসারও ঘটেছে।

এ খাতের অসুবিধার কথা বলতে গিয়ে তোফায়েল আহমেদ বলেন, গ্যাস ও বন্দর সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। ভোলাতে প্রচুর পরিমাণে গ্যাস থাকায় অনেক কোম্পানি সেখানে সিরামিক কারখানা করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, ২০১৮ সালে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি শুরু হলে এই সমস্যার সমাধান হবে। আর বন্দর সমস্যা সমাধানের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা এমপি, সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমূখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ফারমার্স ব্যাংককে তিন মাস সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

bbস্টকমার্কেট ডেস্ক :

ফারমার্স ব্যাংকসংকট মেটাতে বেসরকারি খাতের আলোচিত ফারমার্স ব্যাংককে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৯ নভেম্বর) ব্যাংকটির নতুন পর্ষদের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই সময় দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ফারমার্স ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ আতাহার উদ্দিন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ফারমার্স ব্যাংক ছেড়ে যাওয়ার একদিনের মাথায় বুধবার নতুন পরিচালনা পর্ষদের সব সদস্যের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক প্রসঙ্গে ড. মোহাম্মদ আতাহার উদ্দিন বলেন, ‘আমাদের ম্যানেজমেন্ট নতুন এবং বোর্ডও নতুন। তাই আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে পরিচিত হতে এসেছি। ব্যাংকটিকে আমরা ভবিষ্যতে কিভাবে চালাবো, তা নিয়েও আলোচনা হয়েছে।’

আতাহার উদ্দিন বলেন, ‘আমাদের যে আর্থিক সংকট তৈরি হয়েছে, তা আমরা নিজেরাই মেটাবো এবং যে বন্ড ছেড়েছি, তাও কাল-পরশুর মধ্যে পেয়ে যাবো। আমরা পাঁচশ কোটি টাকার দু’টি বন্ড ছেড়েছি। এটা এলেই হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আমরা তিন মাসের সময় পেয়েছি। এছাড়া এমডি তার অবস্থানে থাকবেন। তার ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে জবাব দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঋণে ব্যাপক অনিয়মের কারণে ফারমার্স ব্যাংক বড় ধরনের তারল্য সংকটে পড়ে। এরপর বাংলাদেশ ব্যাংক নতুন এ বেসরকারি ব্যাংকের সংকট নিরসনে জোরালো উদ্যোগ নেয়।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে সোমবার (২৭ নভেম্বর) ফারমার্স ব্যাংক থেকে পদত্যাগ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। একই দিন ব্যাংকটির অডিট কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতীও পদত্যাগ করেন। আরেক পরিচালক ড. মোহাম্মদ আতাহার উদ্দিন শুধু ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। এরপর বৈঠকে ব্যাংকের পরিচালক মোহাম্মদ মাসুদকে চেয়ারম্যান ও মারুফ আলমকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সোমবারের পর্ষদ সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী, অডিট ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হয়। নতুন করে নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন ব্যাংকের পরিচালক সাঈদ আহমেদ। তানভীর মারজান হুদাকে অডিট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হয়েছেন শরিফ চৌধুরী।

এর আগে, রবিবার ব্যাংকের এমডি এ কে এম শামীমকে অপসারণের বিষয়ে একটি চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে ঋণ বিতরণ ও তারল্য সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হওয়ায় তাকে এই নোটিশ দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/এম/

মিরপুরে এজিএম ও ইজিএম করবে ওআইম্যাক্স ইলেক্ট্রোড

oiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওআইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের পরিচালনা বোর্ড বার্ষিক সাধারণ সভার (এজিএম) এবং বার্ষিক সাধারণ সভার (ইজিএম) ভেন্যু ঘোষণা করেছে।

মিরপুর অবস্থিত বিলাস ভবন কমনিউটি সেন্টার পূর্বনির্ধারিত দিনে এই সভাগুলো অনুষ্ঠিত হবে।

সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৭০ টাকা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) এবং বার্ষিক সাধারণ সভার (ইজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ২৬ নভেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

রিকেট বেনকাইজারের অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা

Reckit ben bdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি রিকেট বেনকাইজার লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ২৭৫ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসইতে সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫.৬৫ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৮.১৮ টাকা।

কোম্পানিটির রেকর্ড ডেট ২০ ডিসেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.