রাষ্ট্রীয় মালিকানাধীন ৮১ প্রতিষ্ঠান বেসরকারি করা হয়েছে : মতিয়া চৌধুরী

motiaস্টকমার্কেটবিডি ডেস্ক :

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রাইভেটাইজেশন কমিশনের সুপারিশে দেশের ৮১টি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানা ও প্রতিষ্ঠান বেসরকারী খাতে হস্তান্তরের করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২৩তম অধিবেশনের প্রথম দিনে সরকার দলীয় আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের (মাদারীপুর-৩) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে মন্ত্রীর দেয়া তথ্যমতে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা ১৯টি। মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা চারটি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা ৩০টি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা পাঁচটি।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে বেসরকারিকরণকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ২০টি। অর্থমন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা তিনটি। সেগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। সূত্র : অনলাইন

স্টকমার্কেটবিডি.কম/এ

চলতি বছর প্রবাসী আয় ১১ হাজার ৮৭৭ মিলিয়ন ডলার

perlaস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এস.সি বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ১১ হাজার ৮৭৭.৪২ মিলিয়য়ন মার্কিন ডলার রেমিটেন্স আয় হয়েছে। স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২৩তম অধিবেশনের সোমবারের বৈঠকে সরকার দলীয় সদস্য এম. আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নুরুল ইসলাম বি.এস.সি বলেন, বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসীদের অর্থ দেশের ক্রমবর্ধমান কর্মসৃজনের পাশাপাশি বেকারত্ব হ্রাস, দারিদ্র বিমোচন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে।

চলতি বছর সৌদি আরব গেছেন ১ লাখ ৮৭ হাজার :

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হকের লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বিশ্বের ১৬৫টি দেশে বাংলাদেশের কর্মী যাচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি গমন করে থাকে। ২০১৭ সালে দেশটিতে ৫ লাখ ৫১ হাজার ৩০৮ জন এবং চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার ২২৩জন কর্মী সৌদি আরব গেছেন।

দুই বছরে মালয়েশিয়া গেছেন ২ লাখ ৪১ হাজার :

নাজমুল হক প্রধানের (পঞ্চগড়-১) এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি তত্ত্বাবধানে অনুমোদিত রিক্রুটিং এজেন্টের মাধ্যমে বেসরকারিভাবে মালোয়েশিয়ায় কর্মী প্রেরণ করা হয়। ২০১৬ সালে সরকার অধিকহারে কর্মী প্রেরণের জন্য বেসরকারি রিক্রুটিং এজেন্টকে অন্তর্ভুক্ত করে মালয়েশিয়ার সাথে জিটুজি প্লাস সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এ প্রক্রিয়ায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ২ লাখ ৪১ হাজার ৮৬৭ জন কর্মী প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ইতোপূর্বে সফল শ্রম কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ায় দুই লাখ ৬৭ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি শ্রমিকের বৈধতা প্রদান করা হয়েছে। এছাড়াও বর্তমানে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে যে সকল কর্মী অবৈধ হয়ে পড়েছেন তাদের বৈধকরণের বিষয়ে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এ

শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডাদের লভ্যাংশ ঘোষণা

sherpardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৭.৮৩ টাকা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

জেএমআই সিরিঞ্জের বাৎসরিক বোর্ড সভা ৩০ অক্টোবর

JMI-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তঔষধ ও রসায়ন শিল্প খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর মালিবাগে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে জেএমআই সিরিঞ্জ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

উসমানিয়া গ্লাসের বাৎসরিক বোর্ড সভা ২৯ অক্টোবর

usmaniaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৯ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় চট্টগ্রামে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে উসমানিয়া গ্লাস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

আরডি ফুডের বাৎসরিক বোর্ড সভা ২৮ অক্টোবর

RD-Milkস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে আরডি ফুড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. ড্রাগন সোয়েটার
  3. সামিট পাওয়ার
  4. স্কয়ার ফার্মা
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. ইফাদ অটোস
  7. ভিএফএস থ্রেডস
  8. বিবিএস ক্যাবলস
  9. ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

ডিএসইতে ৪৩৫ ও সিএসইতে ১৮ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৫ কোটি টাকা। দিনশেষে ডিএসইতে সূচকের বড় পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন সামান্য বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৩২ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪৩৯ কোটি ৫৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৯.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৪.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৬টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ড্রাগন সোয়েটার, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, ভিএফএস থ্রেডস, বিবিএস ক্যাবলস ও ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৭৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৮ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সামিট পাওয়ার ও ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কারণ ছাড়াই ১ দিনে বাজার মূলধন কমেছে ৩,৪৮৮ কোটি টাকা

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শুরুতে ঢাকার শেয়ারবাজারে একদিনে বাজার মূলধন কমে গেছে তিন হাজার ৪৮৮ কোটি টাকার বেশি। বর্তমানে ডিএসইএক্স সূচকের অবস্থান পাঁচ হাজার ৩০০ পয়েন্টের ঘরে।

হঠাৎ করে এত বড় পতনের কোনো যুক্তিসঙ্গত কারণ জানা যায়নি। তবে ২০১৭ সালের মাঝামাঝি ব্যাংকগুলোয় তারল্য সংকট গুরুতর আকার ধারণ করেছিল। এর প্রভাব পড়েছিল শেয়ারবাজারেও।

তারল্য সংকটের সমাধানে চলতি বছরে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (ক্যাশ রিজার্ভ রেশিও) হার ছয় দশমিক পাঁচ থেকে কমিয়ে পাঁচ দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনায় বর্তমানে ব্যাংক খাতে তারল্যের পরিমাণ বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তারল্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫০০ কোটি টাকায়।

প্রথম প্রান্তিকে যার পরিমাণ ছিল ৭৬ হাজার ৯০০ কোটি টাকা। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংক খাতে তারল্য বেড়েছে ২০ হাজার ৬০০ কোটি টাকা। এতে করে ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের সক্ষমতাও বেড়েছে।

এছাড়া চীনা কনসোর্টিয়ামের টাকাও শিগগিরই শেয়ারবাজারে আসার কথা। কাজেই বড় বিনিয়োগকারীরা পুঁজিবাজারে ঢোকার আগে শেয়ারের দরে বড় সংশোধন হতে পারে। এছাড়া শেয়ারবাজারে এমন কোনো নেতিবাচক খবর নেই, যার কারণে এতটা দরপতন হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফাইন ফুডসের বাৎসরিক বোর্ড সভা ২৮ অক্টোবর

fineস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর বনানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে পাওয়ারফাইন ফুডস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি